07/11/2025
#ছোটবেলায় বাবার হাতটা ছিল আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়।
যখন ভয় পেতাম, তখন শুধু বলতাম — “বাবা, তুমি আছো তো?”
সেই এক কথাতেই যেন পৃথিবীর সব ভয় হারিয়ে যেত। 🌼
বাবা কখনো বলেননি “আমি তোমায় ভালোবাসি”,
কিন্তু সকালে আমার জন্য নাশতা রেখে যাওয়া,
রাতে আমার ক্লাসের বই গুছিয়ে দেওয়া —
এসবেই লুকিয়ে ছিল সেই ভালোবাসার হাজার রূপ। 💖
আজ আমি বড় হয়েছি, কিন্তু বাবার চোখে এখনো আমি ছোট্ট মেয়ে।
তিনি এখনো আমাকে রোদে বের হতে মানা করেন,
খেতে না দেখলে চিন্তা করেন,
এবং আমার প্রতিটি হাসির পেছনে নিজের অগোচরে কষ্ট লুকিয়ে রাখেন। 🌤️
বাবা, তুমি শুধু বাবা নও —
তুমি আমার জীবনের ছায়া,
আমার সাহস, আমার প্রেরণা,
আমার সবচেয়ে বড় আশীর্বাদ। 🙏
সুমি
#আমি_আর_আমার_বাবা #বাবার_ভালোবাসা