Sheakshazib

Sheakshazib আমি যাদের দুচোখের বিষ তারা আমায় খেয়ে মরে যা প্লিজ।

14/08/2025

যার অবহেলায় আপনি আপনার সমস্ত অনুভূতি হারিয়ে ফেলেছেন, যার দেয়া কষ্টে আপনি কোনো ভাষা খুঁজে পান না, খুবই আশ্চর্যজনক ভাবে দেখবেন, সেই মানুষটার ভেতরে বিন্দুমাত্র অনুশোচনা নেই!

সে এমন ভাবে থাকবে যেন তার দিক থেকে সেই ঠিক বরং আপনিই ভুল৷ সে যে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, আপনাকে বিন্দুমাত্র বোঝার চেষ্টা করছে না, এটা সে কিছুতেই স্বীকার করবে না।

অভিমানে–অভিযোগে যখন আপনি সবটা বুঝে গিয়ে নিজেকে গুটিয়ে রাখবেন, সে অতিষ্ঠ হওয়ার ভান করে আরও দূরত্ব বাড়াবে। তারপর সমস্ত দোষ আপনার ঘাড়ে দিয়ে সম্পর্কের ইতি টানবে। সম্পর্ক নষ্ট করে দেয়া কিংবা শেষ করে দেয়ার দোষ সচরাচর কেউ তার নিজের ঘাড়ে নিতে চায় না।

আহা নারী অভিনয়ে সেরা রে,,, আমার আই ফোন লাগব রে,,,
26/07/2025

আহা নারী অভিনয়ে সেরা রে,,, আমার আই ফোন লাগব রে,,,

অন্যের দুঃখে 🤭 হাসা একদমই ঠিক না,কিন্তু এটা একদমই আলাদা একটা কেস, এই ঘটনায় হাসার অনুমতি সবার আছে 🤣🤣
23/07/2025

অন্যের দুঃখে 🤭 হাসা একদমই ঠিক না,কিন্তু এটা একদমই আলাদা একটা কেস, এই ঘটনায় হাসার অনুমতি সবার আছে 🤣🤣

রাখেন মিঞা আপনার এই পাইলট বন্দনা! সে-ই তো হন্তারক। হন্তারক শিক্ষাগত যোগ্যতায় যত উচ্চ স্তরের হোক, তার কারণেই মৃত্যু হয়েছে...
22/07/2025

রাখেন মিঞা আপনার এই পাইলট বন্দনা! সে-ই তো হন্তারক।

হন্তারক শিক্ষাগত যোগ্যতায় যত উচ্চ স্তরের হোক, তার কারণেই মৃত্যু হয়েছে এত প্রাণের।

তাকে নায়ক বানাতে যাইয়েন না।

সে ছয় মাস আগে বিয়ে করেছে; এই সংবাদ দিয়ে আবেগে আপ্লুত হওয়ার সুযোগ নাই। প্রশিক্ষণের সব ধাপ শেষে সে প্রথমবার বিমান চালাতে এসেছে, এটা পারেনি। তার এই না পারার সঙ্গে ঝরে গেছে অগণন প্রাণ।

সে ব্যর্থ, ব্যর্থ এবং ব্যর্থ।

তার এই ব্যর্থতার মূল্য চুকাতে হয়েছে অনেকগুলো প্রাণের বিনিময়ে।

বাস-ট্রাকের ড্রাইভার হলে তার বাড়িঘর এতক্ষণে হাওয়ায় মিশিয়ে দিত বিক্ষুব্ধ জনতা। বিমানবাহিনী আর পাইলট পরিচিতিতে এত সমীহ আর খলনায়ককে চলছে নায়ক বানানোর অপচেষ্টা!

18/07/2025

এত হাহাকার নিয়ে বাঁচা যায়?
এই যে দুঃসময়ে কেমন ভেঙ্গে চুরমার হয়ে যাই, ভীষণ ভালেবাসার সংকটে ভুগছি, কথা জমে বুকটা কেমন ভার, এমন অসহায়ত্ব নিয়ে থাকা যায়?

