Bloody Daddyツ

Bloody Daddyツ সব ব্যাথা বলা ঠিক না,কিছু টা দেয়াল জানুক,কিছু টা দেখুক আয়না💔

Yamal will never forget Nuno Mendes in his life😂
08/06/2025

Yamal will never forget Nuno Mendes in his life😂

26/05/2025

তোমার প্রেমের বিধস্ত ট্রয় নগরীর ধংসস্তুপের নিচে চাপা পইড়া আছি বহুকাল।

কিন্তু কেউ আইসা আমারে সেই ধংসস্তুপের নিচ থাইকা উদ্ধার করলো না।

এখন আর কেউ উদ্ধার করতে আসলে সাড়া দিতে মন চায় না ,আহত মন নিয়া ধংসস্তুপের নিচে পইড়া থাকতে থাকতে এমন অভ্যাস হইছে, ধংসস্তুপের নিচে থাকতেই ভাল্লাগে এখন।

এখন আর কষ্ট হয় না, মাঝে মাঝে একাকিত্ব যখন আইসা নাড়া দেয় তখন ভিতরে একটু খারাপ লাগা কাজ করে। তা ছাড়া বেশি কিছু অনুভূত হয় না।

13/05/2025

বড় ঘৃনা লাগে ভাবতে, খুন চেপে বসে রক্তে,
ইচ্ছে করে নিঃশেষ করে দেই সব জ্বালিয়ে পুড়িয়ে।
পরক্ষণেই ক্লান্ত লাগে,সব শূণ্যতা আঁকড়ে ধরে সব অভিযোগ মেনে নিয়ে ধ্বংস করছি নিজেকে।

13/05/2025

আমাদের আর কখনো দেখা না হোক,
রঙিন এই পৃথিবীতে অথবা ঐ পরলোক।
আমি মেনে নিলাম সব অভিযোগ দু:খ আর শোক,
পৃথিবীর সব ভালো গুলো তোমার হোক।

23/08/2024

যারা বলতেছেন, 'ইউনূস সাহেব কই' তারা আসলে কি মিন করতেছেন?

না, মানে, আপনারা কি চাইতেছেন ইউনূস সাহেব এখন কুমিল্লা বা ফেনীতে গিয়ে কাউরে জড়িয়ে ধরে লাইভে এসে বলুক 'স্বজন হারানোর বেদনা আমি তো বুঝি...'?

তিনি তার দায়িত্ব যথাযথ পালন করছেন, এ নিয়ে কোনো কিছু বলার অবকাশ নেই!!

22/08/2024

একবার দেশ ভাসলো রক্ত আর চোখের জলে। এখন আবার ভাসতেছে নদীর জলে আর চোখের জলে....

জুলাই, আগস্ট, ২০২৪, বাংলাদেশকে খাটিয়ায় তুলে দিয়ে গেলো । একবার লাশ দাফন হইলো মাটিতে , আরেকবার লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে পানিতে ।

12/08/2024

১৫ই আগস্ট ফ্যা*সিস্ট হাসিনার লোকেরা হিন্দু নির্যা*তনের প্রতিবাদ আর শোক মিছিল এই দুইটা বয়ানে বের হবে। রাস্তায় এনাফ সাপোর্ট দেখাইতে পারলে মিলিটারি আর জুডিশিয়ারি ক্যু করার আবারও চেস্টা চালাবে। অবস্থা ওর সাইডে গেলে হাসিনা আবার দেশে আসবে। That's the summery of what they plan.

ওরা পরিকল্পনা করছে মানেই যে এটা হবে এমন কিছু তো না। কিছু না পারলেও মানুষ মা*রার চেষ্টা করবে শালারা। আর এর সবকিছুর প্ল্যাটফর্ম তৈরী করতে ওরা ১৩/১৪ তারিখ রাতে মন্দির, হিন্দুপল্লী বা ঘরবাড়িতে হা*মলা করতে পারে। গণডা*কাতি করতে পারে। অলরেডি আপনারা দেখছেন হিন্দুদের মন্দিরের হা*মলা করতে যেয়ে বহুত লীগের গু*ন্ডা ধরে পড়েছে। এরা চায় না বাংলার হিন্দু-মুসলিম কেউ ভালো থাকুক। ১৩ তারিখ থেকেই পাহাড়া বাড়াতে হবে আমাদের।

মিলিটারির গোয়েন্দারা সাধারণ মানুষের কলরেকর্ড শোনা বাদ দিয়ে এদের পরিকল্পনা ফাঁস করেন। এতদিন বহুত জ*ঙ্গি নাটক সাজাইছেন, বাচ্চাগুলারে এরেস্ট করছেন। এবারে অবৈধ অ*স্ত্রওয়ালাগুলারে এরেস্ট করেন। বাংলার মানুষের সাথে কেউ গাদ্দারি করলে গণট্রায়ালে বিচার করে ফাঁ*সিতে ঝোলানো হবে। নিজেকে সর্বশক্তিমান মনে করা মানুষের কবর দিয়ে এই দুনিয়ার জমিন ভরা, মনে রাখবেন।

ইনকিলাব জিন্দাবাদ

10/01/2024

অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের মতে, প্রেম হইলো আসলে না পাওয়া ।

একটা জিনিস পাইলে জিনিসটারে তুমি যতো সময় ফিল করবা , তারচেয়ে বেশি ফিল করবা জিনিসটারে না পাইলে । এটা হিউম্যান ন্যাচার!

