Finest Food Delivery

Finest Food Delivery খাবারের গুনগত মান বজায় রাখাই আমাদের মূললক্ষ।

13/11/2024

🏞️✨

মুভির সিনারি নয়, বাস্তব দৃশ্য। আলিকদম থেকে থানচি রোডের ১২ কিলোমিটার বিস্তৃত এলাকা।
12/11/2024

মুভির সিনারি নয়, বাস্তব দৃশ্য। আলিকদম থেকে থানচি রোডের ১২ কিলোমিটার বিস্তৃত এলাকা।

26/10/2024

সমুদ্রে কবে যাচ্ছেন?

✨Ramadan Are Coming Soon🥺Alhamdulillah 🌙
26/10/2024

✨Ramadan Are Coming Soon🥺
Alhamdulillah 🌙

04/10/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Beat the heat 🧋🥤
03/07/2024

Beat the heat 🧋🥤

শিশির ভেজা ফুল ঝরছে দেখোওই শিউলি গাছের তলেবল কে কে যাবি সেই ফুল কুঁড়োতেচলে আয় ছুটে দলবলেথলে ভরে ফুল কুঁড়োবোগাঁথবো গলা...
13/12/2023

শিশির ভেজা ফুল ঝরছে দেখো
ওই শিউলি গাছের তলে
বল কে কে যাবি সেই ফুল কুঁড়োতে
চলে আয় ছুটে দলবলে
থলে ভরে ফুল কুঁড়োবো
গাঁথবো গলার মালা
রাখব গুঁজে চুলের খোঁপায়
বাঁধবো হাতের বালা।
শিউলি ফুলের গয়না যে হবে
সুগন্ধে মাতাল করা
সেই লোভেই কাল ফুল কুঁড়োবে
আজকে আসেনি যারা

29/11/2023

“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ খারাপ। লোকটি চুলের দিকে ইঙ্গিত করতেই নাপিত জানতে চাইলেন, কী ভাই, কাটবো না গুনবো?
লোকটি তখন হেসে উত্তর দিলেন, নারে ভাই ওইসব না, চুলগুলো রাঙ্গিয়ে দিন প্লিজ।

সেলুনের সবাই একটু মজা নিলেও আমি মোটেও মজা পাইলাম না কারন আমার কাছে '"জীবন উপভোগ করার বিষয়'"। তাই জীবনে যতটুকু আছে তা নিয়েই হাসিমুখে উপভোগ করতে হয়। কোন একটা ক্লাসে আমার শিক্ষক একবার বলেছিল যাদের মাথায় চুল কম তাদের পকেটে চিরুনি থাকে কেননা "" হারিয়ে খুঁজি তাকে" ছন্দটি ওনার জন্যই প্রযোজ্য।

আসল কথায় আসি, যদি আপনি কখনো STRESSED ফিল করেন তবে সবকিছু থেকে সাময়িক বিরতি নিবেন, আইস্ক্রিম, চকলেট, মিস্টি, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, পেস্ট্রি বা ফালুদা দিয়ে নিজেকে আপ্যায়িত করবেন।

এখন জানতে চাইতে পারেন কেন?

STRESSED শব্দটাকে উল্টো করে লিখে দেখুন উত্তরটা পেয়ে যাবেন, STRESSED কে উল্টো করে লিখলে সেটা DESSERTS ই হয়।

আপনি কি কখনও ইংরেজি বর্ণমালা নিয়ে ভেবে দেখেছেন, যদি না ভাবেন তবে দেখে নিন ইংরেজি বর্ণমালা আপনাকে কী পরামর্শ দিচ্ছেঃ

