সোনালী ব্যাংক ও সঞ্চয়পত্র সেবা

  • Home
  • Bangladesh
  • Narail
  • সোনালী ব্যাংক ও সঞ্চয়পত্র সেবা

সোনালী ব্যাংক ও সঞ্চয়পত্র সেবা হ য ব র ল সোনালী ব্যাংক ও সঞ্চয়পত্র নিয়ে নিয়মিত পোস্ট পাবেন।

19/09/2025
আর্থিক খাতে অনিয়ম, সরকার পরিবর্তন, ছাত্র-জনতার অভ্যুত্থানসহ নানান ঘটনার মধ্যেও রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সোন...
16/09/2025

আর্থিক খাতে অনিয়ম, সরকার পরিবর্তন, ছাত্র-জনতার অভ্যুত্থানসহ নানান ঘটনার মধ্যেও রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক পিএলসি গ্রাহকের আস্থা ধরে রেখেছে। রেকর্ড মুনাফা অর্জন, সর্বাধুনিক গ্রাহকসেবা প্রদানসহ সোনালী ব্যাংক এগিয়ে চলছে। সোনালী ব্যাংকসহ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর সার্বিক অবস্থা নিয়ে আজকের প্রথম আলো’র প্রতিবেদন…

আজকের আলোচনা খুব দরকারী।।অনেকের এটা জানার প্রয়োজন পড়ে যে সোনালী ই-ওয়ালেট ও ইন্টারনেট ব্যাংকিং এ একবারে সর্বোচ্চ কত লেনদে...
06/09/2025

আজকের আলোচনা খুব দরকারী।।অনেকের এটা জানার প্রয়োজন পড়ে যে সোনালী ই-ওয়ালেট ও ইন্টারনেট ব্যাংকিং এ একবারে সর্বোচ্চ কত লেনদেন করা যায় আর একদিনেই বা কত লেনদেন করা যায়।।চলুন জেনে নেই সেই চার্ট ---

✅ব্যক্তি হিসাবের ক্ষেত্রে ই-ওয়ালেট/ ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে লেনেদেন লিমিট---
🟢এক হিসাব হতে অন্য হিসাবে টাকা ট্রান্সফারে দৈনিক সর্বোচ্চ ১০ লক্ষ টাকা,একক লেনদেন সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকা।।
🟢ওয়ালেট থেকে ওয়ালেট ট্রান্সফার দৈনিক সর্বোচ্চ ৫ লক্ষ টাকা,একক লেনদেন সর্বনিম্ন ২০ টাকা সর্বোচ্চ ১ লক্ষ টাকা।।
🟢BEFTN করা যাবে দৈনিক সর্বোচ্চ ১০ লক্ষ টাকা,একক লেনদেন সর্বনিম্ন ১০০ টাকা আর সর্বোচ্চ ৩ লক্ষ টাকা।
🟢IBFT/NPSB একদিনে সর্বোচ্চ লেনদেন করা যাবে ১০ লক্ষ।।একক লেনদেন সর্বনিম্ন ২০ টাকা সর্বোচ্চ ৩ লক্ষ টাকা।।
🟢RTGS দৈনিক ১০ লক্ষ টাকা।একক লেনদেন সর্বনিম্ন ১ লক্ষ টাকা সর্বোচ্চ ৩ লক্ষ টাকা।
🟢IDTP/Binimoy দৈনিক সর্বোচ্চ ১০লক্ষ টাকা।।একক লেনদেন সর্বোচ্চ ৩ লক্ষ আর সর্বনিম্ন ২০ টাকা।।
🟢শাখা থেকে QR কোডের মাধ্যমে টাকা উত্তোলন দৈনিক সর্বোচ্চ ৫ লক্ষ টাকা।।একক লেনদেন সর্বনিম্ন ৫০০ টাকা সর্বোচ্চ ১ লক্ষ টাকা।
🟢MFS( bkash,Nagad,Rocket etc) দৈনিক সর্বোচ্চ লেনদেন সীমা ৩০০০০ টাকা।।একক লেনদেন সর্বোচ্চ ২০০০০ টাকা সর্বনিম্ন ৫০ টাকা।
🟢ATM থেকে দৈনিক সর্বোচ্চ ১ লক্ষ টাকা।।একক লেনদেন সর্বনিম্ন ৫০০ টাকা সর্বোচ্চ ২০০০০ টাকা।।তবে অনেক সময় যে বুথ ব্যবহার করে টাকা তোলা হয় তাদের একক লেনদেন সর্বোচ্চ কত প্রদান করে তার উপর নির্ভর করে।।
🟢সরকারী ভ্যাট/ট্যাক্স কিংবা বিভিন্ন বিল পেমেন্টে আপনি যে কোন পরিমান লেনদেন করতে পারবেন।।

