Faru Artistry

Faru Artistry সুখপাখি 🕊️

এই গাছটার উপর কম  কিছু হয়নি যখন ছোট  তিনটা পাতা ছিলো চারা গাছে ,যখন লাগানো হয় তখন উপরের আগা টা পাখি ছিরে ফেলে ছাদে যখন...
21/07/2025

এই গাছটার উপর কম কিছু হয়নি যখন ছোট তিনটা পাতা ছিলো চারা গাছে ,যখন লাগানো হয় তখন উপরের আগা টা পাখি ছিরে ফেলে ছাদে যখন যাই দেখি গাছটাই তুলে ফেলেছে, রোদে শুকিয়ে গেছে ওটা আবার টপে গুঁজে দিয়ে আসি আমার পরিক্ষা ছাদে যাওয়া হয় না ,আজ গিয়ে আমি অবাক মাশাআল্লাহ এতো বড় হয়ে গেছে আর ফুল ও ফুটে গেছে 🌸✨

18/07/2025

রঙে আঁকা অনুভূতি 🌸✨

শখের বাগানে ফুল ফুটলে অভাক হয়ে দেখি অন্যরকম শান্তি লাগে, স্মৃতি হয়ে থাকবি ঝরে পড়ার পড়েও ফুল ভালোবাসি 🕊️🌸
17/07/2025

শখের বাগানে ফুল ফুটলে অভাক হয়ে দেখি অন্যরকম শান্তি লাগে, স্মৃতি হয়ে থাকবি ঝরে পড়ার পড়েও
ফুল ভালোবাসি 🕊️🌸

16/07/2025

'ভাগ্যে ছিলো' এই কথাটা বলে আমরা নিজেদের বুঝানোর চেষ্টা করি! আমরা নিজেদের বুঝাই 'যা হয়ে গেছে, সেটা ভাগ্যে ছিলো বলেই হয়েছে! কিন্তু আসলে নিজেকে বুঝানো যায়না! অনেক কষ্ট, অনেক হাহাকার, অশ্রু বিসর্জন, ঘুম না আসা রাত জানে যেটা হয়েছে সেটা না হলেও পারতো! কিছু ব্যাপার থাকে,যা মানা যায়না! কিছুতেই মানা যায়না । যে অন্যায়টা আমার সাথে করছে নির্বাক হয়ে শুধু সহ্য করেছি।
আল্লাহ বলেন ওই ব্যক্তি কে ভয় পাও- যার চোখে পানি ছাড়া আর কিছুই নেই প্রতিশোধ নেয়ার মতো ✨🕊️🖤

- হজরত আলী ( রাঃ)🌸✨

Painting is not only an art ,           it's a therapy of mind 🌷🕊️
15/07/2025

Painting is not only an art ,
it's a therapy of mind 🌷🕊️

শখে রান্না করতে ভালো লাগে 🌸✨
10/07/2025

শখে রান্না করতে ভালো লাগে 🌸✨

আকাশে মেঘ আর এক ঝাঁক পাখি 🕊️☁️
08/07/2025

আকাশে মেঘ আর এক ঝাঁক পাখি 🕊️☁️

আচ্ছা মনে পড়ে একটা সুন্দর ভীতু মনের মেয়েকে তুমি দেখেছিলে ? যার পাখির মত উড়ার স্বভাব নিয়ে জন্মেছিল ! যে মেয়েটা নিজের কা...
07/07/2025

আচ্ছা মনে পড়ে একটা সুন্দর ভীতু মনের মেয়েকে তুমি দেখেছিলে ? যার পাখির মত উড়ার স্বভাব নিয়ে জন্মেছিল !
যে মেয়েটা নিজের কাছে প্রতিজ্ঞা বদ্ধ ছিলনা কখনোই । নিজের সমস্যা গুলো সমস্যা মনে করতো না কখনোই ।

তুমি চিনো সে মেয়েটাকে ? যে মেয়েটা জীবন দেখতো সহজ ভাবে , ক্ষমা করে গ্রহন করে নিতো সব ? চিনেছো তো ?

হ্যা সেই মেয়েটা আমি , যার ডানা গুলো কেটে দেওয়া হইছে সময়ের চাকুতে । যার ফাঁকা একটা মনে ভরে দেওয়া হইছে স্বার্থের বিষ । যে ধোকায় জীবন দেখেছে দুদিনের রঙ্গীন প্রজাপতির ডানায় । যে অপমান গিলেছে তরল আগুনের মত করে ।যে মানুষ গুলোকে তার জীবনের সবচেয়ে জরুরী মনে করেছিল সে মানুষ গুলো তাকে মনে করিয়ে দিয়েছিল সে ইউসলেস কেউ । এমন কি বিশ্বস্ততায় নিজের বিশ্বাস করেও একটা আপন সাজা মানুষ নিজের একান্ত বলতে পারেনি মেয়েটার অপরাধ নেই।
মেয়েটা ভালো সবাই একসময় সামনে প্রশংসা করে ভরে ফেলতো কিন্তু এখন সেই মানুষগুলো মিথ্যা অপবাদ বদনাম তিলে তিলে শেষ করে দিচ্ছে। আচ্ছা মেয়েটার দোষ কোথায়? কি ক্ষতি করছিলো ?
নিজের কাছে সৎ থাকার মতো আনন্দ আর নেই যে যাই বলুক একদিন বুঝবে । নিজের কাছে সৎ থাকতে পারলে মাথার উপর আকাশ ভেঙ্গে পড়লেও তার ভেঙে পরার কিছু নেই। নিজের কাছে সৎ থাকার মতো শান্তি আর নেই। আল্লাহ বলেন যে নিজেকে পরিশুদ্ধ করেছে
সে সফল হবেই ।

এখন যাকে দেখো , সে নিজের কাছে দায়বদ্ধ , যে হাজার ভাবনা মাথায় রেখে দিব্যি হাসতে পারে । সে তোমাকে অসুখী দেখে ও নিজে ঘুমাতে পারে । যে ঘৃনায় মুখ ফিরিয়ে নিয়ে তোমার সামনে থেকে দিব্যি হেটে যেতে পারে । সে নিজের জন্য বাঁচতে পারে । এই ভালো থাকার নিয়ম উল্টে ,নিজের জন্য নিয়ম বানাতে পারে ।সে ভয়হীন প্রকৃতির মত নিশ্চুপ ।

মেয়েরা এমনই হয় , তাদের একটা অদৃশ্য শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে । নিজের মনের গহীনে আস্ত টাইটানিকের মত ভাবনার জাহাজ ডুবিয়ে , শান্ত ভাবে হাসতে পারে । প্রয়োজনে নিজেকে সমস্তটা বিলিয়ে যেমন ভালোবাসতে পারে আবার , তোমার আসল রূপটা দেখে ফেললে ঘৃনায় কালশীটে দাগ একে তোমাকে এড়িয়ে যেতে পারে ।কারন মেয়েরা সব ভুলতে পারে অসম্মান ভুলতে পারে না ।তাদের মমতা বড় তীব্র তাদের ঘৃনাও অনেক তীব্র ।

ফারজানা ✍️

আস্তে আস্তে আমিও রান্না শিখে ফেলেছি ✨🦋
05/07/2025

আস্তে আস্তে আমিও রান্না শিখে ফেলেছি ✨🦋

Address

Nakla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faru Artistry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share