বিশ্বকোষ

বিশ্বকোষ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিশ্বকোষ, Digital creator, Narail.

12/05/2025

"War is a bizarre game; the only way to win is not play at
all."
"যুদ্ধ একটি অদ্ভুত খেলা; জেতার একমাত্র উপায় হল একেবারেই না খেলা।"

মুক্তিযুদ্ধের ১১ সেক্টর কমান্ডার নাম মনে রাখার সহজ উপায়১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা ...
14/02/2025

মুক্তিযুদ্ধের ১১ সেক্টর কমান্ডার নাম মনে রাখার সহজ উপায়
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। সহজ কৌশল ১ থেকে ১১নং পর্যন্ত সেক্টর মনে রাখার উপায়। মুক্তিযুদ্ধের ১১ সেক্টর কমান্ডার নাম সহজ টেকনিকে জেনে রুখুন ।
ছন্দ :- জিয়ার খাস দশ বানুর ওজন শুন্যতা –

১ জিয়া – জিয়াউর রহমান (১ নং)

২ খা- খালেদ মোশারফ (২নং)

৩ স – কে এম শফিউল করিম (৩নং)

৪ দ – সি আর দত্ত (৪ নং)

৫ শ – মীর শওকত আলী (৫ নং)

৬ বা – উইং কমান্ডার বাশার ( ৬ নং)

৭ নুর – কাজী নুরুজ্জামান (৭নং)

৮ ও – ওসমান চৌধুরী (৮ নং)

৯ জন- মেজর জলিল। (৯ নং)

১০ শুন্য – শুন্য ( কোনো সেক্টর কমান্ডার ছিলনা) (১০নং)

১১ তা – কর্নেল তাহের (১১নং) ইনারা ছিলেন প্রধান।

ইনাদের সাথে কোনো সেক্টরে আরও ১ জন করে ছিলেন। নাম নিজ দায়িত্ব নিয়ে জেনে নিন।পাঠকদের মনে রাখার সুবিধার্থে প্রথমে সেক্টর কমান্ডার ও পরে সেক্টর ভিত্তিক জেলা গুলো তুলে ধরা হলো।

৭ জন বীর শ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন মনে রাখার টেকনিক
ছন্দ :- আজ হাজারো মোম এর নূর জ্বলে ।

সেক্টর :- ১,৪,৭,১০,২,০,৮ (বাংলাদেশের আয়তন এক লক্ষ ৪৭ হাজার এর সাথে মিল রেখে উপরের সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১ কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮)

আজ= আব্দুর রউফ (১)

হা= হামিদুর রহমান(৪),

জা= জাহাঙ্গীর(৭),

রো= রুহুল আমিন(১০),

মো= মোস্তফা কামাল(২),

ম= মতিউর রহমান(০-কোন সেক্টরে যুদ্ধ করেননি),

নূ= নূর মোহাম্মদ(৮)

১নং সেক্টরঃ
মনেরাখুনঃ (রফিক ও জিয়াউর রহমান ফেনীর ১নং টার্মিনাল থেকে বাচে করে খাগরাছড়ি যাবে।)

ব্যাখ্যাঃ রফিক ও জিয়াউর রহমান(সেক্টর কমান্ডার)

ফেনী, বাচ -(বা’তে–বান্দরবন, চ’তে-চট্রগ্রাম); খাগরাছড়ি -(খাগরা’তে–খাগড়াছড়ি, রা’তে–রাংগামাটি)

২নং সেক্টরঃ

মনেরাখুনঃ (খালেদ ফরিদপুরের আখিকে ভৈরব নদীতে ২টি কুমির দেখিয়ে ঢাক পিটিয়ে নোয়াখালি পর্যন্ত বাজালো)

ব্যাখ্যাঃ খালেদ মোশাররফ(সেক্টর কমান্ডার), ফরিদপুরের -ফরিদপুর

আখিকে -আখাউড়া

ভৈরব -ভৈরব

২টি -২নং সেক্টর

কুমির -কুমিল্লা

ঢাক -ঢাকা

নোয়াখালি -নোয়াখালি

৩নং সেক্টরঃ
মনেরাখুনঃ (“সফিউল্লাহ” ও “নুরুজ্জামান” ৩নং ষ্টেডিয়ামে হকি খেলছে।)

ব্যাখ্যাঃ সফিউল্লাহ ও নুরুজ্জামান(সেক্টর কমান্ডার) হ -হবিগঞ্জ, কি -কিশোরগঞ্জ

৪নং সেক্টরঃ

মনেরাখুনঃ (দত্তের ৪নং ছেলেকে সিলেটে শায়েস্তা করলো।) অথবা, (দত্তের ৪নং ছেলে সিলেট ও শায়েস্তা গঞ্জের কমান্ডার)

