Beauty Addiction By Jubaida Juthi

Beauty Addiction By Jubaida Juthi Assalamu Walaikum Beauties❤️

I'm Jubaida Juthi.This is My Official FB Page.Welcome to My Page.I'm taking any kind of PR or Promotional Works Appointment.
(1)

DM for PR/Short Video/Live/Shoot/Food Review etc will be Promoted.Page owners feel free to knock Me

নিজেকে নিয়ে টুকিটাকি শখ থাকাটা ভালো🌼অবসরে হালকা সাজা ভালো, দুই হাত ভরে মেহেদী দেওয়া ভালো।টাকা জমলে একগাদা বই,কয়েক মুঠো র...
02/07/2025

নিজেকে নিয়ে টুকিটাকি শখ থাকাটা ভালো🌼
অবসরে হালকা সাজা ভালো, দুই হাত ভরে মেহেদী দেওয়া ভালো।টাকা জমলে একগাদা বই,কয়েক মুঠো রেশমি চুড়ি কিনে ফেলা ভালো। সবসময় টাকা জমানোর চিন্তা না করে আইসক্রিম,চকলেট,ঝালমুড়ি খাওয়া ভালো।

নিজেকে নিয়ে শখ থাকা ভালো🌼
বেলীর মালা খোঁপায় জড়াতে ইচ্ছে করলে তা হুট করে কিনে ফেলা ভালো। হলুদ গোলাপ পছন্দ হলে একটা দুম করে কিনে আনা ভালো। যে জিনিসটার শখ আজ আছে, তা কাল না-ও থাকতে পারে। আজকে যেভাবে বাঁচার স্বাদ নিজের মাঝে আছে তা কালকে হারিয়েও যেতে পারে।
তাই আজকের শখ আজই পূরণ করা ভালো✨

আরও একটা দিন বেঁচে আছি…কখন যে জীবন থেমে যাবে, তা আমরা কেউই জানি না।তারপরও কেন এতো অভিযোগ আমাদের?কেন এত হিংসা, এত তুলনা, ...
28/06/2025

আরও একটা দিন বেঁচে আছি…

কখন যে জীবন থেমে যাবে, তা আমরা কেউই জানি না।
তারপরও কেন এতো অভিযোগ আমাদের?
কেন এত হিংসা, এত তুলনা, এত চাওয়া-পাওয়ার হিসেব?

কেউ একটু ভালো থাকলে, আমরা কেন ঈর্ষায় পড়ি?
ভেবে দেখি না....তার হাসিটুকু হয়তো অনেক অশ্রুর পর এসেছে।
কারো আলো দেখে একটু অনুপ্রাণিত হলে কি খুব ভুল হতো?
তাকে দেখে আমরাও তো জেগে উঠতে পারতাম নতুন আশায়।

জীবনটা খুব ছোট,
খুব অনিশ্চিত এই পথচলা.....
তার মাঝে যদি সবাই মিলে-মিশে থাকতাম....
একটু সহানুভূতি, একটু ভালোবাসা যদি বিলিয়ে দিতাম,
তাহলে হয়তো এই দুনিয়াটা হতো একটু শান্ত, একটু আপন।

বয়সের সাথে সাথে সবকিছু বদলে যায়........🙂আগে জেদ ধরতাম আর এখন ধৈর্য্য ধারন করি.......... 🙂
26/06/2025

বয়সের সাথে সাথে সবকিছু বদলে যায়........🙂
আগে জেদ ধরতাম আর এখন ধৈর্য্য ধারন করি.......... 🙂

মানুষের ব্যাপারে আমার কনফিডেন্স মোটামুটি শুন্যের কোঠায়। এখন আর কাউকেই বলি না, অমুকের সাথে সম্পর্কটা থেকে যাবে। বা তমুক ছ...
20/06/2025

মানুষের ব্যাপারে আমার কনফিডেন্স মোটামুটি শুন্যের কোঠায়। এখন আর কাউকেই বলি না, অমুকের সাথে সম্পর্কটা থেকে যাবে। বা তমুক ছেড়ে যাবে না। "মানুষ চিনতে আমি কাঁচা", এই ব্যাপারটা আমি এক্সেপ্ট করে নিয়েছি। এখন যদি সকালে কেউ কাঁধে হাত রেখে, সন্ধ্যা নামতেই বুকে ছুরি বসায়, তাতেও আমি খুব বেশি অবাক হবো না। দিনে দিনে বুঝেছি, মানুষ এমনই..........

