Shahriar Jibon

Shahriar Jibon So What Did You Think?

18/01/2025

‘অচিরেই জালিমরা জানতে পারবে, তাদের প্রত্যাবর্তনস্থল কোথায় হবে।’
(সুরা : শুআরা, আয়াত : ২২৭)

17/01/2025

আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড় কঠিন’।
(সূরা: ইব্রাহীম, আয়াত ০৭)

17/01/2025

রাসূলুল্লাহ (স.) বলেন, নারী পর্দাবৃত থাকার বস্তু। যখন সে পর্দাহীন হয়ে বের হয় তখন শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। (তিরমিযী: ১১৭৩)

16/01/2025

জা'লিমরা যা করছে সে ব্যাপারে তোমারা আল্লাহকে উদাসীন মনে করো না। [সূরা ইব্রাহিম, আয়াতঃ ৪২]

15/01/2025

তোমরা ভয় করো না, আমি তো তোমাদের সাথেই আছি। আমি সবকিছু শুনি ও দেখি। [সূরা ত্ব-হা:৪৬]

10/12/2024

"যে ব্যক্তি কোন ব্যক্তিকে হত্যা করে অন্য প্রাণের বিনিময় ব্যতীত, কিংবা তার দ্বারা ভূ-পৃষ্ঠে কোন ফিতনা-ফাসাদ বিস্তার ব্যতীত, তাহলে সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেলল; আর যে ব্যক্তি কোন ব্যক্তিকে রক্ষা করল, তাহলে সে যেন সমস্ত মানুষকে রক্ষা করল।"

(সূরা মায়েদা ৫:৩২)

08/12/2024

অচিরেই জালিমরা জানতে পারবে, তাদের প্রত্যাবর্তনস্থল কোথায় হবে।’ (সুরা : শুআরা, আয়াত : ২২৭)

26/11/2024

আনাস (রাযি.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ প্রকৃত মু‘মিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে।

25/11/2024

আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,

"নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কাউকে কারো জন্য সিজদাহ করার আদেশ করতাম, তাহলে নারীকে আদেশ করতাম, সে যেন তার স্বামীকে সিজদাহ করে।’’ [তিরমিযি ১১৫৯]

19/11/2024

নবীজি (সা:) বলেনঃ
ঐ সত্তার কসম! যার হাতে আমার প্রাণ, মানুষের নিকট এমন এক সময় আসবে, যখন হত্যাকারী জানবে না যে, কি অপরাধে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে, কি অপরাধে সে নিহত হয়েছে। (সহীহ্ মুসলিম: হাদিস ৭০৩৯)

18/11/2024

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আমি তোমাদেরকে যা আদেশ দেই, তোমরা তা গ্রহণ করো এবং যে বিষয়ে তোমাদেরকে নিষেধ করি তা থেকে বিরত থাকো।
গ্রন্থঃ সুনানে ইবনে মাজাহ

17/11/2024

“জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেয়ার জন্য তো কবর পড়েই আছে”
– হযরত আলী (রাঃ)

16/11/2024

আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহাঃন্নামের জন্য বহু জি'ন ও মানুষকে। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বুঝে না; তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শুনে না। তারা চতুষ্পদ জ'ন্তুর মত; বরং তারা অধিক প'থভ্রষ্ট। তারাই হচ্ছে গাফে'ল। (সূরা আরাফ_১৭৯)

15/11/2024

‘সে (হুদ) বললো, “হে আমার সম্প্রদায়ের লোকেরা! আমি নির্বুদ্ধিতায় লিপ্ত নই। বরং আমি রব্বুল আলামিনের রসূল। আমার রবের বাণী তোমাদের কাছে পৌঁছাই এবং আমি তোমাদের এমন হিতাকাঙ্ক্ষী যার ওপর ভরসা করা যেতে পারে।’
-সূরা আল আরাফ : ৬৭, ৬৮

রাসূল (ﷺ) যে গাযওয়া'তুল হি/ন্দ এর প্রতিশ্রুতি দিয়ে গেছেন, আপনি কি তা আটকাতে পারবেন? ‘অখন্ড ভারত’ পরিকল্পনার বাস্তবায়ন এই...
15/11/2024

রাসূল (ﷺ) যে
গাযওয়া'তুল হি/ন্দ এর প্রতিশ্রুতি দিয়ে গেছেন, আপনি কি তা আটকাতে পারবেন? ‘অখন্ড ভারত’ পরিকল্পনার বাস্তবায়ন এই গাজওয়ার সূচনা করবে বলে মনে করি। আল্লাহই ভালো জানেন।

13/11/2024

মানুষের হিসাব-নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে।

সূরা আল-আম্বিয়া, ২১

12/11/2024

এক ব্যক্তি রাসূল (সাঃ) কে এসে বললো, আমাকে এমন কিছু শেখান যাতে আমি সুন্দরভাবে জীবন কাটাতে পারি। কিন্তু এমন কঠিন কিছু নয়, যা আমি ভুলে যেতে পারি। রাসূল (সাঃ) উত্তরে বললেন, "রাগ করিও না।"

আল হাদিস।

Address

Mohadevpur
Naogaon
6530

Telephone

+8801911557762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahriar Jibon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahriar Jibon:

Videos

Share