RAFI VERSE

RAFI VERSE যেখানে জীবন হাসে, সেখানে Rafi Verse

নতুন নতুন ভিডিয়ো পেতে ফলো দিন 😃
(1)

12/05/2025

🛞🧡❤️

12/05/2025

আলহামদুলিল্লাহ 🧡

ভালোবাসার মানুষ গুলোকে কমেন্টে দেখতে চাই

12/05/2025
26/04/2025

বাংলার অপরূপ প্রকৃতি আর হৃদয়ছোঁয়া বাংলা গান — মন হারাবে এক ঝলকেই!

১০টি কার্যকর সাইকোলজি ট্রিকস যা জীবন বদলে দিতে পারে১. মিথ্যা ধরতে চান?একই প্রশ্ন বারবার ভিন্নভাবে করুন। উত্তর বদলে গেলে ...
25/04/2025

১০টি কার্যকর সাইকোলজি ট্রিকস যা জীবন বদলে দিতে পারে

১. মিথ্যা ধরতে চান?
একই প্রশ্ন বারবার ভিন্নভাবে করুন। উত্তর বদলে গেলে বুঝে নিন — কিছু লুকোচ্ছে।

২. কে আপনাকে অপছন্দ করে?
সে চোখে চোখ রাখতে চায় না, শরীরটা পিছিয়ে রাখে।

৩. বারবার ক্ষমা চাওয়া মানে দুর্বলতা নয়।
এরা শান্তি খোঁজে, তর্ক নয়।

৪. সম্মান পেতে চান?
সবাইকে খুশি করতে যাবেন না। মাঝে মাঝে ‘না’ বলা শেখাই শ্রেষ্ঠতা।

৫. চুপ থাকাটাও শক্তি।
অনেক সময় মানুষ নিজের কথাতেই ফেঁসে যায়।

৬. তর্কে জিততে চান?
কথার মাঝে হালকা বিরতি দিয়ে তাকিয়ে থাকুন — সামনের মানুষ কনফিউজড হয়ে যাবে।

৭. আসল রূপ জানতে চান?
তাকে কিছু ক্ষমতা দিন — এরপরও সে যেমন থাকে, সেটাই সত্যি।

৮. নিজেকে দূরে রাখুন মাঝে মাঝে।
আপনার অনুপস্থিতি আপনার গুরুত্ব বাড়ায়।

৯. মন জয় করতে চান?
তার নাম বারবার বলুন। মানুষ নিজের নাম শুনতে পছন্দ করে।

১০. রাগান্বিত কারো সঙ্গে কথা বলছেন?
আপনার স্বর নিচু করুন — তার রাগও গলে যাবে।

24/04/2025

১K ফলোয়ারস হতে আর মাত্র একশো ফলোয়ার বাঁকি বন্ধুরা প্লিজ আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করূন আমাদের পেইজটি ফলো দিতে

Address

Naogaon, Badalgacchi, Kola Bazar
Naogaon

Telephone

+8801732426209

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAFI VERSE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RAFI VERSE:

Share