
21/07/2025
বাংলাদেশের উড়ন্ত কফিন
Chengdu J-7 (F-7) যুদ্ধবিমানটি চীনের তৈরি একটি সেকেন্ড জেনারেশনের ফাইটার জেট, যার মাস প্রোডাকশন শুরু হয়েছিল ১৯৬৫ সালে এবং বন্ধ হয় ২০১৩ সালে। দীর্ঘ ৪৮ বছরের মধ্যে চীন প্রায় ২,৪০০ ইউনিট F-7 উৎপাদন করে।
এই দীর্ঘ পথচলার শেষ পর্যায়ে, ২০১৩ সালে, সর্বশেষ ১৬টি F- 7BGI যুদ্ধবিমান ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশকে। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে বন্ধ হয় এই বিমানটির উৎপাদন।
এদিকে বিমানবাহিনী নিজেরাই মাঝে মাঝে ওভারহোলিং কিংবা আপগ্রেডের নাম করে জোড়াতালি দিয়ে এই F-7BGI কে আর উড়ন্ত কফিন হিসেবে রূপান্তর করেছে। যার প্রমাণ আজকের এই দুর্ঘটনা।
সময় থাকতেই আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করে এগুলোর যথাসময়ে অবসর নিশ্চিত করা গেলে, হয়তো আজ এতগুলো মায়ের বুক খালি হত না।