পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ - নিয়ামতপুর, নওগাঁ

  • Home
  • পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ - নিয়ামতপুর, নওগাঁ

পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ - নিয়ামতপুর, নওগাঁ The official page of Satsang, Niamatpur, Naogaon

মানুষ যদি ভগবানের বাঁধনে বাঁধা না থাকে,
তাহলে শয়তানের বাঁধনে বাঁধা পড়বেই,
কোন না কোন রকমে।
[আলো.প্র.২/১৮]

-----শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র।

আজ শ্রীশ্রীজগন্নাথদেবের পুণ্য রথযাত্রা ✨🤍                    "জগন্নাথ স্বামী নয়ন পথ গামী" #শ্রীশ্রীঠাকুর—জগন্নাথদেবের য...
27/06/2025

আজ শ্রীশ্রীজগন্নাথদেবের পুণ্য রথযাত্রা ✨🤍

"জগন্নাথ স্বামী নয়ন পথ গামী"

#শ্রীশ্রীঠাকুর—জগন্নাথদেবের যে মন্দির আছে ওখানে, তা ছিল একটা culture এর (কৃষ্টির ) কেন্দ্র। সে যে কত আগের থেকে ছিল তার ঠিক পাওয়া যায় না। চৈতন্যদেবের সময় থেকে না, তারও আগে থেকে। ওখানে একটা বিরাট culture (কৃষ্টি) ছিল। তার সাক্ষী দিচ্ছে জগন্নাথদেবের মন্দির, ভুবনেশ্বরের মন্দির, কোনারকের মন্দির। ··জগন্নাথদেবের ভোগের মধ্যে আছে পান্তাভাত । পান্তাভাতে যথেষ্ট পরিমাণে বি-ভিটামিন থাকে। ওতে একটা flavour ( গন্ধ ) থাকে, ওটা health-এর (স্বাস্থ্যের ) পক্ষে খুব উপকারী। পান্তাভাত, কলা, দই—খুব উপকারী, অথবা পান্তাভাত, কাঁচা লঙ্কা আর নুন।

[দীপরক্ষী প্রথম খণ্ড, পৃষ্ঠা নং ১৬]

“পুরীতে জগন্নাথের মন্দিরে যদি যাও, তাহ’লে দেখতে পাবে জগন্নাথের হাত নেই। জগন্নাথ জনে-জনে হাত বিলিয়ে নিজে হাতহীন হ’য়ে ব’সে আছেন। আমাদের উপর তাঁর কোন হাত নেই। কিন্তু যেই আমরা তাঁকে আমাদের
হাত দু’খানি দিয়ে নিবিড়ভাবে আঁকড়ে ধ’রবো অমনি আমরা তাঁর হাতে চ’লে যাব।
তখন তাঁর ইচ্ছায় আমরা চালিত ক’রবো নিজেদের। এমনি ক’রেই আমরা সেই মঙ্গলের
অধিকারী হবো— যে-মঙ্গল তিনি আমাদের দিতে চান”।
(আলোচনা প্রসঙ্গে, নবম খণ্ড, ৫/৯/১৯৪৭)

#জগন্নাথ দেবের হাত নেই

প্রশ্ন- কর্ম্মের ভিতর-দিয়েই তো হ'চ্ছে, এর মধ্যে কি ঈশ্বর আছেন?

শ্রীশ্রীঠাকুর - কর্ম্মজগতের উপরে ধর্ম্ম, বিভু, ঈশ্বর। আমি কই, তিনি আছেন এবং যা-কিছু হচ্ছে তাঁর বিধি-অনুযায়ী হ'চ্ছে। ফলকথা জগন্নাথের হাত নেই। তাঁকে যদি ধরি, তিনি টেনে নিতে পারেন। কিন্তু জগন্নাথ আমাকে ধ'রে নিতে পারেন না। আমি নিজেকে যেমন ক'রেছি, তেমনি হ'য়েছি, তিনি আমাকে তাই-ই মঞ্জুর ক'রেছেন। (আঃপ্রঃ২২/৯১)

