Maun dct

Maun dct It doesn’t matter how much effort you gave.

If there is a better option, you will be replaced.😂

"তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা দিলেও, যদি সামনে ভালো কোনো Option আসে, তখন তারা কোনো দ্বিধা ছাড়াই তোমাকে Replace করবে।"💔🥀😂

29/04/2025

আমাদের নতুন বাংলাদেশ,,

ভালো থেকো — শাস্তির মতো শব্দ" 💔🥀🥀🥀যেদিন মেয়েটা চলে গেল,শেষ কথা ছিল —"ভালো থেকো।"ছেলেটা সেই শব্দটাকে আশীর্বাদ ভেবেছিল।ভাব...
28/04/2025

ভালো থেকো — শাস্তির মতো শব্দ" 💔🥀🥀🥀

যেদিন মেয়েটা চলে গেল,
শেষ কথা ছিল —
"ভালো থেকো।"

ছেলেটা সেই শব্দটাকে আশীর্বাদ ভেবেছিল।
ভাবছিল মেয়েটা অন্তত তার ভালো চায়।

কিন্তু সময়ের সাথে বুঝতে শিখলো,
"ভালো থেকো" আসলে একটা শাস্তির মতো শব্দ।
যখন প্রিয় মানুষ তোমায় ছেড়ে যায়,
আর বলে, "ভালো থেকো",
মানে — তারা আর তোমার কোনো খোঁজ নেবে না।
তাদের কাছে তুমি আর কিছুই না।
তারা চায় তুমি একা বাঁচো, ভাঙা মন নিয়ে।

আজও ছেলেটা হাসতে হাসতে সবাইকে বলে,
"আমি ভালো আছি।"
শুধু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করে —
"ভালো থাকাটা কেমন লাগে রে?",,,,,,,,,,,,

সব ঠিক হয়ে যাবে — মিথ্যা কথা" 💔🥀মেয়েটা একদিন ফোন করে বলেছিল,"সব ঠিক হয়ে যাবে, সময়ের সাথে।"ছেলেটা মনে প্রাণে বিশ্বাস করেছ...
28/04/2025

সব ঠিক হয়ে যাবে — মিথ্যা কথা" 💔🥀

মেয়েটা একদিন ফোন করে বলেছিল,
"সব ঠিক হয়ে যাবে, সময়ের সাথে।"

ছেলেটা মনে প্রাণে বিশ্বাস করেছিল।
প্রতিদিন ঘুম ভাঙার পর মনে করতো,
"আজ বুঝি ব্যথা কমবে।"

কিন্তু ব্যথা ঠিক সময়ের সাথে কমেনি।
বরং আরও পুঞ্জীভূত হয়েছে।
আরও গাঢ় হয়েছে।
আরও নিঃশ্বাস আটকে দিয়েছে।

অনেক বছর কেটে গেছে।
কেউ আজ আর বলে না, "সব ঠিক হয়ে যাবে।"
কারণ সবাই জানে —
সবকিছু ঠিক হয় না। কখনো হয় না।

ফিরে আসিস না, দয়া করে"💔🥀মেয়েটা বলেছিল,"একদিন যদি আমি চলে যাই, আমাকে খুঁজতে আসবে তো?"ছেলেটা নির্দ্বিধায় বলেছিল,"সারা পৃথি...
28/04/2025

ফিরে আসিস না, দয়া করে"💔🥀

মেয়েটা বলেছিল,
"একদিন যদি আমি চলে যাই, আমাকে খুঁজতে আসবে তো?"

ছেলেটা নির্দ্বিধায় বলেছিল,
"সারা পৃথিবী তছনছ করে হলেও তোমায় খুঁজে আনবো।"

কিন্তু যখন মেয়েটা সত্যিই চলে গেল,
ছেলেটা আর কোনোদিন খুঁজতে যায়নি।
শুধু প্রতিদিন রাতে বিছানার পাশে বসে হালকা গলায় বলতো —
"ফিরে আসিস না... আমি আর পারবো না... আমি আর চাই না কষ্ট পেতে।"

তারপর প্রতিদিন, ঘুমের আগে ছেলেটা জানালার দিকে তাকিয়ে কাঁপা গলায় বলে —
"তুই যদি আসিসও, আমি দরজা খুলবো না।"
কিন্তু বুকের ভেতরে প্রতিদিন একটা ছোট্ট আওয়াজ হয়,
"এসে পড়... আমি অপেক্ষায় আছি..."

