Rikta's collection

Rikta's collection Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rikta's collection, Digital creator, Narail.

08/01/2025

আপনার লাইফ চেঞ্জ করতে কয়টা বই পড়া উচিৎ?
খুব বেশি না।

কেবল একটা ভালো নন-ফিকশন বইও আপনার জীবন বদলে দিতে পারে।

তাহলে কী বই পড়বেন?
আমি এখানে এমন কিছু বইয়ের তালিকা দিচ্ছি যা আপনার জীবন বদলে দিতে পারে। এই বইগুলো শুধুমাত্র পড়ার জন্য নয়, বুঝে বুঝে পড়ে বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য।

আপনার মাইন্ডসেট ঠিক করার জন‍্যঃ
১. Letter from the Stoic - Seneca
২. The Four Agreements - Don Miguel Ruiz
৩. 12 Rules for Life - Jordan B. Peterson
৪. Mindset - Carol S. Dweck
৫. The Alchemist - Paulo Coelho
৬. 7 Habits of Highly Effective People - Stephen R. Covey

আপনার হেলথ ঠিক রাখার জন‍্যঃ
৭. Outlive - Peter Attia
৮. Ikigai - Héctor García & Francesc Miralles

আর্থিক বুদ্ধিমত্তার জন‍্যঃ
৯. The Psychology of Money - Morgan Housel
১০. I Will Teach You to Be Rich - Ramit Sethi
১১. How to Get Rich - Felix Dennis
১২. Rich Dad Poor Dad - Robert Kiyosaki
১৩. Think and Grow Rich - Napoleon Hill
১৪. Economics in One Lesson - Henry Hazlitt
১৫. Tax-Free Wealth - Tom Wheelwright
১৬. What Every Real Estate Investor Needs to Know About Cash Flow - Frank Gallinelli

স্কীল ডেভেলপমেন্টের জন‍্যঃ
১৭. Traction - Gino Wickman
১৮. The Goal - Eliyahu M. Goldratt
১৯. $100M Offers - Alex Hormozi
20. Deep Work - Cal Newport
২১. The Compound Affects - Darren Hardy
২২. Atomic Habits - James Clear

মার্কেটিং বিষয়কঃ
২৩. $100M Leads - Alex Hormozi
২৪. Ogilvy on Advertising - David Ogilvy

একটা কথা সবসময় মনে রাখবেন—

জীবনে সফল হতে গেলে হাজার হাজার বই পড়া লাগবে না। কয়েকটা ভালো বই আর সেগুলোর শিক্ষা কাজে লাগালেই যথেষ্ট।

@

@@
06/01/2025

@@

05/09/2024

“প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোন কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা”।

– হুমায়ূন আহমেদ।

With Rikta Dutta – I just got recognised as one of their top fans! 🎉
17/07/2024

With Rikta Dutta – I just got recognised as one of their top fans! 🎉

16/06/2024

পোষা বিড়াল আর ভালোবাসার মানুষের মধ্যে অদ্ভুত একটা মিল আছে।

একটা বিড়ালকে আপনি ঘরে এনে পুষলেন, আদর করলেন, ভালোবাসলেন। সকাল দুপুর খাওয়াইলেন। রাতে নরম সোফায় থাকতে দিলেন। শীতের রাতে কম্বল তুলে দিলেন। এরপর একটা সময় আপনার বিড়াল পালার আর ইচ্ছা হলো না।

বিড়ালটাকে আপনি বাইরে ফেলে দিয়ে আসলেন।

বিড়ালটা কি বাঁচবে? না। বিড়ালটা বাঁচবে না। বরং কিছুদিনের মধ্যেই বিড়ালটা মারা যাবে।

আপনি ভাবতেসেন, কেন? রাস্তার বিড়াল কি বেঁচে থাকে না? ঝড়, বৃষ্টির সাথে যুদ্ধ করে টিকে থাকে না? ডাস্টবিনের পচা খাবার খেয়ে বাঁচে না?

