Dtv24/7News

Dtv24/7News This is a news channel.

06/05/2025

নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে সড়কে অবৈধ যান চলাচল বন্ধ এবং অপ্রাপ্ত বয়সে মোটরসাইকেল চালানো বন্ধে গণসচেতণতা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে নড়াইল লোহাগড় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউএনও মো. আবু রিয়াদ, লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল আল মামুনসহ স্কাউট সদস্যরা। অভিযানে ৯টা মামলায় ৯ হাজার ৫০০ টাকা, এবং ২টি গড়ি আটক করা হয়। কালনা নড়া্ইল মহাসড়কে প্রশাসনের আয়োজনে এধরনের গণসচেতনতা কর্মসূচি সড়ক নিরাপদে ব্যপক ভূমিকা রাখবে বলে মনে করেন সচেতন মহল।

22/03/2025

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার অফিস উদ্বোধন হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সন্ধায় ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন সংগঠনের নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু। উদ্বোধন শেষে জামায়াতের উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী মো. আবুল বাসার, জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুলসহ অনেকেই।
এ সময় বক্তারা প্রিয় মাতৃভ‚মি বাংলাদেশের ভ‚খন্ডকে রক্ষা করতে সকলকে প্রস্তত থাকার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা সেক্রেটারী মাওলানা সেকেন্দার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, ছাত্র নেতা কাজী এজাজুর রহমান বাবু, যুব-বিভাগরে লোহাগড়া পৌর শাখার সভাপতি মো. ইয়াকুব শেখ, সাধারণ সম্পাদক শিকদার ওসমান গনিসহ অনেকেই।
পরে ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

20/03/2025

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আছাদুজ্জামান। এ সময় শিক্ষক নেতা মো. হান্নান বিশ^াসের পরিচালনায় বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মাওলানা হাদিউজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী কামরুল হুদা, শিক্ষক নেতা কামরুজ্জামান মুকুলসহ অনেকেই। বক্তারা শিক্ষকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সরকারের ভুমিকা নিয়েও কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক শাহ আলমগীর, শেখ মো. শওকত, মো. আতাউর রহমান, হাসান আরিফ মিলন, মো. ইমরান হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকগণ।

18/03/2025

রোজা রাখতে হয় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আর এর প্রতিদান আল্লাহ নিজেই দিয়ে থাকেন বলে জানিয়েছেন খেলাফত মজলিসের নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান সরদার। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধায় খেলাফত মজলিসের লোহাগড়া পৌর-শাখার আয়োজনে সংগঠনের উপজেলা কার্যালয়ে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন পুরো রমজান মাস প্রত্যেকে প্রত্যেকের জন্য সংজমের এবং নিজেকে আত্মশুধ্যি করার উত্তম সময়। আল্লহর সন্তষ্টির জন্য মোহাম্মদ (স:) এর আদর্শই সঠিক বলে জানান মাওলানা আব্দুল হান্নান সরদার। এ সময় লোহাগড়া পৌরশাখার সভাপতি কারি মাওলানা মাঈনুল ইসলামের সভাপতিত্বে বৈষম্যমুক্ত সমাজ গঠনে রমজানের ভুমিকা নিয়ে আলোচনা করেন খেলাফত মজলিসের জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো: রুহুল্লাহ, লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমানসহ অনেকেই। ইফতার মাহফিলে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেন।

আগেই-নিশ্চিত-করুুন-কম-মুল্যে-বিমানের-টিকেটHotline : 01712710357E-mail: kaziashraf983@gmail.com> বিমানের টিকিট বুকিং> টিক...
18/03/2025

আগেই-নিশ্চিত-করুুন-কম-মুল্যে-বিমানের-টিকেট
Hotline : 01712710357
E-mail: [email protected]
> বিমানের টিকিট বুকিং
> টিকিটের তারিখ পরিবর্তন
> টিকিট রি-কনফার্ম
> সকল দেশের ম্যানপাওয়ার ও ভিসা প্রোসেসিং করা হয়।
> বিদেশগামী যাত্রীদের মেডিকেল করতে সকল ধরনের সহযোগিতা করা হয়।
আমাদের ঠিকানা:
এস.জেড গ্লোবাল ট্রাভেলস্, দিঘলিয়া রোড, ডাকবাংলো সংলগ্ন, লক্ষীপাশা, লোহাগড়া, নড়াইল

15/03/2025

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ পৌর-শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের শূরা সদস্য মাওলানা আলমগীর হুসাইন। এসময় যুব বিভাগের লোহাগড়া পৌরশাখার সভাপতি মো. ইয়াকুব শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জমান, যুব বিভাগের সাধারণ সম্পাদক শিকদার ওসমান গনিসহ অনেকেই। অনুষ্ঠানে বক্তারা কোরআন এবং হাদিসের আলোকে রমজান মাসের ফজিলত নিয়ে আলোচনা করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ইফতার মাহফিলে অংশ নেন।

আমাদের ঠিকানা:ডাকবাংলো সংলগ্ন, মহাজন রোড, লক্ষীপাশা, লোহাগড়া উপজেলা, নড়াইল। আগেই-নিশ্চিত-করুুন-কম-মুল্যে-বিমানের-টিকেটHo...
01/02/2025

আমাদের ঠিকানা:
ডাকবাংলো সংলগ্ন, মহাজন রোড, লক্ষীপাশা, লোহাগড়া উপজেলা, নড়াইল।
আগেই-নিশ্চিত-করুুন-কম-মুল্যে-বিমানের-টিকেট
Hotline : 01712710357
E-mail: [email protected]
> বিমানের টিকিট বুকিং
> টিকিটের তারিখ পরিবর্তন
> টিকিট রি-কনফার্ম
> সকল দেশের ম্যানপাওয়ার ও ভিসা প্রোসেসিং করা হয়।
> বিদেশগামী যাত্রীদের মেডিকেল করতে সকল ধরনের সহযোগিতা করা হয়।

14/10/2024

নড়াইল আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্ব পেল যেসব বিষয় dtv24_dtv24news 14/10/2024

25/09/2024

নড়াইলের লোহাগড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী। এ সময় বক্তব্য রাখেন মধুমতি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন হাবিবুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মিঠুন মৈত্র, পুলিশ উপ-পরিদর্শক খবির হোসেন, নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী আশরাফ, জামাতের সুরাহ ও কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইনসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ। সভায় ডেঙ্গু প্রতিরোধের বিষয় তুলে ধরে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগন।

17/07/2024

দুর্গন্ধমুক্ত পৌরসভা চায় পৌরবাসী Ñ স্মার্ট লোহাগড়া পৌরসভা গড়তে চায় মেয়র। dtv24 _ Narail News _

Address

Gopinathpur, Luxmipasha, Lohagara
Narail
7510

Alerts

Be the first to know and let us send you an email when Dtv24/7News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dtv24/7News:

Share

Category