প্রাণের শহর নড়াইল

  • Home
  • প্রাণের শহর নড়াইল

প্রাণের শহর নড়াইল নড়াইল জেলার আয়তন ৯৯০.২৩ বর্গ কিমি।

জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল এর নিয়োগ পরীক্ষা স্থগিত সংক্রান্স নোটিশ - ১৮/০৭আগামী ১৮ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য  ২...
17/07/2025

জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল এর নিয়োগ পরীক্ষা স্থগিত সংক্রান্স নোটিশ - ১৮/০৭
আগামী ১৮ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য

২০তম গ্রেডের অফিস সহায়ক এর ১৮ টি শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত সংক্রান্স বিজ্ঞপ্তি।

📍 ঢাকা মহানগরীর ২ টি ভাগ রয়েছে : ১.পুরান ঢাকা২.নয়া ঢাকা👉 ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠা এক প্রাচীন নগরী। বুড়িগঙ্গা র ন...
17/07/2025

📍 ঢাকা মহানগরীর ২ টি ভাগ রয়েছে :
১.পুরান ঢাকা
২.নয়া ঢাকা

👉 ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠা এক প্রাচীন নগরী। বুড়িগঙ্গা র নিকটের অঞ্চল গুলো হচ্ছে পুরান ঢাকা
দূরের অঞ্চল গুলো নয়া ঢাকা।

বুড়িগঙ্গার নিকটের অঞ্চল গুলোর মধ্যে রয়েছে।
গেন্ডারিয়া, সূত্রাপুর, ওয়ারী,নারিন্দা,কোতওয়ালী, বংশাল, লালবাগ, চকবাজার, হাজারীবাগ,আজিমপুর!

ঢাকার পশ্চিমে রয়েছে
মোহম্মদপুর, ধানমন্ডি, রায়েরবাজার, শাহবাগ,রমনা।

📍 আদি ঢাকা / পুরান ঢাকা য় রয়েছে নানান রকম বৈচিত্র্য। পুরান স্থাপনা, ঐতিহাসিক স্থান, বিখ্যাত ব্যক্তি, বিচিত্রময় পেশা, বাহারী খাবার, নানান রকমের ধর্মীয় আচার - অনুষ্ঠান, নানান জাতি, ধর্ম, বর্ণের মানুষের উৎসব। রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি।

সুলতানী- মুঘল- ব্রিটিশ- পাকিস্তান আমলের বেশ কিছু পুরান স্থাপনা আজও ঠাঁয় দাড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে।

এখানে ইসলাম ধর্মের অনুসারীদের জন্য রয়েছে
বিনত বিবি মসজিদ যা ১৪৫৭ খ্রিষ্টাব্দে নির্মিত।

হিন্দু ধর্মালম্বী দের জাতীয় মন্দির ঢাকেশ্বরী
খ্রিষ্টান ধর্মালম্বী দের ১৭৮১ খ্রিষ্টাব্দে নির্মিত আর্মেনিয়াম চার্চ, ২০৬ বছরের পুরান সেন্ট থমাস চার্চ।

ঢাকায় সুলতানী আমলের ৩ টি স্থাপনার খোঁজ রয়েছে।
১. বিনত বিবির মসজিদ
২.মান্ডা মসজিদ বর্তমান নাম নন্দু ব্যাপারী মসজিদ
৩.নাসাওয়ালা গলির মসজিদ ( গির্দা উর্দু রোডে)

মুঘল আমলের ও বেশ কিছু স্থাপনা রয়েছে। যেমন :
১. লালবাগ কেল্লা
২. কেল্লা শাহী মসজিদ
৩. খান মোহম্মদ মির্ধা মসজিদ
৪. খাজা শাহবাজ মসজিদ
৫. হোসনী দালান
৬. সাত মসজিদ
৭. ধানমন্ডি ঈদগাহ
৮.অজানা সমাধী
৯. বিবিকা রওজা
১০. আম্বর শাহ শাহী মসজিদ
১১. চকবাজার শাহী মসজিদ
১২. বেগম বাজার শাহী মসজিদ
১৩.বড় কাটরা, ছোট কাটরা, ওয়াচ টাওয়ার
১৪. নলগোলা শাহী মসজিদ
১৫.শায়েস্তা খাঁ মসজিদ

