Mohammad Salahuddin

Mohammad Salahuddin My only purpose is to serve humanity by making creative videos.

09/03/2025

আমার পায়ে ঝিঝি ধরেছে।
এর ইংরেজি কি হবে

08/03/2025

"ঢং করিস না" এর ইংরেজি কি হবে?

05/03/2025

ইংরেজিতে বলুনঃ

আমি আজ রোজা রেখেছি।

10/01/2025

সুকান্ত ভট্টাচার্য্যের "দেশলাইয়ের কাঠি" কবিতা। আবৃত্তিঃ মোহাম্মদ সালাহউদ্দিন

আলহামদুলিল্লাহ, অবশেষে নামলো কাঙ্খিত বৃষ্টি।।------ আষাঢ়ের প্রথম বৃষ্টিআষাঢ়ের শুরুতে বৃষ্টি এলোজুড়িয়ে গেল মোদের প্রাণ...
19/06/2024

আলহামদুলিল্লাহ, অবশেষে নামলো কাঙ্খিত বৃষ্টি।

------ আষাঢ়ের প্রথম বৃষ্টি
আষাঢ়ের শুরুতে বৃষ্টি এলো
জুড়িয়ে গেল মোদের প্রাণ,
ভালোবাসার বর্ষা ঋতু শুরু হলো
শীতল হলো সকল জীবের জান।

তাকবিরে তাশরিক---------- আগামী ১৬ তারিখ রবিবার ফজর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। তাকবিরে তাশ...
12/06/2024

তাকবিরে তাশরিক----------
আগামী ১৬ তারিখ রবিবার ফজর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব।

তাকবিরে তাশরিক কী ও কখন পড়তে হয়?
আল্লাহ তাআলা হলেন সবার চেয়ে বড়, তার সমপর্যায়ের কেউ নেই। তার বড়ত্ব প্রকাশের শব্দাবলীকে তাকবির বলে। আল্লাহ তাআলার প্রিয় বাক্যগুলোর একটি হলো আল্লাহু আকবার। তাই তাকে খুশি করতে হলে তাকবির বেশি বেশি পড়া উচিত।

তাশরিকের দিনগুলোতে যে তাকবির পড়ে তাকে তাকবিরে তাশরিক বলে। 16 তারিখ রবিবার ফজরের নামাজ হতে 20 তারিখ বৃহস্পতিবার আসর পর্যন্ত (মোট ২৩ ওয়াক্তের সময়কে তাশরিকের দিন ধরা হয়।) এই ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর কোনো কথা বা সুন্নত নামাজ না পড়ে একবার করে তাকবিরে তাশরিক বলা ওয়াজিব

জামাতে নামাজ পড়া হোক বা একাকি, পুরুষ বা নারী, মুকিম বা মুসাফির সকলের ওপর এটি ওয়াজিব।

তাকবিরে তাশরিক হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ্
الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد

02/05/2024

নাগরপুর সরকারি কলেজ মাঠে ফুটবল কোচিং।

ঈদ মোবারক!!আজকে ইফতারের সাথে সাথেই রমজান ও ইফতার দুটোই এক বছরের জন্য আমাদের জীবন থেকে বিদায় নিয়েছে। আগামী এক বছর পর আমাদ...
10/04/2024

ঈদ মোবারক!!
আজকে ইফতারের সাথে সাথেই রমজান ও ইফতার দুটোই এক বছরের জন্য আমাদের জীবন থেকে বিদায় নিয়েছে। আগামী এক বছর পর আমাদের মধ্য থেকে হয়তো অনেকেই রমজান মাস পাবে না। যারা গত এক মাস ধরে রোজা রাখলাম তাদের জন্য আজকের রাতটিরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। গত একমাস আল্লাহর কাছে হাজিরা দেওয়ার ফলে আজকের রাত্রিতে আপনার হিসাবের খাতা ব্যালেন্স করা হবে। কতটুকু কি কামালেন আল্লাহ-তা’আলা আজ রাত্রেই আপনার খাতায় লিপিবদ্ধ করবেন। তাই আজকের রাত্রে ইবাদত করাটাও গুরুত্বপূর্ণ। অতি আনন্দে আজকের রাত্রি কেহ অবহেলায় হারাবেন না। এ সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে-

