Tazrin Tiha

Tazrin Tiha Never lose hope, for Allah is always by your side. plz follow my page

 #فَاذْكُرُوْنِيْٓ اَذْكُرْكُمْউচ্চারণ: ফাজকুরুনী আযকুরকুম।অর্থ: তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। (সূরা বা...
21/08/2025

#فَاذْكُرُوْنِيْٓ اَذْكُرْكُمْ
উচ্চারণ: ফাজকুরুনী আযকুরকুম।
অর্থ: তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। (সূরা বাকারা: ১৫২)

✨ শিক্ষা: আল্লাহকে যত বেশি স্মরণ করা যায়, ততই দুঃখ-চিন্তা দূর হয় এবং হৃদয় প্রশান্ত থাকে।

 #اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَউচ্চারণ:ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলীনবাংলা অর্থ:নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারী...
20/08/2025

#اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ
উচ্চারণ:
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলীন
বাংলা অর্থ:
নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। (সূরা আলে ইমরান: ১৫৯)

✨ “যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও একটি দরজা খোলা থাকে—তা হলো আল্লাহর ওপর ভরসা। যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে, তার জন্য আসমান থেকে রিজিকের পথ খুলে যায়।”

 #وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِيْٓ اَسْتَجِبْ لَكُمْ উচ্চারণ (বাংলায়):“ওয়া ক্বালা রব্বুকুম উদ’উনী আসতাজিব লাকুম”অর্থ:“তোমা...
19/08/2025

#وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِيْٓ اَسْتَجِبْ لَكُمْ
উচ্চারণ (বাংলায়):
“ওয়া ক্বালা রব্বুকুম উদ’উনী আসতাজিব লাকুম”
অর্থ:
“তোমাদের প্রতিপালক বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।” (সূরা গাফির: ৬০)

স্ট্যাটাস:
মানুষের কাছে হাজারবার গেলে তারা বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে যতবার যাবে, আল্লাহ ততবার খুশি হবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন— তাঁর কাছে দোয়া করলে তিনি অবশ্যই সাড়া দেবেন। তাই দোয়ার দড়ি কখনো ছেড়ো না। 🌷

 #ভালোবাসা মানেই সবসময় হাসি নয়,কখনো কখনো অশ্রুর ভেজা রাতও এরই অংশ।প্রিয় মানুষ যখন দূরে থাকে,তখন প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে ...
18/08/2025

#ভালোবাসা মানেই সবসময় হাসি নয়,
কখনো কখনো অশ্রুর ভেজা রাতও এরই অংশ।
প্রিয় মানুষ যখন দূরে থাকে,
তখন প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে অপেক্ষার যন্ত্রণা।
চোখ ভিজে যায়, তবুও মনে হয়—
এই কষ্টই হয়তো সবচেয়ে সুন্দর অনুভূতি।

ভালোবাসা মানে হলো—
মন খারাপের সময় কারো নাম শুনে হঠাৎ হাসা,
অথবা কষ্টের ভেতরেও তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা।
তুমি যদি রাগ করো, আমি কষ্ট পাই,
তুমি যদি কাঁদো, আমার হৃদয়ও ভেঙে যায়।

তবুও ভালোবাসা ছেড়ে যেতে মন চায় না,
কারণ ভালোবাসা যত কষ্ট দেয়,
তার চেয়েও হাজার গুণ সুখ লুকিয়ে রাখে।
তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়,
তুমি ছাড়া প্রতিটি দিন অসম্পূর্ণ লাগে।

ভালোবাসা মানেই মিষ্টি কষ্টের ভেলা,
যেখানে হৃদয়ের অশ্রু ঝরে,
কিন্তু তবুও মনে হয়—
এই কষ্টটাই আমার সবচেয়ে বড় সুখ। ❤️

 #وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِউচ্চারণ (বাংলায়): ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।অর্থ: আমার সাফল্য কেবল আল্লাহর পক্ষ থে...
16/08/2025

#وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ
উচ্চারণ (বাংলায়): ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।
অর্থ: আমার সাফল্য কেবল আল্লাহর পক্ষ থেকেই। (সূরা হুদ: ৮৮)