আর এটাই বাস্তবতা............!!!!!!

মেয়েরা আসলে কি চায়?????এর জবাব আমার কাছে একটাই....মেয়েরা খুব বেশি ধনী, অযত্নশীল কাউকে চায় না বরং দায়িত্বশীল, যত্নবান, ভর...
18/06/2025

মেয়েরা আসলে কি চায়?????

এর জবাব আমার কাছে একটাই....মেয়েরা খুব বেশি ধনী, অযত্নশীল কাউকে চায় না বরং দায়িত্বশীল, যত্নবান, ভরসা করা যায় এমন একজন কে চায়।

এমন কাউকে চায় যে তাকে মানসিক ভাবে সাপোর্ট দিবে, তাকে বুঝবে, ভালোবাসবে, সব শেষে মেয়েরা চায় এমন একজন যে তার বিশ্বাস ধরে রাখবে, যার কাছে ঠকে যাওয়ার কোনো ভয় থাকবে না, যাকে সে বিশ্বাস করে যেতে পারবে নিশ্চিন্তে!!🤍

সবকিছু শেষে আমি যা বুঝলাম আমি যেমন আছি তেমনই যথেষ্ট।আমার প্রতিটা ভাঁজ, প্রতিটা ক্ষত, প্রতিটা অপূর্ণতা এসবই আমার গল্পের অ...
16/06/2025

সবকিছু শেষে আমি যা বুঝলাম আমি যেমন আছি তেমনই যথেষ্ট।

আমার প্রতিটা ভাঁজ, প্রতিটা ক্ষত, প্রতিটা অপূর্ণতা এসবই আমার গল্পের অংশ। Perfection বলে আসলে কিছুই হয় না। I am enough just the way I am🙂🙂🙂

তুমি বড় হয়ে গেলে তোমাকে বুকে নিয়ে ঘুম পাড়াতে পারবো না এটা ভাবলে আমার অজান্তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তোমার জন্য হারিয়ে ফে...
15/06/2025

তুমি বড় হয়ে গেলে তোমাকে বুকে নিয়ে ঘুম পাড়াতে পারবো না এটা ভাবলে আমার অজান্তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তোমার জন্য হারিয়ে ফেলা জীবন ঘুম, শান্তি, আরাম, সবাই একদিন ফিরে আসবে। শুধু তোমার শৈশবটা ফিরে আসবে না, সকাল সকাল তার ময়লা কাথা কাপড় গুলো আর যত্নসহ করে ধুতে হবে না,,

তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না। জিদ করে দাঁত হীন মারি দিয়ে কামড় দিতে চাইবে না। দুই হাত মুঠ করে আমার চুল ছিড়বে না।

তার জন্য আলাদা খাবারের পেরেশানিটা থাকবে না,, ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুলো গুছানোর কাজ আর পাবে না,,এই হাতে তাকে আর গোসল করে দিতে হবে না খালি বুকটাই তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না,,

কারণ সন্তান বড় হয়ে যাবে অসীম সে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম সেই যন্ত্রণার ব্যথা ও শেষ হয়ে গেছে। কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেইদিনও গত হয়ে যাবে,,

এইভাবে কত শত কাল, মাস, বছর, পেরিয়ে যাবে আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে, বুলি না ফোঁটা মুখটা কথার সাথে আমি মা তার মিলেই এই মায়ের সাথে অনেক কথা তারা আর বলা হবে না।

এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে,, সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে,, বলে যে শৈশব তার স্মৃতিতে থাকবে না সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে।

゚ ゚viralシ ゚

“ঘৃণা অনেক ভারী একটা শব্দ। এই পৃথিবীতে আমি সহজে কাউকে ঘৃণা করি না। কিন্তু ভীষণ অন্যায় করে, স্বেচ্ছায় কষ্ট দিয়ে যারা দিনশ...
12/06/2025

“ঘৃণা অনেক ভারী একটা শব্দ। এই পৃথিবীতে আমি সহজে কাউকে ঘৃণা করি না। কিন্তু ভীষণ অন্যায় করে, স্বেচ্ছায় কষ্ট দিয়ে যারা দিনশেষে ভিকটিম সেজে সবার সহমর্মিতা কুড়ায় - আমি তাদের মন থেকে ঘৃণা করি।"😶