ঈদের রাতের ফজিলত বিষয়ে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত-রাসুল (সা.) বলেন, রমজান মাসের শেষ রজনিতে আল্লাহ তায়ালা তার বান্দার জন্য ক্ষমা ও দানের ফয়সালা করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওই রাতটিই কি শবে কদর? রাসুল (সা.) বলেন, না। কিন্তু নিয়ম হচ্ছে কর্মচারী যখন কাজ বুঝিয়ে দেয় তখন তার পাওনাও পরিশোধ করে দেওয়া হয়
(মুসনাদে আহমদ)।

রাসুল (সা.) বোঝাতে চেয়েছেন, রোজাদারের আমল এদিন শেষ হয়। আর তখন আল্লাহ তায়ালার ঘোষণামাফিক যার যা প্রতিদান তা দেওয়া হয়। তাই ঈদের রাতে তওবা, ইস্তিগফার ও ইবাদতে মশগুল থাকা চাই। এ প্রসঙ্গে ‘আল মাওসূয়াতুল ফিকহিয়া আল কুয়েতিয়া’ নামক গ্রন্থে বলা হয়েছে, ‘মুস্তাহাব হচ্ছে, উভয় ঈদের রাতে আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত ও তাসবিহ-তাহলিলে মশগুল থাকা।’

স্মরণ করো সে সময়ের কথা, যখন তোমরা ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে স্বীয় রবের কাছে, তখন তিনি তোমাদের ফরিয়াদ কবুল করে বলেন, ‘আমি...
28/03/2024

স্মরণ করো সে সময়ের কথা, যখন তোমরা ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে স্বীয় রবের কাছে, তখন তিনি তোমাদের ফরিয়াদ কবুল করে বলেন, ‘আমি তোমাদের সাহায্য করব ধারাবাহিকভাবে আগত এক হাজার ফেরেশতার মাধ্যমে।’
-সুরা আনফাল
- আয়াত-৯

আজ 17ই রমজান, ঐতিহাসিক বদর দিবস আজ।২ হিজরির ১৭ রমজান (১৭ মার্চ ৬২৪ খ্রিষ্টাব্দ) মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত যুদ্ধ। ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ। এ যুদ্ধে মুসলিম মুজাহিদদের সংখ্যা মাত্র ৩১৩ জন ছিল অপরদিকে কাফিরদের কাফেলায় ছিল 1000 সশস্ত্র সৈন্যের একটা বহর। তারপরও আল্লাহর সহায়তায় এ যুদ্ধে মুসলমানদের জয় হয় এবং ইসলামের পতাকা পৃথিবীতে আরও সুদৃঢ় হতে থাকে। এই যুদ্ধে প্রথম শহীদ হন হজরত উমায়র ইবনে হুমাম আনসারি [রা]। এটিই ইসলামের জন্য যুদ্ধে প্রথম শহীদ।

 #রমজান মাসে শয়তান শিকলে বাধা থাকে।তাহলে আমরা পাপ কাজ করি কেন???--------------------------------------------------------...
16/03/2024

