দীন ইসলামের কথা

দীন ইসলামের কথা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দীন ইসলামের কথা, Media, Narail.

06/10/2024
24/08/2024

টুপি দাড়িতে যাদের এলার্জি... আজ তারা সাক্ষী থাকুক।

একটা সময় ছিল ত্রাণের চাল/ডাল মেরে খাওয়ার প্রতিযোগিতা। আর এখন চলছে শুধু দেওয়ার প্রতিযোগিতা। এ যেন এক নতুন বাংলাদেশ//

22/08/2024

ফান্ড পাঠাতে কাউকে বিশ্বাস করতে না পারলে
As sunnah Foundation
এ টাকা পাঠাতে পারেন।
ধন্যবাদ।

06/08/2024

প্রতিশোধ নয়
ক্ষমা মহত্বের লক্ষণ
ক্ষমা আল্লাহ ও রাসূলের গুণ

18/06/2024

শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

ভেরিফাই পেজ

11/06/2024

কোরবানীর আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়*কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল। এবার নতুন করে আরো চাঙ্গা হবে।

যেকোন আগ্রা*সনের বিপক্ষে অবস্থান নিন। যার যতটুকু সম্ভব ইসলাম বি*দ্বেষী ও জা*লিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য ব*র্জন কতোটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আই*সিউতে।

ব*র্জন এবং জনসচেতনতা চলবে একইসাথে। শুধু পণ্যই নয়, ইস*লাম বি*দ্বেষী সবকিছুকেই ব*র্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইস*লাম বি*দ্বেষী পণ্যমুক্ত।

©️ Mizanur Rahman Azhari

10/05/2024

স্ত্রীর বেপর্দা ছবি আপলোড করলেন, যতজন ছবিটি দেখবে, সব গোনাহের একটি কপি আপনাদের আমলনামায় চলে আসবে! মৃত্যুর পরেও আসতেই থাকবে!
OrdhekDeen.com

06/05/2024

রাসুলুল্লাহ ﷺ বলেন-

‘তোমরা লক্ষ্য অর্জনের পথে গোপনীয়তা রক্ষা করো, কেননা প্রত্যেক নিয়ামতপ্রাপ্তেরই হিং-সুক রয়েছে’। -তাবরানি

03/05/2024

আমি চরমোনাই, আমি হেফাজতে ইসলাম, আমি জামায়াত-শিবির। আমি হক্কানি আলেম দের ডাকে হকের পথের সৈনিক।
পরিচয় মোদের একটাই আমরা মুসলিম 🇸🇦।

03/05/2024

বাংলাদেশের জেল খানায় অনেক আলেমকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে। মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগ রাজনৈতিক ও পরিকল্পিত ছিল - আলেমদের মতামত।
আল্লাহ সুস্থ ও স্বাভাবিক করুন।

Saim Shahariar

আপনার জন্য  একটা ভিন্ন রকম প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে কাহাফ গার্ড।কাহাফ গার্ড অ্যাপটা ডাউনলোড করে যদি আপনি ফোনে কানেক্ট ...
30/04/2024

আপনার জন্য একটা ভিন্ন রকম প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে কাহাফ গার্ড।

কাহাফ গার্ড অ্যাপটা ডাউনলোড করে যদি আপনি ফোনে কানেক্ট করে রাখেন, তাহলে এর DNS সিস্টেম ভার্চুয়াল জগতের মিলিয়ন মিলিয়ন হারাম কন্টেন্ট আপনার সামনে আসা থেকে আটকে দেবে।

আপনি যখন কোনোকিছু সার্চ দেন ইউটিউব অথবা গুগলে, তখন সাজেশানে এমন অনেক ভিডিও বা ওয়েবসাইট অথবা আর্টিকেল লিঙ্ক চলে আসা যার মধ্যে হারাম কন্টেন্ট বিদ্যমান। কাহাফ গার্ড সেসমস্ত হারাম উৎসগুলোকে আপনার সামনে আসতে দিবে না।

কাহাফ গার্ড আরো যেসব সুবিধা আপনাকে দেবে:

০১. কোনো ধরণের হারাম বিজ্ঞাপন আপনার সামনে শো করবে না। আর, বিজ্ঞাপন ব্যতীত যেকোনো ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয় । ফলে, আপনার জন্য যেকোনো সাইটে এক্সেস নেওয়া আগের চাইতে সহজতর হবে।

০২. ৫.৫ মিলিয়ন হারাম ওয়েবসাইট আপনার সামনে আসা সম্পূর্ণ বন্ধ থাকবে বাই ডিফল্ট। ফলে, গুগল বা অন্যান্য ব্রাউজার আমাদের সামনে রেগুলার বেইসিসে যেসব হারাম ওয়েবসাইটের কন্টেন্ট শো করতো, সেসবের অধিকাংশই আর আসতে পারবে না।

