Funny Gang Of Village

Funny Gang Of Village Chasing dreams from Narail. Badminton lover�. Free fire fanatic�. Always up for a good game. please like, Follow & sheare my page...love u all frnd

ভাবছিলাম খেলাটা দেখবো তা আর হলো না।   সাব্বির রহমান এত ভালো করার পর ও নিল না তাকে। আর সোহান,নাঈম শেখ কেমন কইরা সুযোগ পাই...
17/08/2025

ভাবছিলাম খেলাটা দেখবো তা আর হলো না। সাব্বির রহমান এত ভালো করার পর ও নিল না তাকে। আর সোহান,নাঈম শেখ কেমন কইরা সুযোগ পাই।
সাব্বির রহমানকে দলে চাই। যে কোনো ভাবে তাকে নেওয়া হক।সাব্বিরকে মূল্য দিচ্ছে না বাংলাদেশের নির্বাচকরা। Binodon vai Log Out Funny Gang Of Village

কে বশি সুন্দর। ইমোজি ও কমেন্ট করে যান।
30/07/2025

কে বশি সুন্দর। ইমোজি ও কমেন্ট করে যান।

30/07/2025

First time metrorail travel.

22/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) .

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন !

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট!

তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন।

কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য।

তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

লেখা- Shafin Rahman

22/07/2025

🕊️ ছোট্ট নাজিয়া আর আমাদের মাঝে নেই…💔

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আজ আল্লাহর হুকুমে সে চিরনিদ্রায় চলে যায়... এক নিষ্পাপ পরীর মতো ছিলো সে। 😢

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হে আল্লাহ, ওকে জান্নাতের ফুল করে নাও।
আর তার পরিবারকে দাও অপার ধৈর্য ও সান্ত্বনা।

সবাই দয়া করে ছোট্ট নাজিয়ার জন্য দোয়া করবেন। 🕊️
#মাইলস্টোন

22/07/2025
22/07/2025

allah hefajot korun oi soto soto bacca .amadr ma bon dar vai dar. allah allah

Old photo🤭
11/07/2025

Old photo🤭

06/07/2025

প্রত্যেকটা মানুষকে মূল্য দিতে শিখুন সে যে স্তরের মানুষ হোক না কেন উঁচু নিচু ধনী গরিব আল্লাহর কাছে এর কোন ভেদাভেদ নাই আমরা কেন তার ভেদাভেদ করব আমরা মানুষ আমরা সকলেই নেক হায়াত নিয়ে ঈমানের সহিতে মৃত্যুবরণ করতে পারি এই কামনা করব আমিন

New
06/07/2025

New

Address

Narail
Narail
7500

Alerts

Be the first to know and let us send you an email when Funny Gang Of Village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Funny Gang Of Village:

Share