Hasanmaldives

Hasanmaldives to Allah we belong and to Him we shall return. Hasanmaldives Hasan Ali
(1)

17/10/2025

আমি চাই সবাই আমাকে প্রয়োজনেই মনে রাখুক। যেটুকু প্রয়োজন, ঐটুকু বলুক। ভালো আছি কি নেই সেই ফর্মালিটি আমার সামনে না দেখাক। প্রয়োজন ফুরালে তারা হারিয়ে যাক, মনে রেখে আমাকে দয়া করার প্রয়োজন নেই। তাছাড়া আমার অতিবাহিত দিনগুলো কেমন কাটছে সে দিকেও তত্ত্বাবধান কিংবা মনোযোগ দেওয়ার কোন প্রয়োজন নেই। কেননা আমি শুরুতেই বলেছি, আমাকে সবাই প্রয়োজনে মনে রাখুক।
Hasan Ali Mir

08/10/2025

আমি অসুন্দর, ব্যর্থ।

বদ মেজাজি, খারাপ, কিন্তু আমি আমি-ই। এই পৃথিবীতে প্রতিটি মানুষই আলাদা। কেউ হয়তো খুব সুন্দর, কেউ হয়তো খুব সফল, আবার কেউ হয়তো
মিশুক ও ধৈর্যশীল।

আর আমি? আমি হয়তো তেমন
কিছুই না।

আমি অসুন্দর। আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হওয়ার মতো চেহারা আমার নয়। সমাজের চোখে আমি হয়তো সাধারণেরও নিচে।

আমি ব্যর্থ। জীবনে অনেক কিছু চেয়েছি, হয়তো তার অর্ধেকও পাইনি। মানুষ যেমন ভাবে—ভালো ফল, ভালো চাকরি, সুখের সংস্পর্ক-তা আমার কপালে খুব একটা জোটেনি।

তবুও আমি সফল, কেননা চাকরির তুলনায় আমার বৃহত্তম উপার্জনের রাস্তা নির্মান করতে জানি। আমি বদমেজাজি। ছোট ছোট কথায় রেগে যাই অনেক সময় মানুষ বুঝে না যে, এই রাগের পেছনে আছে অসহ্য কষ্ট, গভীর অভিমান, আর না বলা অনেক যন্ত্রণা। আমি খারাপ। অন্তত, অনেকে তাই ভাবে। হয়তো আমি সবার মন মতো চলতে পারি না, হয়তো আমি ভুল করি, হয়তো আমার চোখে সত্যটা অনেক বেশি তীক্ষ্ণ হয়ে আসে।

তবুও, আমি আমি-ই।

আমি আমার মতো করে বাঁচি। আমি কারও প্রতিযোগী না,

আমার প্রতিযোগী আমি নিজেই।

আমি চাই না কারও মতো হতে। আমি শুধু চাই নিজের সঙ্গে সৎ থাকতে।

যে আমি অসুন্দর, সেই আমিই হয়তো কারও হৃদয়ে সবচেয়ে সুন্দর।

যে আমি ব্যর্থ, সেই আমিই হয়তো কাউকে সাহস জোগাই নিজের ভুলগুলো দেখিয়ে।

যে আমি বদমেজাজি, সেই আমিই হয়তো ভেতরে গভীর ভালোবাসা লুকিয়ে রাখি।

আর যে আমি খারাপ,

সেই আমিই জানি মানুষকে ভালো করার সাফল্যের রাস্তা। আমার ত্রুটি আছে, আবার শক্তিও আছে। আমি যেমন আছি, তেমন করেই আমি সম্পূর্ণ।

আমি নিখুঁত না, কিন্তু আমি অনন্য।

আমি অসফল, তবে মানুষের সফলতায় সর্বোচ্চ দান করি। আমি আমি-ই-এটাই আমার পরিচয়, আমার গর্ব। কারন আল্লাহ মহান, রবের প্রতি আছে আমার আত্মবিশ্বাস।

01/10/2025
28/09/2025

Missing blue water 🌊 of Maldives.

আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তিনি পবিত্র, যিনি আমাদের জন্য এ (যানবাহন)কে বশীভূত করেছেন, অথচ আমরা একে বশ করতে স...
26/09/2025

আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তিনি পবিত্র, যিনি আমাদের জন্য এ (যানবাহন)কে বশীভূত করেছেন, অথচ আমরা একে বশ করতে সক্ষম ছিলাম না। আর অবশ্যই আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। হে আল্লাহ! আমরা এই সফরে আপনার নিকট নেক কাজ, তাকওয়া এবং এমন আমল চাই যা আপনি পছন্দ করেন। হে আল্লাহ! আমাদের জন্য এই সফর সহজ করে দিন এবং এর দূরত্ব কমিয়ে দিন। হে আল্লাহ! আপনিই সফরে সঙ্গী এবং পরিবারে অভিভাবক। হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই সফরের কষ্ট থেকে, মন খারাপ হওয়ার দৃশ্য থেকে এবং ধন-সম্পদ ও পরিবারের দিকে খারাপভাবে ফিরে আসা থেকে।

17/09/2025
30/08/2025
30/08/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammed Ibrahim, Arizul Sk, Farid Aador, Minto Mia
30/08/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammed Ibrahim, Arizul Sk, Farid Aador, Minto Mia

29/08/2025

মানুষ ভালোবাসা দেখায় কিন্তু কেউ ভালোবাসে না।
#প্রবাসি

Sip into Paradise at Arena Hotel & Restaurant!Refreshing, vibrant, and crafted to perfection—our signature layered drink...
12/05/2025

Sip into Paradise at Arena Hotel & Restaurant!
Refreshing, vibrant, and crafted to perfection—our signature layered drinks are a burst of tropical bliss in every sip. Whether you're here to relax, unwind, or celebrate, our handcrafted beverages and top-notch hospitality will make your visit unforgettable.
Come for the drinks, stay for the experience—only at Arena Hotel & Restaurant, where every detail is served with care.
Credit goes to ...

বিশেষ দিনগুলোতে ও কিছু মানুষ একা 😕
01/04/2025

বিশেষ দিনগুলোতে ও কিছু মানুষ একা 😕

Address

Nalta

Telephone

+9609411058

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasanmaldives posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasanmaldives:

Share