Tales with Mashu

Tales with Mashu I'm just a simple girl but the most precious part of my life is being a mother to my little Angel.
(2)

Her smile lights up my world and gives me the strength to embrace each new day.

আমার জীবনের অর্ধেক দুঃখ হয়তো কমে যেত, যদি লেবু চা’টা সীমিত করে খেতে পারতাম!☕🍋☺️🤭
03/09/2025

আমার জীবনের অর্ধেক দুঃখ হয়তো কমে যেত, যদি লেবু চা’টা সীমিত করে খেতে পারতাম!☕🍋

☺️🤭

প্রতিটি মেয়ের Financial independent হওয়া উচিত, Financial independent হলে সিদ্ধান্ত নেওয়া অনেকটা সহজ হয়।❤️‍🩹
03/09/2025

প্রতিটি মেয়ের Financial independent হওয়া উচিত,
Financial independent হলে সিদ্ধান্ত নেওয়া অনেকটা সহজ হয়।❤️‍🩹

29/08/2025

দুঃখ গোপন বিষয়, গোপন রাখতে হয়,
প্রকাশ করলে তা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়!

27/08/2025

আমার কাছে মুগ্ধতা হলো মানুষের ব্যবহার,কথার ধরন,ব্যক্তিত্ব এবং দায়িত্বশীলতা, কারন চেহারার মুগ্ধতার চেয়ে ব্যবহারের মুগ্ধতা বেশি দীর্ঘস্থায়ী..!!🖤🌸

আজকাল মানুষের ভেতরে অনুতাপের দীপ্তি যেন নিভে গেছে। অন্যায় করার পরেও, অনেকেই একটুকরো অনুশোচনার ছায়া অনুভব করে না। বিশ্বাস...
25/08/2025

আজকাল মানুষের ভেতরে অনুতাপের দীপ্তি যেন নিভে গেছে। অন্যায় করার পরেও, অনেকেই একটুকরো অনুশোচনার ছায়া অনুভব করে না।
বিশ্বাস—এমন এক অমূল্য সম্পদ, যা একবার ভেঙে গেলে আর সহজে জোড়া লাগে না। মানুষ আজকাল এমনভাবে ঠকায়, এমনভাবে প্রতারণা করে, যে পরবর্তী সময়ে ফ্যামিলি বাইরে আর কাউকে বিশ্বাস করার সাহস হয় না। মনের ভেতরে এমন ভয় জন্ম নেয়, নরমালি কথা বলতেও ভয় লাগে, না জানি কোন দিক দিয়ে বাঁশ দিয়ে চলে যাবে।

আর আমি মানুষকে সামান্য রাগ দেখালেও দিনভর ভাবতে থাকে— কেন এমন করলাম???
এই অপরাধবোধই যেন আমার নিত্যসঙ্গী হয়ে পথ চলে।

মানুষই ফুল 🌸 মানুষই কাঁটা ⛏️
23/08/2025

মানুষই ফুল 🌸
মানুষই কাঁটা ⛏️

সকালটা চা দিয়ে শুরু হলে, রঙিন না হয়ে যায় কোথায়! ☀💛চায়ের সুবাসে সকাল, আর হাসিতে ভরে ওঠে দিন 🌸
15/08/2025

সকালটা চা দিয়ে শুরু হলে, রঙিন না হয়ে যায়
কোথায়! ☀💛
চায়ের সুবাসে সকাল, আর হাসিতে ভরে ওঠে দিন 🌸

ভালোবাসার সকাল সবসময় ফিসফিস করে বলে —আজও তোমার জন্য অপেক্ষায় আছে হাজারটা সুন্দর মুহূর্ত।
15/08/2025

ভালোবাসার সকাল সবসময় ফিসফিস করে বলে —
আজও তোমার জন্য অপেক্ষায় আছে হাজারটা সুন্দর মুহূর্ত।

শত ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিন... মানসিক শান্তির জন্য একান্তভাবে সময় কাটনো উচিত..🖤
13/08/2025

শত ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিন...
মানসিক শান্তির জন্য একান্তভাবে সময় কাটনো উচিত..🖤

নীল রঙে মুগ্ধ আমি, আর অপরাজিতাআমার গাছের প্রথম ফুটন্ত ভালোবাসা।💙✨
11/08/2025

নীল রঙে মুগ্ধ আমি, আর অপরাজিতা
আমার গাছের প্রথম ফুটন্ত ভালোবাসা।💙✨

এই রাতের বেলাই আপনাদের এট্টু লোভ লাগাই😜😜😜Time : 1:05 AM 😊
09/08/2025

এই রাতের বেলাই আপনাদের এট্টু লোভ লাগাই😜😜😜
Time : 1:05 AM 😊

Address

Par-Naogaon
Naogaon
6500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tales with Mashu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share