১. A B C = Avoid Boring Company =বিরক্তিকর সহচার্য এড়িয়ে চলুন।

২. D E F =Don't Entertain Fools = মূর্খদের গুরুত্ব দিবেন না।

৩. G H I = Go for a High Idea = উচ্চ ধারণার খোঁজ করুন ।

৪. J K L M = Just keep a friend like Me = নিজের মতো বন্ধু বানান।

৫. N O P = Never Overlook the Poor= দরিদ্র এবং পীড়িতদের কখনো অবজ্ঞা করবেন না।

৬. Q R S = Quit Reacting to Silly tales= অযথা বাজে কথায় প্রতিক্রিয়া দেখাবেন না।

৭. T U V = Tune Yourself (Urself) for your Victory = নিজেকে বিজয়ের জন্য প্রস্তুত করুন।

৮. W X Y Z = We Expect (Xpect) You to Zoom ahead in life = আমরা আশা করি তুমি জীবনে এগিয়ে যাবে।

চাঁদের দিকে তাকালে আপনি স্রষ্টার তৈরী সৌন্দর্য দেখতে পাবেন। সুর্যের দিকে তাকালে আপনি স্রষ্টার শক্তিমত্তা দেখতে পাবেন। আর আয়নার দিকে তাকালে আপনি স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দেখতে পাবেন। তাই সবসময় নিজের উপরে আস্থা এবং বিশ্বাস রাখবেন।

জীবনের লক্ষ যদি এমন হয় তবে কেমন হবে ৯৮৭৬৫৪৩২১০

৯ = প্রতিদিন ৯ গ্লাস পানি পান করুন।
৮ = প্রতিদিন ৮ ঘন্টা ঘুমান।
৭ = পরিবার নিয়ে ৭ আশ্চর্য ঘুরে আসুন।
৬ = ৬ ডিজিটের আয় রোজগার করুন।
৫ = ৫ কর্ম দিবসের সপ্তাহ তৈরি করুন।
৪ = ৪ চাকার একটি গাড়ি কিনুন।
৩ = ৩ বেড রুমের একটা ফ্লাট কিনুন।
২ = ২ টা ফুটফুটে বাচ্চার অভিভাবক হন।
১ = ১ প্রেয়সী গড়ুন।
০ = দুশ্চিন্তাকে শুন্যের কোটায় নামিয়ে ফলুন।

🎉আসসালামু আলাইকুম 🎉আমরাই দিচ্ছি সবথেকে কম দামে রাজশাহী #ফরমালিন_মুক্ত_আম🥭🥭🥭🥭🥭🥭🥭🥭গোপালভোগ ৮০টাকা কেজি  আর সাথে কুরিয়ার কে...
17/05/2023

🎉আসসালামু আলাইকুম 🎉
আমরাই দিচ্ছি সবথেকে কম দামে
রাজশাহী #ফরমালিন_মুক্ত_আম🥭🥭🥭🥭🥭🥭🥭🥭
গোপালভোগ ৮০টাকা কেজি আর সাথে কুরিয়ার কেজিতে এবং ক্যারেট চার্জ যোগ হবে
অর্ডার করার নিয়ম:-
১। নাম:-
ঠিকানা :-
নাম্বার :-
আমের পরিমাণ:-
☎️ ফোন করুনঃ ০১৭৯৫৮৩১৮১৬(বিকাশ)

যোগাযোগ: ০১৯৫৯০১০৫৯৪

08/05/2023
🥭 যে বাগান থেকে আম খাবেন দেখে নিন সেই বাগানের বর্তমান অবস্থা। আপনি চাইলে এখনই বুকিং করতে পারেন ম্যাসেজ বা কমেন্ট করে। অর...
26/05/2021

🥭 যে বাগান থেকে আম খাবেন দেখে নিন সেই বাগানের বর্তমান অবস্থা। আপনি চাইলে এখনই বুকিং করতে পারেন ম্যাসেজ বা কমেন্ট করে। অর্ডার নেওয়া শুরু হলে আমরাই তখন যোগাযোগ করব।

👉 PHI কী???

👉 Pre Harvest Interval

🥭 আমের ব্যাপারে কথা উঠলেই অনেকের মধ্যে শঙ্কা দেখা দেখা যায় যে তাতে ফরমালিন বা কার্বাইড আছে কি না।

🥭 কার্বাইড আম পাকাতে এবং ফরমালিন আম সংরক্ষণের জন্য কোন কোন অসাধু ব্যবসায়ী এবং কৃষকেরা ব্যবহার করে থাকে। এটা এতটাই ঘৃণ্য কাজ যে আমরা ফরমালিন এবং কার্বাইড ব্যবহার করি না এটা বলতেও বিব্রতবোধ করি। এটা নিয়ে কোন কথাই হবে না তবে এর চেয়ে যেটা বেশি ভয়ংকর সেটা গ্রাহক পর্যায়ে সচেতন না। সেটি নিয়ে বলতে চাই।

