07/07/2025
আচ্ছা মনে পড়ে একটা সুন্দর ভীতু মনের মেয়েকে তুমি দেখেছিলে ? যার পাখির মত উড়ার স্বভাব নিয়ে জন্মেছিল !
যে মেয়েটা নিজের কাছে প্রতিজ্ঞা বদ্ধ ছিলনা কখনোই । নিজের সমস্যা গুলো সমস্যা মনে করতো না কখনোই ।
তুমি চিনো সে মেয়েটাকে ? যে মেয়েটা জীবন দেখতো সহজ ভাবে , ক্ষমা করে গ্রহন করে নিতো সব ? চিনেছো তো ?
হ্যা সেই মেয়েটা আমি , যার ডানা গুলো কেটে দেওয়া হইছে সময়ের চাকুতে । যার ফাঁকা একটা মনে ভরে দেওয়া হইছে স্বার্থের বিষ । যে ধোকায় জীবন দেখেছে দুদিনের রঙ্গীন প্রজাপতির ডানায় । যে অপমান গিলেছে তরল আগুনের মত করে ।যে মানুষ গুলোকে তার জীবনের সবচেয়ে জরুরী মনে করেছিল সে মানুষ গুলো তাকে মনে করিয়ে দিয়েছিল সে ইউসলেস কেউ । এমন কি বিশ্বস্ততায় নিজের বিশ্বাস করেও একটা আপন সাজা মানুষ নিজের একান্ত বলতে পারেনি মেয়েটার অপরাধ নেই।
মেয়েটা ভালো সবাই একসময় সামনে প্রশংসা করে ভরে ফেলতো কিন্তু এখন সেই মানুষগুলো মিথ্যা অপবাদ বদনাম তিলে তিলে শেষ করে দিচ্ছে। আচ্ছা মেয়েটার দোষ কোথায়? কি ক্ষতি করছিলো ?
নিজের কাছে সৎ থাকার মতো আনন্দ আর নেই যে যাই বলুক একদিন বুঝবে । নিজের কাছে সৎ থাকতে পারলে মাথার উপর আকাশ ভেঙ্গে পড়লেও তার ভেঙে পরার কিছু নেই। নিজের কাছে সৎ থাকার মতো শান্তি আর নেই। আল্লাহ বলেন যে নিজেকে পরিশুদ্ধ করেছে
সে সফল হবেই ।
এখন যাকে দেখো , সে নিজের কাছে দায়বদ্ধ , যে হাজার ভাবনা মাথায় রেখে দিব্যি হাসতে পারে । সে তোমাকে অসুখী দেখে ও নিজে ঘুমাতে পারে । যে ঘৃনায় মুখ ফিরিয়ে নিয়ে তোমার সামনে থেকে দিব্যি হেটে যেতে পারে । সে নিজের জন্য বাঁচতে পারে । এই ভালো থাকার নিয়ম উল্টে ,নিজের জন্য নিয়ম বানাতে পারে ।সে ভয়হীন প্রকৃতির মত নিশ্চুপ ।
মেয়েরা এমনই হয় , তাদের একটা অদৃশ্য শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে । নিজের মনের গহীনে আস্ত টাইটানিকের মত ভাবনার জাহাজ ডুবিয়ে , শান্ত ভাবে হাসতে পারে । প্রয়োজনে নিজেকে সমস্তটা বিলিয়ে যেমন ভালোবাসতে পারে আবার , তোমার আসল রূপটা দেখে ফেললে ঘৃনায় কালশীটে দাগ একে তোমাকে এড়িয়ে যেতে পারে ।কারন মেয়েরা সব ভুলতে পারে অসম্মান ভুলতে পারে না ।তাদের মমতা বড় তীব্র তাদের ঘৃনাও অনেক তীব্র ।
ফারজানা ✍️