মাটির গন্ধ

মাটির গন্ধ মানবতা ও সনাতন, একই সাথে দু'জন।

12/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

লোকনাথ বাবার মহিমা সাধারণ চোখে বোঝা কঠিন ছিল, কারণ তিনি ছিলেন *অলৌকিক শক্তির অধিকারী*, কিন্তু জীবনযাপন করতেন একেবারে *সর...
12/09/2025

লোকনাথ বাবার মহিমা সাধারণ চোখে বোঝা কঠিন ছিল, কারণ তিনি ছিলেন *অলৌকিক শক্তির অধিকারী*, কিন্তু জীবনযাপন করতেন একেবারে *সরল ও নিঃস্বভাবে*। তিনি নিজের মহিমা কখনো প্রকাশ করতে চাননি।

কারণগুলো:

1. *নিঃসঙ্গ সাধনা ও ত্যাগে জীবন কাটিয়েছেন।*
2. *অহংকারহীনভাবে* মানুষের সেবা করতেন।
3. তাঁর অলৌকিকতা ছিল *নীরব ও গম্ভীর*, লোকচক্ষুর আড়ালে।
4. ঈশ্বরতুল্য হয়েও *নিজেকে সাধু হিসেবেই রেখেছেন*।

*সারাংশ:*
লোকনাথ বাবার মহিমা আড়ালের আলো—যা *বিশ্বাস, অনুভব ও অন্তরের চোখেই বোঝা যায়*, দেখেই নয়। তাই সবাই তা সহজে বুঝতে পারেনি।

লোকনাথ ব্রহ্মচারী 🙏

11/09/2025

শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম জয়তু
আমরা অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি
শ্রী শ্রী বিষ্ণুপদ ধামে শুভাগমন করবেন শ্রীমৎ স্বামী পূর্নাত্মানন্দজী মহারাজ।

সুধী ভক্তসজ্জন
আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার, শ্রী শ্রী বিষ্ণুপদ ধামে শুভাগমন করবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকার অধ্যক্ষ ও সম্পাদক এবং রামকৃষ্ণ সংঘের দীক্ষা গুরু মহারাজ শ্রীমৎ স্বামী পূর্নাত্মানন্দজী মহারাজ। এই পুণ্যময় শুভাগমন উপলক্ষে ভক্ত ও অনুরাগীদের জন্য একটি আনন্দময় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সূচি:
সকাল ১১:০০ ঘটিকায় শ্রীমৎ স্বামী পূর্নাত্মানন্দজী মহারাজের শুভাগমন।

দুপুর ১২ ঘটিকায় শ্রী শ্রী গুরুপূজা।

১২টা ৪৫ মিনিটে
শ্রীগুরু শ্রীপাদপদ্মে ভক্তি পুষ্পাঞ্জলী প্রদান।

অপরাহ্ন ১ ঘটিকায় মহারাজের প্রবচন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বাণীর আলোকে জীবনের- উদ্দেশ্য ও পথ সম্পর্কে আলোচনা।

অপরাহ্ন ২ ঘটিকায় মহাপ্রসাদ আস্বাদন।

অপরাহ্ন ২:৩০ মিনিটে শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম হতে মহারাজের প্রত্যাবর্তন।

এই পবিত্র অনুষ্ঠানে সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে মহারাজের আশীর্বাদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।

আমন্ত্রণে শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম কার্যকরী কমিটি
তারাপাশা রাজনগর মৌলভীবাজার।
#শ্রীমৎস্বামী #পূর্নাত্মানন্দজী #মহারাজ।

শুভ সকাল।
11/09/2025

শুভ সকাল।

08/09/2025

মাতালটাকে থাব্রাইতে থাব্রাইতে তার মাতলামি বন্ধ করার ইচ্ছা করছে।

06/09/2025

🔧 মোবাইল সেটিংস থেকে বিজ্ঞাপন বন্ধ করুন

1. গুগল সেটিংস থেকে

📱 Settings ➝ Google ➝ Ads ➝ Opt out of Ads Personalization চালু করুন।

এতে গুগল আপনার ব্রাউজিং অনুযায়ী বিজ্ঞাপন দেখানো বন্ধ করবে।

2. মোবাইলের অ্যাপ পারমিশন চেক করুন

Settings ➝ Apps ➝ যেসব অ্যাপ বেশি বিজ্ঞাপন দেখায় (যেমন ফ্রি গেমস), তাদের Notification বন্ধ করুন।

3. নোটিফিকেশন অ্যাড বন্ধ করুন

Settings ➝ Notifications ➝ অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে অনুমতি সরান।