মুঘল শাসন আমলে আদি ঢাকা ছিল বেশ গোছানো।
১৬১০ খ্রিষ্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীর ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করেছিলেন।
সুবাহদার ইসলাম খান তাঁর সম্মানে রাজধানীর নামকরণ করেছিলেন #জাহাঙ্গীরনগর ✌️

ব্রিটিশ শাসন আমলের ও বেশ কিছু স্থাপনা এখনও রয়েছে কালের সাক্ষী হয়ে। যেমন :
১. আহসান মঞ্জিল
২.রূপলাল হাউজ
৩. কার্জন হল
৪. কসাইটুলী মসজিদ
৫. তারা মসজিদ
৬. লাল কুঠি
৭. রোজ গার্ডেন
৮. জগন্নাথ কলেজ
৯. মিটফোর্ড হাসপাতাল
১০.ভিক্টোরিয়া পার্ক
১১. মোহসিনীয়া মাদ্রাসা
১২.বলধা গার্ডেন
১৩.শঙ্কনিধি হাউজ
১৪.আর্মানীটোলা হাই স্কুল

এছাড়াও কিছু উল্লেখ যোগ্য স্থান রয়েছে, যেমন:
শক্তি ঔষধালয়, সাধনা ঔষধালয়, নিমতলী দেউরী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা গেট, ঢাকা কলেজ, কলেজিয়েট স্কুল, পোগোস স্কুল, বিউটি বোর্ডিং, আফগান দূর্গ, বর্ধমান হাউজ, রেবতী লজ, মঙ্গলাবাস,
সেন্ট গ্রেগরিজ স্কুল & কলেজ, রাজা রাম মোহন রায় পাঠাগার, গুরু দুয়ারা ননাক শাহী, হাজ্বী বেগ মসজিদ, কাজী বাড়ি এস্টেট, ইউসুফ ক্যাসেল, আব্দুল্লাহ জামে মসজিদ, খ্রিষ্টান কবরস্থান, রমনা কালী মন্দির, লক্ষ্মী ভিলা, ব্রাহ্ম সমাজ, বাঘ বাড়ি, মূসা খা মসজিদ, মরিয়ম বিবি মসজিদ, সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, গোর ই শহীদ মসজিদ, আজিমপুর দায়রা শরীফ, বিবি মরিয়ম কামান, নবাব ছোট্টান হাউজ, দিলকুশা মসজিদ,বড় ভাট মসজিদ, ইত্যাদি।

পুরান ঢাকা 🖤

শত বছর আগে ই ছিল নদী কেন্দ্রীক ব্যবসা বানিজ্যের জমজমাট অঞ্চল। পর্তুগীজ, ওলন্দাজ, ইংরেজ, ফরাসী, সহ পৃথিবীর নানান জাতি এখানে এসেছে ব্যবসা বানিজ্যের আশায় ।

Azim Khan Tuhin 🖊

17/07/2025

যশোরের বাঘারপাড়ায় পানি উত্তোলনের ২টি মটরসহ চোর আটক

বাঘারপাড়াঃ বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামে পানি উত্তোলনের ২টি মটরসহ একজন চোর ধরা পড়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই -২০২৫) সাড়ে ৭ টার সময় যশোর-নড়াইল মহাসড়কের করিমপুর বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনিতে একটি রেজিষ্ট্রেশন বিহীন মটর সাইকেল তুলে দিয়ে একজনকে বসে থাকতে দেখে স্থানীয় লোকজন সন্দেহ করে সাথে থাকা বস্তা খুলে দেখা যায় দেড় হর্স পাওয়ারের ২টি পানি উত্তোলনের মটর। এরপর কিছু উত্তম-মধ্যম দিলে সে চুরির কথা অকপটে বলে দেয়।
ধৃত এ চোরের বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার নাকশী গ্রামে। চোরের নাম জীবন শেখ ও তার পিতার নাম উজ্জ্বল শেখ বলে সে জানায়। জিজ্ঞাসাবাদে সে জানায় তারা এখন নড়াইলের উজিরপুর গ্রামে ভাড়া থাকে। তার পিতা নসিমন চালক বলে সে জানায়। সে আরও জানায় তার নারকেল গাছ থেকে অনেকবার নারকেল চুরি করেছে।