তুমি ছাড়া আর কে আছে?
এ হাহাকার কে বুঝবে, বলো? তুমি বোঝো না বলেই তো নিজেকে এত অসহায় লাগে! আমি আর কোথায় যাবো? কাকে বোঝাবো? কে বুঝবে?

এমন নিদারুণ বিরহ, প্রেম আর ভালোবাসার সংকট, অযত্নে-অবহেলায় আদরের আকুতি, এসব আর তুমি ছাড়া কে বুঝবে, বলো?

তুমি পারো, আমি তো পারি না!
কী করবো বলো? তুমি ভালো না বেসেও যতটুকু বেসেছো, ততটুকু আর কেউ কোনোদিন বাসেনি! তুমি অবহেলায় রেখেও যতটুকু বুকে রেখেছো, এমন করে কেউ কখনো আমায় আগলে রাখেনি!

এমন একাকিত্ব, কোনোকিছুই ভালো না লাগা অনুভূতি , এত শূন্যতা – সবই তো তোমার কারণেই! তুমি পাশে থাকলে, ভালোবাসলে, কথা বললে, আদরে রাখলে আমার কি এমন লাগে, বলো? খুব আহামরি কিছু চাইনি তো।

বড় একটা পাথর হাতে তুলে নিলো। দু্‌'হাত দিয়ে উঁচু করে ধরে নিচে পড়ে থাকা মানুষটার বুকের উপর ছুড়ে মারলো। মনে হলো বুকের প্রতি...
11/07/2025

বড় একটা পাথর হাতে তুলে নিলো। দু্‌'হাত দিয়ে উঁচু করে ধরে নিচে পড়ে থাকা মানুষটার বুকের উপর ছুড়ে মারলো। মনে হলো বুকের প্রতিটি হাড় ভেঙে গেল! আবার উঁচু করে বুকে ছুড়ে মারলো। ব্যবসায়ী লোকটি অচেতন অবস্থায় নড়েচড়ে উঠলো। আরেকজন এসে সেই পাথর তুলে নিয়ে আবারও। এরপর একেরপর এক মাথায় ছুড়তে থাকে। এভাবে মাথা বুক পাথর ছুড়ে ছুড়ে থেতলে দিয়ে হত্যা করা হয় মিডফোর্ডের সেই ব্যবসায়ীকে।

হত্যা করেও ক্ষ্যান্ত হয়নি। উলঙ্গ লাশ বাজারের মাঝখানে নিয়ে আসে। রাস্তায় ফেলে লাশের উপর নৃত্য করতে থাকে! পুরো ঘটনা এমন ভয়াবহ দেখলে গলা শুকিয়ে যাবে!

পরবর্তীতে বিএনপিকে চাঁদা দিতে কেউ অস্বীকার না করে তাই সর্বশেষ এই নৃত্যের ব্যবস্থা।

দিস ইজ বিএনপির বাংলাদেশ। এরাই আমাদের শাসন করতে অস্থির হয়ে আছে। আমরাই তাদের হাতে শাসনের ভার তুলে দিবো!

২০০৬ সালে বাপ্পাদিত্য বসুরা পিটিয়ে শিবিরের ছেলেদের হত্যা শেষে এভাবে লাশের উপর নৃত্য করেছিল। সেই দৃশ্যের থেকেও ভয়াবহ দৃশ্য বিএনপি আমাদেরকে দেখালো। তাদের প্রতিদিনের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে ক্ষমতায় আসলে দেশের জন জীবনে কেয়ামত নামিয়ে আনবে বিএনপি।

ব্যাটামানুষ আসলে ভালো মেয়েদের কদর করতে জানেনা। নাহলে যে মেয়েটা সকালে উঠে জায়নামাজ খুঁজতো, কোরআন তিলওয়াত দিয়ে দিন শুরু কর...
08/07/2025

ব্যাটামানুষ আসলে ভালো মেয়েদের কদর করতে জানেনা। নাহলে যে মেয়েটা সকালে উঠে জায়নামাজ খুঁজতো, কোরআন তিলওয়াত দিয়ে দিন শুরু করতো তাকে কিভাবে তাড়িয়ে দিতে পারে?

