আসহাবে কাহাফ ইসলামি যুব সংগঠন-Ashab e kahaf Islami Youth organization

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • আসহাবে কাহাফ ইসলামি যুব সংগঠন-Ashab e kahaf Islami Youth organization

আসহাবে কাহাফ ইসলামি যুব সংগঠন-Ashab e kahaf Islami Youth organization একটি অরাজনৈতিক,দাওয়াহমূলক ও সামাজিক সংগঠন।

আলহামদুলিল্লাহ!গা/ জ্জায় বিজয়ের উল্লাস!
09/10/2025

আলহামদুলিল্লাহ!
গা/ জ্জায় বিজয়ের উল্লাস!

আল্লাহু আকবার! মনে আছে সেই দিনের কথা। যেই দিনটি মুসলিম উম্মাহকে ঘুম থেকে জাগিয়ে তুলেছে। বিশ্বকে ভাগ করেছে দুটি শিবিরে। জ...
07/10/2025

আল্লাহু আকবার! মনে আছে সেই দিনের কথা। যেই দিনটি মুসলিম উম্মাহকে ঘুম থেকে জাগিয়ে তুলেছে। বিশ্বকে ভাগ করেছে দুটি শিবিরে। জা*লিমের পক্ষ আর মা*জলুমের পক্ষ।

উদ্দেশ্যপ্রণোদিত এই জঘন্য ঘটনা শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেনি, বরং বাংলাদেশের সামাজিক শান্তি ও সম্প্রীতির ...
06/10/2025

উদ্দেশ্যপ্রণোদিত এই জঘন্য ঘটনা শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেনি, বরং বাংলাদেশের সামাজিক শান্তি ও সম্প্রীতির ভিত্তিকেও নড়বড়ে করেছে। আমরা কোরআন অবমাননার মাধ্যমে সংঘটিত এই ন্যাক্কারজনক ধর্ম অবমাননার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। পাশাপাশি, ধর্মীয় পবিত্রতা রক্ষায় কার্যকর আইন সংস্কার ও কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান করছি, যেন ভবিষ্যতে এ ধরনের অপকর্ম চিরতরে রুদ্ধ হয়।

03/10/2025
শুক্রবারের বিশেষ কিছু আমল রয়েছে, যেগুলো পালন করা সুন্নাহ ও অধিক পুণ্যের কাজ। উল্লেখযোগ্য হলো:
03/10/2025

শুক্রবারের বিশেষ কিছু আমল রয়েছে, যেগুলো পালন করা সুন্নাহ ও অধিক পুণ্যের কাজ। উল্লেখযোগ্য হলো:

একটি মহৎ কাজে যোগ দেওয়ার আহ্ববানআসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ, প্রিয় দ্বীনি ভাইগন! আজ বৃহস্পতিবার সপ্তাহিক শাবগুজারির(র...
02/10/2025

একটি মহৎ কাজে যোগ দেওয়ার আহ্ববান
আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ, প্রিয় দ্বীনি ভাইগন! আজ বৃহস্পতিবার সপ্তাহিক শাবগুজারির(রাত্রি যাবন ও বয়ান শোনা) দিন। গৌরীপুরের অতি নিকটস্থ বারপাড়া মার্কাজে দাওয়াত ও তাবলীগের তত্ত্বাবধানে মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌছানোর লক্ষ্যে ইসলাহী মজলিসের আয়োজন করা হয়ে থাকে। উক্ত মজলিসে আপনি স্ববান্ধবে আমন্ত্রিত।

সৌন্দর্যের পিছনে পড়ার ধোঁকা:———————————————অনেকে বলেন, আমরা আল্লাহর নিয়ামত হিসেবে উপদেশ হাসিল করার জন্য উত্তম আকৃতি বিশি...
02/10/2025

সৌন্দর্যের পিছনে পড়ার ধোঁকা:
———————————————
অনেকে বলেন, আমরা আল্লাহর নিয়ামত হিসেবে উপদেশ হাসিল করার জন্য উত্তম আকৃতি বিশিষ্ট চেহারা দেখে থাকি, এর দ্বারা পুণ্য অর্জন করি। এটা নিছক শয়তানি চিন্তা ও ধোঁকা ছাড়া কিছু না।
আল্লামা ইবনে জাওযি রহ. স্বীয় কিতাব তালবিসে ইবলিস-এ লিখেছেন, ইবনে আকীল রহ. বলেন, যে ব্যক্তি এ কথা বলে যে, উত্তম আকৃতি দেখায় তার অন্তরে কোন পরিবর্তন হয় না। তার এ কথা ভণ্ডামি বৈ কিছু নয়। নতুবা কারো মনে খারাপ ওয়াসওয়াসা আসুক আর নাই আসুক, শরিয়তের কঠোর নির্দেশ হচ্ছে গাইরে মাহরাম নারী-পুরুষের দিকে না তাকানো। আর এই নির্দেশনা সবার প্রতি সমানভাবে প্রযোজ্য। চাই কারো মনে রোগ থাকুক বা না থাকুক।
শরিয়তের এ ধরনের নির্দেশনা রোগ থাকার সাথে সম্পর্কিত নয়; বরং বৃহৎ কোন হিকমতকে সামনে রেখেই সুদূর প্রসারী ভাবনা। কেননা,যিনা-ব্যভিচারের মতো জঘন্য গুনাহের সূত্রপাতই হচ্ছে কুদৃষ্টি ও কুচিন্তা। তাই 'আমার মন এসব থেকে মুক্ত, আমার মনে খারাপ চিন্তা আসে না-বলে, নারীদের দিকে তাকানো, তাদের সাথে অপ্রয়োজনে হাস্যরস করা-এ জাতীয় যুক্তিকে পবিত্র কুরআন প্রশ্রয় দেয়নি। ইরশাদ হয়েছে-

قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَي لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ.

“(হে রাসুল!) আপনি মুমিন পুরুষদের বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা সম্যক অবগত আছেন।"(সূরা নূর: আয়াত ৩০)

📖~চোখের হেফাজত🌸

02/10/2025

শয়তান আমাদেরকে যেভাবে ধোঁকা দিতে চায়📛

জুমু'আ রিমাইন্ডার ১. সূরা কাহাফ ২. দরুদ৩. ইস্তেগফার ৪. সাদাকাহ ৫. দুয়া
26/09/2025

জুমু'আ রিমাইন্ডার
১. সূরা কাহাফ
২. দরুদ
৩. ইস্তেগফার
৪. সাদাকাহ
৫. দুয়া

রক্তদান নামক মহৎ কাজে আসহাবে কাহাফ ইসলামি যুব সংগঠন-Ashab e kahaf Islami Youth organization  এর একজন সদস্য। আজ আসহাবে কা...
25/09/2025

রক্তদান নামক মহৎ কাজে আসহাবে কাহাফ ইসলামি যুব সংগঠন-Ashab e kahaf Islami Youth organization এর একজন সদস্য।

আজ আসহাবে কাহাফ ইসলামি যুব সংগঠন এর অন্যতম সদস্য মো: মাজহারুল খন্দকার তার জীবনের প্রথম রক্তদান করলেন। আলহামদুলিল্লাহ।আর এভাবেই সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছে আসহাবে কাহাফ ইসলামি যুব সংগঠন।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when আসহাবে কাহাফ ইসলামি যুব সংগঠন-Ashab e kahaf Islami Youth organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share