Sakib Gaming

Sakib Gaming Hey Bro
Amr page a asar Jonno tmk Thanks ❤️💞

21/09/2025

Kaw Asta chila boilo

21/09/2025

Magic Kmon laglo...??

20/09/2025

1 vs 1 naki 4 vs 4 ..??

20/09/2025

Save Kor ...!!

19/09/2025

Mind it

15/09/2025
♠__BR TOURNAMENT__♠BR King গুলার জন্য সুখবর, যারা BR a ভালো খেলেন বা BR খেলার মত ভালো স্কর্ড আছে ট্রুনামেন্ট খেলতে আগ্রহ...
14/08/2025

♠__BR TOURNAMENT__♠

BR King গুলার জন্য সুখবর, যারা BR a ভালো খেলেন বা BR খেলার মত ভালো স্কর্ড আছে ট্রুনামেন্ট খেলতে আগ্রহী তারা দ্রুত রেজি করেন ♣♣

খেলার রুলস :-
♦ সব প্লেয়ার মোবাইল প্লেয়ার হতে হবে। PC Not Allow.
♦ সবার গেম ID লেভেল ৫০+ হতে হবে।
♦ BR Tournament খেলা টা পয়েন্ট আকারে হবে [ প্রতি ১ কিল = ১ পয়েন্ট এবং যারা ম্যাচ Win করবে তাদের অতিরিক্ত ১৫ পয়েন্ট এবং যারা Top 2 হবে তাদের= ১০ পয়েন্ট এবং যারা Top3 হবে তাদের ৫ পয়েন্ট ] অতিরিক্ত যোগ হবে।
♦ খেলায় মোট ৪টা ম্যাচ হবে ( কালাহারী + পুরগারটী + নেক্সট্রা + বারমুডা ) এই ৪ ম্যাচ শেষে যাদের পয়েন্ট বেশি ( ১ম / ২য় হবে )
♦ ম্যাচের ভেতরে তেমন কোনো রুলস নেই যার যেমন ইচ্ছা খেলতে পারবে তবে ★★ কোনো প্লেয়ার বা টিম যদি টিমআপ করে উভয় টিমের পয়েন্ট ০০ করা হবে ★★
♦ কোনো প্লেয়ার পরিবর্তন করা যাবে না *
♦ টিমের সব প্লেয়ার ম্যাপ ডাউনলোড রাখবেন অন্যথায় কিন্তু ম্যাচে নিবে না সেটার জন্য কতৃপক্ষ দায়ী থাকবে না।
♦ কোনো ম্যাচ রিম্যাচ হবে না এবং খেলে শুরু হবে রাতে ৮:৪০ এর পর এই পেজ Live a ♥♥
♦ কোনো প্লেয়ারের খেলা সন্দেহ জনক মনে হলে তাকে ভিডিও কলে এসে হ্যান্ড ক্যাম সহ আমি আমার ইচ্ছা মত চেক করব সেরকম সক্ষমতা থাকতে হবে।

রেজিষ্টেশন করতে:-
♣ এন্ট্রি ফি ১০০/- (বিকাশ // নগদ )
♣ টিমের নাম
♣ সচল ফোন নাম্বার
♣ টিম মেট (যে ৪/৫ জন খেলবে তাদের গেম ID Scrinshorts

পুরস্কার বিবরনী :-
মোট পুরস্কার ৩টা
১ম = ৫০০/-
২য় = ৩০০/-
৩য় = ২০০/-

মোট স্লট ১২টা,,আগ্রহীদের দ্রুত রেজি : করার অনুরোধ রইল।
বি:দ্র: সব প্লেয়ার ( কালাহারী + নেক্সট্রা + পুরগাটরী ) ম্যাপ ডাউনলোড রাখার অনুরোধ রইলো।

♦♦__BR Tournament Play List__♦♦খেলা আগামীকাল মঙ্গলবার ১২/০৮/২০২৫ তারিখ রাত ৮:৪০ ১ম রাউন্ডের ৩ ম্যাচ হবে এবং ২য় রাউন্ড ১৩...
11/08/2025

♦♦__BR Tournament Play List__♦♦

খেলা আগামীকাল মঙ্গলবার ১২/০৮/২০২৫ তারিখ রাত ৮:৪০ ১ম রাউন্ডের ৩ ম্যাচ হবে এবং ২য় রাউন্ড ১৩/০৮/২০২৫ তারিখ বুধবার রাত ৮:৪০ শুরু হবে,,, ম্যাচ হবে ৩টা ( কালাহারী + পুরগাটরী + বারমুডা ) দয়া করে সবাই ম্যাপ ডাউনলোড করে রাখবেন এবং প্লেয়ার রেডি রাখবেন। ম্যাপ ডাউনলোড না থাকলে ম্যাচে ডুকাবে না,, কোনো টিমের প্লেয়ার ম্যাচে না ডুকালে তার জন্য : ( রিম্যাচ।) হবে না।
টিম লিষ্ট:-
♣ Jibon's Squad ( স্লট নং : ০১ )
♣ Rajbari Mad Squad. ( স্লট নং : ০২ )
♣ LG TOPER ( স্লট নং : ০৩ )
♣ NARAIL GANG ( স্লট নং: ০৪ )
♣ LiGht Hell Gopalgonj ( স্লট নং: ০৫ )
♣ REASON TOP 1 (স্লট নং: ০৬)
♣ FWX E-Sports ( স্লট নং: ০৭)
♣ Ext War ( স্লট নং : ০৮ )
♣ Rajsahi King ( স্লট নং : ০৯ )
♣ NW E-Sports ( স্লট নং: ১০ )
♣ FF 9X ( স্লট নং: ১১ )
♣ NG LEADER ( স্লট নং ১২ )

