বকুল তলা

বকুল তলা পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর

02/08/2025

শত কোটি টাকা নিয়ে পালিয়েছে ফ্লাইট এক্সপার্ট ও,টি,এ

যখন ছোট ছিলাম বাবা-মা দুজনকেই কখনো বুঝতে শিখিনি আজ আমি সন্তানের বাবা আজ আমি বুঝি সন্তানের সুখের জন্য বাবা-মা দুজনেই তাদে...
22/07/2025

যখন ছোট ছিলাম বাবা-মা দুজনকেই কখনো বুঝতে শিখিনি আজ আমি সন্তানের বাবা আজ আমি বুঝি সন্তানের সুখের জন্য বাবা-মা দুজনেই তাদের জীবনকে উৎসর্গ করতে কোন দ্বিধাবোধ করে না, আর সেই সন্তান যখন লাশ হয়ে বাবার কাঁধে চড়ে চলে যায় দূর অজানার গন্তব্যে, এর চেয়ে কষ্টের পৃথিবীতে আর কোন কিছু হতে পারে না, মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে সকল শিক্ষার্থী অসুস্থ এবং না ফেরার দেশে চলে গিয়েছে আল্লাহ সকল বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন।

ভালোবাসাটা খুব সহজ,ভালোবাসা রক্ষা করা কঠিন। সবাই ভালো ভাসতে জানেনা, স্বার্থের জন্য ভালোবাসা,আর মন দিয়ে ভালোবাসা,আকাশ ছো...
15/07/2025

ভালোবাসাটা খুব সহজ,ভালোবাসা রক্ষা করা কঠিন। সবাই ভালো ভাসতে জানেনা, স্বার্থের জন্য ভালোবাসা,আর মন দিয়ে ভালোবাসা,আকাশ ছোঁয়ার মত।

বাংলাদেশে কিছু রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় পাড়া, মহল্লার, সমাজে কিছু কুলাঙ্গার রাজনীতি করে এবং এরা পাল্লা যেদিকে ভাড়ী...
12/07/2025

বাংলাদেশে কিছু রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় পাড়া, মহল্লার, সমাজে কিছু কুলাঙ্গার রাজনীতি করে এবং এরা পাল্লা যেদিকে ভাড়ী মনে করেন সে দিকে মাথা ঝুঁকিয়ে পরে। এসব কুলাঙ্গার দের যারা,প্রশয় দেয় তারাও কুলাঙ্গার। এদের ভয়ে সবাই ঘর বন্ধি ।একজন মানুষ কে কী ভাবে সবার সামনে এ ভাবে মেরে ফেলে খান্ত হয়নি আবার তার মৃত্যু নিশ্চিত জেনেও বুকের উপর বারবার লাফি উঠছে। হায়রে হতভাগা জাতি , ক্ষমতার দাম্ভিকতায় আজ কত কিছুই দেখাইলি।

দেখতে দেখতে বড় হচ্ছে, ভালোবাসার পরিমান বাড়ছে,আবদার প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। কিছু আবদার পূর্ণ হয় কিছু বা অপূর্ণ থেকে য...
11/07/2025

দেখতে দেখতে বড় হচ্ছে, ভালোবাসার পরিমান বাড়ছে,আবদার প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। কিছু আবদার পূর্ণ হয় কিছু বা অপূর্ণ থেকে যায়। অপূর্ণ আবদারগুলো ভুলে গিয়ে নতুন আবদারে আবির্ভূত হয়।

দিন চলে যায় স্মৃতি থেকে যায়
10/07/2025

দিন চলে যায় স্মৃতি থেকে যায়

04/06/2025

কিছু চাপা কষ্ট যা কখনও কাউকে বলা যায় না, থেকে যায় বুকের গহীনে,থাকুক না তার মত করে। আকাশের তারা যেভাবে মিট মিট করে আলো দেয়,আমার কষ্ট গুলো আমাকে তেমনি আলো দিয়ে যাবে,যখন আমি থাকবো না।