শ্রীশ্রীঠাকুর -.... ছোটবেলা থেকে জগন্নাথের মূর্ত্তি দেখছি। ভাবতাম, কারিকর সব তৈরী করতে পারল, দুখানা হাত তৈরী করতে পারল না- এ কি রকম! কিন্তু পরে মানে বুঝলাম। ভগবানের হাত নেই, যেমন ছাওয়াল জন্মে গেলে মা- বাপের কোন হাত নেই তার উপর। সে তাদের মানতেও পারে আবার ইচ্ছা করলে অমান্যও করতে পারে। দুটোর ফল কিন্তু দুরকম। আমাদের দুহাত দিয়ে ভগবানকে আঁকড়ে ধরে চললে তাঁর অসীম শক্তির সুযোগ পাই আমরা। আমরা তাঁর দিকে যতখানি এগোই, ততখানি দয়া পাই তাঁর। তাঁর হাত না থাকলেও পা আছে, তিনি আমাদের টেনে নিয়ে যেতে পারেন যদি আমরা সক্রিয় অনুরাগের সঙ্গে তাঁকে ধরে থাকি। আমরা যত তাঁকে ধরে চলি তত সপরিবেশ আমাদের বাঁচাবাড়ার পথ, ঐক্যের পথ, মিলনের পথ, মঙ্গলের পথ খুলে যায়। প্রবৃত্তির পথে চ'লে তার কুফলের জন্য তাঁকে দায়ী করার কোন মানে হয় না। তবে আমরা যে-কোন অবস্থার মধ্যেই পড়ি না কেন, তাঁকে ধ'রে তাঁর মাঙ্গলিক নিয়ন্ত্রণের পথে এগুতে পারি।"
(আঃপ্রঃ ১২/১১৩)

শ্রীশ্রীঠাকুর-- জগন্নাথ দেখেছ? দারুণ মূর্ত্তি! বল তো বিশেষত্ব কী? বৈশিষ্ট্য এই যে,কারিকর-মূর্ত্তি ভাল কও, খারাপ কও সব করেছিল,করেনি শুধু হাত দুখানা,অর্থাৎ জগন্নাথ টুণ্ডা। এ কথাটা আমার আগেও মনে জেগেছে,এখনও ভাবি-এর মানে কী? জগন্নাথের টুণ্ডা মূর্ত্তি এতে বোঝা গেল কী? বুঝলাম জগন্নাথের হাত নেই,পা আছে। সেইটা মিলিয়ে দেখতে পাই যেই যেখানে নাথ হয়েছে তারই হাত নেই,পা আছে।

শ্রীশ্রীঠাকুর হঠাৎ জিজ্ঞাসা করলেন-- তোমার ক' ছেলে?

ভাগবতীবাবু-- চার ছেলে।

শ্রীশ্রীঠাকুর-- তাদের সব-কিছুর উপর তোমার হাত আছে?

ভাগবতীবাবু-- নেই।

শ্রীশ্রীঠাকুর-- কারও ছেলের উপর হাত থাকে না যদি ছেলে স্বেচ্ছায় সে অধিকার না দেয়। তাই বলি,বাপকে ছেলে যদি তার টান দিয়ে, সেবা দিয়ে পুরোপুরি আঁকড়ে ধরে,তা'হলেই তার হাত আছে-চালিয়ে নিতে পারে নিজের বুদ্ধি ও অভিজ্ঞতা মত। তাই জগন্নাথকেও যদি আমরা আমাদের active (সক্রিয়) টান দিয়ে ধরি,তাঁর পা আছে,তিনি পারেন টেনে নিতে আমাদের গন্তব‍্যে। তাঁর অকরণীয় কিছু নেই,কিন্তু এর মধ্যে একটা যদি আছে-যদি আমরা তাঁকে ধরি ও বরাবর ধ'রে থাকি।

আঃপ্রঃ--১২ খণ্ড। ২৪শে আষাঢ়,বৃহস্পতিবার,১৩৫৫ (ইং ৮/৭/১৯৪৮)।।

আমাদের পেজের পক্ষ থেকে সকলকে জানাই রথযাত্রা'র আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।🙏
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
[পরবর্তী এইরকম পোষ্ট পেতে আমার এই পেজটিকে Follow করুন!]

