শাহরিয়ার জীবন

  • Home
  • শাহরিয়ার জীবন

শাহরিয়ার জীবন So What Did You Think?

07/07/2025
রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল বাহিনী কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামা...
24/06/2025

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল বাহিনী কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।"আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা ইমাম মাহদী...

এক আয়াতুল্লাহ আলী খোমেনি পরিচয় 🌹🌹🌹উনার নাম সৈয়দ আলী। উনি ইরানের খোমাইন শহরে জন্ম গ্রহন করেন তাই তাকে আয়াতুল্লাহ আলী খোম...
20/06/2025

এক আয়াতুল্লাহ আলী খোমেনি পরিচয় 🌹🌹🌹

উনার নাম সৈয়দ আলী। উনি ইরানের খোমাইন শহরে জন্ম গ্রহন করেন তাই তাকে আয়াতুল্লাহ আলী খোমেনি বলা হয়।

উনি ইসলামী সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছেন ইরাক ও ইরানের বিখ্যাত মাদ্রাসা হতে।
তার উপাধী আয়াতুল্লাহ যা ফিকাহবিদ/ মুজতাহিদ/ আল্লামা সমতূল্য। তাছাড়াও তিনি নবী সাঃ এর ৩৮ তম বংশধর।
নবী সাঃ এর দৌহিত্র ইমাম হুসাইন রাঃ এর ছেলে ইমাম জয়নাল আবেদীন এর বংশধর।

উনার মাথায় কালো পাগড়ী তাঁর চিহ্ন বহন করে। উনি শিয়া মাজহাবে প্রচলিত বেশ কিছু বিতর্কিত বিষয় সমাধান করে শিয়া ও সুন্নী মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করতে ভালো কিছু ফতোয়া জারি করেছেন।

যার মধ্যে রয়েছে সাহাবীদের গালি না দেয়া, মহহরমে শরীর থেকে রক্ত না ঝরানো, সকল মাজহাবের মুসলিম একই মসজিদে নামাজ পরার তাগিদ ইত্যাদি যা মুসলিম ভাতৃত্ব প্রতিষ্ঠায় অনন্য অবদান হয়ে থাকবে।

18/06/2025

মিরপুরে একটা টর্চার সেল পাওয়া গেছে।

এখানে ব্যাবসায়ীদের ধরে আনা হয়। চাঁদা নেওয়া হয়, মারধর করা হয়।

করে কারা?

বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের নেতারা।

অথচ এনসিপি প্রতিষ্ঠার পর নাহিদ ভাই, হাসনাত ভাইয়েরা বলেছিলেন, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন বিলুপ্ত করা হবে।

বিলুপ্ত করা হলো না কেন?

এই যে এরা এখন চাদাবাজি টেন্ডারবাজি করতেছে, এগুলার দায় এখন কে নেবে?

অবিলম্বে এদের গ্রেফতার করার ব্যবস্থা করেন। আর এই সংগঠন বিলুপ্ত করে দেন।

জুলাইকে বিতর্কিত করার চেষ্টা আওয়ামী লীগ করুক আর বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন করুক, এদের প্রতিহত করা জরুরি।

ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগে...
15/06/2025

ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে।

ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদেরকে নিম্নোক্ত মোবাইলফোন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

ভালো কিছুর প্রত্যাশা করছে দেশের জনগণ। আশা করি আপনাদের বৈঠকে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
13/06/2025

ভালো কিছুর প্রত্যাশা করছে দেশের জনগণ।
আশা করি আপনাদের বৈঠকে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

দেশ বিক্রি করতে গেলে তখন ঠিকই দেখা করত। যেহেতু চুরির টাকা ফেরত আনতে গেছে, শুরু হইসে ধানাই পানাই। টিউলিপ চোরটাও ওর দলেরই,...
12/06/2025

