SAKIB VLOG

SAKIB VLOG �🍁🍁একদিন সফল হবো ভেবে
আজকাল বেঁচে আছি 🍁🍁

বসুন্ধরা নিয়োগ
23/05/2025

বসুন্ধরা নিয়োগ

রাফি ক্লাস নাইনে পড়ে। ক্রিকেট খেলার খুব শখ। খেলার চেয়ে খেলা দেখা বেশি পছন্দ করে।বিশেষ করে একজনকে।তার পড়ার টেবিলের ওপরে এ...
12/05/2025

রাফি ক্লাস নাইনে পড়ে। ক্রিকেট খেলার খুব শখ। খেলার চেয়ে খেলা দেখা বেশি পছন্দ করে।
বিশেষ করে একজনকে।

তার পড়ার টেবিলের ওপরে একটা পোস্টার। ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন এক মানুষ। চোখে অদ্ভুত এক শূন্যতা।
মা বলে, "এই মানুষটার কী এমন করল যে, তুই ওকে এত পছন্দ করিস?"
রাফি কাঁধ ঝাঁকায়, বলে না কিছু। বলেও বা কী? যে আবেগ বোঝানো যায় না, তার ব্যাখ্যা হয়?

সেই মানুষটিই আজ বিদায় নিচ্ছেন।

রাফি সারাদিন কথা বলেনি। স্কুলেও না, বাসায়ও না।
বিকেলে মা চায়ের কাপ হাতে এসে পাশে বসে বলল, "খেলা তো চলতেই থাকবে রে... নতুন লোক আসবে।"
রাফি চুপ। শুধু জানালার বাইরে তাকিয়ে রইল।
আকাশ ধূসর। পাখি উড়ছে না। বাতাস থেমে আছে।

রাতে রাফি ঘুমাতে পারল না।
বালিশের পাশে মোবাইলের আলোয় একবার দেখে নিল—শেষ ইনিংসের ছবি এখনো আছে কিনা।
আছে। ব্যাটটা নীল আকাশে ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন তিনি।
স্বভাবজাত চিৎকার নেই, উদযাপন নেই—শুধু চোখে এক অপরিচিত শূন্যতা।

রাফি জানে, কাল থেকে অন্যদের কথা উঠবে।
নতুন নায়ক, নতুন পরিসংখ্যান, নতুন উচ্ছ্বাস।

তবু, তার মনে হবে... রাজা চলে গেছেন।
তবে সিংহাসন রেখে নয়, নিয়ে।
হৃদয়ের এক কোণে রাখা সেই ছোট্ট সিংহাসনটা—সেখানে এখনো তিনি বসে আছেন।

শব্দহীন এক রাজত্বে।
ছায়া হয়ে।
Virat Kohli
Copy

10/05/2025

মেগা ব্রেকিং
আজ আরও একটি রাফাল শট ডাউন করেছে পাকিস্তান। একজন নারী পাইলট বন্দি।
কনফার্মড, জাজিরা রিপোর্টিং

10/05/2025

মেগা ব্রেকিং
আরো একটি ভারতীয় রাফাল ভূপাতিত। নারী পাইলট বন্দি।
ভেরিফাই করা যায়নি

10/05/2025

উত্তেজনা বাড়াতে চাই না। তবে ফের পালটা আঘাত আসলে অর্থনৈতিক অঞ্চল ও প্রধানতম সামরিক স্থাপনা টার্গেট হবে।
-
পাক মুখপাত্র

10/05/2025

মেগা ব্রেকিং
ভারতের উধামপুর বিমান ঘাটি ধ্বংস। পাঠানকোট বিমান ঘাটি ক্ষতিগ্রস্থ। কনফার্মড।

10/05/2025

এস-৪০০ কি ছিড়লো? আটকানো গেল? এটা ফুল ফেজড ওয়ার৷ শুরু হয়ে গেল।

10/05/2025

মেগা ব্রেকিং
ভারতের রাজধানী দিল্লিতে হামলা করেছে পাকিস্তান।
আন অফিসিয়াল সোর্স

10/05/2025

মেগা ব্রেকিং
মোদির জন্মস্থান গুজরাট সহ ভারতের ৪ বিমানঘাটিতে স্ট্রাইক করেছে পাকিস্তান। অপারেশন "বুনিয়ান উল মারসুস" চলমান। কনফার্মড।

10/05/2025

মেগা ব্রেকিং
পাকিস্তান শুরু করেছে "অপারেশন বুনিয়ান উল মারসুস।" একাধিক স্থানে হামলা চলমান। পাঞ্জাবের ব্রক্ষাস্ত্র মিসাইল গুদাম ধ্বংস।

Address

Narail

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAKIB VLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share