
18/09/2025
বর্ষার সুর
টুপটাপ বৃষ্টির গানে,
সবুজ জেগে ওঠে প্রাণে।
নদীর জলে ঢেউয়ের নাচ,
মনে জাগে প্রেমের আভাস।
মেঘের ভাঁজে রঙিন স্বপ্ন,
তোমায় ছুঁয়ে বৃষ্টি জপে মন্ত্র।
বর্ষার পথে হাত ধরা দু’জন,
প্রকৃতিই তখন ভালোবাসার স্বজন!
আসলে নদী আর মেঘ মিশে আছে এক ভাবে।। মাঝে সতেজ সবুজ পাতা গুলো রাঙিয়ে দিয়েছে প্রকৃতিকে 💜
Now press the follow button.