🌙 জীবনে আমরা অনেক চেষ্টা করি, পরিকল্পনা করি, কিন্তু সাফল্য আসে কেবল আল্লাহর ইচ্ছায়। তাই অহংকার নয়, সবসময় বিনয়ী থাকা উচিত। মানুষের প্রচেষ্টা শুধু মাধ্যম, ফলাফল একমাত্র আল্লাহর হাতে।

 #اللَّهُمَّ ارزقني قلباً سليماً، ولساناً صادقاً، وعملاً متقبلاً، ورزقاً حلالاً طيباً مباركاً، وراحةً أبدية في جنتكউচ্চা...
15/08/2025

#اللَّهُمَّ ارزقني قلباً سليماً، ولساناً صادقاً، وعملاً متقبلاً، ورزقاً حلالاً طيباً مباركاً، وراحةً أبدية في جنتك
উচ্চারণ (বাংলা): আল্লাহুম্মা র্‌যুক্‌নি ক্বালবান সালীমা, ওয়া লিসানান সাদিক্বা, ওয়া আমালান মুতাক্বাব্বালা, ওয়া রিজক্বান হালালান ত্বাইয়িবান মুবারাক্বা, ওয়া রাহাতান আবাদিয়্যাতান ফি জান্নাতিক।
অর্থ: হে আল্লাহ! আমাকে এমন অন্তর দিন যা পবিত্র, এমন জিহ্বা দিন যা সত্য কথা বলে, এমন আমল দিন যা কবুল হয়, হালাল ও পবিত্র বরকতময় রিজিক দিন, আর আপনার জান্নাতে চিরস্থায়ী শান্তি দান করুন।

💖 ইসলামি বার্তা:
কষ্ট যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়ো। দোয়া, ধৈর্য ও ইমানের শক্তিতে আল্লাহ আমাদের জন্য স্বস্তির পথ খুলে দেন। তাই কখনো হতাশ না হয়ে তাঁর উপর ভরসা রাখতে হবে।

 #وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا (সূরা মুয্জাম্মিল: ৮)উচ্চারণ: ওয়াজকুরিসমা রাব্বিকা ওয়াতাব্বা...
14/08/2025

#وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا (সূরা মুয্জাম্মিল: ৮)
উচ্চারণ: ওয়াজকুরিসমা রাব্বিকা ওয়াতাব্বাত্তাল ইলাইহি তাবতীলান।
অর্থ: তোমার রবের নাম স্মরণ করো এবং তাঁরই দিকে সম্পূর্ণভাবে মনোনিবেশ করো।
🌼 দুনিয়ার ব্যস্ততার মাঝেও যে মুহূর্তে তুমি আল্লাহকে স্মরণ করো, সেটাই তোমার জীবনের সবচেয়ে বরকতময় সময়।

 #ভালোবাসা এমন এক মায়া, যা হৃদয়কে বেঁধে রাখে অদেখা সুতোয়।এটা শুরু হয় এক চাওয়ায়, আর শেষ হয় না কোনো দিনেই।ভালোবাসা মানে শু...
13/08/2025

#ভালোবাসা এমন এক মায়া, যা হৃদয়কে বেঁধে রাখে অদেখা সুতোয়।
এটা শুরু হয় এক চাওয়ায়, আর শেষ হয় না কোনো দিনেই।
ভালোবাসা মানে শুধু হাসি নয়, কষ্ট ভাগাভাগি করাও।
এটা এমন এক অনুভূতি, যা চোখের জলকেও মূল্য দেয়।
প্রিয়জনের কণ্ঠস্বরই অনেক সময় পৃথিবীর সব শব্দের চেয়ে মধুর লাগে।
ভালোবাসা মানে আকাশে মেঘ জমলেও হাত না ছেড়ে থাকা।
এটা ধৈর্য শেখায়, ক্ষমা করতে শেখায়, আর অপেক্ষার সৌন্দর্য বোঝায়।
ভালোবাসা মানে ছোট ছোট ভুলে বড় হৃদয়ে জায়গা দেওয়া।
যখন কেউ তোমার ব্যথা নিজের ব্যথা মনে করে, তখনই বোঝা যায় সে সত্যিই ভালোবাসে।
ভালোবাসা মানে চোখে স্বপ্ন রাখা আর একসাথে সেই স্বপ্ন পূরণ করা।
এটা কখনো গর্ব করে না, শুধু নীরবে পাশে থেকে শক্তি দেয়।
ভালোবাসা মানে দূরে থেকেও হৃদয়ের সব দরজা খোলা রাখা।
এটা ত্যাগ শেখায়— নিজের সুখের চেয়ে তার সুখকে বড় করে তোলা।
ভালোবাসা কখনো সময় মাপে না, বরং মুহূর্তের গভীরতা মাপে।
এটা সেই শক্তি, যা ভাঙা মনকেও আবার গড়তে পারে।
ভালোবাসা মানে প্রতিদিন একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া।
এটা নিঃশব্দে বলে— “তুমি একা নও, আমি আছি”।
ভালোবাসা শুধু পাওয়া নয়, দেয়া— এমনভাবে, যাতে প্রিয়জন বুঝে যায়, সে তোমার পৃথিবী। ❤️

