হুজুর

  • Home
  • হুজুর

হুজুর আমরা ভাল কিছু করার চেষ্টা করছি,
আমাদের সাথেই থাকুন।

নামাজ আপনাকে শক্তিশালী করে তুলবে। কখনোই নামাজ ছেড়ে দিবেন না। 🤎যদি নামাজের পবিত্র অনুভূতি অন্তরে অনুভব না করেন, তবু পড়ুন।...
15/09/2025

নামাজ আপনাকে শক্তিশালী করে তুলবে। কখনোই নামাজ ছেড়ে দিবেন না। 🤎

যদি নামাজের পবিত্র অনুভূতি অন্তরে অনুভব না করেন, তবু পড়ুন।

যদি অলসতা লাগে, তবু পড়ুন।

যদি ইচ্ছে না করে, তবু পড়ুন।

মন যদি অন্য কিছুতে আচ্ছন্ন হয়ে থাকে, তবু পড়ুন।

কারণ, যদি নামাজ ছেড়ে দেন তাহলে আপনি দুর্বল থেকে দুর্বলতর এবং একেবারে দুর্বলতম ব্যক্তিতে পরিণত হলেন। আপনার আর কিছুই নেই, পুরা দেউলিয়া হয়ে গেলেন।

- নোমান আলী খান!🖤

আপনার সালাতকে সুন্দর করার জন্য, সালাতে সজীবতা ফিরিয়ে আনতে পড়ুন — 'নামাজে মন ফেরানো' বইটি। 🤲🤲🤎💔

#সালাত #নামাজ #বই

জীবন যত কঠিনই হোক, আশা কখনো ছেড়ে দেবেন না।কারণ আশা সেই আলো, যা অন্ধকার হৃদয়েও পথ দেখায়।মনে রাখুন—আল্লাহর রহমত সবসময় হতাশ...
15/09/2025

জীবন যত কঠিনই হোক, আশা কখনো ছেড়ে দেবেন না।
কারণ আশা সেই আলো, যা অন্ধকার হৃদয়েও পথ দেখায়।
মনে রাখুন—আল্লাহর রহমত সবসময় হতাশার চেয়ে বড়🤲🖤

13/09/2025

Al-Quran🖤

Sura Fatiha

সাদিক কায়েমের বিজয়ে বুয়েটের সামনে সেজদাবনত চিত্তে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে বুয়েট ছাত্ররা।
10/09/2025

সাদিক কায়েমের বিজয়ে বুয়েটের সামনে সেজদাবনত চিত্তে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে বুয়েট ছাত্ররা।

10/09/2025

এটা হলুদ কার্ড ছিল,
শুধরানোর অনেক সুযোগ আছে।
হয় শুধরাতে হবে, নাহয় এই অবস্থার সাথেই অভ্যস্ত হতে হবে।

আলহামদুলিল্লাহ হিজাব নিয়ে কটাক্ষের শিকার সাবিকুন্নাহার তামান্না ১০ হাজারের বেশি ভোট পেয়ে সদস্য পদে প্রথম।
10/09/2025

আলহামদুলিল্লাহ
হিজাব নিয়ে কটাক্ষের শিকার সাবিকুন্নাহার তামান্না ১০ হাজারের বেশি ভোট পেয়ে সদস্য পদে প্রথম।

তামান্না মেয়েটা প্রেগন্যান্ট ছিল। ডাকসুতে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে দাঁড়িয়েছিল মেয়েটা। একদমই সাদাসিধে, স্টুডেন্টবা...
10/09/2025

তামান্না মেয়েটা প্রেগন্যান্ট ছিল। ডাকসুতে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে দাঁড়িয়েছিল মেয়েটা। একদমই সাদাসিধে, স্টুডেন্টবান্ধব ছিল সে।

প্রেগন্যান্ট অবস্থায় ঢাবিতে আসাটা তার জন্যে কষ্টকর ছিল তাই তার হাসবেন্ডকে পাঠিয়েছিল ভোটের ফলাফল টা জানার জন্যে।

যেহেতু সে ভোটে দাঁড়িয়েছে তাই তার হাসবেন্ডই ক্যাম্পাস থেকে ভোটের সব আপডেট দিচ্ছিল তাকে।

তার হাসবেন্ডও খুশি মনেই ক্যাম্পাসে এসেছিল। বউ নির্বাচনে দাঁড়িয়েছে এতে বউয়ের চেয়ে সে নিজেই বেশি খুশি ছিল।

এমনকি সবাইকে জিজ্ঞেসও করছিল তার বউ কেমন সাড়া পাচ্ছে, কেমন ভোট পাচ্ছে।

কিন্তু বউয়ের জন্যে ক্যাম্পাসে আসাটাই যেন কাল হয়ে দাঁড়াল তার। ছাত্রদলের পোলাপানরা দাঁড়ি টুপি পড়িহিত অবস্থায় তাকে দাঁড়িয়ে থাকতে দেখে শিবির, শিবির বলে স্লোগান দিয়ে হামলে পড়ে তার উপর।