০৩. ইসলামের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ায় বা ইসলামবিদ্বেষ প্রচার করে এমন এন্টি-ইসলামিক ওয়েবসাইটগুলোকে কাহাফ গার্ড ব্লক করে দেবে।

০৪. পর্ণোগ্রাফিক ওয়েবসাইট, অশ্লীল ওয়েবসাইট, জুয়া বা প্রতারণা টাইপ ওয়েবসাইট, ফিশিং বা ড্রাগ ওয়েবসাইট সহ যাবতীয় হারাম ওয়েবসাইট ব্লক করে দেবে এই কাহাফ গার্ড।

০৫. গুগল/Bing এ দিবে সেইফ সার্চ নিশ্চয়তা যা অশ্লীল কন্টেন্ট সামনে আসা থেকে আটকে দেবে।

০৬. ইউটিউবে অ্যাডাল্ট বা অশ্লীল ভিডিও ব্লক করবে।


মোস্ট ইন্টারেস্টিংলি, কাহাফ গার্ড অ্যাপ একদম ফ্রি এবং অ্যাড মুক্ত অ্যাপ । শুধুমাত্র মুসলিমদের জন্য নিরাপদ এবং হারাম মুক্ত ইন্টারনেট নিশ্চিত করাই এই প্রজেক্টের একমাত্র লক্ষ্য।

প্লে-স্টোর/অ্যাপ স্টোরে গিয়ে Kahf Guard লিখলেই পেয়ে যাবেন অ্যাপটি।


কাহাফ গার্ড ব্যবহার করুন এবং দূরে থাকুন ইন্টারনেটের যাবতীয় হারাম কন্টেন্ট থেকে । নিজে ব্যবহার করুন, সাথে নিজের পরিবার, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সহ সকলকে কাহাফ গার্ড ব্যবহার করতে উদ্বুদ্ধ করুন ।

আলহামদুলিল্লাহ, এতোবড় এই প্রজেক্টে আমার খুব ক্ষুদ্র আকারে হলেও কন্ট্রিবিউশান থাকছে—সেটাই মহা আনন্দের 💚

আমাদের ইন্টারনেট হোক অশ্লীলতা মুক্ত 💚

লেখা:- আরিফ আজাদ

28/04/2024

ধর্মের দিকে ঝুঁকে থাকা বা ঝুঁকতে চাওয়া মুসলমান মাত্রই যে ‘অপরাধী’, ‘অবাঞ্চিত’, ‘অস্পৃশ্য’ এবং তার যে স্বাধীনভাবে কথা বলার, বেঁচে থাকার, ধর্ম পালনের স্বাধীনতাটুকুও থাকতে নেই, সেই বিষয়টা বার বার আমাদের সামনে এসে হাজির হয়।

মুসলমান বটতলায় কুরআন পাঠের আয়োজন করতে পারবে না। মুসলমান ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন করতে পারবে না। মুসলমানের ছেলে নিজের সেহরিতে গরু খেতে পারবে না। মুসলমানের ছেলে রামাদান বিষয়ক সেমিনার করতে পারবে না। সে বৃষ্টির জন্য সালাত আদায়ের অনুমতি পাবে না। মুসলমানের বেটি হিজাব পরে ক্লাশে আসলে শিক্ষক আর শিক্ষিকার হাতে লাঞ্চিত হবে।

শুধু তা-ই নয়, মুসলমান যদি কোনোভাবে জাতীয় পর্যায়ের ‘তারকা’ বনে যায় এবং তারপর ধর্মের পথে খানিকটা ঝুঁকতে শুরু করে, তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না।

মুশফিকুর রহিম এইখানে কুরবানির গরু জবাইয়ের ছবি ফেইসবুকে দিতে পারবে না, আমাদের সুশীল সমাজ রৈ রৈ করে তেড়ে আসবে। নায়িকা শাবানা মাথায় হিজাব দিতে পারবে না, তাতে এই দেশের সংস্কৃতিমনাদের মান ইজ্জত চলে যাবে। কোনো উঠতি নায়িকা অভিনয় ছেড়ে ধর্মের পথে ফিরতে পারবে না, এতে করে সে পশ্চাদপদ হয়ে যায়। বুয়েটে পড়া ছেলে ধর্মকর্ম করতে পারবে না। ধর্মকর্ম করা মানেই সে উজবুক, গোঁড়া আর ধর্মান্ধ।

এখানে মুসলমান মাত্রই যেন ঊনমানুষ।

পোস্ট ©️ আরিফ আজাদ

Address

Narail

Website

Alerts

Be the first to know and let us send you an email when দীন ইসলামের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দীন ইসলামের কথা:

Share

Category