25/08/2025
এ কেমন নিষ্ঠুরতা, নড়াইল লোহাগড়ায় হতদরিদ্র ভ্যানচালক বিল্লাল শেখের ছেলে সুমন,অসুস্থ বাবার ভ্যান নিয়ে কিশোর সুমন বের হয়ে নিখোঁজের পর লা'শ পাওয়া গেল লোহাগড়ায় কামঠানা খালে।
সামান্য একটা ভ্যানের জন্য এরকম মে'রে ফেলতে হবে! নড়াইলে প্রায় কয়দিন পর পর শোনা যায় অল্প বয়সী ছেলেদের কাছ থেকে ভ্যান ইজিবাইক ছিনিয়ে নিয়ে তাদের হ'ত্যা করে ভ্যান ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। এদের কাছে কি জীবনের কোন মূল্য নেই।
এই সকল চক্রদের নির্মূল করা যায় না.?