Tazrin Tiha

Tazrin Tiha Never lose hope, for Allah is always by your side. plz follow my page

 #ছোটবেলায় বাবার হাতটা ছিল আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়।যখন ভয় পেতাম, তখন শুধু বলতাম — “বাবা, তুমি আছো তো?”সেই এক কথাতেই যেন...
07/11/2025

#ছোটবেলায় বাবার হাতটা ছিল আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়।
যখন ভয় পেতাম, তখন শুধু বলতাম — “বাবা, তুমি আছো তো?”
সেই এক কথাতেই যেন পৃথিবীর সব ভয় হারিয়ে যেত। 🌼

বাবা কখনো বলেননি “আমি তোমায় ভালোবাসি”,
কিন্তু সকালে আমার জন্য নাশতা রেখে যাওয়া,
রাতে আমার ক্লাসের বই গুছিয়ে দেওয়া —
এসবেই লুকিয়ে ছিল সেই ভালোবাসার হাজার রূপ। 💖

আজ আমি বড় হয়েছি, কিন্তু বাবার চোখে এখনো আমি ছোট্ট মেয়ে।
তিনি এখনো আমাকে রোদে বের হতে মানা করেন,
খেতে না দেখলে চিন্তা করেন,
এবং আমার প্রতিটি হাসির পেছনে নিজের অগোচরে কষ্ট লুকিয়ে রাখেন। 🌤️

বাবা, তুমি শুধু বাবা নও —
তুমি আমার জীবনের ছায়া,
আমার সাহস, আমার প্রেরণা,
আমার সবচেয়ে বড় আশীর্বাদ। 🙏
সুমি
#আমি_আর_আমার_বাবা #বাবার_ভালোবাসা

 #اللّٰهُمَّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُউচ্চারণ (বাংলায়): আল্লাহুম্মাগফির লি ...
07/11/2025

#اللّٰهُمَّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ
উচ্চারণ (বাংলায়): আল্লাহুম্মাগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ালিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব
অর্থ: হে আল্লাহ, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা করুন বিচার দিবসে।

🤍 আল্লাহ আমাদের জীবনের প্রতিটি দিন বরকতময় করুন,
হৃদয়ে আনুন শান্তি, মুখে আনুন কৃতজ্ঞতা, আর অন্তরে আনুন ঈমানের আলো।

#জুম্মা মোবারক!

05/11/2025

#কষ্টের মাঝেই মানুষ শক্ত হয়ে ওঠে,
তবু অন্তরের আবেগ কখনো শুকায় না।💔

 #اِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الْاُولَىউচ্চারণ :“ইন্নামাস্‌ সাবরু ইনদাস্‌ সাদমাতিল উলা।”বাংলা অর্থ:“সত্যিকারের...
05/11/2025

#اِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الْاُولَى
উচ্চারণ :
“ইন্নামাস্‌ সাবরু ইনদাস্‌ সাদমাতিল উলা।”

বাংলা অর্থ:
“সত্যিকারের ধৈর্য সেই, যখন বিপদের প্রথম মুহূর্তে তা প্রদর্শন করা হয়।”
— (সহীহ আল-বুখারী)
(হাদীস নং ১২৮৩)

ইসলামি স্ট্যাটাস:
ধৈর্য মানে কষ্ট না পাওয়া নয় —
ধৈর্য মানে কষ্টের মাঝেও আল্লাহর ওপর বিশ্বাস রেখে চুপচাপ থাকা। 🌿
বিপদের সময় সবাই বলে “আমি সবর করছি”,
কিন্তু আসল সবর তখনই, যখন প্রথম ধাক্কা লাগে —
তখনও যদি জিহ্বা বলে “আলহামদুলিল্লাহ”,
তবে বুঝবে, তোমার ঈমান জীবিত আছে। 💖

আল্লাহ বলেন,
“নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন।”
তুমি শুধু ধৈর্য ধরো,
বাকি সবকিছু আল্লাহ সুন্দরভাবে সাজিয়ে দেবেন। 🕊️
#ইসলামিক_স্ট্যাটাস #সহীহ_বুখারী #হাদীস #সবর
#ধৈর্য #ইমান #আল্লাহর_জন্য

 #بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللّٰهِ، وَإِقَا...
04/11/2025

#بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللّٰهِ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ.
(সহিহ বুখারী, হাদিস: ৮)
উচ্চারণ:
“বুনিয়াল ইসলামু ‘আলা খামসিন: শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ান্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাহ, ওয়া ইতা’ইয যাকাহ, ওয়াল হাজ্জি, ওয়া সৌমি রামাদান।”
বাংলা অর্থ:
রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
“ইসলাম পাঁচটি বিষয়ের উপর প্রতিষ্ঠিত:
(১) এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ ﷺ আল্লাহর রাসুল,
(২) নামাজ কায়েম করা,
(৩) যাকাত আদায় করা,
(৪) হজ পালন করা এবং
(৫) রমজানে রোজা রাখা।”

ইসলামি স্ট্যাটাস:
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা—এর ভিত্তি পাঁচটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে।
যেমন একটি ঘর পিলার ছাড়া দাঁড়াতে পারে না, তেমনি নামাজ, রোজা, হজ, যাকাত ও কালেমা ছাড়া মুসলমানের ঈমানও পূর্ণ হয় না।
এই পাঁচটি আমল শুধু বিধান নয়, বরং আত্মার প্রশান্তির উপায়।
#ইসলাম #সহিহ_বুখারী #নামাজ #রোজা #যাকাত #হজ #কালেমা #জান্নাতের_পথ #রাসুলের_বাণী #ইসলামি_স্ট্যাটাস

 #কখনও কখনও জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিই হয়ে যায় সবচেয়ে দূরের কেউ।যে হাতটা একসময় শক্ত করে ধরেছিলে, সেই হাতটাই একদিন ছাড়ত...
03/11/2025

#কখনও কখনও জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিই হয়ে যায় সবচেয়ে দূরের কেউ।
যে হাতটা একসময় শক্ত করে ধরেছিলে, সেই হাতটাই একদিন ছাড়তে হয় সবচেয়ে কষ্ট নিয়ে।
তুমি বোঝাতে চাও, কিন্তু কেউ বোঝে না;
তুমি চুপ করে থাকো, তবুও তারা বলে— "তুমি বদলে গেছো!"
আসলে মানুষ বদলায় না, সময় আর কষ্টই মানুষকে নীরব করে দেয়।
হাসি মুখে থাকা মানেই সুখী নয়,
বরং সেই মুখেই লুকিয়ে থাকে হাজারটা অজানা কান্না।
তবুও তুমি হাসো, কারণ কান্না আজকাল কারো কাছে গুরুত্ব হারিয়েছে।
একটা সময় আসে, যখন মন বোঝাতে হয়—
সব কিছু হারিয়ে গেলেও নিজেকে হারাতে নেই।
কারণ শেষ পর্যন্ত, নিজের শান্তিটাই সবচেয়ে দামী জিনিস এই দুনিয়ায়।❤️❤️
#মনছোঁয়া_স্ট্যাটাস #জীবনের_বাস্তবতা #নীরব_কষ্ট #হারিয়ে_যাওয়া_ভালোবাসা #নিজেকে_ভালোবাসো #একাকিত্ব #কষ্টের_হাসি #জীবন_তবুও_চলবেই

Address

Narail
7500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tazrin Tiha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share