এ মটর কোথায় বিক্রি করবে জানতে চাইলে ধৃত চোর জানায় যে, ধলগ্রাম রাস্তার মোড়ের ভাঙ্গাড়ি ব্যবসায়ী জেকের আলীর নিকট এ মটর ২টি বিক্রি করার জন্য এনেছিল। উল্লেখ্য যে, ইতিপূর্বে জেকের আলীর নিকট হতে থানা পুলুশের মাধ্যমে করিমপুর গ্রামের মোকাদ্দেস আলী স্যালো ম্যাসিন চুরির পর উদ্ধার হয়েছিল বলে স্থানীয় রোস্তম আলী জানান।
দেখা যায়, সকাল ৮টার দিকে তাকে করিমপুর শহীদ জিয়া ক্লাবে আটক রাখা হয়েছে।
১৭/০৭/২০২৫
পোস্ট টি আজকের বাঘারপাড়া পেজ থেকে সংরক্ষণ করা,,

আলহামদুলিল্লাহ 🤲তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতলো বাংলাদেশ।🏆🇧🇩💪
17/07/2025

আলহামদুলিল্লাহ 🤲
তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতলো বাংলাদেশ।🏆🇧🇩💪

লোহাগড়ার বাহিরপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীর নামে একজন খু,,,ন।
16/07/2025

লোহাগড়ার বাহিরপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীর নামে একজন খু,,,ন।

 #আলিফকে_যেভাবে_কিডনাফ_করা_হয়।আলিফ এর মুখ থেকে যেটা শুনেছি এবং যেখানে পাওয়া গিয়েছে ওখানে কিছু স্থানীয় লোক এবং দোকানদা...
16/07/2025

#আলিফকে_যেভাবে_কিডনাফ_করা_হয়।

আলিফ এর মুখ থেকে যেটা শুনেছি এবং যেখানে পাওয়া গিয়েছে ওখানে কিছু স্থানীয় লোক এবং দোকানদারদের মুখের কথা অনুযায়ী বর্ণনা করছি।

ও সকাল ছয়টার দিকে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় । জয়পুর স্কুলগেট এর একটু সামনে একটি লোক ওকে দাঁড় করায় (দেখতে লম্বা ,কালো) ওকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে । এরপর ওই লোক ওকে যা বলছিল ও তাই করছিল (হয়তো শয়তানের নিঃশ্বাস নামক রাসায়নিক প্রয়োগ করেছিল)। ওই লোকের সাথে ও হেঁটে স্টেশন পর্যন্ত যায়, সাইকেল ঠেলে নিয়ে যায়। ওদেরই একজন স্টেশনে ঢোকার মোড়ে দাঁড়িয়ে ছিল যে ওর সাইকেল নিয়ে যায়। লোকটি ওকে নিয়ে লোহাগড়া স্টেশন এ প্রবেশ করে এবং একদম স্টেশনের সামনের দিকে দাঁড়ায় ঠিক ফুট ফুটওভার ব্রিজের নিচে । ওকে জোর করে ট্রেনে তোলার চেষ্টা করে । ও বলছিল চিৎকার করতে চেষ্টা করছে কিন্তু পারছিল না হয়তো রাসায়নিকের প্রভাব। ওকে জোর করে ট্রেনে তোলে কিছুটা বল প্রয়োগ করে ওর হাতে ও পায়ে আঘাতের চিহ্ন আছে তবে সামান্য হয়তো লোকজন বুঝতে পারবে এজন্য বেশি বল প্রয়োগ করতে পারেনি।
ওর কিছুটা চেতনা ফিরে আসে। তখন ট্রেন ভাঙ্গার কিছুটা আগে বা পরে। ও টিটির সাথে কথা বলে এবং জানতে চাই কোন কালো লোককে দেখেছেন কিনা এবং ঘটনা বর্ণনা করার চেষ্টা করে কিন্তু পুরোপুরি চেতনা না থাকায় প্রপারলি বলতে পারে না। লোকটি তখন ওর পাশে ছিল না। পরবর্তীতে ঐ লোককে দেখেনি। হয়তো চেতনা নাশক বেশি রকম কাজ করছিল না এবং ও টিটির সাথে কথা বলেছে এটা দেখে ওরা চলে যায়।
ও কমলাপুর রেলস্টেশনের নামে এবং কিছুক্ষণ প্লাটফর্মে অপেক্ষা করে পরবর্তীতে মেইন গেট দিয়ে না বের হয়ে ও ভুলে পাশ দিয়ে সোজা এগিয়ে যায় এবং ওভার ব্রিজে ওঠে এবং নামে পোস্ট অফিস গলিতে। বাইরে বৃষ্টি থাকায় ওখানে একটি দোকানে অপেক্ষা করে , একটা চা এর দোকানদারকে পুরো ঘটনা বলে এবং উনি ওকে চা এবং কেক খাওয়ায়। পাশেই আরেকটি বিকাশ ,রকেট এগুলোর দোকান ছিল । এই দোকানদারের মাধ্যমেই ও ওর আম্মুর নাম্বারে কল করে এবং জানায় যে এখানে আছে। পরবর্তীতে আমরা খুঁজে পাই আলহামদুলিল্লাহ।
এই প্লাটফর্মে চলার মাঝে অনেক পথচারীকে ও বলেছিল একটি ফোন করতে চাই হয়তো কেউ রিলাই করতে পারে নাই এজন্য কেউ ফোন দিয়ে সাহায্য করেনি। সকাল দশটার দিকে ট্রেন কমলাপুর পৌঁছে এবং ও বাড়িতে ফোন করতে পারে তখন বিকাল তিনটা ৪৫ এর মত বাজে। বাইরে বৃষ্টি হচ্ছিল এবং নতুন