চিঠি যেটা কখনো পড়া হলো না"💔🥀ছেলেটা রাতভর লিখেছিল একটা চিঠি।লিখেছিল সেই সব কথা, যা এতদিন জমে ছিল বুকের গহীনে।"আমি তোমায় এ...
28/04/2025

চিঠি যেটা কখনো পড়া হলো না"💔🥀

ছেলেটা রাতভর লিখেছিল একটা চিঠি।
লিখেছিল সেই সব কথা, যা এতদিন জমে ছিল বুকের গহীনে।
"আমি তোমায় এখনও প্রতিদিন ভালোবাসি। তুমি যেখানেই থাকো, জানবে — আমার সব প্রার্থনা তোমার জন্য।"

সকালে সাহস করে মেয়েটার বাসার দিকে রওনা দিলো।
রাস্তায় ভীষণ বৃষ্টি নামলো।
ভিজে ভিজে পৌঁছালো দরজায়।

কলিংবেল বাজালো।
ভেতর থেকে একটা অপরিচিত পুরুষ বের হলো।
পেছনে মেয়েটা দাঁড়িয়ে। চোখে বিস্ময়, মুখে অপরিচিত ঠাণ্ডা হাসি।

ছেলেটা কিছু বললো না।
ভেজা হাতে চিঠিটা মুঠো করে চেপে ধরে পেছনে ফিরে গেল।

চিঠিটা মেয়েটার হাতে দেয়া হয়নি।
সেই চিঠি আজও ছেলেটার টেবিলের এক কোণে পড়ে আছে —
ভিজে যাওয়া অক্ষরে লেখা, না বলা ভালোবাসা।,,,,,,,

এক কাপ চা, দুটো মন" 💔🥀ছেলেটার প্রিয় ছিল টং দোকানের চা।মেয়েটার প্রিয় ছিল ছেলেটার সাথে বসে চুপচাপ থাকা।প্রতিদিন সন্ধ্যায় দ...
28/04/2025

এক কাপ চা, দুটো মন" 💔🥀

ছেলেটার প্রিয় ছিল টং দোকানের চা।
মেয়েটার প্রিয় ছিল ছেলেটার সাথে বসে চুপচাপ থাকা।

প্রতিদিন সন্ধ্যায় দুজন চুপচাপ বসে থাকতো —
একটা চা ভাগ করে খেতো, দুটো মন একসাথে বাজতো।

একদিন মেয়েটা বলল, "তুমি কি আমাকে সবসময় এমনই রাখবে?"
ছেলেটা হাসল — নিশ্চিন্ত এক ভঙ্গিতে বলল, "চায়ের মতো গরম ভালোবাসবো, কখনো ঠাণ্ডা হতে দেবো না।"

কিন্তু জীবনের আসল গল্প চায়ের কাপের মতো উষ্ণ থাকে না।
চা ঠাণ্ডা হয়, মন ঠাণ্ডা হয়, সম্পর্কও ফিকে হয়ে যায়।

মেয়েটা এখন অন্য কারো জন্য চা বানায়।
ছেলেটা সেই পুরনো দোকানের কোণে একা বসে থাকে।
হাতে এক কাপ চা — তবে এখন আর ভাগ করে খাওয়ার কেউ নেই।,,,,,,,,

"ভুল ঠিকানা"💔🥀ছেলেটা প্রতিদিন একটা কাজ করত।সন্ধ্যায় বাসার বারান্দায় বসে মেয়েটার জন্য একটা করে চিঠি লিখত।লিখত — তার দিন ক...
28/04/2025

"ভুল ঠিকানা"💔🥀

ছেলেটা প্রতিদিন একটা কাজ করত।
সন্ধ্যায় বাসার বারান্দায় বসে মেয়েটার জন্য একটা করে চিঠি লিখত।
লিখত — তার দিন কেমন গেল, কতটা মনে পড়ছে, কেমন করে ছোট ছোট জিনিসগুলো মনে পড়ে যায়।

চিঠিগুলো কখনো পাঠায়নি। ভেবেছিল, একদিন নিজে হাতে দিয়ে আসবে।
একটা বিশেষ দিন ঠিক করেছিল — মেয়েটার জন্মদিন।

সেই দিন সকালে, সাহস করে বের হয়ে পড়লো।
হাতে ছোট্ট একটা খাম, তাতে চিঠিগুলো গুছানো।
হেঁটে, ঘেমে, ক্লান্ত হয়ে পৌঁছালো মেয়েটার বাসার সামনে।

ডোরবেল বাজানোর আগে শেষবার চিঠির খামটা ঠিক করে নিলো।
কিন্তু দরজা খুলে যিনি বের হলেন, তিনি বললেন,
"ও তো মাস দুয়েক আগে চলে গেছে। এখন এখানে থাকে না।"

ছেলেটা অবাক হয়ে দাঁড়িয়ে রইলো কিছুক্ষণ।
মাথার ওপর রোদের তাপে খামটা গরম হয়ে যাচ্ছিলো, আর ভেতরের অক্ষরগুলো যেন ধীরে ধীরে গলে যাচ্ছিল।
চিঠিগুলো সে ছিঁড়ে ফেলেনি, হারায়ওনি।
শুধু একটা নদীর ধারে বসে পাতার সাথে ভাসিয়ে দিয়েছিলো।

