Anju

Anju Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anju, Video Creator, khulna, Narail.

যদিও এ গুলো এখন trend বলে কথা। এটা হতে সব কীছু everything.
25/07/2025

যদিও এ গুলো এখন trend বলে কথা। এটা হতে সব কীছু everything.

একটা শিশুর জন্য পৃথিবীর সব থেকে নিরাপদ হাত হলো তার মায়ের হাত।শিশুর জন্য মায়ের হাত খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু শারীরিক স...
18/07/2025

একটা শিশুর জন্য পৃথিবীর সব থেকে নিরাপদ হাত হলো তার মায়ের হাত।
শিশুর জন্য মায়ের হাত খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু শারীরিক সুরক্ষা নয়, বরং মানসিক নিরাপত্তা এবং বিকাশের জন্যও অপরিহার্য। মায়ের হাতের স্পর্শ, যত্ন এবং সাহচর্য শিশুকে আত্মবিশ্বাসী করে তোলে এবং তার মানসিক ও শারীরিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে।

17/07/2025

বৃষ্টির দিনে খিচুড়ি কেন?👇👇

খিচুড়ি মূলত বাউলদের খাবার। এই ছন্নছাড়া গানপাগল মানুষগুলো পথে-ঘাটে গান করতেন, গ্রামে পাড়ায় পাড়ায় গান করতেন আর তখন দক্ষিণা হিসেবে পেতেন চাল-ডাল। তাই তারা চাল ডাল একত্রে মিলিয়ে খুব দ্রুত ও ঝামেলা মুক্তভাবে রেধে ফেলতেন এবং খেতেন। পরে এই খাবারের নাম হয় খিচুড়ি।

এছাড়া আরেকটি যে লৌকিক কারণ রয়েছে তা হল, গ্রামাঞ্চলে রান্নাঘর ঘরের বাইরে হওয়ায় বৃষ্টি হলেই ভিজে যেত চুলা। তাই সহজেই চাল ডাল ও সবজি মিলিয়ে খুব দ্রুত রান্না করা হত খিচুড়ি। এসব কারণেই বৃষ্টির দিনের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে খিচুড়ি সংস্কার।

গরমের ক্লান্তি দূর করে যে খাবারগরমের ক্লান্তি দূর করে যে খাবার
বৃষ্টির দিনে খিচুরির উপকারিতা👇👇

বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার আরেকটি কারণ বা উপকারিতা হল এর খাদ্যগুণ প্রসঙ্গে। আসলে, চাল-ডাল একসঙ্গে থাকায় এর মধ্যে ফাইবারের পরিমাণ থাকে যথেষ্টই। এদিকে, খিচুড়ি গরম গরম খেতে ভালো লাগে। ঠাণ্ডা খিচুড়ি কেমন যেন, স্বাদ নেই! তাই গরম খিচুড়ি বেশ কিছু রোগ সারিয়ে দিতে পারে। বিশেষ করে গলা ধরার সমস্যা বা ওই জাতীয় কিছু। বৃষ্টির সময় জলবাহিত রোগের প্রকোপ বাড়ে। গরম খিচুড়ি সেইসব রোগের মোকাবিলা করতে পারে বলেও ধারণা বিশেষজ্ঞদের। এই কারণেই খিচুড়িকে পথ্য হিসেবেই দেখা হত এক সময়।

🌧 বৃষ্টির দিনে গ্রামের মানুষদের দুঃখ,🌾বৃষ্টির দিনের শুরুটা যেন আশীর্বাদ হয়, কিন্তু ধীরে ধীরে তা অভিশাপে পরিণত হয় গ্রাম...
15/07/2025

🌧 বৃষ্টির দিনে গ্রামের মানুষদের দুঃখ,🌾

বৃষ্টির দিনের শুরুটা যেন আশীর্বাদ হয়, কিন্তু ধীরে ধীরে তা অভিশাপে পরিণত হয় গ্রামের মানুষের জন্য। কাঁচা রাস্তা বৃষ্টিতে তলিয়ে যায় কাদার নিচে, হাঁটতে গিয়ে পা ডুবে যায়—জুতো খুলে নিতে হয়, অনেকেই পড়ে যায় কাদার মধ্যে।