দেশ বিক্রি করতে গেলে তখন ঠিকই দেখা করত।

যেহেতু চুরির টাকা ফেরত আনতে গেছে, শুরু হইসে ধানাই পানাই।

টিউলিপ চোরটাও ওর দলেরই, জানেই দেখা করলেই আবার টিউলিপের চুরির প্রসঙ্গ আসবে, তাই দেখা করতেছে না।

এই দেখা না করা নিয়ে শুধু আওয়ামী লীগ না, অন্য রাজনৈতিক দলের ছাপড়িরাও মজা নিতেছে।

অথচ পাচার হওয়া এই টাকা ফেরত আনতে পারলে ইউনূসের না, লাভ হবে বাংলাদেশের। আওয়ামী লীগকে ইনেক্টিভ করতে এই ২৩৪ বিলিয়ন ডলার ফেরত আনা বেশিই জরুরি।

এই টাকা যদি ফেরত আসেও, ইউনূসের কোন লাভ হবে না, কারন ফেরত আসতে আসতে ইউনূসের মেয়াদ শেষ।

এরপরও এইটা নিয়ে মজা আর অসম্মান না করলে হবেই না।

এসব করে উনাকে থামানো যাবে না।

তোমাদের নেতারা যখন দেশ বিক্রি করতে যায়, পা চেটে দিয়ে, সেলফি তুলে ওদের স্যার বলে আসে, ইউনুস সেখানে গেছে তোমাদের ঐ পাচার করা টাকা নিয়ে আসার জন্য।

ব্রিটেনের মত দেশের সাথে এই চ্যালেঞ্জে যাইতে যে হ্যাডাম লাগে, ওই হ্যাডাম ইউনূসের আছে বলেই সে যাইতে পারছে।

এই লড়াইয়ে আমরা বাংলাদেশের পাশে আছি। ইউনূসেরও পাশে আছি।

এই টাকা বাংলাদেশের মানুষের টাকা।

ব্রিটিশ সরকারকে এই লুটের টাকা অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে ফেরত দিতে হবে।
© Copy

কিছু আঘাত ক্ষমা করা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। কথার কাঁটা সরে গেলেও, ব্যথা থেকে যায় হৃদয়ের গভীরে।আমরা ক্ষমা করি, কার...
12/06/2025

কিছু আঘাত ক্ষমা করা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। কথার কাঁটা সরে গেলেও, ব্যথা থেকে যায় হৃদয়ের গভীরে।

আমরা ক্ষমা করি, কারণ রব তাই শিখিয়েছেন-তবে অন্তরের সেই দাগ, কখনো কখনো থেকে যায় নীরবে!

27/04/2025

আপনি জানেন কি!🤔🤔🤔
সালাহউদ্দিন কাদের চৌধুরীর জন্য কবর খুঁড়তে হয়েছিলো ২ টা।

১ টা না।

ফাঁসির দিন ও জানতেন না সালাহউদ্দিন কাদের চৌধুরী আজকেই তাকে যেতে হবে মাত্র ৪ ঘন্টা আগে তিনি জানতে পারেন ।

ফ্যামিলি যখন শেষবারের মতো দেখা করতে যায়, তখন সেই ফ্যামিলির কাছেই তিনি প্রথম জানতে পারেন যে আজকেই সেই দিন।

তাঁর হাতে সময় আছে আর ৪ ঘন্টা।

উনি কিছুটা কষ্ট পেয়েছিলেন। জেলারকে বলেছিলেন, অন্তত আমাকে তো বলতে পারতি রে, একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে না?

এরপর তিনি ফ্যামিলিকে জানান, উনি ১৯৭৮ সালে এক বক্তব্যে রাঙ্গুনিয়ার মানুষের কাছে ওয়াদা করেছিলেন, যে আমার কবর এখানেই হবে।

তো শেষ ইচ্ছা শুনেই চৌধুরী পরিবার রাঙ্গুনিয়াতে কবর খননের কাজ শুরু করে।

কী অদ্ভুত জীবন!!