---

🌐 ইন্টারনেট ব্রাউজ করার সময় বিজ্ঞাপন ব্লক

1. Chrome Browser

Chrome ➝ Settings ➝ Site Settings ➝ Pop-ups and redirects Block করুন।

Ads অপশনে গিয়ে Block Ads on Sites চালু করুন।

2. Ad Blocker App ব্যবহার করুন

AdGuard / Blokada / AdAway এর মতো অ্যাপ ব্যবহার করলে অনেক বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে।

---

🔒 Play Store থেকে বিজ্ঞাপন আসা বন্ধ

1. Play Store ➝ Profile ➝ Settings ➝ General ➝ Ads ➝ Opt out of ads personalization।

2. অ্যাপ ইনস্টল করার সময় সবসময় Review দেখে ডাউনলোড করুন। অনেক ফ্রি অ্যাপ বেশি বিজ্ঞাপন দেয়।

---

🛠️ শর্টকাট টিপস

✈️ Airplane Mode অন করলে সাথে সাথে সব বিজ্ঞাপন বন্ধ (কারণ ইন্টারনেট বন্ধ হয়ে যাবে)।

🔄 মাঝে মাঝে মোবাইল Factory Reset করলে অপ্রয়োজনীয় অ্যাপের বিজ্ঞাপন চিরতরে চলে যায়।

