ময়মনসিংহ ভাবনা

ময়মনসিংহ ভাবনা এই উদ্যোগের মূল লক্ষ্য একটি সচেতন ও দায়িত্ববান ময়মনসিংহ গড়ে তোলা, যেখানে জনগণ প্রশাসনের অংশীদার হয়ে উঠবে।

”ময়মনসিংহ ভাবনা” একটি সচেতনতামূলক ফেসবুক প্ল্যাটফর্ম, যেখানে ময়মনসিংহ বিভাগের শাসনব্যবস্থা, প্রশাসনিক কার্যক্রম এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গঠনমূলক আলোচনা ও তথ্যভিত্তিক কনটেন্ট উপস্থাপন করা হয়। আমরা চাই, ময়মনসিংহবাসী হোক অধিক সচেতন, অধিক সক্রিয় এবং অধিকার সম্পর্কে আরও সচেতন।

✒️পেজের উদ্দেশ্য :
✨ময়মনসিংহ বিভাগের মানুষের মধ্যে আইনি ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করা।
✨প্রশাসনিক কার্যক্রমের স্বচ

্ছতা ও জবাবদিহিতা নিয়ে জনমত গঠন করা।
✨নাগরিক অধিকার ও দায়িত্ব নিয়ে আলোচনার সুযোগ তৈরি করা।
✨স্থানীয় ইতিহাস, রাজনীতি ও উন্নয়ন সম্পর্কিত সংলাপের মঞ্চ তৈরি করা।

দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার ও আজ সোমবার বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে।
29/04/2025

দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার ও আজ সোমবার বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশের কৃষিখাতে যুগান্তকারী পরিবর্তন!যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ন্যানো ইউরিয়া ব্যবহারে ...
23/04/2025

বাংলাদেশের কৃষিখাতে যুগান্তকারী পরিবর্তন!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ন্যানো ইউরিয়া ব্যবহারে সারের খরচ ৫০% পর্যন্ত কমে আসতে পারে! যেখানে প্রচলিত ইউরিয়া সারের খরচ প্রতি বস্তায় প্রায় ৪২০০ টাকা, সেখানে ন্যানো ইউরিয়া প্রতি বিঘায় মাত্র ২৩০ টাকাতেই প্রয়োগ করা সম্ভব।

এই প্রযুক্তির উদ্ভাবক অধ্যাপক ড. জাভেদ হোসেন খান। এটি ইতোমধ্যেই আমেরিকায় একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং বর্তমানে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে।

ন্যানো ইউরিয়া শুধু খরচই কমায় না, মাটির উর্বরতাও রক্ষা করে।
তবে এর বাণিজ্যিক ব্যবহারে সরকারি সহায়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশের কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত খুলছে!

গত জুলাইয়ে ফুলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সাইফুল ইসলামের কবরস্থান নির্মাণের শুভ উদ্বোধন হয়েছে। খবরটা অ...
23/04/2025

গত জুলাইয়ে ফুলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সাইফুল ইসলামের কবরস্থান নির্মাণের শুভ উদ্বোধন হয়েছে। খবরটা অনেকে শেয়ার করতেছে, আনন্দের ভঙ্গিতে পোস্ট দিচ্ছে।

কিন্তু একটু থামেন। দিনের দুপুরে ফুলপুর বাজারের মাঝখানে গুলি করে মানুষ মেরে ফেলল! নয় মাস হয়ে গেল, তদন্ত শেষ হলো না? ফুলপুরের ইউএনও সাহেবকে কেউ কখনও জিজ্ঞেস করছে, মামলাটা কোন পর্যায়ে আছে? কে দোষী, এগুলো কি খতিয়ে দেখা হয়েছে?

থানায় যে মামলা হয়েছে, তাতে যাকে-তাকে আসামি বানায়া রাখছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ৬৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে মামলা হয়েছে।

এখনও কেউ জানে না কে কী করছে, অথচ কবর বানানোর নামে এখন একটা "শোক বানিজ্য" শুরু করছে প্রশাসন! ফুলপুর উপজেলা বিএনপির ব্যাপারে কি বলতে চায়? কারা এই মৃত্যু নিয়ে মূর্খদের রাজনীতি করেছে? এই রাজনীতি থেকে আমরা ভবিষ্যতে কি পাব?

