Mk Khokon

Mk Khokon khokon

22/10/2023

একেবারেই সহজ উপায়ে

Send a message to learn more

01/10/2023
30/09/2023

Video coming today

09/09/2023

এক গরুর চারটি বাচ্চা হয়েছে

05/09/2023

ভয়ং*কর একটি ঘটনা 🥺
আজকে বারতোপা, গোড়ান পাড়া এক রিক্সা চালককে রিজার্ভ করে নিয়ে আসে কিছু ছেলে। বনের কাছে এসে তাকে ভুলভাল বুঝিয়ে তার মুখে একটি স্প্রে করে তার রিক্সাটি নিয়ে যায়। স্প্রে করার সাথে সাথে সে মাতাল হয়ে যায়, তার শরীরের শক্তি আসতে আসতে কমে আসে এবং যারা এই কাজটি করে তাদের সাথে ধারালো অ*স্ত্র ছিল। আমরা এই ছেলেকে মাতাল অবস্থায় পাই। আমরা ৯৯৯ লাইনে ফোন দিয়ে পুলিশকে জানাই। কিন্তু পুলিশ টিম অনেক দূরে থাকায় আমাদেরকে তারা বলে হসপিটালে তাকে নিয়ে ভর্তি করতে এবং থানায় যোগাযোগ করতে। তারপর আমরা এই ছেলের কাছ থেকে নাম্বার নিয়ে তার ফ্যামিলি মেম্বাদের সাথে যোগাযোগ করি । তারপর তারা এসে এই ছেলেটাকে নিয়ে যায়। এরকম অহর অহর ঘটনা বর্তমানে বাংলাদেশে ঘটছে। তাদেরকে কি আদৌ পুলিশ ধরতে পারছে কিনা আমার জানা নাই। তবে এরকম কাজ যারা করে তাদেরকে খুব দ্রুত পুলিশের আওতায় আনা হোক এটাই আমাদের দাবি।
ঘটনাটি ঘটে : গোড়ান পাড়া, বারতোপা, মাওনা, শ্রীপুর, গাজীপুর। ফেইসবুক থেকে কপি পোস্ট

26/08/2023

ইন্ডিয়া চন্দ্রযান থ্রী পরিচালনা করতে খরচ হয়েছে ৭৫মিলিয়ন ডলার। যা পৃথিবী থেকে ৩,৮৪,৪০০ কিঃমিঃ দূরে।

এদিকে বঙ্গবন্ধু-১ নামক একটা স্যাটেলাইট পৃথিবীর লোয়ার অর্বিটে পাঠাতে আমাদের খরচ হয়েছে ২৪৮ মিলিয়ন ডলার। যেটার দুরত্ব ৩৫,৭৮৬ কিঃমিঃ। যা চন্দ্রযান থ্রীর ১০ ভাগের ১ ভাগেরও কম দূরত্বে।

এছাড়াও একটা স্যাটেলাইট উৎক্ষেপণ আর একটা চন্দ্রাভিযানের মধ্যকার আকাশ-পাতাল পার্থ্যক্য ব্যাখ্যা করার কি আদৌ প্রয়োজন?

পৃথিবী জুড়ে হচ্ছে প্রযুক্তির বিপ্লব। আর আমাদের দেশে চলছে সহ-সভাপতি, সহমত ভাই, রাজপথ ছাড়ি নাই, পাশে আছি ভাই এসবের বিপ্লব।

প্লিজ এই কথাগুলোকে রাজনীতিকরণ করার দুঃসাহস দেখিয়েন না। দেশের উন্নয়নের প্রধান বাধা হচ্ছে দুর্নীতি। কথিত উন্নয়ন রেখে প্রকৃত উন্নয়ন যদি আপনার কামনা হয় তবে আপনি যেই দলেরই হোন দুর্নীতির বিরুদ্ধে সরব হোন।

আপনার আমার দেশের উন্নয়ন অন্য কোন দেশ করবেনা। আপনাকে আমাকে মিলেই করতে হবে। তৃতীয় দেশের কাজই হচ্ছে ডিভাইড এন্ড রোল। জানি না কিছু বুঝাতে পেরেছি কিনা আদৌ,

21/08/2023

https://youtu.be/8pBWvCRN4Bs
জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের জনগণের হালচাল

Address

Nakla
Nakla

Alerts

Be the first to know and let us send you an email when Mk Khokon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mk Khokon:

Share