ব্যাখ্যাঃ দও -সিআরদত্ত(সেক্টর কমান্ডার), সিলেট, শায়েস্তাগঞ্জ ৪নং-এ

৫নং সেক্টরঃ
মনেরাখুনঃ (শওকত আলী ৫টার সময় আসবে।)

ব্যাখ্যাঃ শওকত আলী(সেক্টর কমান্ডার), স -সুনামগঞ্জ, ময় -ময়মেনসিংহ

৬নং সেক্টরঃ
মনেরাখুনঃ (বাসার ৬টায় রংপুর গিয়ে ঠাকুরের দেখা পেলো।)

ব্যাখ্যাঃ বাসার(সেক্টর কমান্ডার); রংপুর, ঠাকুরগাঁও

৭নং সেক্টরঃ

মনেরাখুনঃ (নুরুজ্জামানের ৭ভাই দিব পারা বাস করে) ; অথবা, (নুরুজ্জামানের ৭ নং ভাই রাদিব পাবনায় বাস করে)

ব্যাখ্যাঃ নুরুজ্জামান (সেক্টর কমান্ডার), দি -দিনাজপুর, ব -বগুড়া, পা -পাবনা, রা -রাজশাহী

৮নং সেক্টরঃ
মনেরাখুনঃ (ওসমান ৮নং মুজিব নগরের কমান্ডার)

ব্যাখ্যাঃ

ওসমান(সেক্টর কমান্ডার)

মুজিব নগর

৯নং সেক্টরঃ
মনেরাখুনঃ (জলিল (৯)নয় মঞ্জুর সাতারে খুব পটু)

ব্যাখ্যাঃ আবদুল জলিল ও এমএ মঞ্জুর (সেক্টর কমান্ডার)

সাতারে -সাতক্ষিরা

খু -খুলনা

ব -বরিশাল

পটু -পটুয়াখালী

১০ ও ১১নং সেক্টরঃ মনেরাখুনঃ (কমান্ডার বিহীন ১০ নং নৌকা মার্কায় ১১নং টাংগাইলের তাহেরের জয়লাভ)

ব্যাখ্যাঃ ১০নং সেক্টরঃ কমান্ডার বিহীন ১০ নং নৌকা মার্কা অর্থাৎ (১০নং ছিলো নৌ সেক্টর এবং এই সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিলো না )

১১নং সেক্টরঃ ছিলো টাংগাইল জেলা। এবং সেক্টর কমান্ডার ছিলেন মেজর তাহের।

14/02/2025

# #মুঘল সম্রাটদের নাম মনে রাখার কৌশল।

বাবার হইলো একবার জ্বর শারিলো ঔষধে।

1. বাবার মানে বাবার।
2. হইলো মানে হুমায়ুন।
3. একবার মানে আকবর।
4. জ্বর দিয়ে জাহাঙ্গীর।
5. শারিলো দিয়ে শাহজাহান।
6. ঔষধে দিয়ে আওরঙ্গজেব-(আলমগীর,জিন্দা পীর )

14/02/2025
13/02/2025

# is an alloy of zinc and copper
পিতল, দস্তা এবং তামার একটি সংকর ধাতু

# # Bronze is an alloy of copper (Copper - Cu) and tin (Tin-Sn).
কাসা হল তামা এবং টিন এর একটি সংকর ধাতু

13/02/2025

সূর্যের কাছ থেকে দূরে যাওয়ার ক্রম:
1️⃣ বুধ (Mercury) – সবচেয়ে নিকটবর্তী গ্রহ
2️⃣ শুক্র (Venus)
3️⃣ পৃথিবী (Earth) ==========উপগ্রহের সংখ্যা 1 (চাঁদ)
4️⃣ মঙ্গল (Mars)=========উপগ্রহের সংখ্যা 2 (ফোবোস, ডিমোস)
5️⃣ বৃহস্পতি (Jupiter)
6️⃣ শনি (Saturn)
7️⃣ ยูরেনাস (Uranus)
8️⃣ নেপচুন (Neptune) – সবচেয়ে দূরবর্তী গ্রহ

13/02/2025

# # Convex (বাহির দিকে বাঁকা)
দৃষ্টিভঙ্গি: Convex আয়না আপনার প্রতিচ্ছবি ছোট করে দেখায়।Convex আয়না, যেমন ট্রাফিক আয়না বা অটোরিকশার পাশের আয়না।
Convex লেন্স, যেমন ব্যবহৃত হয় নিকটবর্তী দৃষ্টির সমস্যা সমাধানে।