゚ ゚viralシ

সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন, মানুষ সৌন্দর্য‍্যের কদর করে কয়েক বছর, কিন্তু সততার সম্মান মৃ'ত‍্যুর পরেও.......!...
11/06/2025

সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন, মানুষ সৌন্দর্য‍্যের কদর করে কয়েক বছর, কিন্তু সততার সম্মান মৃ'ত‍্যুর পরেও.......!❤️🌸

゚ ゚viralシ

আমার ছোট্ট সেহেরীশ এখন NAQIA পরিবারের একজন নতুন ছোট্ট সদস্য ভাবতেই কেমন জেনো খুব অবাক লাগে মাশা-আল্লাহ ❤️❤️❤️এই সিজন পরি...
10/06/2025

আমার ছোট্ট সেহেরীশ এখন NAQIA পরিবারের একজন নতুন ছোট্ট সদস্য ভাবতেই কেমন জেনো খুব অবাক লাগে মাশা-আল্লাহ ❤️❤️❤️

এই সিজন পরিবর্তন হওয়ার সময়ে আমার বেবির জন্য খুবই কার্যকারী একটি অয়েল NAQIA ব্রান্ডের Baby Oil For Cold & Cough অয়েলটা। এই অয়েল টা আমার বেবির ঠান্ডার জন্য খুবই ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ।

এই অয়েল টার কিছু কার্যকারিতা দিয়ে দিলাম:
বেবি অয়েল টা সর্দি-কাশি ও শ্বাসকষ্ট কমাতে৷ বেশি সর্দি-কাশি হোক বা কম সর্দি-কাশি হোক সবকিছুতেই এই অয়েলটা বেশ কার্যকরী এছাড়াও বেবিকে আরাম করে ঘুমাতে সাহায্য করে, বেবির রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, বেবির চেতনা শক্তি জাগ্রত করে তাছাড়াও অনেক কার্যকারিতা রয়েছে খুব শীঘ্রই রিভিউ নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ ❤️❤️❤️

ধন্যবাদ NAQIA বেবিদের জন্য এতো ভালো একটি অয়েল তৈরি করার জন্য ❤️❤️❤️❤️

゚ ゚viralシ ゚

জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমি যুদ্ধ করে যাচ্ছি কখনো সময়ের সাথে কখনো কাছের কিছু মানুষের সাথে কখনো আবার নিজের সাথে। এমন এক...
09/06/2025

জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমি যুদ্ধ করে যাচ্ছি কখনো সময়ের সাথে কখনো কাছের কিছু মানুষের সাথে কখনো আবার নিজের সাথে। এমন এক জায়গা এসে দাঁড়িয়েছি। এখন আর কেউ নেই আমার। এখন মনে হচ্ছে জীবন সবথেকে কঠিন পার করতেছি, তবে জীবন নিয়ে কোনো আফসোস নেই, আমিও দেখতে চাই আমার ধৈর্য কতটুকু, কতটুকু আমি মানিয়ে নিতে পারি, আর ধন্যবাদ জানায় তাদেরকে যারা আমার জীবনের প্রত্যেকটা পথে পথে একটা করে উচিত শিক্ষা দিয়েছেন আমাকে..............!!!

কেউ বদলে যায় না হঠাৎ করে। বরং একের পর এক ধাক্কা মানুষকে বদলাতে বাধ্য করে। সে হাসতে ভুলে যায়, কথা বলতে ইচ্ছে করে না, নিজে...
04/06/2025

কেউ বদলে যায় না হঠাৎ করে। বরং একের পর এক ধাক্কা মানুষকে বদলাতে বাধ্য করে। সে হাসতে ভুলে যায়, কথা বলতে ইচ্ছে করে না, নিজেকে গুটিয়ে নেয়।

সময় মানুষকে শান্ত করে তোলে, আর সেই শান্ততার আড়ালে জমে থাকে না বলা কত-শত কথা। সে আর কারও সঙ্গে লড়াই করে না। কারণ সে জানে, এই লড়াইয়ে শেষমেশ তাকে একাই থাকতে হয়।

দিনশেষে এটাই বাস্তবতা...............🙂

Address

Narayanganj

Telephone

+8801952269740

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beauty Addiction By Jubaida Juthi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share