08/10/2025
আমি অসুন্দর, ব্যর্থ।
বদ মেজাজি, খারাপ, কিন্তু আমি আমি-ই। এই পৃথিবীতে প্রতিটি মানুষই আলাদা। কেউ হয়তো খুব সুন্দর, কেউ হয়তো খুব সফল, আবার কেউ হয়তো
মিশুক ও ধৈর্যশীল।
আর আমি? আমি হয়তো তেমন
কিছুই না।
আমি অসুন্দর। আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হওয়ার মতো চেহারা আমার নয়। সমাজের চোখে আমি হয়তো সাধারণেরও নিচে।
আমি ব্যর্থ। জীবনে অনেক কিছু চেয়েছি, হয়তো তার অর্ধেকও পাইনি। মানুষ যেমন ভাবে—ভালো ফল, ভালো চাকরি, সুখের সংস্পর্ক-তা আমার কপালে খুব একটা জোটেনি।
তবুও আমি সফল, কেননা চাকরির তুলনায় আমার বৃহত্তম উপার্জনের রাস্তা নির্মান করতে জানি। আমি বদমেজাজি। ছোট ছোট কথায় রেগে যাই অনেক সময় মানুষ বুঝে না যে, এই রাগের পেছনে আছে অসহ্য কষ্ট, গভীর অভিমান, আর না বলা অনেক যন্ত্রণা। আমি খারাপ। অন্তত, অনেকে তাই ভাবে। হয়তো আমি সবার মন মতো চলতে পারি না, হয়তো আমি ভুল করি, হয়তো আমার চোখে সত্যটা অনেক বেশি তীক্ষ্ণ হয়ে আসে।
তবুও, আমি আমি-ই।
আমি আমার মতো করে বাঁচি। আমি কারও প্রতিযোগী না,
আমার প্রতিযোগী আমি নিজেই।
আমি চাই না কারও মতো হতে। আমি শুধু চাই নিজের সঙ্গে সৎ থাকতে।
যে আমি অসুন্দর, সেই আমিই হয়তো কারও হৃদয়ে সবচেয়ে সুন্দর।
যে আমি ব্যর্থ, সেই আমিই হয়তো কাউকে সাহস জোগাই নিজের ভুলগুলো দেখিয়ে।
যে আমি বদমেজাজি, সেই আমিই হয়তো ভেতরে গভীর ভালোবাসা লুকিয়ে রাখি।
আর যে আমি খারাপ,
সেই আমিই জানি মানুষকে ভালো করার সাফল্যের রাস্তা। আমার ত্রুটি আছে, আবার শক্তিও আছে। আমি যেমন আছি, তেমন করেই আমি সম্পূর্ণ।
আমি নিখুঁত না, কিন্তু আমি অনন্য।
আমি অসফল, তবে মানুষের সফলতায় সর্বোচ্চ দান করি। আমি আমি-ই-এটাই আমার পরিচয়, আমার গর্ব। কারন আল্লাহ মহান, রবের প্রতি আছে আমার আত্মবিশ্বাস।