বাজারদর বেড়ে গেলে হিসাবী মেয়েটা পেঁয়াজ ছাড়াই রান্না করতো। বেগুনের দাম বাড়লে মিষ্টি কুমড়ার বেগুনি বানাতো। কাঁঠালের ইউনিক বার্গার রেসিপি দিতেই একদল তো তাকে কটুকথায় চিপেচেপে ভর্তা বানিয়ে দিলো। শুধু কী তাই? একজন নয়, দু'জন নয় হাজার হাজার ব্যাডামানুষ মিলে বাপ-মা হারা মেয়েটারে বিদায় করে তবেই থামলো। আমার এখনো মনে পড়ে সারাজীবন কষ্ট করে কেবল মাত্র তিনটা ট্রলিব্যাগ নিয়ে তার নিঃশব্দ চলে যাওয়াটা। শুনেছি মাঝেমাঝেই ফোন করে সে ফিরতে চায়। কিন্তু পুরুষের মন, সে বড়োই কঠিন। কোনোমতেই আর তাকে ফেরত নেবে না।

তার সাজানো ঘরটাও তছনছ করতে একবারও ভাবেনি কেউ। যে হাসের ডিম বেঁচে পদ্মা সেতু বানালো সেই হাঁসটাকেও নিয়ে গেলো। যে পুকুরের মাছ বেঁচে মেট্রোরেল করলো সেই পুকুরটাকেও জলঘোলা করে মাছগুলো মেরে খেলো। আহারে পুরুষ! নতুন পেলে পুরোনো কারো কথা কি আর মনে থাকে তোমাদের? কিন্তু সে তোমাদের কথা ভোলেনি, যাবার আগে ঠিকই বাসন ভরে রান্না করে রেখে গিয়েছিলো যাতে খুধার সময় তোমরা খেতে পাও পেটপুরে।

তবে আল্লাহর দুনিয়ায় ভালো পুরুষও আছে। যাকে তোমরা অবহেলা করে ছুড়ে ফেলেছিলে, বর্ডারের ওপার থেকে একজন তাকে যত্নে কুড়িয়ে নিলো। মুছে দিলো তার দুঃখ, ভুলিয়ে দিলো পুরোনো সব ব্যাথা। কিন্তু মেয়েটা নাকি এখনো মায়া কাটাতে পারেনা। প্রায়শই একে ওকে ফোন করে বলে তার জন্য চট করে ঢুকে পড়ার ব্যবস্থা করে দিতে। সে আবার ফিরতে চায়, পোষা মুরগির ডিম বেঁচে করে দিতে চায় বুলেট ট্রেন।

একেই বলে মায়াবতী, একেই বলে নারীর মন। 🥹

আহারে! আজকে একটা বছর হয়ে গেল কিন্তু কেউ বুঝলো না তাকে। ভাবতেই কান্না পাচ্ছে। 🤧

আমি বুঝেছি, তোমার জীবনে আমার গুরুত্বের পরিসীমা অতিক্রম করাটা ঠিক হয়নি। আমার বোঝা উচিত ছিল, কাউকে ভালোবাসলে আগে নিজের অবস...
03/07/2025

আমি বুঝেছি, তোমার জীবনে আমার গুরুত্বের পরিসীমা অতিক্রম করাটা ঠিক হয়নি। আমার বোঝা উচিত ছিল, কাউকে ভালোবাসলে আগে নিজের অবস্থান সম্পর্কে অবগত হতে হয়৷ কারো মাঝে ডুবে যাওয়ার আগে দেখতে হয়, সেই মানুষটাও ঠিক একইভাবে আগ্রহী কিনা। আগে বুঝতে হয়, ঠিক কোথায় গিয়ে থামতে হবে, কোথায় নিজেকে থামানো উচিত৷ ঠিক কখন নিজেকে সরিয়ে নেয়া উচিত।

আমার এক ফ্রেন্ড আজকে তার বান্ধবীকে নিয়ে উদ্যানে গিয়েছিল ঘুরতে। সে জানত না যে আজকে হুজুরদের প্রোগ্রাম আছে ওখানে। দুজন অন্...
01/07/2025

আমার এক ফ্রেন্ড আজকে তার বান্ধবীকে নিয়ে উদ্যানে গিয়েছিল ঘুরতে। সে জানত না যে আজকে হুজুরদের প্রোগ্রাম আছে ওখানে।
দুজন অন্যান্য দিনের মত ঘুরাঘুরি শেষে এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল।