ভালোবাসার মানুষটারে পাইয়া গেলে মানুষ হয়তো তা'রে বুকে নিয়ে একসময় ঘুমিয়ে পড়ে ।
আর মানুষটারে না পাইলে তা'রে বুকে নিয়া মানুষ সারারাত-ই জেগে থাকে ।

কি সব অদ্ভুত কারণে, ভালোবাসার পূর্ণতা পাওয়ার চেয়ে ভালোবাসা না পাওয়ার গানগুলাই বিখ্যাত বেশি...মানুষ ভাবতেছে এই গানগুলোতেই ভালোবাসারে বেশি ছোঁয়া যাইতেছে, বেশি ফিল হইতেছে ।

তোমারে ভালোবেসে যে তোমারে পাইছে সে তোমারে ভালোবাসে, এটুকু মিথ্যে না...

কিন্তু যে তোমারে ভালোবাসে কিন্তু তোমারে পায় নি,
যার তোমারে রোজই পাওয়া হইতেছে না... এই শূন্য হাতের মানুষটা তোমারে আরও বেশি ফিল নিয়াই ভালোবাসে....

সে তোমারে দেখতে পাইতেছে না, ছুঁইতে পারতেছে না, শুনতে পারতেছে না, শুধু অনুভবের মতো ঐশ্বরিক কোনো নিরব অস্ত্র দিয়েই তবু সে তোমারেই ভালোবাসে,

'যেমন ভালোবাসে কোনো ঈমানদার বান্দা তার আল্লাহরে...

09/01/2024

যেদিন আপনি বুঝতে পারবেন মানুষের সবচেয়ে বড় যুদ্ধটা হয় তার নিজের সাথে নিজেরই, সেদিন থেকেই অন্যকে দোষারোপ করার অভ্যাসটা চুপিচুপি ছেড়ে দিবেন...

23/12/2023

তুমি কারোর কাছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা।

সেই তুমিই আবার অন্য কারোর কাছে পৃথিবীর সব থেকে ঘৃন্যতম মানুষ।

কারো তোমাকে মনে পড়লেই গাল ভরা হাসি আসে মুখে, আবার কেউ তোমাকে ভেবে খুব কষ্ট পায় ।

কেউ তোমাকে খুব সরল ভাবে, কেউ ভাবে জটিল।

কেউ ভাবে অহংকারী, কেউ ভাবে মাটির মানুষ, কেউ ভাবে বিশ্বস্ত তো কেউ ভাবে বিশ্বাসঘাতক।

কেউ তোমাকে প্রচন্ড সম্মান করে আবার কেউ মনে মনে গালি দেয় । কেউ দূর থেকে জড়িয়ে ধরে তো কেউ দূর থেকেই পাশ কাটিয়ে চলে যায়।

অথচ তুমি মানুষটা একটাই। একটাই তোমার ঠিকানা।

তবে এ কেমন ধাঁধা?

আসলে তুমিই ভালো, তুমিই খারাপ।
তুমিই রোদ, তুমিই ছায়া।
তুমিই প্রেম, তুমিই ঘৃণা।

কয়েনের এই পিঠ ও তোমার, কয়েনের ওই পিঠ ও তোমার। হেড ও তুমি, টেল ও তুমি।

আসলে মানুষ তার যোগ্যতা অনুযায়ীই তোমাকে পেয়ে এসেছে, পাচ্ছে, ভবিষ্যতেও পাবে ।

28/11/2023

নভেম্বর-ডিসেম্বর এই দুইটা মাস আসলেই মন কেমন করা একটা সময়।

নিঃসঙ্গ মানুষের মনে হয় তার নিঃসঙ্গতা বাড়তেছে । মায়ায় পড়ে যাওয়া মানুষের মনে হয় মায়া বাড়তেছে। টেনশন করা মানুষের মনে হয় টেনশন বাড়তেছে ।

বিষণ্ণ বিকেলগুলোর দিকে তাকাইলে মনে হয়, কোথাও একটা শূন্যতা ঝুলে আছে । কই আছে, বুঝা যায় না ।

তারপর একটা সময় মনে হয় আসলে বয়স বাড়তেছে...জীবন পাল্টাইতেছে ।

24/11/2023

কারো উপর রাগ করে আইডি ডিএক্টিভ করে দেওয়া পুরনো প্রথা ।

রাগ, অভিমান হইলেও সামনেই থাকো, না থাকার মতো। সব দেখো আর সহ্যশক্তি বাড়াও । কারো উপর রাগ করে নিজেরে অদৃশ্য করে দেওয়ার কোনো মানে নেই । সামনে থাকতে তুমি নেই মানে অদৃশ্য হইলে আরও নেই ।

চুপ হও । অবেহলাকে অবহেলা ফিরিয়ে দাও অভিজাত স্টাইলে নিরব হয়ে ।

Take a long breath, Be silent and just hold a notice,

'নিজেরে মেরামতের কাজ চলতেছে, সাময়িক যোগাযোগ বন্ধ করে দেওয়ার জন্য দুঃখিত। '

আর এটিচিউড রাখো পুষ্পা স্টাইলে ,
মে ঝুঁকে গা নেহি শালা!

Address

Nabiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bloody Daddyツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bloody Daddyツ:

Share