Central Admission

Central Admission Dreamer. Doer. Believer. Sharing thoughts, moments, and a journey that never stops. Stay real, stay kind.❤️
For any Enquiry : 01739996661(Whatsapp)

অস্ট্রিয়াতে 🇦🇹 উচ্চশিক্ষার সম্পূর্ণ গাইড 🎓 🎯🟢 ধাপ ১: বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন 1. প্রথমে ঠিক করো তুমি কোন বিষয়ে প...
05/08/2025

অস্ট্রিয়াতে 🇦🇹 উচ্চশিক্ষার সম্পূর্ণ গাইড 🎓 🎯

🟢 ধাপ ১: বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন
1. প্রথমে ঠিক করো তুমি কোন বিষয়ে পড়তে চাও (Bachelor/Master/PhD)।
2. অস্ট্রিয়াতে কিছু বিখ্যাত বিশ্ববিদ্যালয়:
• University of Vienna
• TU Wien (Technical University of Vienna)
• University of Innsbruck
• Johannes Kepler University Linz
• University of Graz
3. ইংরেজি বা জার্মান ভাষায় কোর্স হয় – তুমি যদি ইংরেজিতে পড়তে চাও তবে ইংরেজি টেস্ট (যেমন IELTS) লাগবে।

📌 Study in Austria Official Portal এখানে সব বিশ্ববিদ্যালয়ের লিস্ট ও কোর্স পাবে।



🟢 ধাপ ২: প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility)

🔹 Bachelor এর জন্য:
• HSC পাশ (সাধারণত GPA 4.0+ ভালো হয়)
• ১ বছরের অনার্স পড়া (বেশিরভাগ ক্ষেত্রে অস্ট্রিয়া চায় যে তুমি তোমার দেশে অন্তত ১ বছর ইউনিভার্সিটি পড়ো)
• IELTS স্কোর (সাধারণত 6.0 বা 6.5)

🔹 Master এর জন্য:
• ৪ বছরের Bachelor ডিগ্রি
• IELTS 6.5+
• কিছু কোর্সে GMAT/GRE লাগতে পারে



🟢 ধাপ ৩: IELTS প্রস্তুতি ও টেস্ট
• IELTS: General না দিয়ে Academic Module দিতে হবে।
• Target score: কমপক্ষে 6.0 – 6.5



🟢 ধাপ ৪: বিশ্ববিদ্যালয়ে আবেদন (Application Process)
1. University ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করো
2. নিচের ডকুমেন্টগুলো লাগবে:
• পাসপোর্ট
• SSC, HSC মার্কশিট ও সার্টিফিকেট
• Bachelor’s transcript (Master এর জন্য)
• IELTS সার্টিফিকেট
• Motivation Letter
• Recommendation Letter (Master এর ক্ষেত্রে)
• CV

💡 অনলাইনে অথবা পোস্টাল মাধ্যমে আবেদন করতে হতে পারে।



🟢 ধাপ ৫: Admission Offer পাওয়া
• যদি তুমি নির্বাচিত হও, তাহলে University থেকে Offer Letter বা Admission Letter পাবে।
• এরপর পরবর্তী ধাপে যাবে, সেটা হলো ভিসা।



🟢 ধাপ ৬: অস্ট্রিয়ান স্টুডেন্ট ভিসার জন্য আবেদন (Type D Visa)

🔸 ডকুমেন্টস যা লাগবে:
1. Admission Letter
2. ভিসা আবেদন ফর্ম
3. পাসপোর্ট (কমপক্ষে ৬ মাসের মেয়াদ)
4. Birth Certificate (অনুবাদসহ)
5. Bank Statement – অন্তত ১২,০০০ ইউরো এর সমপরিমাণ টাকা থাকতে হবে (প্রমাণ করতে হবে যে তুমি প্রথম বছরের খরচ চালাতে পারবে)
6. Police Clearance
7. Health Insurance
8. Passport size ছবি
9. Travel Itinerary (Ticket বুকিং)

✅ ভিসা প্রক্রিয়া করতে হয় Austrian Embassy, New Delhi, India থেকে। কারণ বাংলাদেশে Austrian Embassy নেই।



🟢 ধাপ ৭: ভিসা ইন্টারভিউ প্রস্তুতি

ভিসা ইন্টারভিউতে এই প্রশ্নগুলো আসতে পারে:
• কেন অস্ট্রিয়াতে পড়তে চাও?
• কেন এই ইউনিভার্সিটি ও কোর্স?
• ফাইন্যান্স কে স্পন্সর করছে?
• পড়াশোনার পরে তোমার প্ল্যান কী?



