19/10/2024
🌟 ১১তম ইসলামী মহাসম্মেলন ২০২৪ ইং 🌟
আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস ও জমঈয়ত শুব্বানে আহলে হাদিস নওগাঁ জেলার উদ্যোগে ১১তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে!
📅 তারিখ: ৩০ নভেম্বর ২০২৪, শনিবার।
📍 স্থান: নওগাঁ নওজোয়ান মাঠ।
🕔 সময়: বাদ যোহর হইতে রাত ১১টা পর্যন্ত।
---
🔸 সভাপতি:
আলহাজ্ব মোঃ সামসুল হক
(সভাপতি, জেলা জমঈয়ত, নওগাঁ)
🔸 সহ-সভাপতি:
আলহাজ্ব মোঃ ইসমাইল
(সহ-সভাপতি, জেলা জমঈয়ত, নওগাঁ)
🔸 প্রধান অতিথি:
অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক
(সভাপতি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস)
🔸 বিশেষ অতিথি:
ডা. এ.এইচ.এম কামাল আহমেদ
(সহকারী অধ্যাপক, জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া ও প্রধান উপদেষ্টা, জেলা জমঈয়ত, নওগাঁ)
---
আলোচকবৃন্দ:
🔹 অধ্যাপক ডক্টর আহমাদুল্লাহ ত্রিশালী
(সহ-সভাপতি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস)
🔹 শাইখ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী
(সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস)
🔹 শাইখ ডক্টর মোযাফফর বিন মুহসিন
(নির্বাহী সদস্য, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস)
🔹 শাইখ মোঃ আব্দুল মাতীন
(সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস)
🔹 শাইখ ডক্টর কাউছার বিন এরশাদ মাদানী
(নির্বাহী সদস্য, জেলা জমঈয়ত, নওগাঁ)
🔹 শাইখ কাউছার মাহমুদ
(নির্বাহী সদস্য, জেলা জমঈয়ত, নওগাঁ)
---
আমাদের এই মহাসম্মেলনে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।
আল্লাহর পথে আলোচনায় অংশগ্রহণ করুন এবং আপনার ঈমানকে মজবুত করুন। ইনশাআল্লাহ, আপনাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সকলকে ধন্যবাদ।