14/05/2025
রাষ্ট্র সংস্কারে নওগাঁয় সুজনের নাগরিক ভাবনা গোলটেবিল বৈঠক
=========================================
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ, এই প্রতিপাদ্যে নওগাঁয় রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে সাড়ে ৩টায় নওগাঁ জেলা প্রেসক্লাব হল রুমে সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির আয়োজনে গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার।
সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ সরকার, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জাহাঙ্গীর আলম, নওগাঁ জজ কোর্টের আইনজীবী মিনহাজুল ইসলাম, সুজন নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, নাবির উদ্দিন, ফরিদুল করিম ফরিদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক এ কে সাজু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারে দেশের প্রত্যেক নাগরিককে এক হতে হবে। নাগরিকদের প্রত্যাশার ভিত্তিতে সব ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হলে তা টেকসই হবে। দেশের প্রতিটি স্থানে সুষম বণ্টন নিশ্চিত করাসহ সমাজ থেকে বৈষম্য দূর করা সম্ভব হবে।
এ সময় রাষ্ট্র সংস্কার নিয়ে নিজ নিজ সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করেছিল। ইতোমধ্যে সকল সংস্কার কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন দাখিল করেছে। সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন নিয়ে দেশের ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছিল৷ রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। এমতাবস্থায় রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নন এমন নাগরিকগণ বিষয়গুলো নিয়ে কি ভাবছেন বা কি তাদের চাওয়া, সে সম্পর্কে অবগত হওয়ার জন্য সুজনের উদ্যোগে বিভাগীয় ও জেলা পর্যায়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
গোল টেবিল বৈঠকে সুজনের নওগাঁ জেলা কমিটির সকল সদস্য এবং ছাত্র-শিক্ষক, আইনজীবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সচেতন নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন।