Bangla Entertainment 1

Bangla Entertainment 1 অযথা বিরক্ত করবেন না নিজেকে চালাক মনে করবেন না কোন রকম চালাকির চেষ্টাও করবেন না কোনরকম লিংকে ক্লিকের কথা বলবেন না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ
(2)

গ্রামের মানুষের সুখ বড় কিছু নয় — ভোরের ঠান্ডা হাওয়া, ধানের গন্ধ, পুকুরপাড়ে আড্ডা, আর একবেলা একসাথে হাসিখুশি খাওয়া। ছোট ছ...
09/10/2025

গ্রামের মানুষের সুখ বড় কিছু নয় — ভোরের ঠান্ডা হাওয়া, ধানের গন্ধ, পুকুরপাড়ে আড্ডা, আর একবেলা একসাথে হাসিখুশি খাওয়া। ছোট ছোট আনন্দেই ওদের জীবনের আসল শান্তি লুকিয়ে থাকে। 🌿💛

বাংলাদেশের খলনায়ক চরিত্রে যিনি এক যুগের পর যুগ দর্শকের মনে ভয়, শ্রদ্ধা আর ভালোবাসা জাগিয়েছিলেন—তিনি রাজীব। জীবনের শেষ...
04/10/2025

বাংলাদেশের খলনায়ক চরিত্রে যিনি এক যুগের পর যুগ দর্শকের মনে ভয়, শ্রদ্ধা আর ভালোবাসা জাগিয়েছিলেন—তিনি রাজীব। জীবনের শেষ প্রহরে অসুস্থতার কাছে হার মানতে হয়েছিল তিনি। একসময়ের শক্তিশালী চেহারা তখন শুকিয়ে গিয়েছিল, চোখের নিচে ক্লান্তির রেখা, মুখে অবসন্নতা।

আজ তিনি আমাদের মাঝে নেই, তবু আমরা তাকে ভীষণ মিস করি। 💐

একজন মানুষের ইচ্ছার বিরুদ্ধে, রাস্তার মাঝে দাঁড় করিয়ে তার জটলা চুল কেটে দেওয়া—এটা কোনো মানবতা নয়, বরং অপমান।?👉 মানুষটা স...
27/09/2025

একজন মানুষের ইচ্ছার বিরুদ্ধে, রাস্তার মাঝে দাঁড় করিয়ে তার জটলা চুল কেটে দেওয়া—এটা কোনো মানবতা নয়, বরং অপমান।
?
👉 মানুষটা সুস্থ, তার পরিবার আছে, ছেলে–মেয়ে আছে—তাকে "পাগল" সাজিয়ে ভিডিও বানানো আসলে মর্যাদা হরণ ছাড়া কিছু নয়।
👉 সাহায্য মানে কাউকে সম্মান দিয়ে পাশে দাঁড়ানো, অপমান করে লোক দেখানো নয়।

📌 মনে রাখুন—

অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা ভুল।

কারও অনুমতি ছাড়া তার শরীর বা চুলে হাত দেওয়া অন্যায়।

ইসলামেও বলা আছে, কারও সম্মানহানি করা কঠিন গুনাহ।

মানুষের পাশে দাঁড়ানো ভালো কাজ, কিন্তু সেই কাজ যদি সম্মান নষ্ট করে করা হয়—তাহলে সেটা দয়া নয়, বরং প্রদর্শনী।

গ্রামের বাস্তবতা শহরে গিয়ে কিছু লোক সামান্য টাকা রোজগার করে আবার গ্রামে ফিরে আসে।তারাও গ্রামেরই সন্তান, কিন্তু টাকার জো...
27/09/2025

গ্রামের বাস্তবতা
শহরে গিয়ে কিছু লোক সামান্য টাকা রোজগার করে আবার গ্রামে ফিরে আসে।
তারাও গ্রামেরই সন্তান, কিন্তু টাকার জোরে নিজেদের আলাদা কিছু ভাবতে শুরু করে।
খিচুড়ি রান্না করিয়ে খাওয়ায়, বড় বড় প্রতিশ্রুতি দেয়—
আর সেই সুযোগেই সরল-সোজা মানুষদের নানা ফ্যাসাদে জড়িয়ে ফেলে।

শেষ পর্যন্ত ক্ষতিটা হয় গ্রামের মানুষেরই,
যাদের বিশ্বাসকে পুঁজি করে চালানো হয় এইসব খেলা।

অতি বাস্তব কথা।
24/09/2025

অতি বাস্তব কথা।

দেশি হাঁসের মাংস সেই সাদ।
21/09/2025

দেশি হাঁসের মাংস সেই সাদ।

ছোটবেলায় রোদে শুকানো নারকেল চুরি করে খেতাম 😅তারই মাঝে মিঠে চটচটে স্বাদ, আর চোখের দৃষ্টি চারপাশে—যেন কেউ ধরবে না। 🌞🥥আপনা...
18/09/2025

ছোটবেলায় রোদে শুকানো নারকেল চুরি করে খেতাম 😅
তারই মাঝে মিঠে চটচটে স্বাদ, আর চোখের দৃষ্টি চারপাশে—যেন কেউ ধরবে না। 🌞🥥
আপনারা কেমন, কে কে এই মজাটা করেছেন? 👀💛

14/09/2025
13/09/2025

জাকসু নির্বাচনের ভোট গ্রহণের পর প্রায় ৪৬ ঘণ্টা পর ফলাফল ঘোষণা করা হয়।

13/09/2025

ভারতের পূর্বাঞ্চলের রাজ্য মনিপুর অশান্ত হয়ে ওঠার দুই বছরের বেশি সময় পরে রাজ্যটি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

“গরু মাংস ৬.৫০ টাকায় কিনেছি যশোর থেকে।বাংলাদেশের অন্য জেলায় এর দাম কত?”২৩ সেপ্টেম্বর
13/09/2025

“গরু মাংস ৬.৫০ টাকায় কিনেছি যশোর থেকে।
বাংলাদেশের অন্য জেলায় এর দাম কত?”

২৩ সেপ্টেম্বর

13/09/2025

নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফেরানোর চেষ্টা চলছে নেপালে।

Address

Narail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Entertainment 1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share