নড়াইল জেলা - Narail Zila

নড়াইল জেলা - Narail Zila Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নড়াইল জেলা - Narail Zila, Video Creator, Narail.

নড়াইল জেলা (খুলনা বিভাগ) আয়তন: ৯৯০.২৩ বর্গ কিমি। অবস্থান: ২৩°০২´ থেকে ২৩°১৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২৩´ থেকে ৮৯°৪৮´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে মাগুরা জেলা, দক্ষিণে খুলনা ও বাগেরহাট জেলা, পূর্বে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা, পশ্চিমে যশোর জেলা।

জনসংখ্যা ৬৯৮৪৪৭; পুরুষ ৩৫৩২০১, মহিলা ৩৪৫২৪৬। মুসলিম ৫৪৯৭০২, হিন্দু ১৪৮৩৩৯, বৌদ্ধ ১৮৬, খ্রিস্টান ২১ এবং অন্যান্য ১৯৯।

জলাশয় প্রধান নদী: মধুমতি, চিত্রা, ন

বগঙ্গা, ভৈরব, কাজলা।

প্রশাসন ১৯৮৪ সালে নড়াইল জেলা গঠিত হয়। জেলার তিনটি উপজেলার মধ্যে নড়াইল সদর উপজেলা সর্ববৃহৎ (৩৮১.৭৬ বর্গ কিমি)। জেলার সবচেয়ে ছোট উপজেলা লোহাগড়া (২৯০.৮৩ বর্গ কিমি)। জেলা শহর চিত্রা নদীর তীরে অবস্থিত।

শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৮.৫৬%; পুরুষ ৫২.৩৮%, মহিলা ৪৪.৬৯%। কলেজ ২২, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ১, কৃষি ও কারিগরি কলেজ ১, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ১, মাধ্যমিক বিদ্যালয় ১১৫, প্রাথমিক বিদ্যালয় ৪৫৮, স্যাটেলাইট স্কুল ২০, কমিউনিটি বিদ্যালয় ৭, এতিমখানা ৭৩, অন্ধস্কুল ১, কিন্ডার গার্টেন ১, মাদ্রাসা ১৯০। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ (১৮৮৬), লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় (১৮৮৯), লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়, মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজ, নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল (১৮৫৭), ইতনা হাই স্কুল এন্ড কলেজ (১৯০০), কালিয়া শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ (১৯৭২), নড়াইল বালক উচ্চ বিদ্যালয় (১৮৫৪), ভি.সি উচ্চ বিদ্যালয় (১৮৫৭), কালিয়া পাইলট উচ্চ বিদ্যালয় (১৮৬৫), ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (১৯০০), নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় (১৯০৩), লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় (১৯০৬), মালিয়াট মাধ্যমিক বিদ্যালয় (১৯০৬), কালিয়া পি.এস পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯১১), দি পাটনা একাডেমী (১৯১২), হবখালী হামিদুননেছা মাধ্যমিক বিদ্যালয় (১৯১৬), নলদী বি. এস. এস উচ্চ বিদ্যালয় (১৯১৬), কাশিপুর এ.সি উচ্চ বিদ্যালয় (১৯১৬), কে.ডি.আর.কে মাধ্যমিক বিদ্যালয় (১৯২০), সিঙ্গাশোলপুর কে.পি মাধ্যমিক বিদ্যালয় (১৯২১), সিঙ্গিয়া-হাটবালপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯২১), পার্বতী বিদ্যাপিঠ (১৯২৩), ইতনা মাধ্যমিক বিদ্যালয় (১৯৩০) বাড়ৈপাড়া প্রাথমিক বিদ্যালয় (১৮৫০), বাবরা প্রাথমিক বিদ্যালয় (১৮৯৫), শাহবাদ মজিদিয়া আলীয়া মাদ্রাসা (১৯৫০)।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬২.০৮%, অকৃষি শ্রমিক ২.৫১%, শিল্প ১.৪৮%, ব্যবসা ১৩.২০%, পরিবহণ ও যোগাযোগ ৩.৪৭%, চাকরি ৯.৮৭%, নির্মাণ ১.০০%, ধর্মীয় সেবা ০.২০%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৮৬% এবং অন্যান্য ৫.৩৪%।

তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; নড়াইল জেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭; নড়াইল জেলার উপজেলাসমূহের সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।

যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত অনেক।এই বাসে নড়াইলের অনেক যাত্রী আছে। আল্লাহ সবাইকে হেফাজত কর...
24/05/2025

যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুরে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত অনেক।

এই বাসে নড়াইলের অনেক যাত্রী আছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন।

কাইফা হালুকা ইয়া নড়াইলবাসী!!গরমে মাথা ঠাণ্ডা রাখো, খুনোখুনি কম করো!!🐪🐪
10/05/2025

কাইফা হালুকা ইয়া নড়াইলবাসী!!
গরমে মাথা ঠাণ্ডা রাখো, খুনোখুনি কম করো!!
🐪🐪

10/05/2025

অবস্থা দেখেন।

08/05/2025

নড়াইল লোহাগড়ার করফা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই ও ভাতিজাদের হামলায় খুন হলেন চাচা টোকন মীর!
মহিলাসহ আহত ৩ জন।

নড়াইল লোহাগড়ার করফা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই ও ভাতিজাদের হামলায় খুন হলেন চাচা টোকন মীর! মহিলাসহ আহত ৩ জন। বি...
08/05/2025

নড়াইল লোহাগড়ার করফা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই ও ভাতিজাদের হামলায় খুন হলেন চাচা টোকন মীর! মহিলাসহ আহত ৩ জন।

বিস্তা‌রিত আস‌ছে....

30/04/2025

নড়াইল শহরের বউ বাজার এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে।

30/04/2025

লোহাগড়া, কালিয়াতে
প্রায় প্রতি সপ্তাহে ১টা করে মার্ডার হচ্ছে!
কারণ কী?

Address

Narail

Alerts

Be the first to know and let us send you an email when নড়াইল জেলা - Narail Zila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নড়াইল জেলা - Narail Zila:

Share

Category