জীবনে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়ে,আজ অনেক টা পরিপক্কতা পেয়েছি,সব পেয়ে ও হারিয়ে যোগ বিয়োগের পর যে ফলটা পেয়ে...
01/06/2025

জীবনে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়ে,আজ অনেক টা পরিপক্কতা পেয়েছি,সব পেয়ে ও হারিয়ে যোগ বিয়োগের পর যে ফলটা পেয়েছি, তা আজ আমার জন্য অনেক মূল্যবান, পৃথিবীর সকল যোগ বিয়োগের মাঝে যে সম্পর্ক থাকে সেটা.............................................................................. স্বার্থ...
আজ বুঝেছি আপনি সবার জন্য মনের গহিনে থেকে ভাবছেন,সবাইকে ভালো রাখার চিন্তায় মগ্ন,এ পৃথিবীতে বেশির ভাগ আপনার না তার নিজের চিন্তায় ব্যস্ত। ছোট এই দুনিয়ায় চিরকাল থাকবো না, তবে কষ্ট গুলো রেখে যাবো, স্বার্থ পর মানুষ গুলো যেন কষ্ট থেকেও কোন না কোন উপকৃত হয়।
ভালো থাকুন

28/05/2025

এক দেশে অদ্ভুত এক নিয়ম ছিল। যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়ত, তাদের পাহাড়ে ফেলে আসতে হতো। ওই দেশের রাজা মনে করতেন, বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে।

সেই দেশে এক পিতা পুত্র খুব ভালোবাসত একে অপরকে। সময় গড়িয়ে গেল। পিতা বুড়ো হলেন, তিনি আর আগের মতো কাজ করতে পারেন না। দেশের নিয়ম অনুযায়ী, ছেলেকে বাধ্য হয়ে তাকে পাহাড়ে ফেলে আসতে হবে। কিন্তু বাবাকে ছেড়ে থাকতে পারার কথা ছেলে ভাবতেই পারছিল না। তবু, শাস্তির ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল।

পাহাড়ের চূড়ায় পৌঁছে তার মন কেঁদে উঠল। শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না। সে বাবাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পিছনে লুকিয়ে রাখল। প্রতিদিন চুপিচুপি খাবার এনে তাকে খাওয়াতে লাগল।

একদিন রাজা তার প্রজাদের বুদ্ধি পরীক্ষা করতে চাইলেন। তিনি ঘোষণা করলেন: "যে ছাই দিয়ে দড়ি বুনে এনে দিতে পারবে, তাকে পুরস্কৃত করা হবে!"

ঘোষণা শুনে লোকজন হতভম্ব হয়ে গেল। ছাই দিয়ে কি কখনও দড়ি তৈরি করা সম্ভব? ছেলেটি এই ধাঁধার কথা শুনে বাবাকে বলল। বাবা বললেন, "একটা দড়ি নিয়ে বড় পাত্রে পেঁচিয়ে রাখো, তারপর সেটা জ্বালিয়ে দাও।"

ছেলে বাবার কথা মতো কাজ করল। দড়ি পুড়ে গেল, কিন্তু তার ছাই ঠিক আগের মতো দড়ির আকারেই থেকে গেল। সে সেটি রাজাকে দেখাল এবং পুরস্কার জিতে নিল।

এক মাস পর, রাজা দ্বিতীয় পরীক্ষার আয়োজন করলেন। তিনি একটি কাঠের ডাল দিলেন এবং বললেন, "এর আগা আর গোড়ার খুঁজে বের করো!"

