নাগরপুর, টাঙ্গাইল, ঢাকা

নাগরপুর, টাঙ্গাইল, ঢাকা Nagarpur (Bengali: নাগরপুর) is an Upazila of Tangail District in the Division of Dhaka, Bangladesh.

20/06/2025

শুভ সকাল

29/04/2025

দেশের বিভিন্ন নেতৃত্ব স্থানীয় পর্যায়ে টাংগাইলের কিছু ব্যক্তিত্ব...

বাংলাদেশ রেলওয়ের বর্তমান মহাপরিচালক(ডিজি), মো: আফজাল হোসেন
বাড়ি - চৌবাবারিয়া, কাতুলি ইউনিয়ন, টাংগাইল সদর।

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুর বাড়ি- বাসাইল, টাংগাইল।

সোনালী ব্যাংক পিএলসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোঃ শওকত আলী খান, বাড়ি সখিপুর, টাংগাইল।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক ,বাড়ি গোপালপুর, টাংগাইল।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বাড়ি-ধনবাড়ি, টাংগাইল।

আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের বর্তমান পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, বাড়ি- গোপালপুর, টাংগাইল।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়,বর্তমান বাংলাদেশের হিসাব মহানিয়ন্ত্রক- জনাব এস এম রেজভী ,বাড়ি- নাগরপুর, টাংগাইল।

হাইওয়ে পুলিশের বর্তমান প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা, বাড়ি- বাসাইল, টাংগাইল।

বিভিন্ন উপজেলার আরও যারা এরকম অবস্থানে আছেন তাদের নাম কমেন্ট করুন।

একে ধরিয়ে দিননাম: একরাম হোসাইন রাসেলপিতা: রফিক আহমদগ্রাম: পূর্ব পাঠানগড়উপজেলা: ছাগলনাইয়াজেলা: ফেনীএই ব্যক্তি যৌতুকের মাম...
16/02/2025

একে ধরিয়ে দিন

নাম: একরাম হোসাইন রাসেল
পিতা: রফিক আহমদ
গ্রাম: পূর্ব পাঠানগড়
উপজেলা: ছাগলনাইয়া
জেলা: ফেনী

এই ব্যক্তি যৌতুকের মামলায় পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামী। গোপনসূত্রে জানা গেছে যে, সে এই মুহুর্তে নাগরপুরে আত্মগোপনে আছে। যদি কোন সহৃদয় ব্যক্তি তার খোজ জানেন, তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার অথবা ভুক্তভোগীর পরিবারকে জানানোর অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগের নম্বর: 01619304932

26/12/2024

অ্যাকশন শুরু হবে সমর্থন চাই

-ড. মুহাম্মদ ইউনূস

04/12/2024

ডলারের বিপরীতে আজ ভারতীয় রুপির দাম ইতিহাসের সর্বকালের সর্বনিম্নে নেমেছে আজ। এই বিপর্যয় থেকে ভারতের জনতার মনযোগ সরাতে আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশ নিয়ে চরম উত্তেজনা দেখাবে গেরুয়া বাহিনী।

কোনোভাবেই সে উত্তেজনার ফাঁদে পা দেয়া যাবে না।

07/09/2024

সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না -বিজিবি সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা

05/09/2024

প্রসঙ্গ: আমেরিকার লাল তালিকা ও সেন্টমার্টিন

প্রথমত : আমেরিকার এই লাল তালিকাটা কি?
উত্তর : কোনো দেশের আইনশৃঙ্খলা অবনতি লক্ষণীয় হলে আমেরিকা তাদের দেশের নাগরিকদের সে দেশে ভ্রমণ করতে সাময়িক সতর্কতা জারি করে। সেটাই লাল তালিকার অন্তর্ভুক্ত। যা সাময়িক এবং আওয়ামিলীগ সরকারের আমলে ২০১৩ সালেও আমেরিকা এই পদক্ষেপ নিয়েছিলো৷ স্বৈরচার হাসিনা প্রতিটা বাহিনীতেই তার লোক সেটআপ রেখে গিয়েছে, সুতরাং এই আবর্জনা পরিষ্কার হচ্ছে এবং বর্তমানে পরিস্থিতি উন্নতির দিকে এবং শীগ্রই এই সংকট কাটিয়ে উঠবে৷ এটা নিয়ে বর্তমানে স্বৈরাচারের দোসররা বেশ ঢোল পিঠাচ্ছে, আর কয়েকদিন পর এই ঢুলের পিঠান তাদের পশ্চাতেই পড়বে৷