29/05/2025

জয়গুরু 🙏
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্নান উৎসব 2025

জয়গুরু 19 এপ্রিল বাংলা ৫ বৈশাখ 2025 রোজ শনিবার বামইন ভাটপাড়া,নিয়ামতপুর নওগাঁ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহা উৎসব...
17/04/2025

জয়গুরু
19 এপ্রিল বাংলা ৫ বৈশাখ 2025 রোজ শনিবার বামইন ভাটপাড়া,নিয়ামতপুর নওগাঁ
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মহা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আপনারা সবান্ধবে আমন্ত্রিত
আপনারা দলে দলে যোগদান করিবেন পরম পিতার মহা উৎসবে।

|| "স্বস্তিতীর্থের পুণ্য লগ্নে ঠাকুরের নববর্ষ আশীর্বাণী"||শুভ নববর্ষ স্বস্তিতীর্থ-মহাযজ্ঞ উপলক্ষে,শ্রীশ্রীঠাকুর অনুকূল চ...
15/04/2025

|| "স্বস্তিতীর্থের পুণ্য লগ্নে ঠাকুরের নববর্ষ আশীর্বাণী"||

শুভ নববর্ষ স্বস্তিতীর্থ-মহাযজ্ঞ উপলক্ষে,শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র এর আশিস বাণী, বৃহস্পতিবার-১৯৬১খ্রিঃ ।


❝নববর্ষ
সবার কাছে
নবীন হ'য়ে উঠুক---
আনন্দের উত্তাল উদ্দীপনায়,
শিষ্ট সম্বেদনায়:
পরমপিতার আশিস্ ধারা
অজচ্ছলভাবে
তোমাদের অন্তরে
নেমে আসুক।❞
-----শ্রীশ্রীঠাকুরের আশীর্ব্বাণী

13/04/2025

Joyguru
ধন্য বেলহট্টি যেখানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কনিষ্ঠপুত্র ডঃ প্রচেতারঞ্জন চক্রবর্তী (কাজল) ২০০৭ সালে এই অজ পাড়া গ্ৰামে পদার্পণ করেছিলেন তাঁর পদধূলিত হওয়ার জন্য বেলহট্টি আজ পূণ্যভূমি। তাঁরই আশীর্বাদে ও সৎসঙ্গীদের প্রচেষ্টায় এখানে একটি মন্দির ও আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে ।
৩০ বছরেরও বেশি সময় ধরে এখানে ঠাকুর অনুকূল চন্দ্রের মহা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।

10/04/2025

জয়গুরু 🙏🏼
মন্দিরে ঘট স্থাপন

জয়গুরু 🙏🏼 ঈশ্বরের ডাক এসেছে তার কাছে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হ তুই হোক দলিত দূর্মতি  ।নওগাঁ জেলা, নিয়ামতপুর উপজেলা...
07/04/2025

জয়গুরু 🙏🏼
ঈশ্বরের ডাক এসেছে তার কাছে তোর সঙ্গতি
যোগান দিয়ে ধন্য হ তুই হোক দলিত দূর্মতি ।

নওগাঁ জেলা, নিয়ামতপুর উপজেলা বেলহট্টি সৎসঙ্গ আশ্রমে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী মন্দির উদ্ধোধন ও ৫১ টি ঢাক বাজিয়ে শোভাযাত্রা ও বস্ত্রদানের মাধ্যমে মহাসমারহে অনুষ্ঠিত হতে চলেছে ইংরেজি ১১ এপ্রিল রোজ শুক্রবার বাংলা ২৮ চৈত্র।
ভক্ত প্রান,ইষ্টপ্রান দাদা ও মায়েরা সকলে সবান্ধবে আমন্ত্রিত।
ঈশ্বরের উৎসবে সকলে যোগান দিয়ে ধন্য হবেন
তোরা আয় আয় আয় লগন বয়ে যায় এমন শুভ দিন তোরা আর পাবি না রে।
ছুটে ছুটে আয় আর নেচে নেচে আয় এমন শুভ দিন তোরা আর পাবি না রে

শ্রীশ্রীঠাকুরের সরস্বতী পূজা  ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄আজ সরস্বতী পূজা; সকালে শ্রীশ্রীঠাকুর বললেন-সকাল-সকাল স্নান ক'রে মা সরস্বতীর অঞ্জ...
02/02/2025

শ্রীশ্রীঠাকুরের সরস্বতী পূজা
 ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄ ̄
আজ সরস্বতী পূজা; সকালে শ্রীশ্রীঠাকুর বললেন-সকাল-সকাল স্নান ক'রে মা সরস্বতীর অঞ্জলি দেন গিয়ে।

আমি বললাম-আর পূজা করতে বড় ইচ্ছা হয় না। আর কাকে, কোন্ দেবতাকেই বা পূজা করতে যাব?