মানুষটা তখনও বেঁচে আছে, অথচ কবর খোড়া শুরু হয়ে গেছে।

বাট ফাঁসি কার্যকরের পর জেলার সাফ জানিয়ে দেন, লাশ রাঙ্গুনিয়া যাবে না। লাশ অবশ্যই রাউজানে নিতে হবে।

অনেক চেষ্টা করার পর ও যখন মানানো যায়নি, তখন সালাহউদ্দিন কাদের চৌধুরীর কাজিন সালমান এফ রহমানের মাধ্যমে শেখ হাসিনার কাছে বলা হয়, উনি যেন জেলারকে বলে দেন, লাশ রাঙ্গুনিয়াতে দাফ করার ব্যাপারে।

শেখ হাসিনা স্পষ্ট জানাইয়া দেন, রাঙ্গুনিয়া না, সালাহউদ্দিন কাদের চৌধুরীর দাফন রাউজানেই করতে হবে।

শেষ পর্যন্ত রাউজানে আরেকটা কবর খোড়া হয়।ওখানেই সালাহউদ্দিন কাদের চৌধুরীকে দাফন করা হয়।

ভাবুন তো, ঠিক কতটা বিদ্বেষ পুষে রাখলে এই কাজটা করা যায়?

সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মরতে হয়েছিলো হাসিনার ব্যক্তিগত রাগ, ক্ষোভ আর ঘৃণার কারণে।

জানেন কি?

সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য ১০০ জনের একটা তালিকা জমা দেওয়া হলেও হাসিনা প্রমিনেন্ট সাক্ষীদের কাউকেই এলাউ করে নাই।

এবং এই রায় আদালতে লেখা হয় নাই। বরং এই রায় লেখা হয়েছিলো সরাসরি শেখ হাসিনার নির্দেশে আইন মন্ত্রণালয়ে বসে।

রায়ের ২ দিন আগেই এই রায়ের কপি সালাহউদ্দিন চৌধুরীর ফ্যামিলির কাছে চলে আসে।

ঐটা এখনও আছে।

আদালতে রায় লেখা হলে রায়ের কপি রায় হওয়ার দুইদিন আগেই বের হলো কেমনে?

সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিচার একটা উদাহরণ হয়ে থাকবে। বিচারের নামে ঠিক কতটা জঘন্য কাজ করা সম্ভব, সেইটা এই মামলাটার বিষয় খোঁজ করলেই পাওয়া যাবে।

আর সালাহউদ্দিন কাদের চৌধুরীর জন্য খোড়া দুইটা কবর উদাহরণ হয়ে থাকবে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের।

অনেকেই বলেন শেখ হাসিনা খুনি, ফ্যাসিস্ট ইত্যাদি ইত্যাদি।
শুধু ফ্যাসিস্ট শব্দটা দিয়ে শেখ হাসিনাকে ব্যখ্যা করা সম্ভব না। শেখ হাসিনা ছিলো আরো অন্য কিছু।

ফ্যাসিস্টরা তো জীবিত মানুষের অধিকার হরণ করে।
হাসিনা এমনকি একজন শহীদের শেষ ইচ্ছা এবং লাশের অধিকার পর্যন্ত আমাদের কাছে থেকে কেড়ে নিয়েছিলো।

১০০ টা নমরুদ আর ১০০ টা ফেরাউন এক হলেও একজন হাসিনার সমান নৃশংস হওয়া সম্ভব ছিলো কি না!!
দয়া করে আপনার মতামত জানাবেন

25/04/2025

যে ঘরে কু*কুর বা (প্রাণীর) ছবি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
-সহীহ বুখারী : ৩৩২২

ইসরাইলি টেকনোলজি কোম্পানি উইজ ৩২ বিলিয়নে ক্রয়ের সিদ্ধান্তের মাধ্যমে গুগল পুরোপুরি জাইয়ো কন্ট্রোলে চলে যাচ্ছে। উইজ প্রতিষ...
19/04/2025