আমার ওই ফ্রেন্ড মাইগ্রেনের রোগী। হঠাৎ তার মাথাব্যথা শুরু হওয়ায় সে তার বান্ধবীর কোলে মাথা রেখে শুয়ে থাকে। আর মেয়েটা তার কপালে আস্তে আস্তে মালিশ করছিল।
আমার বন্ধুও হাত দিয়ে মেয়েটার সাথে দুষ্টুমি করছিল।

সেখানে কয়েকজন মাদ্রাসার হুজুর এসে তাদের ধমক দেয় এবং উদ্যান থেকে বের হয়ে যেতে বলে। আমার বন্ধু কারণ জানতে চাইলে তারা বলে এসব অশ্লীলতা পাবলিক প্লেসে করবেন না।

এক পর্যায়ে হুজুরগুলো আমার বন্ধুর গায়ে হাত তুলে এবং তার বান্ধবীকে বলে, এসব কী উদ্যানে? শাহবাগী নাকি? এই কথা বলে হুজুরগুলো হাসতে হাসতে সেখান থেকে চলে যায়।

সে এখন প্রচণ্ড ট্রমার মধ্যে আছে। একেতো গায়ে হাত তুলছে আবার তার বান্ধবীকে অপমান করছে অথচ সে কিছুই করতে পারেনি। এই ঘটনার সুষ্ঠু বিচার আশা করছি।

ইরান জানে— তারা একা।জানে, এই যুদ্ধ কেবল যুক্তরাষ্ট্রের বিপক্ষে নয়, বরং হিজরায়েল, ব্রিটেন, ন্যাটো, পুরো পশ্চিমা সামরিক জো...
24/06/2025

ইরান জানে— তারা একা।
জানে, এই যুদ্ধ কেবল যুক্তরাষ্ট্রের বিপক্ষে নয়, বরং হিজরায়েল, ব্রিটেন, ন্যাটো, পুরো পশ্চিমা সামরিক জোটের বিরুদ্ধে।
জানে, চারপাশে মাথা নিচু করা আরব দালালদের ভিড়ে তার কোনো বন্ধু নেই।

তবুও ইরান দাঁড়িয়ে আছে। বুক চিতিয়ে, চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে।
কারণ, তারা বাঁচতে শিখেনি— মরতে শিখেছে। মরলেও মাথা নিচু করে নয়, মাথা উঁচু করেই।
এটাই ইরান। এটাই প্রতিরোধ।
এটাই ইতিহাসের পৃষ্ঠায় লেখা এক সাহসী জাতির নাম।

20/06/2025

হলুদের গুঁড়া গ্লাসে ছাইড়া তোমরা কি এক শাউয়োর ট্রেন্ড শুরু করলা। পানি ভর্তি গ্লাসে হলুদ উপর থেকে নিচে পড়তেছে সেটা ভিডিও করতে গিয়ে খুশিতে কাইন্দা দিতেছো। একেকজন নাকি কয়েকবারে চেষ্টায় প্রেগন্যান্ট হইতে পারছে সরি সফল হইতে পারছে।

বন্ধু মতিন টিকটকে এসব দেখে বাসার পুরা হলুদের বয়াম খালি করে ফেলছে। পরে ওর বউ ওরে ধইরা দিছে গদাম গদাম, তাও নাকি ঠিক মত ভিডিও হয়নি। পরে দেখি বান্দা স্লো মোশনে ভিডিও করে নাই, নরমাল মুডে করছে।

এদিকে কাজিন হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ভিডিও বানিয়ে টেবিলে গ্লাস রেখেছে। শরবত ভেবে ওর মা বিয়ের প্রস্তাব নিয়ে আসা ঘটককে সেটা দেয়। ঘটক এক টানে গিলে বাথরুমে। যাওয়ার সময় বলে গেছে, কোন শাও** নাতী তোমাদের ঘরে বিয়ে করে আমিও দেখে নিবো।

Address

Narail
Narail
7500

Telephone

+8801930669446

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheakshazib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheakshazib:

Share