হাসবেন্ড টা বারবার চিৎকার করে বলছিল - ভাই আমি শিবির না, আমার বউটা প্রেগন্যান্ট, ও নির্বাচনে দাঁড়িয়েছে তাই ভোটের খবরটুকু নিতে এসেছি শুধু।

কিন্তু ছাত্রদলের পোলাপানরা কথা শুনে না, এলোপাতাড়ি চড় থাপ্পড় দিতে থাকে, মারতে থাকে।

ওরা মারছিল আর জোরে জোরে বলছিল- তোর দাঁড়ি টুপি আছে, তুই শিবির।

এগুলো বলেই আরও জোরে জোরে মারতে থাকে। যেন শিবির হলেই মারাটা জায়েজ!

এইদিকে প্রেগন্যান্ট শরীরে অসুস্থ অবস্থায় তামান্না বাসায় হাসবেন্ডের খবরের জন্যে অপেক্ষা করছিল, ভোটের আপডেটের জন্যে অপেক্ষা করছিল।

কিন্তু সে জানতোই না ক্যাম্পাসে তার হাসবেন্ডকে কতটা নির্মমভাবে মারধর করা হচ্ছে শুধুমাত্র দাঁড়ি টুপি পড়েছে বলে।

এটা আজকে ছাত্রদলের নেতাদের ক্যাম্পাসের কর্মকান্ড।

নির্বাচনের পুরোটা সময় জুড়ে ওরা ভোট কারচুপির গুজব ছড়িয়েছে, দাঁড়ি- টুপি দেখলেই মারধর করেছে, মোনামী ম্যামকে মা*গী বলে গালি দিয়েছে, ভিসি স্যারের সাথে দুর্ব্যবহার করেছে।

অথচ নির্বাচনের আগে ওরা বলতো আমরা ক্যাম্পাসে স্টুডেন্টদের জন্যে কাজ করব, নিরাপত্তা দিব।

স্ত্রী প্রেগন্যান্ট বলার পরও সামান্য দাঁড়ি, টুপি দেখেই যারা সাধারণ মানুষকে মারতে পারে তারা ক্যাম্পাসে আর কতটুকুই বা নিরাপত্তা দিবে?

প্রকৃতির প্রতিশোধ "আবরার ফাহাদ" ভাই শুনছেন? যেই ট্যাগ দিয়ে আপনাকে 'ওপারে' পাঠিয়েছে 'স'ন্ত্রাসী'রা! আজকে সেই 'শিবির'ই ঢাক...
10/09/2025

প্রকৃতির প্রতিশোধ
"আবরার ফাহাদ" ভাই শুনছেন? যেই ট্যাগ দিয়ে আপনাকে 'ওপারে' পাঠিয়েছে 'স'ন্ত্রাসী'রা! আজকে সেই 'শিবির'ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ভিপি প্রার্থী'তে' জয়ী হয়েছেন! আপনাকে আজকে ভীষণ মিস করছি ভাই!🤍

সাদেক কায়েম #ডাকসু  #নির্বাচন  #সাদিক_কায়েম
09/09/2025

সাদেক কায়েম

#ডাকসু #নির্বাচন #সাদিক_কায়েম

শুভ রাত্রি 🖤
09/09/2025

শুভ রাত্রি 🖤

26/07/2025

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?

স্বামী বাহিরে পরিশ্রম করে সংসারের আয়-রোজগারের ব্যবস্থা করবে। আর স্ত্রী তার উত্তম আয়ের জন্য আমল করবে, দোয়া করবে।সংসারের আ...
30/06/2025

স্বামী বাহিরে পরিশ্রম করে সংসারের আয়-রোজগারের ব্যবস্থা করবে। আর স্ত্রী তার উত্তম আয়ের জন্য আমল করবে, দোয়া করবে।

সংসারের আয়ে অবদান রাখার অর্থ এই নয় যে, স্ত্রীকেই সবসময় বাহিরে গিয়ে চাকরি করে টাকা উপার্জন করতে হবে। ঘরে বসেও নামাজ, উত্তম আমল, দোয়া ও নানা রকম ইবাদত-বন্দেগির মাধ্যমে, মহান রবের কাছে নিবেদন করে, একজন স্ত্রী তার স্বামীর আয়ে বরকত ও সমৃদ্ধি আনতে পারেন। এভাবেও তিনি সংসারের আয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতা করতে পারেন, ইনশাআল্লাহ।

এর জন্য শুধু প্রয়োজন একটি উত্তম মন-মানসিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির!

---
✍🏻 Refayet Hosen

Address


Telephone

+8801311352336

Website

Alerts

Be the first to know and let us send you an email when হুজুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হুজুর:

  • Want your business to be the top-listed Media Company?

Share