✅প্রাতিষ্ঠানিক হিসাবের লেনদেন সীমা--

✅প্রাতিষ্ঠানিক হিসাবের ক্ষেত্রে ই-ওয়ালেট/ ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে লেনেদেন লিমিট
🟢এক হিসাব হতে অন্য হিসাবে টাকা ট্রান্সফারে দৈনিক সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা,একক লেনদেন সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ৫ লক্ষ টাকা।।
🟢ওয়ালেট থেকে ওয়ালেট ট্রান্সফার দৈনিক সর্বোচ্চ ১০ লক্ষ টাকা,একক লেনদেন সর্বনিম্ন ২০ টাকা সর্বোচ্চ ২ লক্ষ টাকা।।
🟢BEFTN করা যাবে দৈনিক সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা,একক লেনদেন সর্বনিম্ন ১০০ টাকা আর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা।
🟢IBFT/NPSB একদিনে সর্বোচ্চ লেনদেন করা যাবে ২৫ লক্ষ।।একক লেনদেন সর্বনিম্ন ২০ টাকা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা।।
🟢RTGS দৈনিক ২৫ লক্ষ টাকা।একক লেনদেন সর্বনিম্ন ১ লক্ষ টাকা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা।
🟢IDTP/Binimoy দৈনিক সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা।।একক লেনদেন সর্বোচ্চ ৫ লক্ষ আর সর্বনিম্ন ২০ টাকা।।

✅প্রতিষ্ঠানের ক্ষেত্রেও স্যালারি ডিসবার্সমেন্ট,ভ্যাট/ট্যাক্স বা কোন বিল পেমেন্টে লেনদেনের কোন সীমা নেই।।

আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে।।প্রয়োজনে খুঁজে পেতে টাইমলাইনে রেখে দিতে পারেন





আজকে সোনালী ব্যাংকের এমন একটি হিসাব নিয়ে কথা বলবো যেখানে আপনি সঞ্চয়ী হিসাবের মত টাকা জমা ও উত্তোলন করতে পারবেন কিন্তু মু...
05/09/2025

আজকে সোনালী ব্যাংকের এমন একটি হিসাব নিয়ে কথা বলবো যেখানে আপনি সঞ্চয়ী হিসাবের মত টাকা জমা ও উত্তোলন করতে পারবেন কিন্তু মুনাফার হার সঞ্চয়ী হিসাবের দ্বিগুন।।

✅আজকের আলোচনা সোনালী ব্যাংক ডেইলি প্রফিট হিসাব সংক্ষেপে SBDP।।ডেইলি প্রফিট নাম হলেও এর মুনাফা প্রতিদিন হিসাব করা হবে ঠিকই কিন্তু হিসাবে যোগ হবে ৬(ছয়) মাস অন্তর

✅মুনাফা হার ৫%।দৈনিক স্থিতির উপর সুদ/মুনাফা হিসাবায়ন হবে।।

✅মুনাফা পাবার ক্ষেত্রে হিসাবের সর্বনিম্ন স্থিতি রাখতে হবে ২০০০০/-।যদি কখনো ২০০০০/- এর নিচে স্থিতি আসে সেই মাসে কোনো মুনাফা/ সুদ প্রদান করা হবে না।।

✅২০০০০/- স্থিতি রাখা সাপেক্ষে আপনি যে কোনো পরিমান জমা / উত্তোলন করতে পারবেন।।চেকবই ও পাবেন,ই-ওয়ালেট সুবিধাও পাবেন।।তবে প্রতিষ্ঠান এর নামে এই হিসাব খোলা যাবে না।।যৌথ নামে এই হিসাব খোলা যাবে।।

সঞ্চয়ী হিসাবের বিকল্প হিসাবে আপনি কিন্তু এই হিসাবকে বিবেচনা করতে পারেন।

নুরুল হক নুর ভাইর সর্বশেষ আপডেট: ১. আঘাতের কারণে মাথার হাড় ভেংগে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। ২. নাকের হাড় ভেংগে গেছে।৩. ...
30/08/2025

নুরুল হক নুর ভাইর সর্বশেষ আপডেট:
১. আঘাতের কারণে মাথার হাড় ভেংগে মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে।
২. নাকের হাড় ভেংগে গেছে।
৩. এক চোখের ক্ষতি হয়েছে।
৪. চোয়ালের হাড় ভেংগেছে।

তবে উনি আলহামদুলিল্লাহ স্ট্যাবল আছেন...তবে অবস্থা যেকোনো মুহুর্তে সংকটাপন্ন হওয়ার শংকা আছে।
উন্নত চিকিৎসার জন্যে...নিউরোসার্জন, ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, এ্যানেসথেসিয়া, নাক কান গলা, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ এর সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

_____এডমিন_প্যানেল

30/08/2025

Address

Narail

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোনালী ব্যাংক ও সঞ্চয়পত্র সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share