ডালের দু’প্রান্ত দেখতে একই রকম ছিল, তাই কেউই এর উত্তর খুঁজে পেল না। ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখাল। বাবা বললেন, "ডালটি পানিতে রাখো। যেটি বেশি ডুবে যাবে, সেটি গোড়া, আর যেটি ভেসে থাকবে, সেটি আগা।"

ছেলে বাবার উপদেশ মতো কাজ করল এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতল।

এরপর রাজা আরও কঠিন এক ধাঁধা দিলেন। তিনি বললেন, "একটি ঢোল তৈরি করো, যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে!"

এবার সবার মাথা ঘুরে গেল। কেউই এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না। ছেলে আবার বাবার শরণাপন্ন হলো। বাবা বললেন, "একটি ঢোল তৈরি করে তার ভেতরে একটি মৌমাছির চাক রাখো।"

ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল। রাজা ঢোলটি হাতে নিয়ে নাড়া দিতেই এর ভেতরের মৌমাছিরা উড়তে লাগল, ফলে ঢোলে আঘাত ছাড়াই শব্দ হতে লাগল!

রাজা বিস্মিত হয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন, "তুমি কীভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলে?"

ছেলে বলল, "মহারাজ, আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই। আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন।"

ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন, জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান।

রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, "আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না!" এরপর থেকে সকল বৃদ্ধ-বৃদ্ধারা পরিবারের সঙ্গেই আনন্দে থাকতে লাগলেন।

শিক্ষা: অভিজ্ঞতা অমূল্য। বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ। তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্বই নয়, বরং এটা আমাদের সৌভাগ্য।

পেশাগত জীবনে এক বড়ভাইয়ের একটি উক্তি আমাদের সমকালীন সহকর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। সেটি হলো, "তাইলে তরাই থাক..."। এই যদ...
27/05/2025

পেশাগত জীবনে এক বড়ভাইয়ের একটি উক্তি আমাদের সমকালীন সহকর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। সেটি হলো, "তাইলে তরাই থাক..."। এই যদি হয় একটি দলের সংস্কারের প্রেক্ষিতে অবস্থান, তাহলে এখন যারা খাচ্ছে তারাই থাকুক; পাশাপাশি "আগেই ভালো ছিলাম" উক্তিটিরও যথার্থতা প্রমান হয়ে যাক।

এক ব‍্যক্তি তার ছেলেকে ডেকে বললেন, যাও, আমাদের পুরাতন গাড়িটা বিক্রি করে এসো!ছেলে ফিরে এসে বলল, বাবা, গাড়ির দাম বলছে ৩০ হ...
26/05/2025

এক ব‍্যক্তি তার ছেলেকে ডেকে বললেন, যাও, আমাদের পুরাতন গাড়িটা বিক্রি করে এসো!
ছেলে ফিরে এসে বলল, বাবা, গাড়ির দাম বলছে ৩০ হাজার টাকা!
বাবা বললেন, অন‍্য দোকানির কাছে যাও।
ছেলে ফিরে এসে বলল, বাবা উনি তো আরো কম বলছেন, ২০ হাজার।
বাবা বললেন, অন্য কোনো দোকান দেখো না!

ছেলে এবার গেল একটা এন্টিকের দোকানে। দোকানি গাড়ি দেখে হতবাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গাড়ি! তিনি গাড়ির দাম দিতে চাইলেন ৩০ লাখ টাকা!

বাবা সব শুনে বললেন, শোনো বাবা, জীবনে তোমাকে সবাই সমান দাম দেবে না! নিজের দাম বাড়াতে হলে তোমাকে সঠিক জায়গা খুঁজে বের করতে হবে। হয়তো এমন কাউকে পাবে যে তোমার আসল মূল্য বুঝবে! যে বুঝবে সেই তোমার প্রকৃত বন্ধু। আর বাকিরা হলো দরকারের সঙ্গী! দরকারের সঙ্গীসহ সবাইকেই সঙ্গ দিও, বিশ্বাস করো কেবল তাকে যে তোমার মূল্য বোঝে।

Address

Nangalkot
3580

Alerts

Be the first to know and let us send you an email when বকুল তলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category