
21/07/2025
জীবন তো মাইলস্টোনের শিক্ষার্থীদের মতোই অনিশ্চিত।
সকালটা ছিলো ক্লাস, বন্ধু, লেখাপড়া আর স্বপ্নে ভরা।
দুপুরেই আকাশ থেকে আগুন নেমে এল।
এক মুহূর্তেই বদলে গেলো সব।
এই হচ্ছে জীবন—একদম অনিরাপদ, অপ্রস্তুত, অনিশ্চিত।
তাই তো বারবার মনে পড়ে আল্লাহর এই আয়াত:
"কোন প্রাণই জানে না, সে আগামীকাল কী উপার্জন করবে।
আর কোনো প্রাণই জানে না, সে কোন ভূমিতে মারা যাবে।"
— সূরা লুকমান: ৩৪
আমরা কেউ জানি না, সামনে কী অপেক্ষা করছে।
কাজেই আজকেই ফিরে আসি আল্লাহর দিকে।
আজকেই সিজদায় লুটিয়ে পড়ি।
কারণ কাল বলে কিছু হয়তো আসবেই না।