👉 রাজশাহী অঞ্চলে এ বছর প্রতিটি গাছে আমের মুকুল হতে গড়ে প্রায় ৭ থেকে ১০ দিন দেরি হয়েছে,ন্যাচারালি পরিপক্ক হলে তবেই আমরা আ...
07/05/2021

👉 রাজশাহী অঞ্চলে এ বছর প্রতিটি গাছে আমের মুকুল হতে গড়ে প্রায় ৭ থেকে ১০ দিন দেরি হয়েছে,ন্যাচারালি পরিপক্ক হলে তবেই আমরা আম হারভেস্টিং শুরু করবো। তাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, সবচেয়ে ভাল মানের আমটি খান।

👉 হিমসাগর/খিরসাপাত আম পাকলে আমরাই আপনাকে জানাবো আশা করি। কেবল আপনার ফোন নম্বরটি এখন থেকেই ফাইনেস্ট ফুড ডেলিভারি এর ইনবক্সে টেক্সট করুন অথবা কমেন্টে লিখুন, অথবা ইনবক্সে নক দিয়ে রাখুন। ইদের পর থেকে আমরাই আপনাকে আমের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাবো। আপনি বাগানে আমের ছবি ও ভিডিও দেখে তবেই আম নিবেন পরিবারের জন্য।

কোয়ালিটি ও বিশুদ্ধতার সাথে কোনো আপোষ নয়।

আসসালামু আলাইকুম। করোনার এই দুঃসময়ে সরাসরি বাগানের আম কিনতে চাইলে অতিসত্বর যোগাযোগ করুন। চাঁপাইনবাবগঞ্জের, নওগাঁর,রাজশাহ...
07/05/2021

আসসালামু আলাইকুম। করোনার এই দুঃসময়ে সরাসরি বাগানের আম কিনতে চাইলে অতিসত্বর যোগাযোগ করুন। চাঁপাইনবাবগঞ্জের, নওগাঁর,রাজশাহীর বিখ্যাত হিমসাগর/ক্ষীরসাপাত, নাকফজলি,ল্যাংড়া,আম্রপালি, গোপালভোগ আম পৌঁছে দিবো আপনাদের ঠিকানায়। কুরিয়ার সার্ভিস সুবিধা রয়েছে।

১। নিজেদের বাগানের আম সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত
২। বাসায় রেখে অনেকদিন খেতে পারবেন ইনশাআল্লাহ
৩। তুলনামূলক সুলভ মূল্যে ও কম ডেলিভারি চার্জে আম কিনতে পারবেন।

আম কিনতে আগ্রহীরা বিস্তারিত জানতে ইনবক্স করুন। ধন্যবাদ।
ফোন নম্বরঃ 1.(01959010594)
2.(01795831816)

মিষ্টি খেতে কে না ভালোবাসে! আর তা যদি হয় রসগোল্লা, তাহলে তো কথাই নেই। এই রসগোল্লারও আবার নানা ধরন হয়। তেমনই একটি হলো স্প...
29/09/2020

মিষ্টি খেতে কে না ভালোবাসে! আর তা যদি হয় রসগোল্লা, তাহলে তো কথাই নেই। এই রসগোল্লারও আবার নানা ধরন হয়। তেমনই একটি হলো স্পঞ্জ রসগোল্লা। মুখে দিলেই তুলতুলে স্বাদে ভরে উঠবে মন এবং আরেকটি খেতে ইচ্ছে করবে।

বালুভরার স্পঞ্জ রসগোল্লাঃ
বালুভরা নওগাঁ জেলার বদলগাছি উপজেলার একটি ছোট ইউনিয়ন। দই এবং মিষ্টির জন্য অনেককাল ধরেই প্রসিদ্ধ এই জায়গাটি। নওগাঁ ও আশেপাশের এলাকায় ব্যাপক চাহিদা বালুভরার দই এবং মিষ্টির। তবে আমরা আমাদের জেলার এই বিখ্যাত মিষ্টান্ন গুলোর স্বাদ সারাদেশেই ছড়িয়ে দিতে চাই। নওগাঁর মিষ্টি বললে সবাই মূলত প্যারা সন্দেশ কেই বুঝে। নওগাঁর দই এবং স্পঞ্জ রসগোল্লাও যে সমান মর্যাদার যোগ্য তা অনেকেই জানেন না। তাই আজ আপনাদের জন্য রইলো বালুভরার স্পঞ্জ রসগোল্লার পরিচিতি।