সবাই নির্ধারীত স্লটে স্ব স্ব টিমের প্লেয়ার নিয়ে যথা সময়ে হাজির হবেন এবং সবাই ম্যাপ ডাউনলোড রাখবেন এবং সকলের কাছে অনুরোধ কোনো অবৈধ পথ অবলম্বন করবেন না। শান্তিপূর্ণ ভাবে খেলা শেষ করবেন ♥♥

Karo team ar nam bad p***a naki dakho 🎮
10/08/2025

Karo team ar nam bad p***a naki dakho 🎮

06/08/2025

Congratulations Team Gopalgonj 🥰🥰

♦___  BR Tournament ___♦আপনি যদি একজন টুনামেন্ট প্লেয়ার হয়ে থাকেন তাহলে এই পোষ্টটা আপনার জন্য, যারা ট্রুনামেন্ট খেলতে আগ...
06/08/2025

♦___ BR Tournament ___♦
আপনি যদি একজন টুনামেন্ট প্লেয়ার হয়ে থাকেন তাহলে এই পোষ্টটা আপনার জন্য, যারা ট্রুনামেন্ট খেলতে আগ্রহী তারা - দয়া করে ভালো করে সবটা পড়ে তারপর রেজিঃ করবেন।

খেলার নিয়ম:-
★ স্কর্ডের সবাই মোবাইল প্লেয়ার হতে হবে।
★ সব প্লেয়ারের গেম ID লেভেল ৫০+ হতে হবে।
★ BR Tournament পয়েন্ট হিসাবে খেলা হবে ( স্কর্ডের প্রতি ১কিল = ১ পয়েন্ট এবং ম্যাচ BOOYAH করলে অতিরিক্ত ৫ পয়েন্ট যোগ হবে top2 করলে ২পয়েন্ট যোগ হবে।

★ মোট ৩টা রাউন্ডে খেলা হবে,, ( ১ম, ২য়, চুড়ান্ত ( Final ) ।

★ ১ম রাউন্ডে ২৪ টিম সবাই ২টা করে ম্যাচ পাবে এবং ১ম রাউন্ড শেষে যে টিম গুলার গিল/পয়েন্ট সব থেকে কম থাকে তারা বাদ পড়বে। এবং বাকি টিম গুলা ২য় রাউন্ডের জন্য সিলেক্ট হবে।

★ ২য় রাউন্ডেও ১ম রাউন্ডের ন্যায় ২টা করে ম্যাচ হবে এবং পয়েন্ট হিসাবে যাদের কম থাকবে তারা বাদ পড়বে।

★ BR TOURNAMENT ম্যাচের ভেতরের কোনো রুলস নেই যার যেমন ইচ্ছা সে তেমন খেলবে ( রিভাবই + গ্রেনেড + ছাদে ওঠা + সহ যার যেমন সুবিধা তেমন খেলবে )

★ টিমের মোট ৫জনের বাইরে কোনো প্লেয়ার চেন্জ করা যাবে না। টুনামেন্ট থেকে বাদ পড়া প্লেয়ার অন্য টিমে খেলতে পারবে।

★ সকল প্লেয়ার কে গেম রেকডিং সেভ করার অনুরোধ রইল। কোথাও কোনো সমম্যা হলে যেন রেকডিং দিতে পারে এবং সমাধান করতে সুবিধা হয়।

★ কোনো প্লেয়ারের খেলা সন্দেহ জনক মনে হলে তাকে আমার যেভাবে ইচ্ছা চেক করব,, সেরকম সক্ষমতা থাকতে হবে,,, সব ঠিক না পেলে টিম XX

রেজি: রুলস :-

★ এন্ট্রি ফি ৫০/- ( বিকাশ / নগদ )
★ টিমের নাম।
★ যোগাযোগের একটা সচল ফোন নাম্বার
★ টিমমেটদের গেম ID ScrinShorts ( ৪/৫ জন )

পুরস্কার বিবরনী :-
মোট পুরস্কার ৪টা
# ১ম পুরস্কার ৫০০/-
# ২য় পুরস্কার ৩০০/-
# ৩য় পুরস্কার ১০০/-
# বেষ্ট প্লেয়ার ( যে বেশি কিল করবে ) ১০০/-

যাদের টুনামেন্ট খেলার মত ভালো স্কর্ড আছে বা টৃনামেন্ট খেলতে আগ্রহী তারা দ্রুত রেজি: করেন। ♥♥

Address

Narail

Telephone

+8801820571216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakib Gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakib Gaming:

Share