শ্রীশ্রীঠাকুর হাসতে লাগলেন। কিয়ৎকাল পরে নিজেও অঞ্জলি দেবেন এবং আমাদেরও দেওয়াবেন ব'লে নাইতে চললেন। আমি বললাম-ওটা কি লোকাচার রক্ষা? বাউলদের কথায় আছে-

লোক-মধ্যে লোকাচার।
সদগুরুর পাশে একাচার।।

শ্রীশ্রীঠাকুর- "কথাটা মিথ্যা নয়, লোকাচারই রক্ষা কতকটা! যাতে নিজের ক্ষতি নাই, কিন্তু সমাজের লোকের, নিম্নাধিকারী লোকের মঙ্গল, এরূপ লোকাচার বা সমাজধৰ্ম্ম মানাই ভাল। সকলে তো উচ্চতত্ত্ব বোঝে না, কিন্তু যারা বোঝে তারা সকলে অনাবশ্যক বোধে যদি হঠাৎ সব বাহ্যপূজাদি ছেড়ে দেয়, নীচের লোকেরাও তাহ'লে দেখাদেখি ছেড়ে দেবে, কিন্তু উচ্চতত্ত্ব বুঝতে ও ধারণা করতে পারবে না, কাজেই তাদের ক্ষতি হবে।

"প্রকৃত সরস্বতী-পূজা হ'চ্ছে ভজন। অনাহত সদাবিরাজিত শব্দ-ধারা যাহা সাধন-ফলে নিজ অভ্যন্তরে জাগরিত হয় এবং শ্রুত হয় তাতে প্রক্রিয়াবিশেষ যোগে মনোনিবেশ করাকে ভজন কহে। আজ বাইরে বৈখরী শব্দযোগে গীতবাদ্যাদি এবং ভজনযোগে খুব অভ্যন্তরস্থ শব্দে মনোনিবেশ করাই সেই পরাবাক্ বা পরশব্দরূপিণী সরস্বতীর পূজা। কিন্তু সকলে তো এ বোঝে না এবং জানে না-তাদের অধম হলেও বাহ্যপূজা করা বাদ নয়।

অতঃপর স্নানাদি ক'রে আমি ও শ্রীশ্রীঠাকুর অঞ্জলি দিতে গেলাম। তাঁর জনৈক ভক্ত-অবিনাশদা হাসতে-হাসতে মন্ত্র আওড়াচ্ছেন এবং শ্রীশ্রীঠাকুরও তাই ব'লে অঞ্জলি দিচ্ছেন। তাঁর একটু পশ্চাতে আমিও পুষ্পাঞ্জলিহস্তে হাঁটু গাড়িয়া ব'সে আছি। কিন্তু ও-মন্ত্র কি পড়বো, মনে-মনে মহামন্ত্র-তাঁর আদি ধ্বন্যাত্মক নাম বলিতেছি মাত্র। আর, ভাবিতেছি অঞ্জলি দেব কোথায়! সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা ভবভয়হারী-যিনি পরাবাক্ সরস্বতীরও জনক, যাঁহা হ'তে শব্দব্রহ্মরূপিণী সরস্বতীর উৎপত্তি সেই আদি পুরাণপুরুষ পরমপিতার যে নরবিগ্রহ আবির্ভূত সেই বিগ্রহ-চরণে-না ঘটাধিষ্ঠিতা দেবীর চরণে। কিন্তু দেখিতেছি স্বয়ং তিনি তো লোকধৰ্ম্ম, সমাজধৰ্ম্ম পালনার্থে ঘটেই অঞ্জলি দিচ্ছেন এবং তাঁর আজ্ঞাই শিরোধার্য্য। তাই সেই রাতুল-চরণে অঞ্জলি দেবার লোভ সম্বরণ ক'রে ঘটেই অঞ্জলি দিলাম।

এই কথাগুলি একান্তে ব'সে লিখতেছি, এমন সময় শ্রীশ্রীঠাকুর সহসা এসে আমার দিকে চেয়ে হাসতে হাসতে গলা জড়িয়ে ধ'রে গান ক'রে বললেন-

