আজকের দেশ সংবাদ

  • Home
  • আজকের দেশ সংবাদ

আজকের দেশ সংবাদ আজকের দেশ সংবাদ নওগাঁ সহ সারাদেশের সংবাদ জানতে আমাদের পেজে লাইক দিন

নওগাঁয় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৮ জন গ্রেফতারনওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দ...
07/12/2025

নওগাঁয় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৮ জন গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা গত শনিবার জেলার বিভিন্ন স্থানে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট আট জন ব্যক্তিকে মাদকসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) জেলা পুলিশ গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছে।

নওগাঁয় বিভাগীয় ইলেকট্রিশিয়ানদের আলোচনা সভা ও কমিটি গঠন========================================পেশাগত অভিজ্ঞতা বিনিময়, দ...
15/11/2025

নওগাঁয় বিভাগীয় ইলেকট্রিশিয়ানদের আলোচনা সভা ও কমিটি গঠন
========================================
পেশাগত অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক ঐক্য আরও জোরদার করার লক্ষ্যে নওগাঁয় অনুষ্ঠিত হলো রাজশাহী বিভাগের অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা।

আজ শনিবার নওগাঁ কনভেনশন সেন্টারে শুরু হওয়া এ আয়োজনে সভার পাশাপাশি কমিটি গঠনের প্রক্রিয়াও সম্পন্ন করা হয়।

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে অনুমোদিত বিপুল সংখ্যক ভিলেজ ইলেকট্রিশিয়ান এই বিভাগীয় আয়োজনে অংশ নেন। তাদের অভিজ্ঞতা বিনিময় এবং পেশার মানোন্নয়ন ছিল সভার মূল আলোচ্য বিষয়।

আলোচনা সভার আহ্বায়কের দায়িত্ব পালন করেন নাটোর–২ এর ভিলেজ ইলেকট্রিশিয়ান মো. আব্দুল কাদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সভাপতি মো. শহীদ শাহজামান। সভার সার্বিক কার্যক্রম সফলভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের বিভাগীয় সমাবেশ ইলেকট্রিশিয়ানদের মাঝে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং একইসাথে সকল জেলা ইউনিটের মধ্যে সংগঠনের ঐক্যকে আরও সুদৃঢ় করবে। এই আয়োজনের মাধ্যমে পেশাদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

নওগাঁয় সুজন-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, 'জাতীয় সনদের বাস্তবায়ন' দাবিনওগাঁ প্রতিনিধি:'সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগো...
12/11/2025

নওগাঁয় সুজন-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,
'জাতীয় সনদের বাস্তবায়ন' দাবি

নওগাঁ প্রতিনিধি:
'সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষাকবচ' -এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ জেলা কমিটি বর্ণাঢ্য আয়োজনে 'সুজন-সুশাসনের জন্য নাগরিক' সুজন-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। বুধবার (১২ নভেম্বর, ২০২৫) সকালে মুক্তির মোড়, জেলা কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনার মূল বিষয় ছিল "রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে চাই জাতীয় সনদের বাস্তবায়ন"। সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, শিক্ষক, সাংবাদিক ও সুজন-এর কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে উপস্থিত সকলের অংশগ্রহণে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন-এর সভাপতিত্বে মূল আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোঃ মোফাজ্জল হোসেন বলেন, "আমরা বিশ্বাস করি, গণতন্ত্রকে বাঁচাতে হলে নাগরিকদের সচেতনতা ও সক্রিয়তার বিকল্প নেই। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হলে অবশ্যই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে।"

বক্তারা বলেন, দেশে এখনও দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও জবাবদিহিতার অভাব প্রকট। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সুজন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের স্বচ্ছতা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সুজন নওগাঁ জেলা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা এই কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাই।"

বক্তারা ভবিষ্যতে কমিটির কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, "আমরা অতীতে বিভিন্ন ইস্যুতে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের পথ তৈরি করব। আমরা বিশ্বাস করি, সুজন নওগাঁ জেলা কমিটি আগামী দিনগুলোতে আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়ে নাগরিক আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে। আমাদের লক্ষ্য হলো সমাজের সর্বস্তরের মানুষকে যুক্ত করে একটি জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত নওগাঁ গঠনে অগ্রণী ভূমিকা পালন করা।"

এসময় আরও উপস্থিত ছিলেন সুজন নওগাঁ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, এবং স্থানীয় বিশিষ্ট নাগরিক ও সমাজকর্মীরা। সুজন নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও তারা নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও সুশাসনের জন্য আন্দোলন চালিয়ে যাবেন।

ডিগ্রি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান বিরোধের প্রতিবাদে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় ...
17/09/2025

ডিগ্রি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান বিরোধের প্রতিবাদে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ'-এর ব্যানারে এই বিক্ষোভ মিছিল করেন।

নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার...
16/09/2025

নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা।

বিলের মাঝখানে মঞ্চ, নৌকা বাইচ ও পোনা অবমুক্তকরণের মাধ্যমে নওগাঁয় মৎস্যজীবী সমাবেশ অনুষ্ঠিত=====================মাছের উৎ...
15/09/2025

বিলের মাঝখানে মঞ্চ, নৌকা বাইচ ও পোনা অবমুক্তকরণের মাধ্যমে নওগাঁয় মৎস্যজীবী সমাবেশ অনুষ্ঠিত
=====================
মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী গুটারবিলে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিলের মাঝখানে মঞ্চ তৈরি করে সেখানে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যজীবী সমাবেশ, হাঁস খেলা এবং নৌকা বাইচের আয়োজন করা হয়।

আজ সোমবার বিকেলে চারটি ইউনিয়নের মৎস্যজীবীদের উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, নারী শিক্ষার্থীদের সাথে আপত্তিকর কথোপকথন এবং ...
14/09/2025

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, নারী শিক্ষার্থীদের সাথে আপত্তিকর কথোপকথন এবং কলেজ প্রশাসনের বিরুদ্ধে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় কলেজ চত্বরে 'জুলাই যোদ্ধা সংসদ' এবং 'আহত ও শহীদদের পরিবার' এর ব্যানারে এক ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

নওগাঁয় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার, অপহৃতাকে উদ্ধার করল র‍্যাব
11/09/2025

নওগাঁয় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার, অপহৃতাকে উদ্ধার করল র‍্যাব

ajkerdeshsangbad.com, the Bangladeshs leading online news portal, lifestyle, politics, culture, education, technology, health, sports, and features.

নওগাঁয় বিএমএসএফ জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা হস্তান্তর ও মতবিনিময় সভা
20/08/2025

নওগাঁয় বিএমএসএফ জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা হস্তান্তর ও মতবিনিময় সভা

ajkerdeshsangbad.com, the Bangladeshs leading online news portal, lifestyle, politics, culture, education, technology, health, sports, and features.

Address


Alerts

Be the first to know and let us send you an email when আজকের দেশ সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আজকের দেশ সংবাদ:

  • Want your business to be the top-listed Media Company?

Share

আজকের দেশ সংবাদ

www.ajkerdeshsangbad.com