Deshi Boy

Deshi Boy ভ্রমণের পাশাপাশি ইতিহাস-ঐতিহ্য, জীবন-জীবিকাসহ চারপাশের সবকিছু তুলে আনার চেষ্টা করি মাত্র।
(14)

আল্লাহ মহান,আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সকল প্রকার ভ্রমণ ও উপভোগ্য বিষয় তুলে ধরাই এই পেজের উদ্দেশ্য।

টাকাওয়ালা দেখে তাকে সম্মান দিতে ব্যস্ত হইয়েন না, টাকা ছাড়াও যে আপনার আশেপাশে, অনেকই অনেক পরিচিত আছে, তাদেরকে আপনি মনে...
14/09/2025

টাকাওয়ালা দেখে তাকে সম্মান দিতে ব্যস্ত হইয়েন না, টাকা ছাড়াও যে আপনার আশেপাশে, অনেকই অনেক পরিচিত আছে, তাদেরকে আপনি মনে রাইখেন। সামান্য টাকার কারণে আপনি অনেককে দিন দুধভাত আর অন্য কে দিন ডালভাত, বৈষম্য বন্ধ করুন সবসময় ইকুয়াল হওয়ার চেষ্টা করুন।
মহান আল্লাহতালা আমাদেরকে বৈষম্যহীন ও সবাইকে ভালোবাসার বন্ধনে জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন।
আশাকরি কথাগুলো ভালো লাগবে।

13/09/2025

আমি অনেক আপন ও কাছের মানুষকে দেখেছি, সামনে অনেক মিষ্টি ও মধুর করে কথা বলে , কিন্তু পিছনে তারা অনেক হিংসা মনে পোষণ করে।

আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হল, আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হল বাজার সমূহ।
13/09/2025

আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হল, আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হল বাজার সমূহ।

শুটিং এর লোকেশনের খোঁজে পুরান ঢাকায় ঘোরাঘুরি। নায়ক তো হতে পারলাম না ,ভাবছি নিজেই একটা নাটক বানাবো, যার নায়ক আমিই হব।আ...
12/09/2025

শুটিং এর লোকেশনের খোঁজে পুরান ঢাকায় ঘোরাঘুরি।
নায়ক তো হতে পারলাম না ,ভাবছি নিজেই একটা নাটক বানাবো, যার নায়ক আমিই হব।
আপকামিং নাটকের নাম হল: ব্যাচেলর পয়েন্ট আনলিমিটেড।

Good morning from Keranigonj Distঢাকার পাশাপাশি দেখতেছি কেরানীগঞ্জেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।জুরুরী একটি কাজে কেরানীগ...
12/09/2025

Good morning from Keranigonj Dist
ঢাকার পাশাপাশি দেখতেছি কেরানীগঞ্জেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
জুরুরী একটি কাজে কেরানীগঞ্জ আগমন।

Alhamdulillah,Now Already Member 12KDeshi Boy
11/09/2025

Alhamdulillah,Now Already Member 12K
Deshi Boy

রাস্তাঘাটে চলার সময় অথবা অনেক সময় অনেক আত্মীয়-স্বজন হুটহাট করে দেখা হলেই বলি, ভাই আপনি কেমন আছেন? আমরা যদি ভালো থাকি ...
11/09/2025

রাস্তাঘাটে চলার সময় অথবা অনেক সময় অনেক আত্মীয়-স্বজন হুটহাট করে দেখা হলেই বলি, ভাই আপনি কেমন আছেন?
আমরা যদি ভালো থাকি আমরা বলি আলহামদুলিল্লাহ
আর যদি আমাদের মন কোন কারণে খারাপ থাকে, তাহলে আমরা অনেক সময় বলে ফেলি, আছি আর কি কোন রকম ভাই, দিনকাল ভালো যাচ্ছে না, বিপদ-আপদের শেষ নাই, একটার পর একটা লেগেই আছে।
কিন্তু আমাদের সবসময়ই ও উত্তর বলা উচিত যে ,আমরা ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহতালা ভালোই রাখছে। সবসময় বিপদের আপদে সর্ব অবস্থায় ,ভালো মন্দ সকল অবস্থায়, আমাদের মহান আল্লাহতালার শুকরিয়া আদায় করা উচিত ।
আলহামদুলিল্লাহ।

আমি ঢাকা শহরে আছি,আপনি কোন শহরে থাকেন।
11/09/2025

আমি ঢাকা শহরে আছি,
আপনি কোন শহরে থাকেন।

এক বড় ভাইয়ের বউ মানে,ভাবিকে পরিচয় হওয়ার সময় একটু মুখটা ভালো করে দেখতে চেয়েছিলাম, বাট মুখটা দেখার তখন সেরকম সুযোগ আ...
10/09/2025

এক বড় ভাইয়ের বউ মানে,ভাবিকে পরিচয় হওয়ার সময় একটু মুখটা ভালো করে দেখতে চেয়েছিলাম, বাট মুখটা দেখার তখন সেরকম সুযোগ আর হয়ে ওঠেনি, এখন প্রতিদিনই প্রায় সে ভাবীর মুখ খানা দেখি কারণ হলো এখন সেই ভাই আর ভাবি এখন রেগুলার রিল ভিডিও ফেসবুকে ছাড়ে......

ছোট মেয়ে তার মাকে বলছে ,মা মা ,আজকে না বাবাকে হাতেনাতে ধরে ফেলছি, বাবা কি করছো তুমি জানো, তুমি তো জানো না ,আমি দেখি যে ...
10/09/2025

ছোট মেয়ে তার মাকে বলছে ,মা মা ,আজকে না বাবাকে হাতেনাতে ধরে ফেলছি, বাবা কি করছো তুমি জানো, তুমি তো জানো না ,আমি দেখি যে বাবা রাত্রে শুয়ে শুয়ে মোবাইল দেখে।

09/09/2025

এই রাত এগারোটার পর টিভি চ্যানেল খুললেই টকশো, এই কৃত্রিম কথাবার্তা আর দেখতে এখন আর ভালো লাগেনা সবাই গা*ঞ্জাখুঁটি কথা।

Address

Badda
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Deshi Boy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deshi Boy:

Share