
26/07/2025
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে মাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করেছে বাবা,
এই অভিমানে চিঠি লেখে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ৯ম শ্রেণীর শিক্ষার্থী নূসরাত। বাবা ও সৎ মা পলাতক। ঘটনাটি আজ শনিবার ২৬ জুলাই। তারা প্রসাদপুর বাজারে সালাম ডাক্তারের বাড়িতে ভাড়া থাকেন।