# # Concave (আঁকানো বা অভ্যন্তরীণ গহ্বরযুক্ত)
দৃষ্টিভঙ্গি: Concave আয়না আপনার প্রতিচ্ছবি বড় করে দেখায় এবং উল্টো করে দেখাতে পারে।
Concave লেন্স, যেমন চশমার লেন্স যা দূরদৃষ্টি সমস্যা সমাধান করতে ব্যবহৃত হয়।

13/02/2025

নিচে একটি টেবিল দেওয়া হলো যেখানে বিভিন্ন পরিমাপ যন্ত্রের নাম ও তাদের পরিমাপ করা পরিমাণ উল্লেখ করা হয়েছে—

| **পরিমাপ যন্ত্রের নাম** | **যা পরিমাপ করা হয়**

| Chronometer | সময় (Time) |

| Barometer | বায়ুর চাপ (Air Pressure) |

| Thermometer | তাপমাত্রা (Temperature) |

| Hygrometer | আর্দ্রতা (Humidity) |

| Anemometer | বাতাসের গতি (Wind Speed) |

| Tachometer | ঘূর্ণন গতি (Rotational Speed) |

| Sphygmomanometer | রক্তচাপ (Blood Pressure) |

| Seismometer | ভূমিকম্পের তীব্রতা (Earthquake Intensity) |

| Fathometer | Ocean Depth |

| Manometer | গ্যাস বা তরলের চাপ |

| Fathometer | Ocean Depth |

😊

12/02/2025

বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মূলত **১২টি**

1. **পূর্ণ বিরতি (।)** – বাক্যের সমাপ্তি বোঝাতে ব্যবহার করা হয়।
2. **অর্ধবিরতি (;)** – দুটি সম্পর্কিত বাক্যের মাঝে ব্যবহৃত হয়।
3. **কমা (,)** – বাক্যের বিভিন্ন অংশ আলাদা করতে ব্যবহৃত হয়।
4. **দাঁড়ি (.)** – সংখ্যার দশমিক নির্দেশ করতে ব্যবহৃত হয়।
5. **প্রশ্নবোধক চিহ্ন (?)** – প্রশ্নবাচক বাক্যের শেষে ব্যবহৃত হয়।
6. **উদাহরণ বা উদ্ধৃতি চিহ্ন (“ ”)** – উদ্ধৃতি বা সংলাপ নির্দেশ করতে ব্যবহৃত হয়।
7. **বিস্ময়বোধক চিহ্ন (!)** – বিস্ময়, আবেগ বা আশ্চর্যজনক বিষয় বোঝাতে ব্যবহৃত হয়।
8. **হাইফেন (-)** – শব্দের বিভাজন বা যুগ্ম শব্দ তৈরি করতে ব্যবহৃত হয়।
9. **ড্যাশ (—)** – অতিরিক্ত তথ্য বা বাক্যাংশ আলাদা করতে ব্যবহৃত হয়।
10. **বক্র বন্ধনী [( )]** – অতিরিক্ত তথ্য বা ব্যাখ্যার জন্য ব্যবহৃত হয়।
11. **আকৃতি বন্ধনী { }** – সাধারণত গাণিতিক বা প্রযুক্তিগত লেখায় ব্যবহৃত হয়।
12. **কৌণিক বন্ধনী [< >]** – নির্দিষ্ট অর্থ বোঝাতে বা বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়।

09/02/2025

আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর আগে তিনি তাঁর সেনাপতিদের তিনটি শেষ ইচ্ছার কথা বলেছিলেন—

1) যখন আমি মারা যাব, তখন আমার কফিন ডাক্তাররা বহন করবে, যাতে মানুষ বুঝতে পারে যে মৃত্যুর হাত থেকে কাউকে বাঁচানোর ক্ষমতা কোনো ডাক্তারের নেই।

2) আমার কফিনের বাইরে আমার হাত ঝুলন্ত থাকবে, যাতে মানুষ দেখতে পারে যে আমরা শূন্য হাতে পৃথিবীতে আসি এবং শূন্য হাতেই বিদায় নেই।

3) যে পথ দিয়ে আমার কফিন সমাধিস্থলে নিয়ে যাওয়া হবে, সেই পথে আমার সমস্ত ধন-সম্পদ ছড়িয়ে দিতে।
মানুষ যেন বুঝতে পারে যে জীবনের সম্পদ, ক্ষমতা এবং জয় সবই মাটির সঙ্গে মিশে যায়। মৃত্যুর পর কোনো সম্পদ সঙ্গে নেওয়া যায় না, তাই অতিরিক্ত লোভের কোনো মূল্য নেই।

Address

Narail

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিশ্বকোষ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share