দ্বিতীয়ত: সেন্টমার্টিন রেজিষ্ট্রেশন প্রসঙ্গ: বিগত কয়েক বছর থেকেই সেন্টমার্টিনের জীব বৈচিত্র্য রক্ষায় পরিবেশবাদীরা সোচ্চার ভূমিকা পালন ও নানা আন্দোলন করেছে৷ যে হারে পর্যটকরা সেন্টমার্টিনের ক্ষতি করছে অচিরেই সেন্টমার্টিন ময়লার বাগাড়মার্টিন হয়ে যাবে। তারপ্রেক্ষিতে গত সরকারের ও পরিবেশবাদীরে বৈঠকে সেন্টমার্টিনে এমন রেজিষ্ট্রেশন ব্যবস্থা নিতে বিধি আরোপ হয়। যা অচীরেই কার্যকর হতে চলছে, যেটার মাধ্যমে সেন্টমার্টিন তার রূপ ও বৈচিত্র্য কিছুটা হলেও রক্ষা পাবে। সুতরাং এই রেজিষ্ট্রেশন নিয়ে যারা লাফাচ্ছে, অচীরেই তারা সেন্টমার্টিন গিয়ে Nice বীচ বলে পিক আপলোড দিবে। তখন সেন্টমার্টিনে তাদের বীচিতে দুয়েকটা দিলে শয়তানি প্রপাগাণ্ডা ছড়াতে আর সাহস পাবে না।

যারা এসব বিষয়কে কেন্দ্র করে ইউনুস সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছেন! ভালো হয়ে যান। আপনাদের স্বৈরাচার আম্মার আসার আর সুযোগ নেই।

25/08/2024

আওয়ামীলীগের বউরা এখন সোশ্যাল মিডিয়া কাঁপাইতেছে,

"এমন স্বৈর সমন্বয়কদের বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম?"

💢💢💢 মাঝরাতে ত্রিপুরার ডুম্বুর গেইট খুলে দিছে ভারত, যেটা শেষবার খোলা হয়েছিল ১৯৯৩ সালে। ফেনীর মুহুরী নদীতে পানির মাত্রা গত...
21/08/2024

💢💢💢 মাঝরাতে ত্রিপুরার ডুম্বুর গেইট খুলে দিছে ভারত, যেটা শেষবার খোলা হয়েছিল ১৯৯৩ সালে। ফেনীর মুহুরী নদীতে পানির মাত্রা গত ৪০ বছরের ইতিহাসকে ছাড়িয়ে গেছে। ত্রিপুরার গেটটি খুলে দেয়ার ফলে ফেনী' কুমিল্লা'নোয়াখালী জেলা সমূহ প্লাবিত হয়েছে। এবং এটি আরও ব্যাপক আকার ধারণ করতে পারে।
💮 আল্লাহ্ এই অঞ্চলের মানুষগুলো কে হেফাজত করুক আমিন।
(সংগৃহীত)

17/08/2024

১৯৭৪ এর দূ্র্ভিক্ষে "ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো"
এখানে কবি রফিক আজাদ
'হারামজাদা' বলতে কাকে বুঝিয়েছিলেন?

14/08/2024

দুইটা কথা মাথায় রাখেন।
সালমান এফ রহমানের মতো ধনকুবের শেষ যাত্রায় ধরা খেয়েছে।

আনিসুল হকের মতো বুদ্ধিমান লোকটাও পালাতে পারেনাই। ওদিকে যেই নেত্রী এবং পিতার আদর্শ নিয়ে আজীবন তাজবী জপলেন সেও আপনার মতো কোটি নেতা-কর্মীর চিন্তা বাদ দিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে! তার না আছে পয়সার অভাব, না আছে সন্তানদের চিন্তা। সবাই নিরাপদ আছে।

কিন্তু,
এইযে দেশের বাইরে থেকে স্বার্থপর নেতা-নেত্রীর দুইটা-একটা বক্তব্য শুনেই আপনারা লাফাচ্ছেন।
১৫ ই আগস্টের প্রিপারেশন নিচ্ছেন। সংখ্যালঘু ভাইদের উপর গেইম খেলার অপচেষ্টা করছেন। আপনাদের ভবিষ্যৎ কি?
সুইস ব্যাংকে কয়শো কোটি আছে আপনার?
কিছুই নাই। যদি থেকেও থাকে, ভোগ করতে পারবেন না। আপনি নিশ্চয়ই সালমান কিংবা আনিসুলের চেয়ে ক্ষমতাবান না।

সময়ের শেষ মূহুর্তে হলেও নিজেকে এবং নিজ পরিবারকে ভালোবাসুন। নেত্রীর ফাঁকা বুলিতে অন্তত দেশের অস্থিতিশীলতা চাইবেন না। দেশটা সুশৃঙ্খল হোক। ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নিন। আমরা আবেগী বাঙালী নিশ্চয়ই হাসিনার আয়নাঘরের মতো না, আমরা ক্ষমার সৌন্দর্যেই বিশ্বাসী।

12/08/2024

#ভারতীয়রা যেভাবে বাংলাদেশ নিয়ে ইউটিউব আর টুইটারে গুজব ছড়াইতেসে, এটার বদলা হিসেবে কেউ আবার সেভেন সিস্টার্সের স্বাধীনতার জন্য হ্যাশট্যাগ দিয়ে পোস্ট দিবেন না কিন্তু।














এসব একদম লিখবেন না। এসবের কথা বলবেনও না। প্রতিশোধ নিবেন না দয়াকরে। প্লিজ।👻😆
আমিও কিন্তু শুধু কপি করছিলাম 🙂🫠

Address

Nagarpur

Alerts

Be the first to know and let us send you an email when নাগরপুর, টাঙ্গাইল, ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share