সত্যি কথা বলতে কি, বিচার ছাড়া এইসব নাটক দিয়ে কি হবে? প্রশাসন যদি আসল অপরাধীদের আড়াল করে চলে, তাহলে কি কেউ বিশ্বাস করবে এই কবরস্থান নির্মাণটা শহীদ সাইফুলের প্রতি শ্রদ্ধা, না কি অন্য কারো পাপ ধোয়ার চেষ্টা?

প্রশ্ন করতে হবে। সবাই চুপ থাকলে সাইফুলের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হবে।

#সাইফুল_ইসলাম #ফুলপুর #বিচারচাই #আমরা_ভুলিনি

ইউনিয়ন পরিষদের মেম্বাররা যতবার ভোট দেওয়ার সুযোগ পাইছে, প্রায় প্রতিবারই টাকার বিনিময়ে ভোট বিক্রি করছে। নিজের চোখে এমন অনে...
23/04/2025

ইউনিয়ন পরিষদের মেম্বাররা যতবার ভোট দেওয়ার সুযোগ পাইছে, প্রায় প্রতিবারই টাকার বিনিময়ে ভোট বিক্রি করছে। নিজের চোখে এমন অনেক ভালো মানুষকে দেখছি, যারা কোনো দ্বিধা ছাড়াই পুরো ওয়ার্ডের মানুষের পরোক্ষ ভোট বিক্রি করে দিছে। ব্যাপারটা এমনভাবে করে যেন এটা কোনো অপরাধই না। সবাই জানে, কিন্তু কেউ কিছু বলে না। একরকম ওপেন সিক্রেট হয়ে গেছে।

আমাদের দেশের সবচেয়ে গরিব মানুষের জন্য যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আর ন্যূনতম সাহায্যের ব্যবস্থা আছে, সেই জায়গা থেকে টাকা মেরে নেওয়ার জন্য যারা বছরের পর বছর ঘুরে বেড়ায়, তারা নৈতিকভাবে ভয়ানক দুর্নীতিগ্রস্ত। এই কাজকে তারা আর অন্যায় বলে ভাবে না, বরং একধরনের কৌশল বা সুযোগ হিসেবে দেখে।

এর সবচেয়ে বড় উদাহরণ জেলা পরিষদ। জেলা পরিষদের কাজকর্মের দিকে তাকালেই বোঝা যায়, দুর্নীতিই যেন ওদের আসল কাজ। টাকা মেরে দেওয়া ছাড়া আর তেমন কিছু খুঁজে পাওয়া যায় না। পাবলিক প্রতিষ্ঠানের নামে এতটা দুর্নীতিগ্রস্ত আর কিছু আছে কি না সন্দেহ।

এখন শোনা যাচ্ছে, চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউপি মেম্বার, এবং কাউন্সিলরদের নির্বাচনী পদ্ধতিতে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, আগের মতো সরাসরি জনগণের ভোটে চেয়ারম্যান বা মেয়র নির্বাচন হবে না। বরং মেম্বার ও কাউন্সিলরদের ভোটে তাঁরা নির্বাচিত হবেন, মানে, এক ধরনের পরোক্ষ নির্বাচন ব্যবস্থা চালু করার পরিকল্পনা চলছে।

এই প্রস্তাবটা শুনে আমার প্রথম যে ভাবনা এসেছে, তা হলো, এই ধরনের আইডিয়া কোনো বাস্তব মানুষ থেকে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) থেকে তৈরি হওয়া কোনো থিওরি। এটা এমন এক ডিজাইন, যেখানে মাঠের মানুষদের কথা নেই, তাদের চিন্তা নেই, তাদের ভোগান্তি নেই, একদম প্রাণহীন একটা কাঠামো। যার জন্য পুরো সিস্টেমটা সংস্কার করার কথা, সেই মানুষটাই যেন নাই এদের সংস্কার চিন্তায়।

ময়মনসিংহ ভাবনার পোস্ট ভালো লাগলে শেয়ার করুন।

#ইউনিয়ন #ইউনিয়নপরিষদ

📚 নান্দাইল থানায় হাজতিদের জন্য বুক কর্নার উদ্বোধন! 📖ময়মনসিংহের নান্দাইল থানায় হাজতিদের জন্য একটি অনন্য উদ্যোগ—বুক কর্নার...
23/04/2025