জ্বী, বাঁচে। রাস্তার বিড়াল এসব করেও বেঁচে থাকে, কারণ ওরা এসবে অভ্যস্ত। বাট আপনার ফেলে দেওয়া বিড়ালটা এসবে অভ্যস্ত না, তাই সে বাঁচবে না। আপনি তাকে তার জগত থেকে তুলে এনে আপনার জগতে বসাইছিলেন, তারে তার লাইফ থেকে বিচ্ছিন্ন করে নিজের উপর ডিপেনডেন্ট করে নিয়েছিলেন।

ফলে সে বাইরের জগত ভুলে গিয়েছিলো। ডাস্টবিনের খাবার খাওয়া ভুলে গিয়েছিলো। নরম সোফায় ঘুমাইতে ঘুমাইতে সে শক্ত ইটে বা ঝোপের মধ্যে ঘুমানোর অভ্যাসটাও তার আর মনে ছিলো না।

এরপর যখন সে তার জীবনের সবকিছু ছেড়েছুড়ে আপনার সাথে, আপনার বানানো পরিবেশে বাস করতে লাগলো, আপনি তাকে ছেড়ে দিলেন।

এই ছেড়ে দেওয়াটা আপনার কাছে সাধারণ একটা ইচ্ছা। আপনার কাছে খুব সিম্পল একটা জিনিস হলেও ঐ বিড়ালটার কাছে একটা বাঁচা মরার প্রশ্ন হয়ে গেল। বাকি পৃথিবীর কাছে যাই হোক না কেন, ঐ বিড়ালটার জন্য আপনি একজন মার্ডারার ছাড়া আর কিছু নন।

ভালোবাসাও ঠিক অমন একটা ব্যাপার। বিড়াল পোষার মতোই।

একটা মানুষকে আপনি ভালোবাসলে ঐ ভালোবাসা তার জীবনে শুধু নতুন একটা ফিলিংসই যোগ করে না, বরং ঐ মানুষটার সমস্ত জীবন ওলট পালট হয়ে যায়।

মানুষটার স্বপ্ন, ফিউচার প্ল্যান বা কম্ফোর্ট, সবকিছুই ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। একটা সময় যাইয়া ঐ মানুষ সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আপনাকে তার পৃথিবী বানাইয়া ফেলে।

বাট যখন আপনি সেই রিলেশন থেকে নিজেরে উইথড্র করেন, জাস্ট আপনার ভালো লাগতেসে না বা আপনার মুড নাই বলে, তখন আপনার জন্য ঐটা একটা সম্পর্কের সমাপ্তি হলেও, ঐ মানুষটার জন্য ঐটা হয়ে দাঁড়ায় নরকের দরজা।

এই যে আপনাকে ঘিরে সে এতোদিন ধরে একটা নতুন রাজ্য গইড়া তুললো, নতুন একটা পৃথিবী তৈরি করলো, আপনারে নিজের কম্ফোর্ট বানাইলো, অবসর বানাইলো, ব্যস্ততা বানাইলো, বর্তমান বানাইলো, ভবিষ্যত বানাইলো, আপনার এই চলে যাওয়াতে তার বানানো এই সমস্ত কিছু একসাথে হুড়মুড় করে ভাইঙ্গা পড়ে।

সে না পারে এসব থেকে অনভ্যস্ত হইতে, না পারে আবার আগের পৃথিবীতে ফিরে যাইতে। বিশাল পরিমাণ শূণ্যতা বুকে নিয়ে এই মানুষগুলোরে বেঁচে থাকতে হয়। এরা যখন হাসে, আপনি একটু ভালো করে তাকাইলেই বুঝবেন, ও হাসি মরা মানুষের হাসি।

