ইচ্ছে ছিল,,,

ইচ্ছে ছিল,,, -We'll come to "ইচ্ছে ছিল,,," page�

-Please like our page and stay with us�

23/07/2025

জীবন এতটা অনিশ্চিত যে, শেষ কথা, শেষ দেখা বুঝে ওঠার আগেই মানুষ হাতের নাগালের বাইরে চলে যায়।

01/07/2025

মা সবসময় বলে,
ও তোর সাথে খা'রা'প ব্যবহার করেছে বলে তোকেও করতে হবে, তাহলে তোর আর ওর মধ্যে পার্থক্য কি রইলো?❤️

🧡
04/05/2025

🧡

04/04/2025
26/03/2025

হঠাৎ করেই একদিন আপনার দোয়া গুলো কবুল হয়ে যাবে। যে দোয়া করতে গিয়ে আপনার কন্ঠ হয়েছিল কান্না বিজরিত, চোখ দিয়ে ঝরছিলো অজস্র জল!

সেই দোয়া যখন হুট করে মহান রব্বুল আলামীন কবুল করে নিবেন, সেদিনও আপনার চোখজোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রুকণায়, ইনশাআল্লাহ।

সেদিন হয়তো ফিসফিস করে বলে উঠবেন "হে আমার পালনকর্তা! আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হয়নি"।🌻💝

(সুরা মারইয়াম ১৯৪৪!)

In a relationship, both partners have a duty to protect each other and support each others from every aspects. Emotional...
19/02/2025

In a relationship, both partners have a duty to protect each other and support each others from every aspects. Emotionally, materialistically, physically, spiritually.

combo from : Labiba's craft
18/02/2025

combo from : Labiba's craft

10/02/2025

From: Labiba's craft

Labiba's craft ⭐
09/02/2025

Labiba's craft ⭐

20/01/2025

সম্পর্ক থেকে বের হয়ে আসা কখন জরুরি?

জীবন মানেই সম্পর্কের মায়াজাল। পরিবার, বন্ধু, প্রেমিক, প্রেমিকা কিংবা জীবনসঙ্গী—প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের অংশ হয়ে ওঠে।

কিন্তু কখনও কখনও সম্পর্কগুলো আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু, মানুষ সম্পর্ক আঁকড়ে ধরে রাখে, মনে হয়, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে।

কিন্তু সত্যি কি সব ঠিক হয়?

আর সব ঠিক না হলে, সম্পর্ক থেকে বের হয়ে আসাই কি সঠিক সিদ্ধান্ত নয়?

কেন সম্পর্ক জটিল হয়?

সম্পর্ক তখনই জটিল হয়, যখন সেটা আর হৃদয়ের আরামদায়ক স্থান থাকে না। এটা হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব, মনোযোগের ঘাটতি, বিশ্বাস ভাঙন, কিংবা অবহেলার কারণে।

আমরা অনেক সময়ই বুঝে উঠতে পারি না—এই সম্পর্কটা আমাদের জীবনের জন্য উপকারী, নাকি ক্ষতিকর।

তাহলে কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে?

কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন।

১. বিশ্বাস ভেঙে গেছে?
সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ককে এগিয়ে নেওয়া আর সম্ভব নয়। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন।

২. আপনার অস্তিত্বই যেন তুচ্ছ?
যখন সঙ্গী আপনাকে ‘টেকেন ফর গ্র্যান্টেড’ করতে শুরু করে, তখন বুঝতে হবে, এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি।

৩. মনোযোগ আর নেই?
ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন, সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়।

৪. শ্রদ্ধার অভাব?
প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে, তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত।

৫. দৈনিক ঝগড়া?
যদি প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়, এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যার শেষ না হয়, তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া উচিত নয়।

মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয়। বরং, এটি একধরনের নতুন শুরু।

নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তির গুরুত্ব দিন। সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে আপনার জীবনে আরও সুন্দর কিছু শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হওয়া।

জীবন ছোট। এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনও মানে নেই, যা শুধু কষ্ট আর হতাশা এনে দেয়।

তাই নিজের আত্মসম্মান, শান্তি, আর সুখের কথা ভেবে সিদ্ধান্ত নিন।

মনে রাখবেন, সম্পর্কের মানে যদি বোঝা হয়ে যায়, তবে সেটিকে মুক্তি দেওয়াই শ্রেয়।

জীবন অপেক্ষা করছে নতুন সম্ভাবনায়, নতুন আনন্দে।

14/12/2024

গোসল করিনা দুইদিন হইলো,আম্মা মাইনষের কাছে বইলা বেড়াইতাছে পনেরো দিন ধইরা নাকি গোসল করিনা 🙂

Address

Narail

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছে ছিল,,, posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইচ্ছে ছিল,,,:

Share