15/07/2025

মর্মান্তিক দুর্ঘটনা
পুরাতন বাস টার্মিনাল নড়াইল

15/07/2025
শুভ জন্মদিন নড়াইলের কৃতি সন্তান, বাংলাদেশ ভলিবল জাতীয় টিমের অধিনায়ক Horosit Biswas  শুভকামনা ও ভালবাসা অবিরাম
15/07/2025

শুভ জন্মদিন নড়াইলের কৃতি সন্তান, বাংলাদেশ ভলিবল জাতীয় টিমের অধিনায়ক Horosit Biswas

শুভকামনা ও ভালবাসা অবিরাম

হাসিবুজ্জামান( আলিফ) আমার ভাগ্নে বয়স 13। ওকে আজ (১৫/০৭/২৫)সকাল ৬টা থেকে পাওয়া যাচ্ছে না ।সকাল ছয়টায় সাইকেল নিয়ে বাস...
15/07/2025

হাসিবুজ্জামান( আলিফ) আমার ভাগ্নে বয়স 13। ওকে আজ (১৫/০৭/২৫)সকাল ৬টা থেকে পাওয়া যাচ্ছে না ।সকাল ছয়টায় সাইকেল নিয়ে বাসা(জয়পুর,লোহাগড়া, নড়াইল) থেকে বেরিয়েছিল প্রাইভেট পড়তে।তারপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না । কেউ দেখলে বা খোঁজ পেলে দয়া করে এই নাম্বারে ০১৯৫০৭২২৩৬৭ /০১৯২৪৮১০৪৭১যোগাযোগ করবেন ।
বাড়ির ঠিকানা: জাহানারা মঞ্জিল, জয়পুর মধ্যপাড়া, লোহাগড়া, নড়াইল।
(সকলের কাছে আবেদন করছি পোস্টটা শেয়ার দিয়ে দিবেন)

15/07/2025

বছরের সেরা বর্ষণ!
নড়াইল শহর.

ট্রাকের সাথে ১৬ ডাউন ট্রেনের দূর্ঘটনা আফিল গেইট, নোয়াপাড়া, যশোর।
14/07/2025

ট্রাকের সাথে ১৬ ডাউন ট্রেনের দূর্ঘটনা
আফিল গেইট, নোয়াপাড়া, যশোর।

Address


Telephone

+8801611960010

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাণের শহর নড়াইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রাণের শহর নড়াইল:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share