এই যে একটা মানুষ আপনার জন্য দীর্ঘ একটা সময় শূন্যতার সাগরে ডুইবা গেল, প্রাণ খুলে হাসতে ভুলে গেল, অনুভূতিহীন একটা চিপার মধ্যে এরা দীর্ঘ একটা সময়ের জন্য আটকায়ে গেল, এইটার পেছনের দায় কি আপনার না? অবশ্যই আপনার। অভ্যস্ত করে, দখল করে, প্রমিজ করে, সারাজীবন পাশে থাকার কমিটমেন্ট দিয়ে তারপর হুট করে শূন্য করে দিয়ে চলে যাওয়াটা খুনের চে কম বড় কোন ক্রাইম তো না।

কেউ বিড়াল পুষতে চাইলে বারবার বলে দেওয়া হয়, বিড়াল পোষা শুধুই আনন্দের ব্যাপার না, এতে প্রচুর ঝামেলা আছে, প্রেশার আছে, খরচ আছে, প্যারা আছে, কষ্ট আছে। পারলে নেন, না পারলে শখের বশে বিড়াল নিয়েন না। বিড়াল আপনার বিনোদনের বস্তু না।

ভালোবাসাটাও তাই। কাউরে ভালোবাসার আগে মাথায় রাখবেন, ভালোবাসায় খালি মধু আর রোমান্টিসিজম থাকে না। ভালোবাসা শুধুই আনন্দের ব্যাপার না, বরং এতে প্রচুর ঝামেলা থাকে, আপস এন্ড ডাউন থাকে, খারাপ লাগা থাকে, পেইন থাকে, প্রেশার থাকে, কষ্ট থাকে, দায়িত্ব থাকে।

আনন্দের পাশাপাশি ঐ কষ্টগুলো সহ্য করতে পারলে ভালোবাসবেন, না পারলে শখের বশে টাইম পাসের জন্য ভালোবাসবেন না।

পৃথিবীতে খেলার বহু জিনিস আছে, বিনোদনের বহু উৎস আছে, বহু শখের কাজও আছে। এখানে মানুষ নিয়ে খেলার তো কোন প্রয়োজন নাই। @

19/04/2024

একবার ভীষণ রাগ নিয়ে একজনকে বলেছিলাম,
You will never message me again.

মানুষটা কষ্ট পেয়ে আর আমাকে নক দেয়নি এরপর। অথচ সে প্রতিদিন অপেক্ষা করতো, হয়তো আমি নিজে থেকে তাকে পারমিশন দিবো। আমি কোনো স্টোরি দিলে সে সবাইর আগে সিন করতো। আমি কোনো পোস্ট দিলে সবাইর আগে সে রিয়েক্ট দিতো, আবার সাথে সাথে রিয়েক্ট সরিয়ে নিতো। এটা সে করতো, কারণ সে আমাকে ভুলতে পারেনি। ভুলতে পারেনি কিছু বাক্য, বলে ফেলা কিছু শব্দ যা শুধু আমাকেই বলা হতো। যা শুনে আমি বিরক্ত হতাম কিংবা আন্দোলিত হতো আমার মন। প্রতিবার সেসব শব্দে শুধু আমাকেই মনে করতো সে।
তার এহেন কর্মকাণ্ড দেখে মনে মনে হাসতাম আমি।

অপেক্ষা করতে করতে একটা সময় সে বুঝে ফেললো যে আমি আর তাকে পারমিশন দিবো না। সে এরপর অপেক্ষা করা ছেড়ে দিলো। আমার স্টোরি সিন করাও ছেড়ে দিলো। পোস্টে রিয়েক্ট দিয়ে তা উঠিয়ে নেওটাও বন্ধ করে দিলো।

আচমকা তাকে ভুল প্রমাণ করে দিয়ে একদিন আমি তাকে কল করলাম। ফুঁপিয়ে ফুঁপিয়ে অনেকক্ষণ ধরে সে তার অভিমান ঝাড়লো আমার উপর।
সেদিন প্রথম আমি অনুভব করলাম,

"পৃথিবীতে সবচেয়ে বড় তৃষ্ণা হলো, কারো সাথে একটুখানি কথা বলবার তৃষ্ণা"

Address

Narail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rikta's collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share