Jibon ta khub vlo

Jibon ta khub vlo আমি আমাকে জানতেই চাই খুঁজতে চাই আমার ভিতরে কী গুণ আছে আমি কী কী করতে পারি

17/11/2024

গুরুত্বপূর্ণ কিছু কথা শুনুন কাজে লাগবে। 🧡🧡🧡

05/06/2023

বিয়ে নিয়ে বাচ্চারাও তো ভাবে চিন্তা করা যায় 😄😄

02/06/2023

Our religion never teaches this.
Holi quran

01/06/2023

Page ta follow kore pasay thakon...🙏🙏🙏

30/05/2023

পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন

25/05/2023
ছোট ছোট কাজের নিযত এর জন্য আপনার জীবন বদলে যেতে পারে।
25/05/2023

ছোট ছোট কাজের নিযত এর জন্য আপনার জীবন বদলে যেতে পারে।

21/05/2023

সবসময়ই,,,,,,,,, চোখের দেখা সত্য হয় না .......😄😄😄

04/05/2023

আজকের পরীক্ষা যাদের খারাপ হইছে চিন্তার কোনো দরকার নাই;
কারন, আর্জেন্টিনাও প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ জিতেছিল 🥲

24/03/2023

আজকে রাতে লক্ষ লক্ষ হাফেজে কুরআনের কন্ঠে মুখরিত হবে বাংলার আকাশ বাতাস
আলহামদুলিল্লাহ

23/03/2023

গরু আমাদের দুধ দেয়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আবার গাধা বোঝা বহন করে এটাও সম্পূর্ণ মিথ্যা কথা। কারন গরু কখনো স্বইচ্ছায় আমাদের দুধ দেয় না, আমরা গরুর ইচ্ছার বিরুদ্ধে কেড়ে নেই। আবার গাধাও স্বইচ্ছায় কোন বোঝা বহন করে না, আমরা গাধাকে জোর করে গাধার ইচ্ছার বিরুদ্ধে বোঝা বহন করাই। সেই হিসেব মতো সিংহ কিন্তু দুধ দেয়, আবার সিংহও ওজন বইতে সক্ষম। কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের আওকাতের বাহিরে।

আর এইজন্যই আমাদের এই সমাজে একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়। এই দুটো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে সেটা অপমান করা। কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করবে। সেই সিংহ, যে আজ অবধি মানুষের উপকার করল না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা। আর উপকারী গরু আর গাধা হচ্ছে হাসির বস্তু।

আর তাই আমার কাছে মনে হয় অতিরিক্ত ভালো আর বোকা হওয়ার সমস্যাই এইটা। অতিরিক্ত ভালো আর বোকা মানুষরা কারোর কাছে গুরুত্ব পায় না। অতিরিক্ত ভালো আর বোকা মানুষরা নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকবে, ভালো মনে কারোর ক্রমাগত উপকার করতে থাকবে, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসিমুখে কাউকে ভালোবাসতে থাকবে, তাহলে সেই অতিরিক্ত ভালো আর বোকা মানুষরা তাদের চোখে "গরু" আর "গাধা" ছাড়া আর কিছুই হবে না।

যদি অতিরিক্ত ভালো আর বোকা মানুষরা মনে করে যে, সে একদিন না একদিন হয়তো এইগুলোর মূল্য বুঝবে, তাহলে সেই অতিরিক্ত ভালো আর বোকা মানুষরা সত্যিই গরু অথবা গাধা। কারন আমার মতে কারো কাছে নিজের সঠিক দাম পেতে গেলে এই জীবনে একবার অন্তত সিংহের মতো হতেই হবে।
-সংগ্রহীত

Address

Narail

Alerts

Be the first to know and let us send you an email when Jibon ta khub vlo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jibon ta khub vlo:

Videos

Share