14/08/2025
যার অবহেলায় আপনি আপনার সমস্ত অনুভূতি হারিয়ে ফেলেছেন, যার দেয়া কষ্টে আপনি কোনো ভাষা খুঁজে পান না, খুবই আশ্চর্যজনক ভাবে দেখবেন, সেই মানুষটার ভেতরে বিন্দুমাত্র অনুশোচনা নেই!
সে এমন ভাবে থাকবে যেন তার দিক থেকে সেই ঠিক বরং আপনিই ভুল৷ সে যে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, আপনাকে বিন্দুমাত্র বোঝার চেষ্টা করছে না, এটা সে কিছুতেই স্বীকার করবে না।
অভিমানে–অভিযোগে যখন আপনি সবটা বুঝে গিয়ে নিজেকে গুটিয়ে রাখবেন, সে অতিষ্ঠ হওয়ার ভান করে আরও দূরত্ব বাড়াবে। তারপর সমস্ত দোষ আপনার ঘাড়ে দিয়ে সম্পর্কের ইতি টানবে। সম্পর্ক নষ্ট করে দেয়া কিংবা শেষ করে দেয়ার দোষ সচরাচর কেউ তার নিজের ঘাড়ে নিতে চায় না।