🟢 ধাপ ৮: অস্ট্রিয়াতে যাত্রা ও রেজিস্ট্রেশন

✅ ভিসা পাওয়ার পর অস্ট্রিয়াতে গিয়ে:
• City registration করতে হয় (Meldezettel)
• Residence permit নিতে হয়
• Health insurance activate করতে হয়

🇧🇩 টিপস:
1. Blocked Account অস্ট্রিয়াতে বাধ্যতামূলক না, কিন্তু টাকাটা ব্যাঙ্কে প্রমাণ দেখাতে হবে।
2. German language শিখলে ভালো হয়, কারণ এটা জীবনে ও পার্ট-টাইম জবে কাজে আসবে।
3. Scholarship পাওয়া কঠিন, তবে কিছু ক্ষেত্রে পাওয়া যায় (OeAD scholarships, Erasmus+ etc.)



📌 সংক্ষেপে প্রয়োজনীয় জিনিসগুলো:
• IELTS (6.0 বা তার বেশি)
• University তে আবেদন
• Admission Letter
• ব্যাংকে টাকা প্রমাণ
• Health Insurance
• Embassy New Delhi তে ভিসা আবেদন
• Police Clearance & Medical
• Motivation & Recommendation Letter



✅ সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ:
• ভুয়া এজেন্ট থেকে দূরে থাকো।
• নিজে নিজে আবেদন করা যায় – সব ইনফো ওপেনলি University ওয়েবসাইটে দেওয়া থাকে।
• ইউরোপের অন্যান্য দেশ থেকেও কম খরচে ভাল শিক্ষা পাওয়া যায়, তাই তুলনা করো।

💸 খরচের বিবরণ (Estimated Cost for Bangladeshi Students)

টিউশন ফি
€1,500 – €3,000 / বছরে
বসবাস খরচ (ভাড়া, খাবার, transport)
€700 – €1,000 / মাসে
Health Insurance
€60 – €100 / মাসে
ভিসা প্রসেসিং ও অন্যান্য
€300 – €500

If You're Student Don't Forget to Follow Thanks

দেশের বাইরে যাওয়ার স্বপ্ন? IELTS এখন একদম ফ্রি! 🌍✈️সময় নেই? কোচিংয়ে ভর্তি হতে পারছো না? চিন্তা কোরো না!তোমাদের মত ব্যস্ত...
04/08/2025

দেশের বাইরে যাওয়ার স্বপ্ন? IELTS এখন একদম ফ্রি! 🌍✈️

সময় নেই? কোচিংয়ে ভর্তি হতে পারছো না? চিন্তা কোরো না!
তোমাদের মত ব্যস্ত স্টুডেন্টদের কথা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি ৩ মাসের একদম ফ্রি IELTS কোর্স! 🎯

✅ সম্পূর্ণ অনলাইনে
✅ অভিজ্ঞ মেন্টর দিয়ে লাইভ ক্লাস
✅ পড়াশোনার সাথে মিলিয়ে সময় উপযোগী সিলেবাস
✅ একদম বিনামূল্যে!

👉 যারা সত্যিই সিরিয়াসলি দেশের বাইরে পড়তে বা কাজ করতে যেতে চাও, তাদের জন্য এটা গোল্ডেন চান্স!

📌 সীট সংখ্যা সীমিত, তাই দেরি না করে এখনই নিচের লিংকে জয়েন করোঃ
🔗
https://chat.whatsapp.com/HFr9AgnuthuKNQ9VQwI7Ff?mode=ac_t

IELTS শেখা আর কঠিন নয় — এখন প্রস্তুতি শুরু হোক একদম ফ্রি তে! 🔥

WhatsApp Group Invite

৭ কলেজ বা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ( বাস্তবায়ন প্রস্তাবিত) এ ভর্তি পরীক্ষা বিষয়ক যেকোনো সমস্যার সমাান পেতে যোগাযোগ করুন। ...
29/07/2025

৭ কলেজ বা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ( বাস্তবায়ন প্রস্তাবিত) এ ভর্তি পরীক্ষা বিষয়ক যেকোনো সমস্যার সমাান পেতে যোগাযোগ করুন।

Whatsapp : 01739996661 / 01332497161

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
24/06/2023

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

22/02/2023

কাম ব্যাক করাটা মাদ্রিদের একপ্রকার জমিদারি😎

🙂
21/02/2023

🙂

21/02/2023

সুমাইয়া নাকি ফুল দিতে গিয়ে, পায়ে খুব ব্যাথা পেয়েছে।😐
হাটতে পারছে না😔

07/02/2023

এই ভাবেই ভালোবাসবো তোমাকে🥀❤️

2017💞💞Click by: Tousif Sheam
03/08/2022

2017💞💞

Click by: Tousif Sheam

29/07/2022

১৯৭০ সালে জহির রায়হানের কন্ঠে জাতীয় সংগীত💕💕

🥀🥀🥀
29/07/2022

🥀🥀🥀

Address

Narail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Central Admission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share