চাষিদের চোখে তখন চিন্তার ছায়া। “এই তো ধানগুলো বেড়ে উঠছিল, এখন যদি পানি জমে থাকে—সব শেষ,”—এমন দুশ্চিন্তা ঘুরপাক খায় তাদের মনে। অনেকের ঘরচাল টিনের, কোথাও কোথাও ছিদ্র, ভেতরে পানি পড়ে। সেই পানি ঠেকাতে কেউ প্লাস্টিক দিয়ে ঘর ঢাকে, কেউ ছোট বালতিতে ফোঁটা ফোঁটা জল ধরে রাখে।

গ্রামের বৃদ্ধ মানুষটি বলেন, “আগে এমন হইতো না, এখন পানি নামার জায়গা নাই। এই রকম বৃষ্টি হইলেই ঘরে ঢুকে যায় পানি।”

স্কুলগামী ছেলেমেয়েরা কাঁদা মাড়িয়ে স্কুলে যায়। অনেক সময় স্কুলেই পৌঁছাতে পারে না। শিক্ষকদেরও আসতে কষ্ট হয়, আর ক্লাস হয়ে উঠে না। অনেক দিন স্কুল বন্ধ থাকে।

কেউ অসুস্থ হলে চিকিৎসকের কাছে যাওয়া যেন যুদ্ধ। “ভ্যান পামু কোথায়? এই রাস্তায় কে যাবে?”—এমন অসহায় প্রশ্ন ভেসে আসে রোগীর আত্মীয়ের মুখ থেকে।

দিনমজুরদের কথা না বললেই নয়। যেদিন বৃষ্টি, সেদিন তাদের আয় নেই। “ঘরে চাল আছে, কিন্তু তরকারি কিনার পয়সা নাই”—এই হাহাকার আজো শোনা যায় গ্রামের প্রতিটি কোণায়।

--

🌸 সামনের দিকের উজ্জ্বল গোলাপি ফুলগুলি হলো জারবেরা (Gerbera)🔹 বৈশিষ্ট্য:জারবেরা ডেইজি জাতীয় ফুল, বিভিন্ন রঙে পাওয়া যায় যে...
14/07/2025

🌸 সামনের দিকের উজ্জ্বল গোলাপি ফুলগুলি হলো জারবেরা (Gerbera)

🔹 বৈশিষ্ট্য:

জারবেরা ডেইজি জাতীয় ফুল, বিভিন্ন রঙে পাওয়া যায় যেমন—গোলাপি, লাল, হলুদ, কমলা।

ফুলগুলি বড় এবং মাঝখানে গাঢ় রঙের কেন্দ্র থাকে।

এটি মূলত আলংকারিক ফুল হিসেবে বাগান ও ফুলদানিতে ব্যবহৃত হয়।

এই গাছটি হলো মুসেন্ডা (Mussaenda), যা একটি সুন্দর ফুলগাছ এবং সাধারণত পার্ক, বাগান বা রাস্তার ধারে শোভা বর্ধনের জন্য রোপণ...
14/07/2025

এই গাছটি হলো মুসেন্ডা (Mussaenda), যা একটি সুন্দর ফুলগাছ এবং সাধারণত পার্ক, বাগান বা রাস্তার ধারে শোভা বর্ধনের জন্য রোপণ করা হয়।

🔹 বৈশিষ্ট্যসমূহ:

ছবিতে যে বড় গোলাপি অংশগুলি দেখা যাচ্ছে, সেগুলো মূলত ব্র্যাক্ট (bract), অর্থাৎ পরিবর্তিত পাতা।

আসল ফুলটি ছোট, সাধারণত হলুদ বা সাদা রঙের, এই ব্র্যাক্টগুলোর মাঝে থাকে।

পাতাগুলি সবুজ এবং ডিম্বাকার (ovate shape)।

এটি একটি গ্রীষ্মমন্ডলীয় গাছ এবং প্রচুর রোদ ও আর্দ্রতা পছন্দ করে।

10/07/2025

হাইটেম্পার হয়ে যায় মাঝে মাঝে🫡🤣🤣😭

Address

Khulna
Narail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category