#রমজান মাসে শয়তান শিকলে বাধা থাকে।
তাহলে আমরা পাপ কাজ করি কেন???
-------------------------------------------------------------------------
আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যখন রমজান উপস্থিত হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। দুষ্ট শয়তানদের শৃঙ্খলে আবদ্ধ করা হয়।’
(মুসলিম, হাদিস : ১০৭৯)
______________________________________________________________________
মানুষ অভ্যাসের দাস-এই কথাটি প্রমানিত। একটা কাজ কিছুদিন করতে করতে মানুষ যখন অভ্যস্ত হয়ে যায় তখন ঐ কাজটি ছাড়তে গেলে অনেকটা সময় লাগে।
যেমন ধরুন রমজান মাসে আপনি সিয়ামের সকল শর্ত্ মেনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেন। একমাসে আপনার অভ্যাস হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার। রমজান মাসের পরে শয়তান যখন আপনাকে নামাজ ছেড়ে দেওয়ার জন্য প্ররোচনা দিবে তখন কিন্তু আপনি হুট করেই নামাজ ছেড়ে দিতে পারবেন না, হয়তো একদিন এক ওয়াক্ত, কয়েকদিন পর দুই ওয়াক্ত এভাবে কমপক্ষে 15/20 দিন শয়তান আপনার উপর চেষ্টা করে নামাজ পড়া বাদ দেওয়াবে (সবার ক্ষেত্রে নয়)।
ঠিক একই ভাবে রমজানের আগের 11 (এগারো) মাস শয়তান আমাদের উপর এতটাই প্রভাব বিস্তার করে থাকে যে, আমাদের দিয়ে শয়তানি করাতে করাতে অভ্যাসে পরিণত করায় যার ফলে অনেক মানুষ শয়তানে রুপান্তরিত হয়ে যায়, যাদের পায়ে শিকল পড়ানো হয়নি।এরা মানুষ রুপি শয়তান। মূলত এই শয়তান গুলোই পুরো রমজান মাস জুরে প্ররোচনা দিতে থাকে।এজন্যই আমরা নিজেরাই পাপ কাজে লিপ্ত হই, না হয় অন্যের দ্বারা প্ররোচিত হয়ে পাপ করি।

দুষ্ট শয়তানের পায়ে শিকল পড়ানো হয়েছে কিন্তু তাকে মেরে ফেলা হয়নি তাই তার ক্ষমতা আগের মতোই আছে কিন্তু সে শিকলের কারনে একটি নিদিষ্ট স্থানে অবস্থান করছে, আমাদের কাছে আসতে পারছে না। কিন্তু 11 মাস শয়তানি করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমরা এখন শয়তানকে ছাড়া থাকতে পারছি না । আমরা নিজেরাই শয়তানের কাছে গিয়ে তালিম নিয়ে আসছি। সে শিকল অবস্থায় একটি গন্ডির মধ্যে আছে কিন্তু আমরা তার গন্ডির মধ্যে গিয়েই শয়তানি নিয়ে আসছি।
জিন ও মানুষের মধ্যেও শয়তান আছে (সূরা নাস-আয়াত 5-6) ।যাদের শিকল পড়ানো হয়নি।এদের থেকে দুরে থাকুন আর শয়তানের নিকট আগ বাড়িয়ে গিয়ে শয়তানি নিয়ে আসা থেকে বিরত থাকুন। খারাপ অভ্যাসটা দ্রুত তাগ করুন।
সূরা নাস-114 (আয়াত 5-6)
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
আল্লাযি ইউওয়াছ ইসু ফী সুদুরিন্নাছ-।
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।

02/03/2024

নাগরপুরের আঞ্চলিক ভাষার অভিধান

আজ থাকছে দ্বিতীয় পর্ব।

"শব্দ ও শব্দগুচ্ছ"


খ্যাদা- তাড়িয়ে দে (drive away) (ক্রিয়া/verb)
খুতি - থলে / ব্যাগ (bag/ bladder/pouch) (বিশেষ্য/noun)
খাপা/খাইপ্যা যাওয়া - কমে যাওয়া (decrease/shrink)
(ক্রি/v.)


গেদর/গিদর- নোংরা (dirty) (বিশেষণ/ adjective)
গাতা- গর্ত (hole/chasm) (বি.n.)


ঘাওয়া/গাওয়া- খোঁচা (pinching) (বি./n.)


চা- তাকা (look / see) (ক্রি./v.)
চুক্কা/ চুকা- টক (sour) (বিণ./adj.)
চিক্কুর - চিৎকার (shouting) (বি./n.)
চ্যাংগা দেয়া- ছুড়ে মারা (throw) (ক্রি./v.)
চাশনি- ভর্তা (crushed mixture) (বি./n.)
চেঙ্গি লাগা- চাপ লাগা (get pressed) (ক্রি./v.)

(Not 100% alphabetically ordered)

সংকলনঃ
সালাহউদ্দিন
সাবেক অধ্যক্ষ,
কুইন্স স্কুল অ্যান্ড কলেজ,
আদাবর, মোহাম্মদপুর, ঢাকা।

Address

Nagarpur

Telephone

+8801799277223

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Salahuddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share