ভেবেছিল, হয়তো নদীর স্রোত চিঠিগুলো ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেবে।
আর যদি না-ও পৌঁছায়, অন্তত জানবে — কেউ কখনো তাকে ভুলে যায়নি।

,,(Maun DCT),,

বৃষ্টি ভেজা অপেক্ষা"💔🥀সন্ধ্যা নামলে শহরের ছোট্ট স্টেশনটায় ভিড় কমে যেত।সেই সময় ছেলেটা, ছাতা হাতে, একটা পুরনো বেঞ্চে বসে থ...
28/04/2025

বৃষ্টি ভেজা অপেক্ষা"💔🥀

সন্ধ্যা নামলে শহরের ছোট্ট স্টেশনটায় ভিড় কমে যেত।
সেই সময় ছেলেটা, ছাতা হাতে, একটা পুরনো বেঞ্চে বসে থাকত।
প্রতিদিন, একই সময়ে, একই জায়গায়। হাতে থাকত একটা গোলাপ।
মেয়েটা বলেছিল, "যদি আমাকে ভালোবাসো, প্রমাণ করো। আমার জন্য অপেক্ষা করো, যতদিন লাগে।"

প্রথমদিন খুব উত্তেজনায় ভরা ছিল।
দ্বিতীয়দিন একটু কষ্ট হলেও সাহস ছিল।
এক সপ্তাহ পর, বৃষ্টিতে পুরো ভিজে গিয়ে ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকলেও ছেলেটা হাসতো।
মানুষজন অবাক হয়ে তাকাতো — এত অন্ধ ভালোবাসা দেখে কেউ মজা পেত, কেউ করুণা করত।

মাস পেরোলো।
স্টেশনের কাক আর ধুলো তার একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ালো।
একদিন একজন পরিচিত জানালো — মেয়েটা অন্য শহরে চলে গেছে। নতুন জীবনে, নতুন কারো সাথে।

ছেলেটা সেদিনও স্টেশনে গিয়েছিল।
শুধু হাতের গোলাপটা রেখে দিয়েছিল বেঞ্চের ওপর।
চোখের জলে ভিজে যাওয়া ফুলটা যেন বলে দিচ্ছিল,
"কিছু অপেক্ষা কখনো শেষ হয় না, শুধু লোক বদলে যায়।।।
(Maun DCT)

ভালোবাসা, চেষ্টা আর বদলে যাওয়ার গল্প,,,,,,,,,,,!জীবনে আমরা অনেক সময় নিজেদের সর্বস্ব দিয়ে কাউকে আপন করে তোলার চেষ্টা করি।...
28/04/2025

ভালোবাসা, চেষ্টা আর বদলে যাওয়ার গল্প,,,,,,,,,,,!

জীবনে আমরা অনেক সময় নিজেদের সর্বস্ব দিয়ে কাউকে আপন করে তোলার চেষ্টা করি।
ভেবেই ফেলি, ভালোবাসা, যত্ন আর সততার কোনো বিকল্প নেই।
কিন্তু সময় আর বাস্তবতা আমাদের শেখায়,
চেষ্টা আর ভালোবাসা সব সময় যথেষ্ট হয় না।

কখনো কখনো,
তুমি যতই ভালো হও, যতই নিঃস্বার্থ হও,
কেউ যদি মনে করে সামনে আরও ভালো কিছু আছে —
তবে তোমার চেষ্টাগুলো, তোমার উপস্থিতিটাও হয়ে পড়ে অব্যবহৃত, অপ্রয়োজনীয়।

এমনটা হলে খুব সহজে মনে হয়:
"It doesn’t matter how much effort you gave. If there is a better option, you will be replaced."

কষ্ট হয়, কিন্তু সেটাই জীবন।
কখনো কখনো, পৃথিবীতে দুইজন মানুষের খুশির জন্য
তৃতীয় কাউকে একলা হয়ে যেতে হয়।
তবুও —
ভালোবাসার সৌন্দর্য এই যে,
প্রকৃত ভালোবাসা কিছু পাওয়ার জন্য দেওয়া হয় না।
দেওয়া হয় শুধু নিঃশর্তভাবে ভালো থাকার প্রার্থনায়।

তাই হয়তো যারা সত্যিকারের ভালোবাসে,
তারা দুঃখ নিয়েও হাসতে জানে।
চুপচাপ দূরে সরে গিয়েও মঙ্গল কামনা করে।

07/04/2023

এরা কি আর ভালো হবে না

06/03/2023

True love always beautiful❤️❤️❤️

Address

Rajshahi
Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maun dct posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share