দে তুলে দে পাল।
দেখবি, দয়াল আজি দয়া ক'রে
ধরবে এসে হাল।

তারপর অঞ্জলি দিয়ে প্রসাদ পেয়ে তাঁর সঙ্গে ফিরে আশ্রমে আসতেছি। বললেন- "আর সকলকে আপনি মন্ত্র পড়িয়ে অঞ্জলি দেওয়ান; আপনাকেই আজ পুরোহিত-পদে পাকাপাকি সায়েত করিয়ে দিই; ব্রাহ্মণ পর্য্যন্ত যজিয়ে দেন আজ!” তারপর কিশোরীদা, বিরাজদা, যোগেন সরকার, যতীন, সুরেন প্রভৃতি ১২।১৪ জন স্নানান্তে এলে তাঁর আদেশ-মত আমি মন্ত্র পড়লাম, তারা অঞ্জলি দিল। মনে-মনে ভাবছি, যদি পুরোহিত কর তবে তোমার রাতুল-চরণে যাতে জগৎবাসীকে অঞ্জলি দেওয়াতে পারি, সেইরূপ পুরোহিত এই অধমকে নিজ কৃপাবলে কর। আর, দেবদেবীর পূজার পুরোহিতগিরি করতে ইচ্ছা নাই। অহৈতুক কৃপাসিন্ধু, পতিতপাবন, তোমারই পূজার পুরোহিত যেন হই।

-অশ্বিনীকুমার বিশ্বাস
সূত্র: অমিয়বানী, ১২ই মাঘ, সোমবার ১৩২৬
ছবি: সরস্বতী পুজোর অঞ্জলি দিচ্ছেন শ্রীশ্রী ঠাকুর

জয়গুরু 🙏❤️ পৌষ সংক্রান্তি ও মকর সংক্রান্তির শুভেচ্ছা
14/01/2025

জয়গুরু 🙏❤️ পৌষ সংক্রান্তি ও মকর সংক্রান্তির শুভেচ্ছা

জয়গুরু Happy new year 2025  এর শুভেচ্ছা ও ভালোবাসা পরম পিতা সকলের মঙ্গল করুক। আগামী দিনগুলো ভালো কাটুক শান্তিতে কাটুক।ব...
01/01/2025

জয়গুরু Happy new year 2025 এর শুভেচ্ছা ও ভালোবাসা পরম পিতা সকলের মঙ্গল করুক। আগামী দিনগুলো ভালো কাটুক শান্তিতে কাটুক।বন্দে পুরুষোত্তমম

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, “মা আমার দীপান্বিতা”। মা-কালীর মধ্যে তিনি নিজের মাকেই প্রত্যক্ষ করেছেন। একবার ছাত্রবস...
31/10/2024