🧹 Cleaner App ব্যবহার করে অ্যাপের লুকানো বিজ্ঞাপন মুছে ফেলুন।

কপি পোস্ট

06/09/2025

🕉️ চন্দ্রনাথ মহাতীর্থ যাত্রা - ২০২৫ 🕉️
📌 প্রিয় ধর্মপ্রাণ দাদা ও দিদিরা,
আপনাদের আত্মিক অনুরাগ ও আন্তরিক আগ্রহকে সম্মান জানিয়ে মহাকাল স্বয়ংসেবক ফাউন্ডেশন-এর উদ্যোগে চন্দ্রনাথ পাহাড়, পাতাল কালী মন্দির, বিশ্বনাথ মন্দির, শংকর মঠ, প্রবর্তক ইসকন মন্দির ও ভৈরব কালিবাড়ি মন্দির তীর্থযাত্রা করুন সকল খরচ সহ জনপ্রতি মাত্র ১২০০ টাকায়। ১২ই সেপ্টেম্বর, শুক্রবার ছুটির দিনে।
---
🔱 উদ্দেশ্য:
চিরন্তন ভারতীয় তীর্থচেতনার এক উজ্জ্বল নিদর্শন — চন্দ্রনাথ মন্দির ও তার আশেপাশের মহাপবিত্র স্থানসমূহের দর্শন, সংরক্ষণ এবং চেতনায় পুনর্জাগরণ ঘটানো।
📌 কোন প্রকার হিডেন চার্জ নেই। সকল খরচ তীর্থ ফি এর অন্তর্ভুক্ত।
♦️♦ যাত্রা শুরুঃ ১১ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত ১০ টায় সায়েদাবাদ, ঢাকা থেকে।
♦♦️ যাত্রা শেষঃ ১২ই সেপ্টেম্বর, শুক্রবার রাতে সীতাকুণ্ড থেকে রওয়ানা হয়ে ঢাকায় আসা।
---
🔰🔱 দর্শনীয় স্থানসমূহঃ
✅ চন্দ্রনাথ পাহাড় ও মন্দির – পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে ভগবান শিবের আরাধনা।
✅ বিরূপাক্ষ মন্দির – ঐতিহ্যবাহী প্রাচীন মন্দির।
✅ পাতাল কালী মন্দির – রহস্যময় ও পবিত্র কালী আরাধনার স্থান।
✅ বিশ্বনাথ মন্দির – ঐতিহাসিক শিব মন্দির।
✅ শংকর মঠ ও মন্দির – সাধু-সন্তদের আশ্রম ও আধ্যাত্মিক স্থান।
✅ প্রবর্তক ইসকন মন্দির – ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিময় পরিবেশ।
✅ ভৈরব কালিবাড়ি মন্দির – দেবী আরাধনার অন্যতম স্থান।
✅ সীতাকুণ্ড ও ব্যাসকুণ্ড – পবিত্র কুণ্ডে স্নান ও আত্মশুদ্ধি।
✅ পাহাড়ি সাইটসিন নিস্তব্ধ পরিবেশ 😍
---
🔰🔰 তীর্থ এবং প্রণামীঃ
▪️ সময়কালঃ ২ রাত ১ দিন।
▪️ তীর্থ ফিঃ সকল খরচ সহ জনপ্রতি ১২০০ টাকা মাত্র।
---
🔰🔰 প্রণামী-র ভেতর যা যা থাকছেঃ
✅ ঢাকা-সীতাকুন্ড-ঢাকা যাতায়াত (নন এসি বাস)।
✅ সকালের নাস্তা এবং দুপুরের প্রসাদ।
✅ সকল প্রকার লোকাল ট্রান্সপোর্ট খরচ।
✅ সকল দর্শনীয় স্পটের এন্ট্রি ফি খরচ (শর্ত প্রযোজ্য)।
🔰🔰 প্রণামী-র ভেতর যা যা থাকছে নাঃ
☑️ যে কোন ধরনের ব্যক্তিগত খরচ ও বীমা।
☑️ উল্লেখ নেই এ রকম যে কোন খরচ।
☑️ রাতের খাবার (নিজ খরচে)।
---
♦️♦️ খাবার মেণ্যুঃ
✅ সকালের খাবারঃ পরোটা/রুটি + সবজি।
✅ দুপুরের খাবারঃ শংকর মঠে প্রসাদ আইটেম।
---
♦️♦️ আসন সংখ্যাঃ
৪৫টি। বুকিং সিরিয়াল অনুযায়ী বাসের সিট বন্টন করা হবে।
---
♦️♦️ বুকিং সিস্টেমঃ
🔸 মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়।
🔸 আসন বুকিং এর জন্য জনপ্রতি অফেরতযোগ্য ৬০০+১০ (বিকাশ চার্জ) = ৬১০/- বিকাশ/নগদ একাউন্টে অগ্রীম প্রদান করে আসন বুকিং দিতে হবে।
🔸 বাকি টাকা যাত্রা শুরু হওয়ার সময় গাড়িতে বসে দিতে পারবেন।
☎️ বুকিংয়ের জন্য কল করুনঃ 01960407018 (WhatsApp).
01606498870 (WhatsApp).
---
🔰🔰 সংক্ষিপ্ত তীর্থযাত্রার বিবরণঃ
🔸১ম দিন_১১ই সেপ্টেম্বর, বৃহস্পতিবারঃ রাত ১০.০০ মিনিটে সায়েদাবাদ, নিজের ঢাকা থেকে যাত্রা শুরু।
🔸২য় দিন_১২ই সে প্টেম্বর, শুক্রবারঃ ভোরে আমরা সীতাকুণ্ড বাজারে পৌঁছে যাব। সেখান থেকে সিএনজি করে ব্যাসকুণ্ডে গিয়ে ফ্রেশ হব। সকালের খাবারের পর উল্লেখিত দর্শনীয় তীর্থস্থানসমূহ একে একে দর্শন করবো। দুপুরে শংকর মঠে প্রসাদ খাবো। বিকেলে প্রবর্তক ইসকন মন্দির ও ভৈরব কালী মন্দির দর্শন শেষে আমরা রাতের দিকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করব।
---
♦️♦️ তীর্থযাত্রার সময় যা যা সাথে রাখা উচিৎঃ
🔸 এন আই ডি-র ফটোকপি।
🔸 কাপলদের জন্য বিবাহের প্রমাণ স্বরুপ লিগ্যাল ডকুমেন্টস।
🔸 ব্যক্তিগত ঔষধ।
🔸 পাওয়ার ব্যাংক।
🔸 ফটোগ্রাফি ইকুইপমেন্ট।
---
♦️♦️ তীর্থযাত্রার নিয়মাবলীঃ
🔸 সময়ানুবর্তী হতে হবে।
🔸 সিঙ্গেল ছেলে/মেয়ে ও ফ্যামিলি সবার জন্য উন্মুক্ত।
🔸 অশোভন আচরণ বা ইভটিজিং হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
🔸 বাসের সিট প্ল্যান নিয়ে দ্বিমত নেই।
🔸 ধূমপান ও নেশাজাত দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ।
🔸 পরিবেশ পরিষ্কার রাখা বাধ্যতামূলক।

03/09/2025

আজ ০৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মহাপবিত্র পার্শ্ব একাদশী ব্রত তিথি। এই পবিত্র একাদশী ব্রত তিথি পালন করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত্য আশীর্বাদ লাভ করুন। এই শুভ দিনে উপবাস, ভক্তি ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে আত্মাকে শুদ্ধ করুন।

পারণ (পরদিন)-০৫ সেপ্টেম্বর, শুক্রবার
সময়-ভোর ০৫:৪১ হতে ০৯:৫১ মিনিটের মধ্যে।

02/09/2025

I got over 100 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

জয় রাধাকৃষ্ণ।
01/09/2025

জয় রাধাকৃষ্ণ।

Address

Nabiganj
3370

Alerts

Be the first to know and let us send you an email when মাটির গন্ধ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাটির গন্ধ:

Share