06/09/2025
আজকের আলোচনা খুব দরকারী।।অনেকের এটা জানার প্রয়োজন পড়ে যে সোনালী ই-ওয়ালেট ও ইন্টারনেট ব্যাংকিং এ একবারে সর্বোচ্চ কত লেনদেন করা যায় আর একদিনেই বা কত লেনদেন করা যায়।।চলুন জেনে নেই সেই চার্ট ---
✅ব্যক্তি হিসাবের ক্ষেত্রে ই-ওয়ালেট/ ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে লেনেদেন লিমিট---
🟢এক হিসাব হতে অন্য হিসাবে টাকা ট্রান্সফারে দৈনিক সর্বোচ্চ ১০ লক্ষ টাকা,একক লেনদেন সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকা।।
🟢ওয়ালেট থেকে ওয়ালেট ট্রান্সফার দৈনিক সর্বোচ্চ ৫ লক্ষ টাকা,একক লেনদেন সর্বনিম্ন ২০ টাকা সর্বোচ্চ ১ লক্ষ টাকা।।
🟢BEFTN করা যাবে দৈনিক সর্বোচ্চ ১০ লক্ষ টাকা,একক লেনদেন সর্বনিম্ন ১০০ টাকা আর সর্বোচ্চ ৩ লক্ষ টাকা।
🟢IBFT/NPSB একদিনে সর্বোচ্চ লেনদেন করা যাবে ১০ লক্ষ।।একক লেনদেন সর্বনিম্ন ২০ টাকা সর্বোচ্চ ৩ লক্ষ টাকা।।
🟢RTGS দৈনিক ১০ লক্ষ টাকা।একক লেনদেন সর্বনিম্ন ১ লক্ষ টাকা সর্বোচ্চ ৩ লক্ষ টাকা।
🟢IDTP/Binimoy দৈনিক সর্বোচ্চ ১০লক্ষ টাকা।।একক লেনদেন সর্বোচ্চ ৩ লক্ষ আর সর্বনিম্ন ২০ টাকা।।
🟢শাখা থেকে QR কোডের মাধ্যমে টাকা উত্তোলন দৈনিক সর্বোচ্চ ৫ লক্ষ টাকা।।একক লেনদেন সর্বনিম্ন ৫০০ টাকা সর্বোচ্চ ১ লক্ষ টাকা।
🟢MFS( bkash,Nagad,Rocket etc) দৈনিক সর্বোচ্চ লেনদেন সীমা ৩০০০০ টাকা।।একক লেনদেন সর্বোচ্চ ২০০০০ টাকা সর্বনিম্ন ৫০ টাকা।
🟢ATM থেকে দৈনিক সর্বোচ্চ ১ লক্ষ টাকা।।একক লেনদেন সর্বনিম্ন ৫০০ টাকা সর্বোচ্চ ২০০০০ টাকা।।তবে অনেক সময় যে বুথ ব্যবহার করে টাকা তোলা হয় তাদের একক লেনদেন সর্বোচ্চ কত প্রদান করে তার উপর নির্ভর করে।।
🟢সরকারী ভ্যাট/ট্যাক্স কিংবা বিভিন্ন বিল পেমেন্টে আপনি যে কোন পরিমান লেনদেন করতে পারবেন।।
✅প্রাতিষ্ঠানিক হিসাবের লেনদেন সীমা--
✅প্রাতিষ্ঠানিক হিসাবের ক্ষেত্রে ই-ওয়ালেট/ ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে লেনেদেন লিমিট
🟢এক হিসাব হতে অন্য হিসাবে টাকা ট্রান্সফারে দৈনিক সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা,একক লেনদেন সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ৫ লক্ষ টাকা।।
🟢ওয়ালেট থেকে ওয়ালেট ট্রান্সফার দৈনিক সর্বোচ্চ ১০ লক্ষ টাকা,একক লেনদেন সর্বনিম্ন ২০ টাকা সর্বোচ্চ ২ লক্ষ টাকা।।
🟢BEFTN করা যাবে দৈনিক সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা,একক লেনদেন সর্বনিম্ন ১০০ টাকা আর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা।
🟢IBFT/NPSB একদিনে সর্বোচ্চ লেনদেন করা যাবে ২৫ লক্ষ।।একক লেনদেন সর্বনিম্ন ২০ টাকা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা।।
🟢RTGS দৈনিক ২৫ লক্ষ টাকা।একক লেনদেন সর্বনিম্ন ১ লক্ষ টাকা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা।
🟢IDTP/Binimoy দৈনিক সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা।।একক লেনদেন সর্বোচ্চ ৫ লক্ষ আর সর্বনিম্ন ২০ টাকা।।
✅প্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্যালারি ডিসবার্সমেন্ট,ভ্যাট/ট্যাক্স বা কোন বিল পেমেন্টে লেনদেনের কোন সীমা নেই।।
আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে।।প্রয়োজনে খুঁজে পেতে টাইমলাইনে রেখে দিতে পারেন