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, “মা আমার দীপান্বিতা”। মা-কালীর মধ্যে তিনি নিজের মাকেই প্রত্যক্ষ করেছেন। একবার ছাত্রবস্থায় তিনি এক সঙ্গীর সাথে দক্ষিণেশ্বরে ভবতারিনীমন্দিরে যান। তখন দ্বিপ্রহরের পূজা সাঙ্গ হয়েছে। উপস্থিত সবাইকে প্রসাদ বিতরণ করা হ’চ্ছে। শ্রীশ্রীঠাকুর প্রসাদ পাওয়ার আগেই মন্দিরের দরজা বন্ধ হ’য়ে গেল। তখন আর প্রসাদ দেওয়া হবে না। কিন্তু ঠাকুর তখন ক্ষুধার্ত। প্রসাদ না পেয়ে অভিমানে তিনি মন্দিরের বারান্দায় একটি গাছের ছায়ায় যেযে শুয়েছেন। ধীরে ধীরে ঘুমিয়েও পড়লেন। তারপর স্বপ্ন দেখছেন মা আসছেন, শ্যামা, এলোকেশী, সিঁথিতে সিঁদুর, লালপেড়ে শাড়ী পরা। তাঁর এক হাতে এক গ্লাস জল, আর এক হাতে একটা রেকাবীতে বরফি সন্দেশ। এই রূপ বর্ণনা করতে করতে শ্রীশ্রীঠাকুর বহুবার বলেছেন, “দেখতে একেবারে ঠিক আমার মায়ের মত।” মা এসে আস্তে আস্তে ব’সে শ্রীশ্রীঠাকুরের মাথাটি কোলে নিয়ে তাঁর মুখের কাছে সন্দেশ ধ’রে আদর ক’রে বলছেন, ‘খা’। ঠাকুর অভিমানভরে বলছেন, “না, আমি খাব না। তখন আমার খিদে পেয়েছিল। কিন্তু তখন আমাকে প্রসাদ দেওয়া হ’ল না কেন ? আমি আর খাব না।” তখন মা স¯শ্নেহ হেসে বললেন, “অত লোকের সামনে কি আমি আসতে পারি ?” এর পর মা ব’সে ব’সে পরম আদরে ঠাকুরকে ঐ সন্দেশ আর জল খাওয়ালেন। ঘুম ভেঙ্গে উঠে শ্রীশ্রীঠাকুর বোধ করছেন যে তাঁর খিদে বা পিপাসা কিচ্ছু নেই। কিছু পরে তিনি দক্ষিণেশ্বর থেকে কলকাতায় চ’লে এলেন। ভেতরটা তাঁর এমনই হ’য়ে ছিল যে কলকাতা পর্য্যন্ত হেঁটে আসার পরেও তাঁর কোন খিদে বা পিপাসার বোধ ছিল না।
এ মা কি রহস্যবৃতা ভয়ঙ্করী শিলামূর্ত্তিমাত্র ? যার সে উপলব্ধি নেই, তার কাছে তাই। কিন্তু উপলব্ধিবান ব্যক্তিত্বের কাছে তিনি চির¯শ্নেহময়ী সন্তানমঙ্গলবিধায়িনী জননী।
তাই, ইং ১৯৫৬ সালের ২রা নভেম্বর দেওয়ালির দিনে পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র অনবদ্য এক ছন্দে প্রদান করলেন এক মহাবাণী
“আজ দীপালি,
মা আমায় দীপান্বিতা,
মা আমার জীবন-আলোক,
মায়ের এক হাতে অসৎ-নিরোধী অসি,
অন্য হাতে বর ও অভয়
বাৎসল্যের পরম আশ্রয়,
তাই মা শিবানী, শুভানী,
আমার মা কল্যাণী কালী,
সত্তার সাত্বত সম্বেগ
অস্তিত্বের অমৃত-উৎস
জীবনের যোগ-নর্ত্তনা,
সেই এই যে
আমার মা।”
ইষ্টানুগ মাতৃভক্তি যার জীবনে অটুট থাকে, পূজার বেদীতে প্রতিষ্ঠিতা প্রতিমা তার কাছে স্বীয় গর্ভধারিণীরই প্রতিরূপ হ’য়ে ধরা পড়েন। মা-কালী তার কাছে আর কালোরূপা থাকেন না। তিনি হয়ে পড়েন “দীপ অন্বিতা” (দীপান্বিতা), উজ্জ্বলবরণা।
দানবনিধনার্থে তাঁর মহাভৈরবী রুদ্রমূর্ত্তি দেখে তাঁর সন্তান কখনও ভয় পায় না। সন্তান তো জানে, এ আমার মা, দুষ্টকে শাসন করছেন। তাঁর ঐ রূপ দেখে আতঙ্কগ্রস্ত হয় পাপীরা। অপরাধবোধ যাদের আছে, তারাই মায়ের ভয়াল মূর্ত্তিতে ভয় পায়। যেমন সিংহী যখন গর্জ্জন করে, মানুষের বা অন্যান্য পশুদের তখন ভয়ে প্রাণ শুকিয়ে যায়। কিন্তু ঐ সিংহীর বাচ্চাটি মনের আনন্দে মায়ের কাছেই খেলা করে, মা হাঁটলে মায়ের পায়ে পায়েই ঘুরতে থাকে। তার বুক কাঁপে না। কারণ, সে জানে এ তো আমার মা।
সুত্র : শ্রীশ্রীঠাকুরের দৃষ্টিতে দেবদেবী।

16/10/2024

প্রশ্নঃ লক্ষ্মীপূজা মানে কি?

