25/07/2025
একজন মিশরীয় মুসলমান ভাই প্লাস্টিক বোতলে খাবার ভরে গা•জা•র উদ্দেশ্যে সমুদ্রে নিক্ষেপ করেন। কাঁদতে কাঁদতে বলেন:
❝হে গা•জাবাসী! আমাদেরকে ক্ষমা করো। আমরা তোমাদের জন্য কিছুই করতে পারছি না। এই বোতল হয়তো কেয়ামতের দিনে আমার নাজাতের কারণ হবে।❞
তিনি দু’আ করে বলেন:
❝হে সাগরের মালিক! যিনি নূহ (আ.)-কে পর্বত সমতূল্য ঢেউয়ের মাঝে সাগরে বহন করে নিয়েছেন। আপনি আমাদের পক্ষ থেকে এই খাদ্যটুকু গা•জা•য় পৌঁছে দিন।❞
❝হে সাগরের নিয়ন্ত্রক! যিনি মুসা (আ.) এর জন্য সাগর বিদীর্ণ করে রাস্তা করে দিয়েছেন। আপনি আমাদের পক্ষ থেকে এগুলো গা•জাবাসীর কাছে পৌঁছে দিন।❞
©️