*প্রতি কেজি মাত্র ২৫০ টাকা।
*নওগাঁ শহরের ভেতরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রী।
*নওগাঁর বাইরে ডেলিভারি চার্জ প্রযোজ্য

অর্ডার করতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন এই নাম্বারে 01786 755340

"হোমমেড চালকুমড়ার মোরব্বা" সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি ভেজালমুক্ত এবং মানসম্মত উপায়ে তৈরি করা হয়!ভেজালবিহীন বিধায় বাচ্চ...
29/09/2020

"হোমমেড চালকুমড়ার মোরব্বা" সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি ভেজালমুক্ত এবং মানসম্মত উপায়ে তৈরি করা হয়!ভেজালবিহীন বিধায় বাচ্চাদের জন্যও এই খাবার স্বাস্থ্যকর হয়ে থাকে।দোকানের তুলনায় এটিতে চিনির পরিমাণ কম থাকে।এটি যেমন এমনিতেও খাওয়া যায় আবার চাইলেই কেক, পাউরুটিতে দিয়েও খেতে পারবেন!

মজার খাবার টি পেতে এক্ষুনি ইনবক্স করে ফেলুন..
অথবা
কল করুন- 01763439834

আমরা বাঙালিরা মিস্টিপ্রিয় জাতি।যে কোনো মিস্টিজাতীয় খাবার আমরা বেশ পছন্দ করেই খেয়ে থাকি!এরকম ই মিস্টিজাতীয় খাবার এর মাঝে ...
26/09/2020

আমরা বাঙালিরা মিস্টিপ্রিয় জাতি।যে কোনো মিস্টিজাতীয় খাবার আমরা বেশ পছন্দ করেই খেয়ে থাকি!এরকম ই মিস্টিজাতীয় খাবার এর মাঝে "কুনাফা" নিশ্চয়ই সবার কাছেই পরিচিত! "কুনাফা" প্রধানত আরবীয় এক টি মিস্টি জাতীয় খাবার।অনেকে 'নবাবী সেমাই' ও বলে থাকে।চমৎকার স্বাদের এই "কুনাফা" টেস্ট করতে ইনবক্সে অরডার করে ফেলুন...
অথবা
কল করুন- 01763439834

বাঙালির খুব পছন্দের একটি মিষ্টান্ন  বুটের হালুয়া।😍😍 হালুয়া খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। আমাদের দেশে অনেক রকমেরই হালু...
23/09/2020

বাঙালির খুব পছন্দের একটি মিষ্টান্ন বুটের হালুয়া।😍😍 হালুয়া খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি। আমাদের দেশে অনেক রকমেরই হালুয়া বানানো হয়। এর মাঝে সবচেয়ে মজার হালুয়া হলো বুটের ডালের হালুয়া।❤❤ শবেবরাতে প্রায় সবার ঘরে এই হালুয়া বানানো হয়। তবে শবে বরাত ছাড়াও বিভিন্ন আয়োজনে বুটের ডালের হালুয়ার বিকল্প হয় না!!বুটের ডালের হালুয়া খেতে যেমন মজা তেমনি তৈরিও প্রচুর কষ্টসাধ্যের বিষয়!!
তাই আমরা দায়িত্ব নিচ্ছি সম্পূর্ণ বাসায় তৈরি এই মজাদার বুটের হালুয়া কে আপনার কাছে পৌছানোর..❤

নওগাঁ ও নওগাঁর বাইরে সারাদেশের যে কোনো জায়গায় অর্ডার করতে ইনবক্স করুন..

অথবা কল করুন এই নম্বরে..
— 01763439834

Address

Naogaon

Telephone

+8801959010594

Website

Alerts

Be the first to know and let us send you an email when Finest Food Delivery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Finest Food Delivery:

Videos

Share