90's kids

90's kids ❝ সদাচার ও উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছু কিয়ামতের দিনে আমলনামায় থাকবে না। ❞(তিরমিজি: ২০০২)

�নিয়মিত ইসলামিক পোস্ট পেতে আমাদের পেইজের সাথেই থাকুন �

24/10/2025

যখন কেউ নামাজের জন্য মসজিদে প্রবেশ করে তখন শয়তান তার কাছ থেকে পালিয়ে যায়।

17/10/2025

ফজরের নামাজের জন্য ঘুম থেকে জাগা মানে শুধু বিছানা ছাড়ার ব্যাপার নয়, বরং আল্লাহর রহমত ও নূরের দিকে এগিয়ে যাওয়া।

17/10/2025

আল্লাহ আমাদের সবাইকে, পরবর্তী শুক্রবারের জুম্মার নামাজ আদায় করার তৌফিক দিন।

17/10/2025

তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে, যে নামাজে বেশি মনোযোগী এবং আল্লাহর প্রতি বেশি খাঁটি বিশ্বাস রাখে। -হাদিস, তিরমিজি।

17/10/2025

যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে আল্লাহর হেফাজতে চলে যায়। আর আল্লাহ যার রক্ষক, তাকে কেউ ক্ষতি করতে পারে না l

16/10/2025

🌸 তওবা করো, নতুন করে শুরু করো—আল্লাহ বারবার ক্ষমা করতে ভালোবাসেন।

16/10/2025

আল্লাহ তো নিজেই বলেছেন, ধৈর্য ধারণ কর তোমার ভবিষ্যৎ,তোমার অতীতের চেয়ে উত্তম হবে। (সূরা আদ দুহা -৪)

16/10/2025

প্রতি সমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়।হযরত মুহাম্মাদ (সাঃ) -মিশকাত-৫০২৯

16/10/2025

“একটি পরীক্ষার খারাপ ফলাফল আপনার জীবনের ভালো ভবিষ্যৎকে কখনোই বন্ধ করতে পারে না।”— এ পি জে আব্দুল কালাম

15/10/2025

রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি অসুস্থ হয় এবং ধৈর্য ধরে, তার পাপগুলো গাছের পাতা ঝরে যাওয়ার মতো ঝরে যায়।’ আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন।

15/10/2025

💫 আল্লাহ সব জানেন, এমনকি তুমি কান্না চেপে হাসলে তাও তিনি অনুভব করেন।

Address

Naogaon

Telephone

+8801315344919

Website

Alerts

Be the first to know and let us send you an email when 90's kids posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 90's kids:

Share

Namaj khayem koron....

Namaj khayem koron....