13/11/2025
আমার আজকের আলোচনার বিষয়
""বাংলাদেশের রাজনৈতিক দলের শ্রেণি বিভাগ""।
বাংলাদেশের রাজনৈতিক দল ২ টি
যথা, ১। আওয়ামী লীগ
২। এন্টি আওয়ামী লীগ
১। আওয়ামী লীগের ভিতর আবার অনেক গ্রুপ আছে, কেউ আছে ভারত প্রেমী, কেউ ভারত বিরোধী, আরো অনেক গ্রুপ আছে সব বললাম না। তবে ব্যক্তিগত স্বার্থে টান পড়লে এক গ্রুপ অন্য গ্রুপকে সানডে, মনডে ক্লোজ করতে ২য় বার ভাবেনা।
২। এন্টি আওয়ামী লীগের ভিতর আছে, বিএনপি, জামায়াত, এনসিপি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি এদের মাঝেও আবার কেমন মিল আছে সেটা আমার চাইতে আপনারই ভালো জানেন। আমি কিছু বলবো না।
বাংলাদেশের রাজনীতি টাই কেমন যেন হিজিবিজি হিজিবিজি লাগে,। এদেশের রাজনীতির যে কতটা প্যাচ আছে আপনি সারাজীবন ধরে গুনে শেষ করতে পারবেনা। রাজনীতি করতে করতে আপনি কখন কোন প্যাচে পড়ে যাবেন আপনি নিজেও জানবেন না। আপনি নিজের দলের প্যাচেও পড়তে পারেন।
তবে আমার কাছে কেন জানি মনেহয় সুস্থ মস্তিষ্কের কোন মানুষ বাংলাদেশের রাজনীতি করতে পারে না। তবে হ্যা আপনি রাজনীতি না করলে আপনার মস্তিষ্ক অসুস্থ করে তারপর আপনাকে রাজনীতিতে আনা হবে। হয় আপনি রাজনীতি করবেন অথবা আপনি মরবেন। বাংলাদেশে বাঁচতে হলে আপনাকে রাজনীতি করতেই হবে Must Be.
শেখ রুবেল বিন নজরুল