📚 নান্দাইল থানায় হাজতিদের জন্য বুক কর্নার উদ্বোধন! 📖

ময়মনসিংহের নান্দাইল থানায় হাজতিদের জন্য একটি অনন্য উদ্যোগ—বুক কর্নার স্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তারের নেতৃত্বে আজ এই বুক কর্নারের উদ্বোধন হয়। এখানে কোরআন শরিফ, হাদিসের বইসহ বিভিন্ন বই রাখা হয়েছে, যাতে হাজতিরা তাদের সময়কে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে ইতিবাচকভাবে গড়ে তুলতে পারেন।
ইউএনও সারমিনা সাত্তার বলেন, "একটি ভালো বইয়ের একটি বাক্যও একটি জীবন বদলে দিতে পারে।" এই উদ্যোগ হাজতিদের দুশ্চিন্তা কমিয়ে তাদের জীবনে আলো ছড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। 🌟

এমন মহৎ উদ্যোগের জন্য নান্দাইল থানা ও ইউএনও সারমিনা সাত্তারকে ধন্যবাদ! 🙌

আপনার মতামত কী?

⚠️ নিউজ! ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দিন শেষ! মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত র‍‍্যাব-১৪ এ...
22/04/2025

⚠️ নিউজ! ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দিন শেষ! মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত র‍‍্যাব-১৪ এর 'অপারেশন দালাল ধ্বংস' তে ১৪ জন 'সেবার সুপারস্টার' হাতেনাতে ধরা পড়েছে! এদের কাছে জব্দ হয়েছে ১৪টি মোবাইল, ফেক "VIP ডাক্তার পাস", আর এক ঝুড়ি প্রলোভনের কুপন—ফ্রি চা থেকে শুরু করে "ডাক্তারের সাথে সেলফি"!🤣

🚸 কে এই দালাল গ্যাং?
ধরা পড়া ১৪ জন ভিলেন টিম! মন্টু মিয়া (২৫), মো. মাসুদ (৪৫), আলাল উদ্দিন (৬০), মো. আশরাফুল (২৭), মো. বিজয় (৫০), মো. আকাশ (২৪), ছোবহান মিয়া (৬৫), সুমন মিয়া (৩০), শাহদাৎ হোসেন বাবু (৩০), মো. শাকিব (২৪), আনিছ হোসেন রকি (৩৫), সাদ্দাম হোসেন (২৯), মমিনুল ইসলাম রবিন (৩০), আর রোকসানা আক্তার (৩৫)। এরা হাসপাতালের জরুরি বিভাগ, মহিলা ওয়ার্ড, পরীক্ষাগার, আর আউটডোরে ঘুরে বেড়াতো, শার্ট-প্যান্ট পরে ভদ্রলোক সেজে!

💪কী ছিল এদের কারবার?
এই দালাল গ্যাং গ্রাম থেকে আসা সহজ-সরল রোগীদের দেখলেই ঝাঁপিয়ে পড়তো। "ভাই, মেডিকেলে ডাক্তার নেই, লাইন আকাশছোঁয়া! আমার কাছে আয়, প্রাইভেট ক্লিনিকে ৪০% ডিসকাউন্ট, ফ্রি ওয়াইফাই, আর ডাক্তারের সাথে ফ্রি কফি!" কিন্তু ফলাফল? রোগীদের পকেট খালি, আর এরা হাসপাতালের পাশে অবৈধ ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টারের দালালি করে লাখ টাকা হাতিয়ে নিত! নেত্রকোনার দুর্গাপুর থেকে আসা সোলেমান মিয়া বললেন, "এক দালাল আমার ছেলের পেট ব্যথার কথা শুনে মেডিকেলের বদনাম করে প্রাইভেটে নিতে চাইল। আমি বুঝে যাই, ওটা ফাঁদ!"

👮🏽‍♂️র‍‍্যাব রাজার মহাযজ্ঞ!
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের পর র‌্যাব-১৪ এর একটি টিম মঙ্গলবার ঝড়ের মতো হাসপাতালে ঢুকে পড়ে। জরুরি বিভাগ থেকে পরীক্ষাগার—কোথাও রেহাই নেই! এক দালাল পালাতে গিয়ে বলে, "আমি তো শুধু রোগীর বন্ধু!" র‌্যাব-১৪’র অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুজ্জামান হেসে বললেন, "বন্ধু না, তুমি রোগীর ব্যাংক! চলো, ভ্রাম্যমাণ আদালতে!" জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম এদের দিলেন ১৫ দিন থেকে ২ মাসের 'জেল-ভিআইপি প্যাকেজ'!

