06/08/2025
♦___ BR Tournament ___♦
আপনি যদি একজন টুনামেন্ট প্লেয়ার হয়ে থাকেন তাহলে এই পোষ্টটা আপনার জন্য, যারা ট্রুনামেন্ট খেলতে আগ্রহী তারা - দয়া করে ভালো করে সবটা পড়ে তারপর রেজিঃ করবেন।
খেলার নিয়ম:-
★ স্কর্ডের সবাই মোবাইল প্লেয়ার হতে হবে।
★ সব প্লেয়ারের গেম ID লেভেল ৫০+ হতে হবে।
★ BR Tournament পয়েন্ট হিসাবে খেলা হবে ( স্কর্ডের প্রতি ১কিল = ১ পয়েন্ট এবং ম্যাচ BOOYAH করলে অতিরিক্ত ৫ পয়েন্ট যোগ হবে top2 করলে ২পয়েন্ট যোগ হবে।
★ মোট ৩টা রাউন্ডে খেলা হবে,, ( ১ম, ২য়, চুড়ান্ত ( Final ) ।
★ ১ম রাউন্ডে ২৪ টিম সবাই ২টা করে ম্যাচ পাবে এবং ১ম রাউন্ড শেষে যে টিম গুলার গিল/পয়েন্ট সব থেকে কম থাকে তারা বাদ পড়বে। এবং বাকি টিম গুলা ২য় রাউন্ডের জন্য সিলেক্ট হবে।
★ ২য় রাউন্ডেও ১ম রাউন্ডের ন্যায় ২টা করে ম্যাচ হবে এবং পয়েন্ট হিসাবে যাদের কম থাকবে তারা বাদ পড়বে।
★ BR TOURNAMENT ম্যাচের ভেতরের কোনো রুলস নেই যার যেমন ইচ্ছা সে তেমন খেলবে ( রিভাবই + গ্রেনেড + ছাদে ওঠা + সহ যার যেমন সুবিধা তেমন খেলবে )
★ টিমের মোট ৫জনের বাইরে কোনো প্লেয়ার চেন্জ করা যাবে না। টুনামেন্ট থেকে বাদ পড়া প্লেয়ার অন্য টিমে খেলতে পারবে।
★ সকল প্লেয়ার কে গেম রেকডিং সেভ করার অনুরোধ রইল। কোথাও কোনো সমম্যা হলে যেন রেকডিং দিতে পারে এবং সমাধান করতে সুবিধা হয়।
★ কোনো প্লেয়ারের খেলা সন্দেহ জনক মনে হলে তাকে আমার যেভাবে ইচ্ছা চেক করব,, সেরকম সক্ষমতা থাকতে হবে,,, সব ঠিক না পেলে টিম XX
রেজি: রুলস :-
★ এন্ট্রি ফি ৫০/- ( বিকাশ / নগদ )
★ টিমের নাম।
★ যোগাযোগের একটা সচল ফোন নাম্বার
★ টিমমেটদের গেম ID ScrinShorts ( ৪/৫ জন )
পুরস্কার বিবরনী :-
মোট পুরস্কার ৪টা
# ১ম পুরস্কার ৫০০/-
# ২য় পুরস্কার ৩০০/-
# ৩য় পুরস্কার ১০০/-
# বেষ্ট প্লেয়ার ( যে বেশি কিল করবে ) ১০০/-
যাদের টুনামেন্ট খেলার মত ভালো স্কর্ড আছে বা টৃনামেন্ট খেলতে আগ্রহী তারা দ্রুত রেজি: করেন। ♥♥