Taqwa-তাকওয়া

Taqwa-তাকওয়া � Taqwa – A Path to Purity and Purpose
Sharing the timeless wisdom of the Qur'an, Hadith and Islam.

বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়...…...
13/07/2025

বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয়...…...

বৃষ্টির সময়ের ৬টি সুন্নাহ

{১} বৃষ্টির দোয়া পাঠ করা।

দোয়াটি হলো- اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا “হে আল্লাহ কল্যাণকর বৃষ্টি দাও” (বুখারী: ৬৯১)

অতিবৃষ্টি বা ক্ষতিকর বৃষ্টি হলে এই দোয়া পাঠ করা- اللَّهُمَّ حَوَالَيْنَا، وَلاَ عَلَيْنَا “হে আল্লাহ আমাদের আশপাশে (জনবসতির বাহিরে) বৃষ্টি দাও, আমাদের উপর নয়।’’ (বুখারী: ৯৩৩)

{২} আল্লাহর ভয়ে ভীত-সন্ত্রস্ত থাকা।

উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন, আকাশ মেঘাচ্ছন্ন হলে এবং ঝড়ো হাওয়া প্রবাহিত হলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে যেতেন যে, এটি আল্লাহর আযাব কিনা। (সহীহ মুসলিম: ১৯৫৭)

{৩} বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করা।

উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন, প্রিয়নবী সা. যখন বৃষ্টি দেখতেন তখন বলতেন, “এ তো আল্লাহর রহমত।” (সহীহ মুসলিম: ১৯৫৭)

{৪} বৃষ্টি-বাদল সংক্রান্ত কুসংস্কার থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া।

প্রিয়নবী সা. হাদীসে কুদসীতে বলেন, “যে বলে, আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে হল আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের (শক্তির) প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস স্থাপনকারী।” (সহীহ মুসলিম: ৮৪৬)

{৫} বৃষ্টির পানি গায়ে লাগানো।

রাসুলুল্লাহ সা. বৃষ্টির পানি গায়ে লাগাতেন। সহীহ মুসলিম: ১৯৫৬

{৬} বৃষ্টির সময় দোয়া কবুল হয়, তাই এ সময়ে দোয়া করা।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “দুই সময়ের দো’আ প্রত্যাখ্যাত হয় না কিংবা কম প্রত্যাখ্যাত হয়। (এক) আযানের সময়। (দুই) বৃষ্টির সময়।” সহীহুল জামে: ৩০৭৮

28/05/2025
28/05/2025

🌿 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ 🌿

🌟 স্বাগতম আমাদের "তাকওয়া" ফেসবুক পেজে! 🌟

এই পেজটি আল্লাহর ভয়, সততা, নৈতিকতা এবং দ্বীন অনুযায়ী জীবন গঠনের বার্তা পৌঁছে দিতে তৈরি করা হয়েছে। আমরা এখানে ইসলামিক জ্ঞান, হাদীস, কুরআনের তাফসীর, প্রেরণামূলক লেখা এবং ভিডিও শেয়ার করবো, যা আমাদের তাকওয়া বা আল্লাহভীতি বৃদ্ধি করতে সাহায্য করবে ইনশাআল্লাহ।

🕋 আমাদের উদ্দেশ্য:

ইসলামের সত্য বার্তা ছড়িয়ে দেওয়া

নিজে শিখে অন্যকে শেখানো

নৈতিক ও আত্মশুদ্ধিমূলক বিষয় নিয়ে আলোচনা করা

আপনি আমাদের সঙ্গে থাকুন, শেয়ার করুন, কমেন্টে মতামত দিন এবং নেক কাজে সবার অংশীদার হোন।

📖 "তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।" – (আল কুরআন)

👉 এখনই পেজটি Follow করুন এবং নৈতিক জীবনের পথে একসাথে চলি।

#তাকওয়া #ইসলাম #আল্লাহভীতি #হাদীস #কুরআন #নৈতিকতা

Address

Bhaluka
Mymensingh
2240

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa-তাকওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share