
12/08/2025
কাস্টমার হিসেবে যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত:
১. পেইজ ভালোভাবে যাচাই করুন :
রিভিউ, রেটিং, ফলোয়ার সংখ্যা, আগের কাস্টমারদের ফিডব্যাক দেখুন। কতদিন ধরে পেইজটা চালু আছে তাও খেয়াল করুন। এবং পোস্টের রিয়েক্ট চেক করে দেখুন এংরি রিয়েক্ট থাকা মানে সন্দেহজনক।
২. পোস্ট বা ক্যাপশন ভালো করে পড়ুন:
প্রোডাক্টের সাইজ, প্রাইস, ডেলিভারি চার্জ, রিটার্ন পলিসি অনেক কিছুই ক্যাপশনে দেওয়া থাকে। আগে তা দেখে নিন।
৩. স্টক আছে কি না জিজ্ঞেস করার আগে পোস্টের তারিখ দেখুন:
পুরনো পোস্টের পণ্য স্টকে নাও থাকতে পারে।
আর থাকলেও সব সাইজ থাকে না।
৪. প্রয়োজনীয় প্রশ্ন করুন, অপ্রাসঙ্গিক প্রশ্ন নয়:
যেমন: “এটা কত?”, “কালার কী কী?”, “ছবি আছে?”, এগুলো ক্যাপশনে থাকলে বারবার জিজ্ঞেস না করাই ভালো।
৫. একসাথে সব তথ্য জেনে অর্ডার দিন:
নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সঠিকভাবে দিন।
৬. ভদ্রভাবে মেসেজ দিন:
সংক্ষিপ্ত, ভদ্র ও স্পষ্ট ভাষায় কথা বলুন। অযথা ইমোজি, এক শব্দের উত্তর বা অস্বাভাবিক তর্জন-গর্জন এড়ান।
অনেকক্ষেত্রে দেখা যায় সোল্ডআউট বললে আপনারা রেগে গিয়ে জিজ্ঞেস করেন তাহলে ছবি কেন দিয়ে রেখেছি...
যেটা খুবই বোকা প্রশ্ন, আপনার বেবীর সাইজটা হয়তো নাই, অন্য সাইজ তো থাকতেই পারে, তাই না?
আর না থাকলেও পিকচার কেউ ডিলিট করে না।
আসুন যাচাই করে কেনাকাটা করি, প্রতারক থেকে দূরে থাকি, এবং পেইজের মডারেটরদের সাহায্য করি।🎀
হ্যাপি শপিং 🫰❣️
ধন্যবাদ ☺️