⚠️কেন এত দালাল?
ময়মনসিংহ মেডিকেলের প্রধান ফটকের সামনে গজিয়ে উঠেছে অজস্র প্রাইভেট ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টার, যাদের অনেকের লাইসেন্সই নেই! এরা নানা বয়সী পুরুষ-মহিলাকে দালাল হিসেবে নিয়োগ দেয়, যারা হাসপাতালে ঘুরে রোগীদের ফাঁদে ফেলে। হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বললেন, "১০০০ শয্যার হাসপাতালে ৩৫০০-৪০০০ রোগী ভর্তি থাকে। দালালদের দৌরাত্ম্যে অনেকে সেবা থেকে বঞ্চিত হয়। এই অভিযানে কিছুটা স্বস্তি আসবে।"

👍ময়মনসিংহবাসী, এখন কী করবেন?
১. হাসপাতালে গেলে সচেতন থাকুন—দালালের 'ফ্রি কফি'র ফাঁদে পড়বেন না!
২. এই পোস্ট শেয়ার করুন, যাতে ময়মনসিংহ দালালমুক্ত হয়!🚫🚫🚫

🙏🏽News Source: mymensinghpratidin.com

 #প্রতিবাদ১৬ তারিখে ছয়জন মারা গিয়েছিল। তারপরেও রাষ্ট্র মারা বন্ধ করে নাই। আবু সাঈদের আস্থা ছিল, এত কাছে থেকে অন্তত তাক...
30/07/2024

#প্রতিবাদ
১৬ তারিখে ছয়জন মারা গিয়েছিল। তারপরেও রাষ্ট্র মারা বন্ধ করে নাই। আবু সাঈদের আস্থা ছিল, এত কাছে থেকে অন্তত তাকে কেউ মেরে ফেলবেনা। মানুষ যখন স্বাধীন ভাবে এমন আস্থা নিয়ে বেঁচে থাকতে পারে তখন তাকে রাষ্ট্র বলে। বাংলাদেশও এই আস্থার উপর তৈরি হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় লিখা আছে আমরা, বাংলাদেশের জনগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। যার অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা- যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে। এ রাষ্ট্র জনগণের তৈরি সুতরাং রাষ্ট্রকে জনগণের জীবনের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। সরকার এই আস্থা ও সাংবিধানিক অঙ্গীকারের ন্যূনতম সম্মান করছিল না। এই জুলাই মাস তা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সরকার যদি সাধারণ মানুষের ন্যূনতম বাঁচার অধিকারকে সম্মান করত, তাহলে ১৬ তারিখের পরেও এত মানুষ মারা গেল কেন?

কারফিউ দিল, ইন্টারনেট বন্ধ করে দিল, এত লম্বা মৃত্যুর সংখ্যা জেনেও সরকারি স্থাপনা দেখে কান্নাকাটি করল, সাধারণ মানুষকে যত্রতত্র গ্রেফতার করা শুরু করল, পাক হানাদার বাহিনীদের মতো রাতে রাতে বাড়িতে যেয়ে হানা দিল, হসপিটাল থেকে সমন্বয়কদের তুলে নিয়ে আন্দোলন বন্ধের বিবৃতি দেওয়ালো, বিচার চাওয়া আন্দোলনকারীদের উপর নির্মম অত্যাচার করল, তাদেরকে গ্রেফতার করলো, সাধারণ মানুষের ন্যূনতম প্রাইভেসির অধিকারকে তোয়াক্কা না করে গণহারে মোবাইলের সমস্ত তথ্য চেক করা হচ্ছে। তা বেআইনি জেনেও, মিডিয়ার সামনে প্রকাশ্যে তা করা হচ্ছে। উচ্চ আদালতের সুস্পষ্ট রাই থাকার পরেও রিমান্ডে মানুষের উপর ব্যাপক নির্যাতন করা হচ্ছে। কতজন মানুষ মারা গেছে তার একটা সুনির্দিষ্ট নাম্বার পর্যন্ত বলতে পারছে না।
দেশের সমস্ত আইন, ন্যায় ও নীতির যখন তোয়াক্কা করা না হয়, বিচারহীন ভাবে মানুষকে মারা হয় তখন প্রতিবাদ করা কর্তব্যে পরিণত হয়।

Address

Mymensingh
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when ময়মনসিংহ ভাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ময়মনসিংহ ভাবনা:

Share