ইসরাইলি টেকনোলজি কোম্পানি উইজ ৩২ বিলিয়নে ক্রয়ের সিদ্ধান্তের মাধ্যমে গুগল পুরোপুরি জাইয়ো কন্ট্রোলে চলে যাচ্ছে। উইজ প্রতিষ্ঠা করেছে চার ই - স - রা - ই - লি যারা দেশটির কুখ্যাত গোয়েন্দা সংস্থার সাথে সরাসরি জড়িত। এর বর্তমান কর্মী সংখ্যা ২,১০০। গুগল উইজ কিনে নিলেও এর সকল কর্মী থাকবে, কাউকে ছাটাই করতে পারবেনা। জানা যায় যে উইজের চার ফাউন্ডার থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত সবাই ই - স - রা - ই - লি মিলিটারির গোয়েন্দা কোর "ইউনিট ৮২০০" এর সক্রিয় সাইবার স্পাই। অর্থাৎ এই ডিলের মাধ্যমে ই - স - রা - ই - ল পুরো বিশ্বের সাইবার স্পেসের ৭০-৮০% কন্ট্রোল এন্ড মনিটর করবে।

এবার বুঝেন চীন কেন গুগল, মেটা (ফেসবুক + ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ), অ্যামাজন, বিং, এক্স, মাইক্রোসফটকে তাদের দেশে অপারেট করতে দেয়না?

14/04/2025

৪৭ নিয়ে নাগরিক পার্টিকে প্রশ্নের মুখে ফেলাই উচিত।

কারণ, ৪৭-৭১ আর ২৪ কে ধারণ করে রাজনীতি করার ওয়াদা এনসিপিই করেছে।

বিএনপি বা জামায়াত করেনি।

এনসিপির যারা পটেনশিয়াল ভোটার, তারা এই ৪৭-৭১-২৪ এর বন্দোবস্তে রাজি হয়েই এই পার্টির পলিটিক্সে আগ্রহী হয়েছে।

সো, আজ যখন ভিডিওতে ৪৭ নাই, অথচ ৭১ আছে, ৯০ আছে, ২৪ আছে, তখন মানুষের প্রশ্ন করাই স্বাভাবিক।

এনসিপির নেতাদের উচিত ছিলো প্রশ্নের উত্তর দেওয়া।

তা না করে এনসিপির এক নেতাকে দেখলাম কমেন্ট বক্সে লোকজনকে অশিক্ষিত, মূর্খ, ফেকাইডি এসব বলে গালিগালাজ করছে।

কেন?

কিসের অহংকারে মানুষকে গালিগালাজ করবেন আপনি?

এখনও পর্যন্ত ১০% ভোট ম্যানেজ করতে পারেন নাই, এখনই মানুষজনকে মূর্খ বলা শুরু করেছেন?

এই জ্ঞান নিয়ে রাজনীতি করবেন?

বিএনপির অহংকার করা সাজে কারণ ওদের কোটি কোটি লোক আছে, সমর্থক আছে।

আপনি অহংকার কেন করতেছেন?

এনসিপি যদি আসলেই রাজনীতি করতে চায়, তাহলে নেতাদের কন্ট্রোল করা উচিত। মির্জা আব্বাস পিনাকির একটা ভিডিও নিতে পারে নাই, সেইটা নিয়ে আপনারা ট্রল করছেন।

অথচ আপনার দলের এক নেতা কমেন্টে মানুষকে যা যা বলে গালিগালাজ করতেছে, এই ব্যাপারে আপনাদের স্ট্যান্ড কী?

নাকি বিএনপি করলে ভুল আর নিজের দলের নেতা করলে ঠিক, এটাই আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত?
বি দ্রঃ (এদের গালিগালাজ comment দেওয়া হলো)

Address


Telephone

+8801911557762

Website

Alerts

Be the first to know and let us send you an email when শাহরিয়ার জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শাহরিয়ার জীবন:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share