 #ٱتَّقُواْ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦউচ্চারণ: ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি।অর্থ: আল্লাহকে ভয় করো যেমনভাবে তাঁকে ভয় করা উ...
13/08/2025

#ٱتَّقُواْ ٱللَّهَ حَقَّ تُقَاتِهِۦ
উচ্চারণ: ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি।
অর্থ: আল্লাহকে ভয় করো যেমনভাবে তাঁকে ভয় করা উচিত।
💭 আল্লাহভীতি তোমার অন্তরকে করবে পবিত্র আর আমলকে করবে নূরে ভরা।

 #ভালোবাসা শুধু একটা শব্দ নয়, এটা হৃদয়ের গভীরে বাজতে থাকা এক সুর, যা কান দিয়ে নয়—মন দিয়ে শোনা যায়। কখনো এটা চোখের এক ফোঁ...
12/08/2025

#ভালোবাসা শুধু একটা শব্দ নয়, এটা হৃদয়ের গভীরে বাজতে থাকা এক সুর, যা কান দিয়ে নয়—মন দিয়ে শোনা যায়। কখনো এটা চোখের এক ফোঁটা অশ্রুতে ভেসে আসে, আবার কখনো হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো অনুভূতি। ভালোবাসা মানে এমন কাউকে পাওয়া, যার কাছে নিজের সব দুর্বলতা প্রকাশ করেও নিরাপদ মনে হয়। ঝড়-বৃষ্টি, কষ্ট-দুঃখ সব পেরিয়ে যে হাতটা আঁকড়ে ধরা যায়, সেটাই হলো সত্যিকারের ভালোবাসা। কখনো এটা দূরত্বে কষ্ট দেয়, তবুও মনে করিয়ে দেয়—কেউ আছে, যে তোমাকে হৃদয়ের গভীরে জায়গা দিয়ে রেখেছে। ভালোবাসা কখনো শব্দ চায় না, শুধু এক চাহনিই যথেষ্ট, যা বলে দেয়—“তুমি আমার, আমি তোমার”। 💌

 #ٱسْتَغْفِرُ ٱللَّهَ رَبِّي وَأَتُوبُ إِلَيْهِউচ্চারণ: আসতাগফিরুল্লাহা রাব্বি ওয়া আতুবু ইলাইহিঅর্থ: আমি আমার রব আল্লাহ...
12/08/2025

#ٱسْتَغْفِرُ ٱللَّهَ رَبِّي وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ: আসতাগফিরুল্লাহা রাব্বি ওয়া আতুবু ইলাইহি
অর্থ: আমি আমার রব আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাঁর দিকে ফিরে আসি।

 #তুমি আমার জীবনের সেই সুন্দর অধ্যায়, যেখানে প্রতিটি শব্দের মাঝে লুকিয়ে আছে ভালোবাসার কবিতা। তোমার এক ফোঁটা হাসি আমার সব...
11/08/2025

#তুমি আমার জীবনের সেই সুন্দর অধ্যায়, যেখানে প্রতিটি শব্দের মাঝে লুকিয়ে আছে ভালোবাসার কবিতা। তোমার এক ফোঁটা হাসি আমার সব দুঃখ মুছে দিতে পারে, আর তোমার চোখের গভীরে আমি খুঁজে পাই আমার পুরো পৃথিবী। যত দূরেই থাকি, হৃদয়ের প্রতিটি স্পন্দনে শুধু তোমাকেই খুঁজি, কারণ তুমি-ই আমার শুরু, তুমি-ই আমার শেষ। 🌹

Address

Narail
7500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tazrin Tiha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share