22/04/2025
⚠️ নিউজ! ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দিন শেষ! মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত র্যাব-১৪ এর 'অপারেশন দালাল ধ্বংস' তে ১৪ জন 'সেবার সুপারস্টার' হাতেনাতে ধরা পড়েছে! এদের কাছে জব্দ হয়েছে ১৪টি মোবাইল, ফেক "VIP ডাক্তার পাস", আর এক ঝুড়ি প্রলোভনের কুপন—ফ্রি চা থেকে শুরু করে "ডাক্তারের সাথে সেলফি"!🤣
🚸 কে এই দালাল গ্যাং?
ধরা পড়া ১৪ জন ভিলেন টিম! মন্টু মিয়া (২৫), মো. মাসুদ (৪৫), আলাল উদ্দিন (৬০), মো. আশরাফুল (২৭), মো. বিজয় (৫০), মো. আকাশ (২৪), ছোবহান মিয়া (৬৫), সুমন মিয়া (৩০), শাহদাৎ হোসেন বাবু (৩০), মো. শাকিব (২৪), আনিছ হোসেন রকি (৩৫), সাদ্দাম হোসেন (২৯), মমিনুল ইসলাম রবিন (৩০), আর রোকসানা আক্তার (৩৫)। এরা হাসপাতালের জরুরি বিভাগ, মহিলা ওয়ার্ড, পরীক্ষাগার, আর আউটডোরে ঘুরে বেড়াতো, শার্ট-প্যান্ট পরে ভদ্রলোক সেজে!
💪কী ছিল এদের কারবার?
এই দালাল গ্যাং গ্রাম থেকে আসা সহজ-সরল রোগীদের দেখলেই ঝাঁপিয়ে পড়তো। "ভাই, মেডিকেলে ডাক্তার নেই, লাইন আকাশছোঁয়া! আমার কাছে আয়, প্রাইভেট ক্লিনিকে ৪০% ডিসকাউন্ট, ফ্রি ওয়াইফাই, আর ডাক্তারের সাথে ফ্রি কফি!" কিন্তু ফলাফল? রোগীদের পকেট খালি, আর এরা হাসপাতালের পাশে অবৈধ ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারের দালালি করে লাখ টাকা হাতিয়ে নিত! নেত্রকোনার দুর্গাপুর থেকে আসা সোলেমান মিয়া বললেন, "এক দালাল আমার ছেলের পেট ব্যথার কথা শুনে মেডিকেলের বদনাম করে প্রাইভেটে নিতে চাইল। আমি বুঝে যাই, ওটা ফাঁদ!"
👮🏽♂️র্যাব রাজার মহাযজ্ঞ!
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের পর র্যাব-১৪ এর একটি টিম মঙ্গলবার ঝড়ের মতো হাসপাতালে ঢুকে পড়ে। জরুরি বিভাগ থেকে পরীক্ষাগার—কোথাও রেহাই নেই! এক দালাল পালাতে গিয়ে বলে, "আমি তো শুধু রোগীর বন্ধু!" র্যাব-১৪’র অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুজ্জামান হেসে বললেন, "বন্ধু না, তুমি রোগীর ব্যাংক! চলো, ভ্রাম্যমাণ আদালতে!" জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এদের দিলেন ১৫ দিন থেকে ২ মাসের 'জেল-ভিআইপি প্যাকেজ'!
⚠️কেন এত দালাল?
ময়মনসিংহ মেডিকেলের প্রধান ফটকের সামনে গজিয়ে উঠেছে অজস্র প্রাইভেট ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টার, যাদের অনেকের লাইসেন্সই নেই! এরা নানা বয়সী পুরুষ-মহিলাকে দালাল হিসেবে নিয়োগ দেয়, যারা হাসপাতালে ঘুরে রোগীদের ফাঁদে ফেলে। হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বললেন, "১০০০ শয্যার হাসপাতালে ৩৫০০-৪০০০ রোগী ভর্তি থাকে। দালালদের দৌরাত্ম্যে অনেকে সেবা থেকে বঞ্চিত হয়। এই অভিযানে কিছুটা স্বস্তি আসবে।"
👍ময়মনসিংহবাসী, এখন কী করবেন?
১. হাসপাতালে গেলে সচেতন থাকুন—দালালের 'ফ্রি কফি'র ফাঁদে পড়বেন না!
২. এই পোস্ট শেয়ার করুন, যাতে ময়মনসিংহ দালালমুক্ত হয়!🚫🚫🚫
🙏🏽News Source: mymensinghpratidin.com