◾শ্রীশ্রীঠাকুরঃ- লক্ষ্মী কথার root-meaning -ই ( ধাতুগত অর্থই ) হল আলোচন, to see keenly ( তীক্ষ্ণদৃষ্টিতে দেখা ), দর্শন, জ্ঞান এইসব।

[ দীপর. ২/১৪৮ ]

◾শ্রীশ্রীঠাকুরঃ- লক্ষ্মী কথা এসেছে লক্ষ্-ধাতু থেকে। তার মানে আলোচনা, চিহ্নীকরণ, অঙ্কন, জ্ঞান, দর্শন এইসব গুন যাদের আছে তারাই লক্ষ্মী। মেয়েদের সব দিক দিয়ে দক্ষ করে তুলতে হয়, যাতে তারা মূর্তিমতী লক্ষ্মীরূপে গড়ে উঠতে পারে।
[ আ.প্র. ১৫/৩৩ ]

★★★★★★★★

অর্থাৎ লক্ষ্মীপূজা করা তখনই সার্থক হয়, যদি মায়েরা লক্ষ্মীর চলনে চলে। লক্ষ্মী যে চলা, বলা, আচরণে লক্ষ্মী আখ্যা বা পূজার অধিকারিণী হয়েছিল প্রতিটি সংসারে মায়েদের তেমনতর হয়ে ওঠা চাই।
"কালী পূজা লক্ষ্মী পূজা
যতই তুমি করো না,
নিজে লক্ষ্মী না হলে মা
কিছুই হবে না।।"

# #লক্ষীপূজা করা তখনই সার্থক হয়,যদি সেই মায়েরা লক্ষীর চলনে চলে | লক্ষী আক্ষা বা পূজার আধিকারিনী হয়েছিল প্রতিটি সংসারে মায়েদের তেমনতর হয়ে ওঠা চাই |

~~~লক্ষ্মী-পূজা~~~
শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্র বলেন—মায়েদের লক্ষ্মী
পূজা করা মানে ব্যক্তিগত ভাবে তারা ত্রক ত্রকটি
লক্ষ্মী হ'য়ে উঠুক ৷ শুধু মুখে মুখে ' লক্ষ্মীস্ত্বং সর্ব্ব-
ভূতানাং" ব'লে মন্ত্রপাঠ করলেই হবে না ৷মন্ত্রের
অর্থগুলি অনুশীলনের ভিতর দিয়ে চরিত্রে মূর্ত্ত
ক'রে তোলা চাই ৷ তিই লক্ষ্মী শব্দের অর্থ ব্যাখ্যা
করার সময় তিনি শব্দটির ধাতুগত অর্থের উপর
দাঁড়িয়েছেন ৷লক্ষ্মী ত্রসেছে লক্ষ্-ধাতু থেকে ,অর্থ-
অঙ্কন,চিহ্রীতকরণ,জ্ঞান,দর্শন,আলোচনা ৷শ্রীশ্রী
ঠাকুর কাছে ধাত্বর্থ অঙ্কন মানে কী জিজ্ঞাসা করায় তিনি বলেছেন,, 'মনে ত্রঁকে রাখা' ; আর চিহ্নীতকর
ণ মানে বলেছিলেন,'চিনে (জেনে)রাখা '৷ লক্ষ্মীর
গুণের মধ্যে ত্রই মনে রাখা বা বিষয় ও ব্যাপারগুলি
জেনে বুঝে ঠিক রাখার প্রকৃতি আছেই ৷তাহ'লে
ধাতুগত সমস্ত অর্থ নিয়ে ভাবলে লক্ষ্মী মানে বলা
যায় —যিনি দেখেন ,আলোচনা করেন গুণাগুণ
বিচার করে যেখানে যেটি যেমনতর প্রযোজ্য তাকে
সম্যকভাবে চিহ্নিত ক'রে রাখেন ৷
মেয়েদের গুনের কথা অনেক জান থাকলেও
প্রকৃত লক্ষ্মী মেয়ে বলতে কী বোঝায় সেম্পর্কে
আমাদের ধারনা খুব পরিস্কার নয় ৷শ্রীশ্রী ঠাকুরকে
জিজ্ঞাসা করায় তিনি লক্ষ্মী-শব্দের ধাতুগত অর্থকে ভিত্তি করে তিনি ছন্দবদ্ধ ভাষা

Address


Alerts

Be the first to know and let us send you an email when পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ - নিয়ামতপুর, নওগাঁ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ - নিয়ামতপুর, নওগাঁ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share