Shakibul Hasan

Shakibul Hasan সাদা কালা

04/08/2025

ছোটদের এমন রেসলিং খেলা
আগে কখনো দেখিনি 😆_See More...

21/07/2025

তারপর

• যথারীতি রাজনৈতিক নেতাদের হিড়িক পড়বে হসপিটালের বেডে বেডে, নিহতদের বাড়িতে বাড়িতে, সঙ্গে পকেটবন্দী সাংঘাতিক আর চামচারা তো রয়েছেই।

• লাশের ছবি/ভিডিও'র সাথে ব্যাকগ্রাউন্ডে গান জুড়ে দিয়ে রিলস/ভিডিও বানানো শুরু হবে, পাবলিক খুব খাবে।

• রাষ্ট্রযন্ত্র শোক বার্তা দেবেন। একদিনের শোকও ঘোষণা করতে পারেন। শোকসন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করে হাতে খাম ধরিয়ে দেবার সম্ভাবনাও রয়েছে।

• প্রতিটি লাশকে নিয়ে মিডিয়া হাউজগুলো ব্যবসা শুরু করবে, একটির পর একটি লাশের গল্প বিক্রি করবে।

• এরপর হুট করে আরেকটা খবর উঠে আসবে ট্রেন্ডিংয়ে, মুহূর্তেই হাওয়া হয়ে যাবে এই সবকিছু। এরপর চলতেই থাকবে, যেভাবে চলে এসেছে!

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। ...
21/07/2025

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

তাঁর যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7। একটা যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উড়ছিল— কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা।

তৌকির আকাশে মারা যাননি। তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই— যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ।

এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন।

আর যেন কোনো তরুণ তৌকিরকে,একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

05/07/2025

অনেক চেষ্টা করার পরও
তুলা সম্ভব হয়নি ...😲🥲

12/02/2025

বন্ধু বিয়ে করার নতুন টেকনিক 😅


#

03/02/2025

আমার বন্ধুর এখন এই অবস্থা 😅😆





29/01/2025

আমার জীবন লস 😅😭



26/01/2025

যার জীবনে বউ নাই
তার জীবনে সুখ নাই 😅


12/01/2025

এইবার শীতে আর মনে হয় ছেলেদের
কষ্ট করতে হবে না😆🫢



Mehazabien Chowdhury

31/12/2024

আফসোস জীবন থেকে আরো এক বছর হায়াত কমে গেলো😥

12/10/2024

বাংলাদেশের মৃত টাইগারদের উদ্ধার কাজের নিয়োজিত আছে ইন্ডিয়া 😂

08/10/2024

আপনার একটা শেয়ারে হয়তো এই
মানুষ গুলো দুর্যোগ পরিস্থিতিতে তাদের
কষ্ট টা কিছুই টা হলেও কমবে..😥

Address

Mymensingh

Telephone

+8801629909284

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakibul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakibul Hasan:

Share